জে.এস.সি গণিত ৩ য় অধ্যায় পরিমাপ এর গুরত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান পিডিএফ ডাউনলোড| JSC Math MCQ Suggestion PDF Download

অষ্টম শ্রেণির গণিত

৩ য় অধ্যায়

পরিমাপ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

পরিমাপ অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী

আয়তাকার ক্ষেত্র সম্পর্কিত

১। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ( দৈর্ঘ্য \times প্রস্থ ) বর্গএকক
২। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ ) একক

বর্গাকার ক্ষেত্র সম্পর্কিত

৩। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু ^2 বর্গএকক
৪। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা = ( ৪ \times বাহু ) একক

ত্রিভূজাকার ক্ষেত্র সম্পর্কিত

৫। ত্রিভূজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = \frac{1}{2} \times (ভূমি \times উচ্চতা) বর্গএকক
৬। ত্রিভূজাকার ক্ষেত্রের পরিসীমা = তিন বাহুর যোগফল।

আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত

৭। আয়তাকার ঘনবস্তুর আয়তন = ( দৈর্ঘ্য \times  প্রস্থ  \times উচ্চতা ) ঘনএকক

ঘনক (বর্গকার ঘনবস্তু) সম্পর্কিত

 

৮। ঘনকের আয়তন = বাহু ^3 ঘনএকক

 

পরিমাপ অধ্যায়ের আরো কিছু প্রয়োজনীয় তথ্য

১) ১ ঘনসেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন = ১ গ্রাম। [৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়] ২) ১ লিটার বিশুদ্ধ পানির ওজন = ১ কিলোগ্রাম।
৩) ঘনবস্তুর ঘনফলকে আয়তন বলে।

 

৪) ১ ফার্লং = ২২০ গজ
৫) ১ মাইল = ১৭৬০ গজ = ৮ ফার্লং = ১.৬১ কি.মি (প্রায়)
৬) ১ নটিকেল মাইল = ৬০৮০ ফুট
৭) ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি (প্রায়)

 

৮) ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
৯) ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম

 

১০) ১ মিটার = ১০০ সে.মি
১১) ১ বর্গমিটার = ১০০ \times ১০০ বর্গসে.মি  = ১০০০০ বর্গসে.মি
১২) ১ ঘনমিটার = ১০০ \times ১০০ \times ১০০ ঘনসে.মি  = ১০০০০০০ ঘনসে.মি

 

১৩) ১ এয়র (বর্গডেকামিটার) = ১০০ বর্গমিটার
১৪) ১ একর = ৪৮৪০ বর্গগজ = ১০০ শতক = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
১৫) ১ হেক্টর (বর্গহেক্টোমিটার) = ১০০ এয়র = ২.৪৭ একর (প্রায়)

 

১৬) ১ ছটাক = ২০ গন্ডা
১৭) ১ কাঠা = ১৬ ছটাক = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১৮) ১ বিঘা = ২০ কাঠা = ১৬০০ বর্গগজ
১৯) ১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়) = ৪ গন্ডা  = ৯ বর্গফুট

 

২০) ১ বর্গমাইল = ৬৪০ একর
২১) ১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)

 

২২) ১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
২৩) ১ ঘনমিটার = ১ স্টেয়র
২৪) ১ লিটার = ১০০০ ঘনসে.মি

 

জে.এস.সি গণিত ৩ য় অধ্যায় – পরিমাপ এর বহুনির্বাচনী সাজেশন 

 

১.১ গজ = কত ইঞ্চি?
ক) ৩ ইঞ্চি
খ) ১০ ইঞ্চি
গ) ১৮ ইঞ্চি
ঘ) ৩৬ ইঞ্চি
সঠিক উত্তর: (ঘ)
 
২. গ্রীক ভাষায় কিলো অর্থ কী?
ক) দশমাংশ
খ) শতাংশ
গ) ১০০ গুণ
ঘ) ১০০০ গুণ
সঠিক উত্তর: (ঘ)

 

৩.যেকোনো পঘনায় বা পরিমাপে কি প্রয়োজন?
ক) একক
খ) গুণন
গ) ভগ্নাংশ
ঘ) লঘিষ্ঠকরণ
সঠিক উত্তর: (ক)

৪.২.৫ কিলোগ্রাম = কত হেক্টোগ্রাম?
ক) ২৫
খ) ৫০
গ) ২৫০
ঘ) ৫০০
সঠিক উত্তর: (ক)

৫. কম ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়?
ক) কিলোগ্রাম (কে. জি.)
খ) মিটার
গ) হেক্টোগ্রাম
ঘ) গ্রাম
সঠিক উত্তর: (ঘ)

৬.কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম ধরা হয়?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
সঠিক উত্তর: (খ)

৭. গ্রীক ভাষায় হেক্টো অর্থ কি?
ক) ২ গুণ
খ) ১০ গুণ
গ) ৫০ গুণ
ঘ) ১০০ গুণ
সঠিক উত্তর: (ঘ)

৮. ১ গজে কত ফুট?
ক) ২ ফু
খ) ৩ ফুট
গ) ৪ ফুট
ঘ) ১০ ফুট
সঠিক উত্তর: (খ)

৯. একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ঘনকের ঘনফল সমান কত ঘন একক?
ক) ৬
খ) ৪
গ) ৩
ঘ) ১
সঠিক উত্তর: (ঘ)

১০. ১ ডেকামিটার = কত সেন্টিমিটার?
ক) ১০ সেন্টিমিটার
খ) ৫০ সেন্টিমিটার
গ) ১০০ সেন্টিমিটার
ঘ) ১০০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (ঘ)

১১. ২ মেট্রিক টন ডাল ২০০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি ডাল পাবে? Ο ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)

১২. ৭ মিটারে কত মিরিমিটার?
ক) ৭ মিলিমিটার
খ) ৭০ মিলিমিটার
গ) ৭০০ মিলিমিটার
ঘ) ৭০০০ মিলিমিটার
সঠিক উত্তর: (ঘ)

১৩. কোন ধরনের ভগ্নাংশের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়?
ক) দশমিক ভগ্নাংশ
খ) সাধরণ ভগ্নাংশ
গ) প্রকৃত ভগ্নাংশ
ঘ) অপ্রকৃত ভগ্নাংশ
সঠিক উত্তর: (ক)

১৪. ৬০০ সেন্টিমিটারে কত মিটার?
ক) ১ মিটার
খ) ৬ মিটার
গ) ৬০ মিটার
ঘ) ৬০০ মিটার
সঠিক উত্তর: (খ)

১৫. ০.৫ কিলোমিটার সমান কত হেক্টোমিটার?
ক) ১০০০
খ) ৫০০
গ) ২০
ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)

১৬. ২ ঘন মিটার= কত স্টেয়র?
ক) ৪
খ) ৩
গ) ২
ঘ) ১
সঠিক উত্তর: (গ)

১৭. ৩ মিটার ৮৯ সেন্টিমিটার = কত সেন্টিমিটার?
ক) ৩৮.৯ সেন্টিমিটার
খ) ৩৮৯ সেন্টিমিটার
গ) ৩৯৮ সেন্টিমিটার
ঘ) ৩৮৯০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (খ)

১৮. ১ মাইলে কত গজ?
ক) ৭৬০ গজ
খ) ১০০০ গজ
গ) ১৭৬০০ ফুট
ঘ) ৬০৮০ ফুট
সঠিক উত্তর: (ঘ)

১৯. দৈর্ঘ্য পরিমাপের একক কি?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) লিটার
ঘ) মিটার
সঠিক উত্তর: (ঘ)

২০. একজন প্রতিযোগী ২০০ মিটার ট্র্যাকে ১৬ বাড় দৌড়ালো, সে কতটুকু দৌড়ালো?
ক) ২০০০ মিটার
খ) ২ কিলোমিটার ১৬ মিটার
গ) ৩২ কিলোমিটার
ঘ) ৩ কিলোমিটার ২০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

২১. ১ হেক্টোমিটারে কত মিটার?
ক) ৫ মিটার
খ) ১০ মিটার
গ) ১০০ মিটার
ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)

২২. এক ব্যক্তি ৪০০ মিটার ট্র্যাকে ২ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত?
ক) ৪০০ কিলোমিটার
খ) ৮ কিলোমিটার
গ) ৮০০ মিটার
ঘ) ৮০০০ মিটার
সঠিক উত্তর: (গ)

২৩. ৩ কিলোমিটার ৭০ মিটার = কত মিটার?
ক) ৭৩ মিটার
খ) ৭৩০ মিটার
গ) ৩০৭০ মিটার
ঘ) ৩৭০০ মিটার
সঠিক উত্তর: (গ)

২৪. ১ ফার্লং = কত গজ?
ক) ১০ গজ
খ) ১১০ গজ
গ) ২২০ গজ
ঘ) ৪২০ গজ
সঠিক উত্তর: (গ)

২৫. ১৬৭২০ ফুট = কত নটিকেল মাইল?
ক) ১.৭৫
খ) ২.৭৫
গ) ৩.৭৫
ঘ) ৪.৭৫
সঠিক উত্তর: (খ)

২৬. একটি বর্গাকার আম বাগানের ক্ষেত্রফল ৪ বিঘা হলে বাগানের এক পাশের দৈর্ঘ্য কত গজ?
ক) ৭০
খ) ৮০
গ) ৯০
ঘ) ১০০
সঠিক উত্তর: (খ)

আরো পড়ুন:

৮ম শ্রেণীর সৃজনশীল গণিতের সম্পূর্ণ সমাধান PDF ডাউনলোড করে নিন 

২৭. ২০০০ মিলিমিটারে কত মিটার?
ক) ১ মিটার
খ) ২০ মিটার
গ) ২ মিটার
ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)

২৮. গণনার জন্য একক কোনটি?
ক) প্রথম স্বাভাবিক সংখ্যা ১
খ) প্রথম স্বাভাবিক সংখ্যা -১
গ) স্বাভাবিক সংখ্যা ১০
ঘ) ১০০
সঠিক উত্তর: (ক)

২৯. ১.৫ বর্গমাইল = কত বিঘা?
ক) ২৯০৪
খ) ২৫০০
গ) ১৯৩৬
ঘ) ১৫০০
সঠিক উত্তর: (ক)

৩০. ০.৫ মিটার = কত সেন্টিমিটার?
ক) ১ সেন্টিমিটার
খ) ৫ সেন্টিমিটার
গ) ৫০ সেন্টিমিটার
ঘ) ১৫০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (গ)

৩১. ফিতা কত মিটার লম্বা হয়ে থাকে?
ক) ১ মিটার
খ) ১০ মিটার
গ) ৩০ মিটার
ঘ) ১০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

৩২. প্রতিটি পাতার ওজন ০.৫ গ্রাম হলে, ৫০ পাতার একটি খাতার ওজন কত গ্রাম?
ক) ৫
খ) ১০
গ) ১৫
ঘ) ২৫
সঠিক উত্তর: (ঘ)

৩৩. নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি ছোট?
ক) মিটার
খ) সেন্টিমিটার
গ) মিলিমিটার
ঘ) কিলোমিটার
সঠিক উত্তর: (গ)

৩৪. ১ মিটারে কত ডেসিমিটার?
ক) ১০ ডেসিমিটার
খ) ১ ডেসিমিটার
গ) ১০০ ডেসিমিটার
ঘ) ৫০০ ডেসিমিটার
সঠিক উত্তর: (ক)

৩৫. ৪৫ গ্রাম = কত ডেকা গ্রাম?
ক) ৪৫০
খ) ৪.৫
গ) ০.৪৫
ঘ) ০.০৪৫
সঠিক উত্তর: (খ)

৩৬. ১ কিলোমিটার = কত মিটার?
ক) ১০ মিটার
খ) ১০০ মিটার
গ) ১০০০ মিটার
ঘ) ৫০০০ মিটার
সঠিক উত্তর: (গ)

৩৭. ২.৫ লিটার = কত ঘন সে.মি?
ক) ২৫০
খ) ৫০০
গ) ২৫০০
ঘ) ৫০০০
সঠিক উত্তর: (গ)

৩৮. কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয়?
ক) বাংলাদেশে
খ) ইংল্যান্ডে
গ) ফ্রান্সে
ঘ) জাপানে
সঠিক উত্তর: (গ)

৩৯. একজন দৌড়বিদ ১০০ মিটার ট্র্যাকে ৩০ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত?
ক) ১ কিরোমিটার
খ) ৩ কিলোমিটার
গ) ১৩০ মিটার
ঘ) ১৩০০ মিটার
সঠিক উত্তর: (খ)

৪০. একটি গাড়ি ৯ কিলোমিটার ৭০০ মিটার অতিক্রম করলো। গাড়িটি কত মিটার অতিক্রম করলো?
ক) ৯৭ মিটার
খ) ৭০৯ মিটার
গ) ৯৭০ মিটার
ঘ) ৯৭০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

৪১. দৈর্ঘ্যের পরিমাপ বড় হলে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়?
ক) সেন্টিমিটার
খ) কিলোমিটার
গ) মিলিমিটার
ঘ) মিটার
সঠিক উত্তর: (খ)

৪২. তোমার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৫ গুণ। প্রস্থ ১.৫ ফুট হলে বেঞ্চের পরিসীমা কত ইঞ্চি?
ক) ২১০
খ) ২১২
গ) ২১৪
ঘ) ২১৬
সঠিক উত্তর: (ঘ)

৪৩. ১০০ মাইল সমান কত কি. মি. (প্রায়)?
ক) ০.৬১
খ) ১০০
গ) ১৬১
ঘ) ২৬১
সঠিক উত্তর: (গ)

আরো পড়ুন:

সকল শ্রেণির গণিত মেইন বই ও গাইড বই PDF ডাউনলোড করে নিন 

৪৪. গ্রীক ভাষায় ডেকা অর্থ কি?
ক) ২ গুণ
খ) ১০ গুণ
গ) ১০০ গুণ
ঘ) সহস্রাংশ
সঠিক উত্তর: (খ)

৪৫. কোনটি পরিমাপের ক্ষেত্রে ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়?
ক) আয়তন
খ) ক্ষেত্রফল
গ) ঘনফল
ঘ) শতকরা
সঠিক উত্তর: (খ)

৪৬. ১১০০ গজ সমান কত ফার্লং?
ক) ৫
খ) ৪
গ) ৩
ঘ) ২
সঠিক উত্তর: (ক)

৪৭.৩২০ একর = কত বর্গমাইল?
ক) ০.৫
খ) ১
গ) ২
ঘ) ৪
সঠিক উত্তর: (ক)

৪৮. জমির পরিমাপ-
i. ১ কাঠা = ৮০ বর্গগজ।
ii. ১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)।
iii. ১ একর = ৩ বিঘা।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i

গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

 

৪৯. মশিউর সাহেব ৩৬০ ইঞ্চি কাপড় কিনলেন। তিনি কত গজ কাপড় কিনলেন?
ক) ৬ গজ
খ) ১০ গজ
গ) ৩৬ গজ
ঘ) ৩৬০০ গজ
সঠিক উত্তর: (খ)

৫০. ৫০ মিলিমিটার = কত সেন্টিমিটার?
ক) ১ সেন্টিমিটার
খ) ৫ সেন্টিমিটার
গ) ১০ সেন্টিমিটার
ঘ) ১০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 295 KB

📝পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

                                                          Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here