এই পরিভাষাগুলো প্রায়ই চাকরির পরীক্ষায় আসে

এই পরিভাষাগুলো প্রায়ই চাকরির পরীক্ষায় আসে

১. ন্যাশনালিজম: স্বদেশীকতা বা জাতীয়তাবাদ

২. শোভেনিজম: উগ্র স্বদেশীকতা বা উগ্র জাতীয়তাবাদ

৩. জায়োনিজম: প্যালেস্টাইনে ইহুদীদের পূর্ণবাসন আন্দোলন

৪. ফেজিসম: শক্তি প্রয়োগের মাধ্যমে জনগণকে রাষ্ট্রের অনুগত রাখা রাষ্ট্রের জন্যই জনগণ।

৫. ডায়ার্কী: দ্বৈত সরকার ব্যবস্থা যে সরকারের প্রধান ক্ষমতা দুই ব্যক্তি বা দুই দলের ওপর ন্যস্ত থাকে।

৬. অভিজাততন্ত্র: সমাজের সর্বশ্রেষ্ঠ বা এলিট শ্রেণী দ্বারা বংশ পরস্পরায় পরিচালিত শাসন ব্যবস্থা।

৭. এসাইলাম: রাজনৈতিক আশ্রয়। কোন রাজনৈতিক শরণার্থী অন্যদেশে আশ্রয় গ্রহণ করলে।

৮. এক্সাডিশান: দু’দেশের মধ্যে বন্দী প্রত্যপর্ণ চুক্তি।

৯. বুর্জোয়া: যারা শ্রমিক শ্রেণীকে পছন্দ করে না এবং তাদের শোষণ করে।

১০. প্রলেতারিয়েত: সর্বহারা শ্রেণী। শোষণ মূলক সমাজের শ্রমিক-মজুর শ্রেণী।

১১. বাফার স্টেট: বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র। যেমনঃ ২য় বিশ্বযুদ্ধে বেলজিয়াম)।

১২. স্যাটেলাইট স্টেট: প্রতিবেশী বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র।

১৩. ফিফথ কলাম: যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রæকে সাহায্য করে।

১৪. প্যাটেন্ট: কোন পণ্য উৎপাদন ও বিক্রির এমকাত্র অধিকার।

১৫. কপিরাইট: কোন লেখা বা প্রকাশনার একমাত্র অধিকার, মালিকানাস্বত্ব।

১৬. ট্যাক্সা হলিডে: বিশেষ কোন শিল্পের উন্নতি সাধনের জন্য যে শিল্পকে সাময়িক কর প্রদানে অব্যহতি দান।

১৭. প্লান হলিডে: যখন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা (সাধারণঃ পঞ্চবার্ষিক) থাকে না।

১৮. ইনফ্লেশন: মুদ্রাস্ফীতি। যখন বাজারে কম পণ্য-দ্রব্যের বিপরীত মানুষের হাতে প্রচুর অর্থ থাকে।

১৯. ডিভ্যালুয়েশন:  অবমূল্যায়ন। বিদেশী মুদ্রার তুলনায় মুদ্রা মান হ্রাস করা।

২০. বিবলিওগ্রাফি: গ্রন্থের একটি পদ্ধতিগত তালিকা (গ্রন্থপঞ্জি)।

২১. বায়োগ্রাফি: জীবনীগ্রন্থ অটোবায়োগ্রাফি-আন্তজীবনী।

২২. ইয়েলো জার্নালিজম: ব্যাপক জনপ্রিয়তার আশায় কোন গণমাধ্যমের চাঞ্চল্যকর, মিথ্যা সংবাদ, ছবি প্রচার করা।

২৩. গর্জনশীল চল্লিশা: ৪০০-৪৭০ দক্ষিণ অক্ষাংশ। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে প্রবল ঝড় হয়।

২৪. অশ্ব অক্ষাংশ: বাণিজ্যবায়ু এবং পশ্চিমা বায়ুর অন্তবর্তী ২৫০-৩৫০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। এখানে বায়ু প্রবাহের গতি কম থাকে।

২৫. অন্তরীফ: মহাসমুদ্রে মহাদেশের সর্বশেষ বিন্দু। (যেমন: উত্তমাশা অন্তরীফ)।

২৬. পেনিনসুলা: উপদ্বীপ। মূল ভূখন্ডের যে অংশ সাগরের মধ্যে ত্রিভুজের আকৃতিতে বেরিয়ে থাকে। যেমন: আরব পেনিনসুলা

২৭. টাইফুন: চীন সাগরের ঘূর্ণিঝড়কে টাইফুন বলে।

২৮. হ্যারিকেন: মেক্সিকো  উপসাগর থেকে ষূর্ণি ঝড়কে হ্যারিকেন বলে।

২৯. শ্বেত পত্র: কোন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণী।

৩০. স্যাবোটেজ: অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন কিছু ধ্বংস করা বা বাধ্যকরা।

৩১. স্ট্র ভোট: যে কোন বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে বেসরকারীভাবে গৃহীত ভোট।

৩২. ক্রস ভোটিং: সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান।

৩৩. ইমপীচমেন্ট: প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে বাদ দেওয়ার আইনগত পদ্দতি।

৩৪. দাঁতাত: দুইদেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের চেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here