বিশ্বের সকল বিখ্যাত স্থান সর্ম্পকিত গুরত্বর্পূণ
নোট পিডিএফ ডাউনলোড
- হোয়াইট হাউজ ওয়াসিংটন ডি সি তে অবস্থিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
- এলিসি প্রসাদ প্যারিসে অবস্থিত। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।প্রসাদ
- ওয়াল স্ট্রিট নিউইয়র্কে অবস্থিত। শেয়ার বাজারের জন্য বিখ্যাত।
- জুরিখ সুইজারল্যান্ডের একটি বড় শহর ও বিমান বন্দর।
- ভার্সাই প্যারিসের অদূরে অবস্থিত ফ্রান্সের একটি শহর। ১৭৮০ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা চুক্তি এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ খ্রীষ্টাব্দে এখানে মিত্রপক্ষ ও জার্মানীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ব্লু হাউজ সিউলে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভবন।
- ১০ নং ডাউনিং স্ট্রিট ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীদের সরকারী বাসভবন।
- ১১ নং ডাউনিং স্ট্রিট ইংল্যান্ডের বর্তমান প্রধনমন্ত্রীদের সরকারী বাসভবন।
- সেন্ট হেলেন আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ। নেপোলিয়নকে এখানে নির্বাসনে দেওয়া হয়েছে।
- আজন্তা ভারতের হায়দ্রাবাদে অবস্থিত। প্রাচীন গুহাচিত্রের জন্য বিখ্যাত।
- গ্রীনিচ ইংল্যান্ডে অবস্থিত। মান মন্দিরের জন্য বিখ্যাত। মূল মধ্য রেখা এর উপর দিয়ে গিয়েছে। এ স্থান থেকেই স্টান্ডার্ড সময় গনণা করা হয়।
- বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। এখানে বহু হিন্দু মন্দির ও স্মৃতি সৌধ আছে।
- পিস মেমোরিয়াল এটি একটি পার্ক যা জাহানের হিরোসিমায় অবস্থিত।
- নেটিভিটি এটি জেরুজালেমের বেথেলহেমে অবস্থিত একটি চার্চ।
- টেম্বল মাউন্ট জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান।
- ফকল্যান্ড আর্জেনন্টিনা হতে ৪০০ মাইল পূর্ব দক্ষিনে আটলান্টিক মহাসাগরে অবস্থিত বৃটিশ উপনিবেশ। দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ৯৮২ সালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে মালিকানা নিয়ে যুদ্ধ হয়। এর অপর নাম হলো মালভিনাস।
- ফেজ মরক্কোর ঐতিহাসিক শহর। সংস্কুতি ও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিখ্যাত।
- আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ৩০০ মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ার ফরাসী ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল (১৮৮৭-১৮৮৯) নির্মান করেন। বর্তমান ওয়ারলেস স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। খ্রীষ্ট পূর্ব ৬০৩ অব্দে রাজা নিবুচাদ নিজার ইউফ্রেটিশ নদীর তীরে এ উদ্যান তৈরী করেন। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।
- ক্লাবে প্যালেশ মিশরের কায়রোতে অবস্থিত। ১৯৬০ সালে নির্মিত। সাবেক মিশরীয়দের রাজাদের বাসস্থান। বর্তমান সরকারের সচীবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- ক্রেমলিন মস্কোয় অবস্থিত। রাশিয়ার প্রাক্তন জারদের বাসভবন। বর্তমানে রাশিয়ার সচিবালয়।
- পিসার হেলন টাওয়ার ইতালিতে অবস্থিত। শ্বেত মার্বেল পাথরের তৈরি । টাওয়ারটি উত্তর দিকে হেলান।
- ল্যুভর ফ্রান্সের প্যারিসে অবস্থিত আর্ট মিউজিয়াম। এটা পুর্বে ফ্রান্সের রাজার প্রসাদ ছিল। লিওনার্দ দ্য ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত মোনালিসা ছবিটি এখানে রাক্ষিত ছিল।
- গ্রেট ব্যারিয়ার রীফ অষ্ট্রেলিয়ার উত্তর পূর্বে উপকুলে অবস্থিত প্রবাল প্রাচীর।
- নটর ডেম ফ্রান্সের প্যরিসে অবস্থিত। প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত।
- রেড স্কয়ার মস্কোয় অবস্থিত। রাজনৈতিক বক্তৃতার জন্য বিখ্যাত।
- হলিউড যুক্তরাষ্টের ক্যালিফোয়ায় অবস্থিত। চলচিত্র শিল্পের জন্য বিখ্যাত।
- ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত বিখ্যাত যুদ্ধক্ষেত্র। এখানে নেপোলিয়ন, ডিউক অব ওয়েলিংটনের কাছে পরাজিত হন।
- স্টালিন গ্রাদ রাশিয়ায় অবস্থিত। এখানেই রাশিয়া দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানীকে পরাজিত করে।
- ট্রয় এশিয়া মাইনরে অবস্থিত পৌরানিক শহর। বর্তমানে তুরস্কের অধীনে।
- বেথেলহেম জেরুজেলেমের নিকট অবস্থিত। এখানে একটি গোয়াল ঘরে কুমারী মাতা মেরীর গর্ভে ১ খ্রীষ্টাব্দে খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্ট জন্মগ্রহন করেন।
- কাবা শরীফ সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের পবিত্র মসজিদ। একে বায়তুল্লাহ বা আল্লার ঘর বলা হয়।
- কলোসিয়াম ইতালির রোমে অবস্থিত। ৮৭,০০০ আসন বিশিষ্ট বৃত্তাকার মঞ্চ।
- কর্ডোভা স্পেনের প্রাচীন শহর। এখানে মুসলীম মুর শাসকদের বিভিন্ন স্থাপত্যকলার নিদর্শন রয়েছে।
- ওয়াটার গেট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত একটি বানিজ্যিক ভবন। এখানে ডেমোক্রেটিক দলের প্রধান কার্যালয় ছিল।
- চীনের প্রাচীর ৩৯৬৮ কিঃ মিঃ দীর্ঘ এই ঐতিহাসিক প্রাচীরটি চীনের হেবী প্রদেশ থেকে পর্বতাকীর্ন অব্জল উগুয়ান গিরিকথ হয়ে গোবি মরুভূমিতে এসে শেষ হয়েছে। এটা পৃথিবীর সপ্তমাচার্যের একটি এবং পর্যটকদের নিকট দর্শনীয় স্থান। দ্বাদশ শতকে যুদ্ধরাজ মঙ্গলদের আক্রমন থেকে চীনকে বাচানোর জন্য তদানীন্তন চীনা সম্রাট এই প্রাচীর নির্মান করেন।
- স্বর্ণ মন্দির ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর নগরীতে অবস্থিত শিখদের পবিত্র মন্দির। ১৯৮৪ সালে ভারতের ইন্দিরা সরকার স্বাধীনতাকামী শিখদের দমনের জন্য উক্ত মন্দিরে বøু স্টার নামক অভিযান পরিচালনা করেন। এর ফলে শিখ সম্প্রদায়ের ভিতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে শিখ দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হন।
- ডভক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিম বঙ্গেও রাজধানী কলকাতায় অবস্থিত এশটি ঐতিহাসিক স্থান।
- আলআকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র সমজিদ। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জেরুজালেমে দখল করর পর এই মসজিদটি নিজেদের দখলে নিয়ে নেয়। ইসারইিলীদের ষড়যন্ত্রে ১৯৬৭ সালে সমজিদটিতে আগুন ধরীয়ে দেওয় হয়। এর ফলে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে এবং গঠনে উদ্বুদ্ধ হয়।
- তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত মূল্যবান শ্বেত পাথরের তৈরি মনোরম স্মৃতি স্তম্ভ। মুঘল সম্রাট শাহ্জাহান তার সহধর্মীনী মমতাজ এর সমাধি এর উপর বাইশ হাজার লোকের তেইশ বছরের পরিশ্রমের মধ্য দিয়ে এই সুরম্য স্মুতি সৌধ নির্মান করেন। এটি মধ্যযুগের পৃথিবীর অন্যতম সপ্তাচার্য।
- পলাশী পশ্চিম বঙ্গের ভগীরথী নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর। এখানে ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ – উদ -দৌলা তার সেনাপতি মীর জাফরের বিশ্বাস ঘাতকতায় ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়।
- হরপ্পা পাকিস্তানের সিন্ধু প্রদেশের মন্টোগোমারী জেলায় অবস্থিত। এখানে সিন্ধু সভ্যতার প্রত্মতাত্বিক নিদর্শন ও এ সভ্যতার অনেক কীর্তি ও রহস্য পাওয়া গিয়েছে।
- কোহিনুর বিশ্বখ্যাত হীরক খন্ড, এর ্ওজন ১৮২ রতি (১.১৬ ক্যরেট)। বর্তমান ইংল্যান্ডের রাজমুকুটে শোভা পাচ্ছে। এ হীরক খন্ডটি গ্রেট মোঘল নামে পরিচিত। ১৫৫০ সালে ভারতের গোলাকুন্ডর খনিতে প্রথমে পাওয়া যায়। ১৭৩৯ সাল দিল্লী অবরোধ কালে হীরক খন্ডটি নাদির শাহের হস্তগত হয়। পরে পাঞ্জাবের শিখ রাজা রঞ্জিত সিংহ দখল করেন। ১৮৪৯ সালে হীকে খন্ডটি ইষ্ট কোম্পানির দখলে আসে।। ১৮৫০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হীরক খন্ডটি রানি ভিক্টোরিয়াকে উপহার দেয়।
- গাজা ইসরাইল অধিকৃত একটি ফিলিস্তিনি উপত্যকা। ১৯৬৭ সালে ইসরাইল এটা দখল করে। বর্তমানে এলাকাটি ফিলিস্তিনি ইসরাইল শান্তি চুক্তির অধীনে ফিলিস্তিনি শায়ত্বশাসণ কতৃপক্ষের কাছে অর্পণ করা হয়েছে।
- ফতেহপুর সিক্রি আগ্রা হতে ৪১ কিঃ মিঃ দুরে অবস্থিত একাট স্থান। এখানে সম্রাট আকবর একটি শহর নির্মান করেছিলেন। এখানে অনেক দেওয়াল চিত্র ও মোজাইক চিত্র পাওয়া যায়।
- অযোধ্যা ভরেতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌর ১৭৩ কিঃ মিঃ পূর্বে অবস্থিত। হিন্দু পৌরানিক চরিত্র রাম চন্দ্রের জন্মস্থান হিসেবে মনে করা হয়।
- জিব্রাল্টার ভূ- মধ্য সাগরের তীরে জিব্রাল্টার প্রনালীর মুখে ৪২৭ মিঃ উচ্চতায় অবস্থিত একটি গুরুত্বপুর্ন বৃটিশ সামরিক ঘাঁটি এবং নৌবিহার কেন্দ্র।
- হামবুর্গ এল্ব নদীর তীরে অবস্থিত হামবুর্গ জার্মানীর বৃহত্তম বন্দর। কিয়েভ খাল দ্বারা এটি বালটিক সাগরের সাথে যুক্ত।
- বাকিংহাম বুর্গ প্যালেস লন্ডনে অবস্থিত বৃটিশ রাজ প্রসাদ।
- অলিম্পিয়া গ্রীসের নিকট রুশিয়া নদীর তীরে অবস্থিত। এখানে প্রাচীন কালে চার বছর পর পর এখানে ক্রীড়া অনুষ্ঠিত হত। আধুনিক অলিম্পিক এই ক্রীড়া অনুষ্ঠানের ফসল।
- স্পার্টা গ্রীসের একটি প্রাচীন শহর । এখানে দাস মালিকদের দাসদের প্রচন্ড যুদ্ধ হয়েছিল।
- আলেজানিদ্রয়া ভূ- মধ্যসাগরের তীরে অবস্থিত। মিশরের বৃহত্তম শহর ও বন্দর ।
- কাসাবাঙ্কা মরোক্কয় অবস্থিত কাসাবলাঙ্কা। উত্তর-পশ্চিম আফ্রিকার বৃহত্তম শহর ও বন্দর। এ বন্দর হতে প্রচুর পরিমান ফল রপ্তানি করা হয়ে থাকে।
- আলজিয়ার্স আলজেরিয়ার রাজধানী, প্রধান শহর ও বন্দর। এ বন্দর হতে লৌহ, তামাক, খেজুর ও মদ রপ্তানি করা হয়।
- প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার শাসন সংক্রান্ত রাজধানী।
- পিরামিড মিশরের প্রাচীন কালের শাসককূল ফারাওদের কবরের উপর নির্মিত সমাধিস্তম্ভ।
- স্ফিংস মিশরের পিরামিড সংলগ্ন স্থানে অবস্থিত সিংহের দেহ এবং মানুষের মাথা বিশিষ্ট প্রাচীর মূর্তি।
- পেন্টাগন ওয়শিংটনস্থ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদও দপ্তর ভবন। পঞ্চভুজাকৃতি বলে একে পেন্টাগন বলা হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস।
- ক্যাপিটাল হিল ওয়াশিংটনে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবন।
- তক্ষশীলা পাকিস্তানের রাওয়াল পিন্ডি থিকে ১৬ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত প্রত্মতাত্তি¡ক নিদর্শণ সমৃদ্ধ এলাকা তক্ষশীলা। পৌরানিক ব্যাখ্যায় জানা যায় ভরত পুত্র তক্ষরাজের রাজধানী ছিল এই তক্ষশীলা। এবং তার নামানুসারে এর নাম করন করা হয়। অনেকেই মনে করেন তক্ষ বা তক্ষক নামক উপজাতি থেকেই এ নামটির উৎপত্তি। অর্জুনের পৌত্র পরীক্ষীতের পুত্র মহারাজ জমমেজয় এখানে সর্পজজ্ঞের আয়োজন করেন। এখানে বেদ, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা এবং চিকিৎসা শাস্ত্রের কেন্দ্র ছিল। পানিনি ও চানক্য এখানে জন্মগ্রহন করেন। আলেকজান্ডার ভারত আক্রমনের সময় এখানে সতীদাহ, নারী ব্যবসা ছিল। আনুমানিক ৪০০ খ্রীঃ চীন পরিব্রাজক ফা হিয়েন এই এলাকাটি পরিদর্শন করেন এবং পবিত্র ভূমি হিসেবে বর্ণনা করেন।