নীতিমালা

itmona.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । বাংলায় বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি এবং চলমান শিক্ষা পদ্ধতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ওয়েবসাইট/ব্লগ এর জন্ম। এখানে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন খবরা খবর, টিপস-ট্রিক্স ইত্যাদি জানার পাশাপাশি আপনি নিজেও এখানে লিখতে পারবেন এবং লেখক-পাঠকদের সাথে মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ গ্রহন করতে পারবেন। আমাদের ওয়েবসাইট/ব্লগে লিখা বা মন্তব্য করার ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা সমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

itmona.com এ লেখা/পোষ্ট করা সংক্রান্ত

  • itmona.com এ প্রকাশিত সকল লেখা/পোষ্ট নৈতিক , বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি এবং পড়াশোনা সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত লেখা/পোষ্ট itmona.com এ প্রধান্য পাবে।
  • সকল লেখা/পোষ্ট এর মূল ভাষা অবশ্যই বাংলায় এবং লেখা/পোষ্ট এ কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় লেখা/পোষ্ট করা যাবে না।
  • বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি লেখা/পোষ্ট এ সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে।
  • মিথ্যা, অপ্রাসঙ্গিক, অশ্লীল, অন্যের ক্ষতি করে বা কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু প্রকাশ করা যাবে না। প্রযুক্তি বিষয়ক কোন সংবাদ প্রকাশ করতে চাইলে নির্ভরযোগ্য মাধ্যম সহ প্রকাশ করতে হবে।
  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে তা নিজের নামে লেখা/পোষ্ট করা যাবে না। তবে প্রকৃত লেখকের নাম উল্লেখ করে লেখা প্রকাশ করা যাবে।
  • ব্যাক্তিগত মোবাইল/টেলিফোন নাম্বার/ইমেইল ঠিকানা প্রকাশ করা যাবে না। ব্যাক্তিগত ইমেইলে কোন ফিলে/লিঙ্ক দেয়া যাবে না।
  • মিথ্যা, অপ্রাসঙ্গিক, অশ্লীল, অন্যের ক্ষতি করে বা কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু প্রকাশ করা যাবে না। প্রযুক্তি বিষয়ক কোন সংবাদ প্রকাশ করতে চাইলে নির্ভরযোগ্য মাধ্যম সহ প্রকাশ করতে হবে।
  • পর্ণ সাইটের লিঙ্ক বা পর্ণ ছবি/ভিডিও প্রকাশ করা যাবে না।
  • পোস্টের মন্তব্যে অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক, অশালীন বা আপত্তিকর শব্দ/বাক্য প্রকাশ করা যাবে না।
  • আংশিক পোস্ট লিখে বাকীটুকু পড়ার জন্য অন্য ব্লগ বা নিজের ব্যাক্তিগত ব্লগের ঠিকানা দেয়া যাবেনা। সম্পূর্ণ লেখা/পোষ্ট এখানেই লিখতে হবে।
  • পোস্ট এ আপত্তিকর কোনো লিংক দেওয়া থেকে বিরত থাকুন, পোস্ট এর অন্তর্গত যেসব লিংক ভিজিট করতে ভিজিটর বিরক্ত হবে। ওই সব লিংক পরিহার করুন। ডাউনলোড লিংক থেকে যেন ভিজিটর সহজে ডাউনলোড করতে পারে এমন লিংক শেয়ার করার চেষ্টা করুন।
  • শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কোন লিঙ্ক দেয়া যাবে না। বিজ্ঞাপন অথবা এফিলিয়েট জাতীয় Ads ও এফিলিয়েট লিঙ্ক দিয়ে করা সর্ট লিঙ্ক (Short Link) ব্যাবহার করা যাবে না।
  • পোস্ট লিখার সময় মূল বিষয় নিয়ে বিস্তারিত লিখতে হবে । পোস্ট সম্পর্কিত ছবি, ভিডিও দিতে হবে।
  • শধুমাত্র প্রচারনার উদ্দেশ্যে একই সাইটের বিভিন্ন উপাদান নিয়ে বিভিন্ন ভাবে লেখা যাবে না।
  • কোন ব্যাক্তি/ব্লগ/ওয়েবসাইট/গোষ্ঠী/দল/প্রতিষ্ঠান বা ধর্ম কে হেয় বা ভাবমূর্তি নষ্ট করে এমন কিছু লেখা যাবে না।
  • কোন ওয়েব সাইটের প্রচারণার উদ্দেশ্যে লেখায়/পোষ্টে কোন লিঙ্ক দেয়া যাবে না।
  • অনলাইনে আয় বিষয়ক লেখা সমূহ অবশ্যই সঠিক ও যুক্তি সঙ্গত হতে হবে। তবে রেফারেল সংগ্রহ, নিজের দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্য অথবা ব্যাবসায়িক স্বার্থে কোন প্রকার লেখা/পোষ্ট প্রকাশ করা যাবে না।
  • পোস্ট লিখার সময় মূল বিষয় নিয়ে বিস্তারিত লিখতে হবে । চাইলে পোস্ট সম্পর্কিত ছবি, স্ন্যাপশট ইত্যাদি যোগ করতে পারেন ।
  • চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার লেখা/পোষ্ট করা যাবে না। জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক লেখা/পোষ্ট প্রকাশ করা যাবে না।
  • লেখা/পোষ্ট মানসম্মত না হলে প্রকাশ না করা বা প্রকাশিত লেখা বাদ দেয়ার অধিকার itmona.com কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • লেখা/পোষ্ট এর আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব itmona.com কতৃপক্ষ বহন করবে না।

itmona.com এ মন্তব্য/কমেন্ট করা সংক্রান্ত

  • লেখক কিংবা পাঠক, কাউকে গালিগালাজ করা যাবে না।
  • কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • মন্তব্যে সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
  • প্রচারণার উদ্দেশে মন্তব্য, কোন সাইট বা সার্ভিসের লিংক সেয়ার করা যাবে না।
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায় দায়িত্ব itmona.com কতৃপক্ষ বহন করবে না।

itmona.com এ লেখক আইডি ও নাম সংক্রান্ত

  • লেখক আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য লেখকএর নামকে হেয় করে।
  • বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন লেখকআইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
  • সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন লেখকআইডি ও নাম ব্যবহার করা যাবে না।

It is Strictly prohibited to share, read or download any copyright materials. “itmona PDF Books” conform the Copyright law and requires the readers to obey the copyright law. Any link or book is not hosted in the site. If any one claim about any content or book for copyright we will remove the link within 24 hours. By read or download any content or books you must agree the privacy and policy of the website.

বি:দ্র:- itmona.com এর নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন হতে পারে।

itmona.com এর নীতিমালা মেনে চলুন। অন্যথায়, কোনো প্রকার আগাম বিজ্ঞপ্তি/নোটিশ না দিয়ে নীতিমালা ভঙ্গকারী কে স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে।