বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC) আ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC) আ্যাসিস্টান্ট

ইঞ্জিনিয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

Bangladesh Industrial Technical Assistance Centre (BITAC)

পদের নামঃ- আ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার

সময়ঃ ৯০ মিনিট; পূর্ণমানঃ ৮০

পরীক্ষার তারিখঃ- ২৭ অক্টোবর, ২০২৩

বাংলা প্রশ্ন সমাধান

১। ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন -এখানে ‘গুণহীন’ কোন কারকে কোন বিভক্তি।

উত্তরঃ- কর্তৃ কারকে শূন্য বা প্রথমা বিভক্তি

২। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক) পদ্ধতি = পদ্‌+ হতি

খ) ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত

৩। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

উত্তরঃ- প্রাতিপদিক

৪। ব্রজবুলি কী?

উত্তরঃ- ‘ব্রজবুলি’ হলো মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা।

৫। ‘শুন্যপুরাণ’ কোন যুগের সাহিত্য নিদর্শন?

উত্তরঃ- অন্ধকার যুগ (১২০১-১৩৫০ খ্রিঃ)

সাধারণ প্রশ্ন সমাধান

৬।  ‘BEPZA’ এর পর্ণরূপ কী?

উত্তরঃ- Bangladesh Export Processing Zones Authority.

৭। এসডিজি এর গোল এবং সাব-গোল কয়টি?

উত্তরঃ- এসডিজি এর গোল ১৭টি এবং সাব-গোল ১৬৯টি?

৮। কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন?

উত্তরঃ- ড. মাকসুদুল আলম

৯। বাংলাদেশ ১৯৯৭ সালে কোন দেশকে পরাজিত করে আইসিসি ট্রফি জয় লাভ করে?

উত্তরঃ- কেনিয়া

১০। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’-গানটির রচয়িতা কে?

উত্তরঃ- গোবিন্দ হালদার

 

ইংরেজি প্রশ্ন সমাধান

১১। Write the correct form of

the verb: The boy wanted……… (go) to

the party, but he had to…….. (study)

For his exams. Ans: to go, study

১২। Correct the given

sentence grammatically: ‘Shreya, who she is my best friend, is a singer.

Ans: Shreya, who is my best friend, is a singer.

১৩। ‘He has great enthusiasm for the project. Write one antonym of Enthusiasm’

Ans: Lethargy

  • Enthusiasm অর্থ প্রবল উৎসাহ

  • Lethargy অর্থ আলস্য/তন্দ্রা/নিশ্চেষ্টতা

১৪। Write the appropriate preposition: The man has no ambition ……… fame of life.

Ans: for

বিঃ দ্রঃ বিষয় ভিত্তিক প্রশ্নের সমাধান দেওয়া হয় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here