সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

সমবায় অধিদপ্তর সহকারী প্রশিক্ষক পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- সহকারী প্রশিক্ষক

পরীক্ষার তারিখঃ- ০২-০৬-২০২৩

বিষয়ঃ- সব বিষয় একত্রে

  1. Which of the following is demonstrative pronoun?

ক) Those✔

খ) He

গ) Yourself

ঘ) Who

  1. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পন করেছিল?

ক) রমনা পার্কে

খ) পল্টন ময়দানে

গ) তৎকালীন রেসকোর্স ময়দানে✔

ঘ) বাহাদুর শাহ পার্কে

  1. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) তানভীর কবির

খ) হামিদুর রহমান✔

গ) সৈয়দ মাইনুল হোসেন

ঘ) নভেরা আহমেদ

  1. একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত?

ক) ৯৫.০° F

খ) ৯৯.৫° F

গ) ৯৭° F

ঘ) ৯৮.৪° F✔

  1. সবজী উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম দেশ?

ক) ৫ম

খ) ৭ম

গ) ৯ম

ঘ) ৩য়✔

  1. চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাতি আমের অন্য নাম কোনটি?

ক) লক্ষণভোগ

খ) গোপালভোগ

গ) হিমসাগর✔

ঘ) বারীআম-৪

  1. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?

ক) আইন বিভাগ

খ) ইতিহাস বিভাগ

গ) অর্থনীতি বিভাগ✔

ঘ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

  1. উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বর্তমানে চালু মেট্রোরেল লাইন কোনটি?

ক) এমআরটি-১               খ) এমআরটি-৪

গ) এমআরটি-৬✔

ঘ) কোনটিই নয়

  1. বাংলাদেশ ক্রিকেট দলের কোন খেলোয়াড় টেস্ট ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি লাভ করে?

ক) মুশফিকুর রহিম✔

খ) তামিম ইকবাল

গ) সাকিব আল হাসান

ঘ) মুমিনুল হক

  1. পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে?

ক) চাঁদপুরে

খ) চিলমারীতে

গ) ভৈরব বাজারে

ঘ) গোয়ালন্দে✔

  1. বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবিস্থিত?

ক) সোনারগাঁয়ে✔

খ) ঢাকার শাহবাগে

গ) বগুড়ার মহাস্থানগড়ে

ঘ) কোনটিই নয়

  1. কোনটি অস্থায়ী মেমোরী?

ক) RAM✔

খ) ROM

গ) Pen Drive

ঘ) কোনটিই নয়

  1. OIC এর পূর্ণরূপ কোনটি?

ক) Organization of International Committee

খ) Organization of Islamic Cooperation✔

গ) Organization of Islamic Countries

ঘ) কোনটিই নয়

  1. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

ক) ৫

খ) ৭

গ) ১০✔

ঘ) ১১

  1. রাশিয়ার মুদ্রার নাম কি?

ক) ইউয়ানথি

খ) রুবল✔

গ) ইউরো

ঘ) লিরা

  1. Antonym of ‘Obscure’ is

ক) Hazy

খ) Lucid✔

গ) Concealed

ঘ) Gloomy

  1. I have a saving account —– AB Bank

ক) in

খ) with✔

গ) of

ঘ) under

  1. ‘With flying colours’ means-

ক) flying bird

খ) victoriously✔

গ) colourful

ঘ) aimlessly

  1. Identify the adjective of the word ‘Community’.

ক) Common

খ) Committee

গ) Communal✔

ঘ) Communications

  1. Which one is the correct spelling?

ক) Forefiet

খ) Forefeit✔

গ) Forefit

ঘ) Forfiet

  1. Choose the correct sentence-

ক) He refused the debt

খ) I could not do justice to it

গ) I could not make justice to it✔

ঘ) we write by ink

  1. ‘To err is human’ means.

ক) মানুষ মরণশীল

খ) মানুষ প্রতিহিংসা পরায়ন

গ) মানুষ মাত্রই ভুল করে✔

ঘ) মানুষ মানুষকে ভালোবাসে

  1. Tell me —- that

ক) whom told you

খ) that told you

গ) told you

ঘ) who told you✔

  1. Which one is irregular verb ?

ক) Bear✔

খ) Abuse

গ) Assure

ঘ) All of the above

  1. Time and tide —- for none.

ক) waits

খ) wait✔

গ) waiting

ঘ) will wait

  1. What is the meaning of ‘Perturb’ –

ক) Porous

খ) Anticipate

গ) a Worry✔

ঘ) Deviant

  1. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-

ক) মন্ + ঈষা

খ) মন+ইষা

গ) মনি + ঈর্ষা

ঘ) মন্ স + ঈষা✔

28.‘তার যেন সেখানে যাওয়া হয়’- বাক্যটি কোন বাচ্য?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য✔

গ) ভাববাচ্য

ঘ) কোনটি নয়

  1. নিচের কোন শব্দটি ‘স্বর্গ’ এর সমার্থক শব্দ?

ক) ভৃঙ্গ

খ) ত্রিদিব✔

গ) সবিতা

ঘ) উদধি

  1. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

ক) দৌলতকাজীবি

খ) আলাওল✔

গ) মাগন ঠাকুর

ঘ) আব্দুল হাকিম

  1. কোনটি শুদ্ধ বানান-

ক) প্রোজ্জ্বল✔

খ) প্রোজ্জ্বল

গ) প্রজ্বল

ঘ) প্রোজ্বল

  1. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) অরণ্যা

খ) স্থাবর✔

গ) পর্বত

ঘ) সমুদ্র

  1. ধর্মে তোমার মতি হোক- বাক্যটিতে ধর্মে কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে ৭মী

খ) করণে ৭মী✔

গ) অধিকরণে ৭মী

ঘ) কর্মে ৭মী

  1. ‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) কৃষ্ + ইষ্টি

খ) কৃ+ইষ্টি

গ) কৃষ্ +টি

ঘ) কুষ্ + তি✔

  1. ‘কর্মে যার ক্লান্তি নেই’- বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি?

ক) ক্লান্তিহীন

খ) অক্লান্ত কর্মী✔

গ) অবিশ্রাম

ঘ) নিরলস

  1. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) ত্রিকাল

খ) ত্রিভুজ

গ) একচোখা✔

ঘ) বেহায়া

  1. ‘গীর্জা’ কোন ভাষার শব্দ?

ক) ফারসি

খ) পর্তুগীজ✔

গ) গ্রীক

ঘ) আরবী

  1. অপিনিহিতির উদাহরণ কোনটি?

ক) আজি > আইজ✔

খ) ডেস্ক> ডেসক

গ) অলাবু>লাবু>লাউ

ঘ) কোনটি নয়

  1. ৫টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম ৩টির যোগফল ২৪ হলে শেষ ৩টির যোগফল কত হবে?

ক) ৩০✔

খ) ২৮

গ) ২৯

ঘ) ২৭

  1. একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩জন করে বসলে ৬ জন ছাত্র দাড়িয়ে থাকে। শ্রেণির ছাত্র সংখ্যা কত?

ক) ৪০জন

খ) ৬০জন✔

গ) ৪৫ জন

ঘ) ৪৮ জন

  1. ০৬টি সংখ্যার গড় ৩০। এদের মধ্যে প্রথম ৪টির গড় ২৫ এবং শেষের ৩টি সংখ্যার গড় ৩৫ হলে চতুর্থ সংখ্যাটি কত?

ক) ৩০

খ) ৩২

গ) ২০

ঘ) ২৫✔

  1. একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

ক) ৭২০°✔

খ) ৬৩০°

গ) ৫৪০°

ঘ) ৩৬০°

  1. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮সে.মি. এবং প্রস্থ ১০সে.মি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫সে.মি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

ক) ৭ সে.মি

খ) ৭.২ সে.মি. ✔

গ) ৭.৩ সে.মি

ঘ) ৭.৪ সে. মি.

  1. কোন বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, উহার পরিসীমা কত?

ক) ৫√২ π

খ) ৮π৬

গ) √২π✔

ঘ) ৫√৩π

  1. বার্ষিক শতকরা ১০টাকা মুনাফায় ৩০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

ক) ৮৭৫ টাকা

খ) ৮০০টাকা

গ) ৮৬৭.৭৬ টাকা

ঘ) ৮৭৬.৬৭ টাকা

  1. ত্রিভুজ ABC এ B কোণের পরিমাণ 90°। যদি AC = 2AB হয়, তবে C কোণের পরিমাণ কত?

ক) 45°

খ) 30°✔

গ) 60°

ঘ) 90°

  1. একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

২৭০°

৩৬০°

৫৪০°✔

৪৫০°

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here