নামের সাদৃশ্যে বৈচিত্র্য তথ্য
পরিচিতি:
১. হেলথ সিটি – চট্টগ্রাম (বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত)
২. সাইবার সিটি – সিলেট।
৩. সিল্ক সিটি – রাজশাহী।
৪. ক্লিন সিটি – ঢাকা (সরকার ঘোষিত)
৫. লাভ সিটি – উত্তরা, ঢাকা।
স্থান :
১. লালখান – সিলেট (দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়)
২. লালপুর – নাটোর (দেশের উষ্ণতম স্থান)।
৩. লালপুকুর – দিনাজপুর (কয়লা)।
দীঘি:
১. আলতা দীঘি – নওগাঁ
২. ধীবর দীঘি – নওগাঁ
৩. লাল দীঘি – চট্টগ্রাম
লেক:
- ফয়’স লেক – পাহাড়তলা, চট্টগ্রাম
- বগা লেক – বান্দরবন
- প্রান্তিক লেক – বান্দরবন
- কাপ্তাই লেক – রাঙ্গামাটি
- ক্রিসেন্ট লেক – সংসদ ভবন
- জাফলং লেক – সিলেট
সাগর:
- রাম সাগর – দিনাজপুর
- নীল সাগর – নীলফামারী
- ধর্ম সাগর – কুমিল্লা
- জয় সাগর – সিরাজগঞ্জ
- বিজয় সাগর – রাজশাহী বিশ্ববিদ্যালয়
ভ্যালি:
- ভেঙ্গি ভ্যালি – রাঙামাটি (কাপ্তাই দ্বারা প্লাবিত)
- হালদা ভ্যালি – খাগড়াছড়ি
- বলিশিয়া ভ্যালি – মৌলভী বাজার
পয়েন্ট:
- এলিফ্যান্ট পয়েন্ট – কক্সবাজার
- হিরণ পয়েন্ট – সুন্দরবনের দক্ষিণে
- টাইগার পয়েন্ট – সুন্দরবনের দক্ষিণে
- জাফর পয়েন্ট – দুবলার চরের অপর নাম (সুন্দরবন)
- লাবণী পয়েন্ট – কক্সবাজার সমুদ্র সৈকতে
- জিরো পয়েন্ট – ঢাকা, গুলিস্থান (নূর হোসেন চত্বর)
সীমান্ত এলাকা:
- নলিতাবাড়ি – শেরপুর
- ডোমাবাড়ি – মৌলভীবাজার
- কলাবাড়ি – কুড়িগ্রাম
- ফুলবাড়ি – কুড়িগ্রাম
- বড়াইবাড়ি – কুড়িগ্রাম
- বেরুবাড়ি – পঞ্চগড়
- গোহালবাড়ি – চাঁপাইনবাবগঞ্জ
- রৌমারী – কুড়িগ্রাম
- বেয়ালমারী – কুড়িগ্রাম
- ভুরুঙ্গামারী – লালমনিরহাট
- পাটগ্রাম – লালমনিরহাট
- চৌদ্দগ্রাম – কুমিলা
- বাংলাবান্ধা – পঞ্চগড়
- হাতিবান্ধা – লালমনিরহাট
- পাদুয়া – সিলেট
দ্বীপ:
১. সন্দীপ – চট্টগ্রাম
২. চন্দ্রদ্বীপ – বরিশালের প্রাচীন নাম
৩. কুতুবদিয়া দ্বীপ – কক্সবাজার
৪. সোনাদিয়া দ্বীপ – কক্সবাজার
৫. মহেশখালী দ্বীপ – কক্সবাজার
৬. তজুমদ্দীন দ্বীপ – ভোলা
৭. মনপুরা দ্বীপ – ভোলা
৮. শাহবাজপুর দ্বীপ – ভোলা
৯. নিঝুম দ্বীপ – মেঘন নদীর মোহনায়
১০. দক্ষিণ তালপট্টি দ্বীপ – হাড়িয়াভাঙা নদীর মোহনায়।
১১. অপরিপক্ক দ্বীপ – মেঘনা নদীর মোহনায়
১২. ছেঁড়াদ্বীপ – সেন্টমার্টিন
১৩. সেন্টমার্টিন দ্বীপ – একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ।
বিহার:
- সোমপুর বিহার – পাহাড়পুর (নওগাঁ)
- জগদ্দল বিহার – থামাইরহাট (নওগাঁ)
- আনন্দ বিহার – ময়নামতি (কুমিল্লা)
- শালবন বিহার – ময়নামতি (কুমিল্লা)
- ভাসু বিহার – মহাস্থানগড় (বগুড়া)
- সীতাকোট বিহার – দিনাজপুর
- মহামুনি বিহার – রাউজান (চট্টগ্রাম)
দুঃখ:
- কুমিল্লার দুঃখ – গোমতী নদী
- খাগড়াছড়ির দুঃখ – চেঙ্গি নদী
- সিরাজগঞ্জের দুঃখ – যমুনা নদী
- চীনের দুঃখ – হোয়াংহো নদী
নদী:
১. নদী সিকস্তি – নদী ভঙ্গনে সর্বস্বান্ত যারা।
২. নদী পয়ন্তী – নদীতে চর গজালে চাষাবাদ করে যারা।
৩. মহিলা নদী – দিনাজপুর।
৪. বাঙালী নদী – বগুড়া।
কন্যা:
- সাগর কন্যা – কুয়াকাটা সমুদ্রসৈকত, পটুয়াখালী।
- হিমালয় কন্যা – পঞ্চগড় বা নেপাল।
- সূর্য কন্যা – তুলাশস্য।