বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কাব্য,পত্রকাব্য,কবিতা, নাটক এবং উপন্যাস রচনার পেছনের রহস্য | বিসিএস পরীক্ষা প্রস্তুতি

বাংলা সাহিত্য অনেক সমৃদ্বশালী একটি সাহিত্য। এই সাহিত্যে আছে বিশ্ব নন্দিত অসংখ্য কবি, সাহিত্যিক। তারা আমাদের জন্য রচনা করে গিয়েছেন অগণিত কাব্য,পত্রকাব্য,কবিতা,অনুবাদ গ্রন্থ, নাটক ,উপন্যাস এবং প্রবন্ধ সহ আরো অনেক কিছু। তাদের কালজয়ী এই সৃষ্টিগুলোই আমাদের সাহিত্যকে বাচিঁয়ে রেখেছে, আর বিশ্বের দরবারে আমাদের কে করেছে মহান।

যাইহোক, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কবি সাহিত্যকরা যা লিখেন বা রচনা করেন তার সবগুলোর পেছনেই সুনির্দিষ্ট কোনো  একটা কারণ বা রহস্য থাকে। সেটার উপর ভর করেই তারা তাদের লেখনি এগিয়ে নিয়ে যায়। আবার এসব লেখনি প্রকাশিত হবার পরেও ঘটে থাকে নানা ঘটনা।  কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে আবার কেউ হয় নিষিদ্ধ।

আজ আমরা এমনি কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম রচনার পেছনের কাহিনী বা রহস্য জানবো। এগুলো থেকে প্রায়ই কিছু কনফিউসনের প্রশ্ন থাকে। গুরত্বের সাথে নিচের সবগুলো পড়ে নিন।

রচনা/গ্রন্থের নাম ➺   প্রকৃতি ➺        গ্রন্থকার/রচয়িতা ➺           রচনা/গ্রন্থের বিশেষত্ব

📕 ভ্রান্তি বিলাস ➺ অনুবাদ গ্রন্থ ➺ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ➺যে গ্রন্থ শেক্সপীয়রের ‘Comedy of Error’s’ অবলম্বলে রচিত।
📕 তিলোত্তমাসম্ভব কাব্য ➺ মাইকেল মধুসূধন দত্ত ➺ যে কাব্য প্রথম ‘অমিত্রাক্ষর রীতি (Blank Verse) প্রয়োগ করেন।
📕 বীরাঙ্গনা ➺পত্রকাব্য মাইকেল মধুসূধন দত্ত➺ যে কাব্যে অমিত্রাক্ষর ছন্দ পূর্ণতা লাভ করে/ওভিদের Heroides কাব্য অবলম্বনে রচিত।
📕 নীল দর্পন ➺নাটক দীনবন্ধু মিত্র➺ যে নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র জুতা ছুড়ে মেরেছিলেন।
📕 ছায়াময়ী কাব্য ➺হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়➺ যে কাব্য দান্তের ‘Divine Comedy’ গ্রন্থের অবলম্বনে রচিত।
📕 বসন্তকুমারী ➺নাটক ➺মীর মশাররফ হোসেন নবাব আবদুল লতিফকে উসর্গ করেন।
📕 হিন্দুমেলার উপহার➺ কবিতা➺ রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা হেমচন্দ্রের “ভারত সঙ্গীত” কাব্য অবলম্বনে রচিত (১২ বছর বয়সে রচিত/প্রথম স্বাক্ষরিত কবিতা।)
📕 ভানুসিংহের পদাবলী ➺কাব্য➺ রবীন্দ্রনাথ ঠাকুর ➺যে কাব্য বালক কবি চ্যাটারস্টনের গল্প শুনে রচনা করেন (বৈষ্ণব পদাবলীর ব্রজবুলির ঢঙ্গে রচিত।)

 

📕 সোনার তরী ➺কাব্য➺ রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে রচনা কবি জীবনের বিশেষ প্রতীক হিসেবে গৃহিত হয়।
📕 চিত্রা ➺কাব্য ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে রচনা শিল্প, সৌন্দর্য ও তত্ত্ব দ্বারা শ্রেষ্টত্ব লাভ করে।
📕 গীতাঞ্জলী➺ কাব্য ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে রচনার জন্য ‘নোবেল পুরস্কার‘ পান/W B Yeats সহযোগে The Song Offerings’ নামে লিখিত যার অনুবাদ পান্ডলিপিটি তিনি লগুনের টিউব ট্রেনে হারিয়ে ফেলেছিলেন।
📕 শিশুতীর্থ (The Child)➺ কবিতা ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে কবিতাটি ইংরেজীতে রচনার পর বাংলায় অনুবাদ করেন।

📕 শেষ লেখা➺ কাব্য ➺রবীন্দ্রনাথ ঠাকুর ➺যে কাব্যের নামকরন করে যেতে পারেন নি।
📕 বসন্ত ➺নাটক ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।
📕 কালের যাত্রা ➺নাটক ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
📕 তাসের ঘর➺ নাটক ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন।
📕 চার অধ্যায়➺ উপন্যাস ➺রবীন্দ্রনাথ ঠাকুর ➺কারাগারের বন্দিদের উৎসর্গ করেন।
📕 পথের দাবী ➺উপন্যাস ➺শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➺ যে উপন্যাস রাজরোষে বাজেয়াপ্ত হয়।
📕 শ্রীকান্ত ➺উপন্যাস➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➺ যে উপন্যাস ইংরেজী ও ইতালীয় ভাষায় অনূদিত হয়।
📕 গৃহদাহ➺ উপন্যাস➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➺ যে উপন্যাস ইমাস হর্ডির ‘A Pair of Eyes’ অবলম্বনে রচিত।
📕 শুভদা ➺উপন্যাস ➺শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ➺যে উপন্যাস তার মৃত্যুর পর প্রকাশিত হয়।
📕 নারীর মূল্য ➺প্রবন্ধ ➺শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ➺দিদি অনীলা দেবীর নামে প্রকাশ করেন।
📕 অনল প্রবাহ ➺কাব্য➺ ইসমাইল হোসেন সিরাজী ➺যে বই ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় ও কারারুদ্ধ হন।
📕 অগ্নিবীণা, চন্দ্রবিন্দু (সঙ্গিত গ্রন্থ), ফনীমনসা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, যুগবানী (প্রবন্ধ)➺ কাব্য ➺কাজী নজরুল ইসলাম➺ যে গ্রন্থ গুলো ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
📕 প্রলয় শিখা➺ কাব্য ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনার জন্য ছয় মাস কারারুদ্ধ হন।
📕 আনন্দময়ীর আগমনে, বিদ্রোহীর কৈফিয়াৎ ➺কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনার জন্য এক বছর কারারুদ্ধ হন।
📕 রাজবন্দীর জবানবন্দী➺ কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনা আদালতে প্রদত্ত হয়।
📕 বিদ্রোহী ➺কবিতা ➺কাজী নজরুল ইসলাম ➺যে কবিতার জন্য ‘বিদ্রোহী কবি‘ হিসেবে পরিচিত হন।
📕 বিদ্যাপতি, সাপুড়ে ➺কাহিনী ➺কাজী নজরুল ইসলাম ➺যে রচনা চলচ্চিত্রের জন্য রচনা করেন।
📕 খুকি ও কাঠ বিড়াল, লিচুচোর➺ কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে দুটি কবিতাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মিত হয়।
📕 সঞ্চিতা ➺কাব্য ➺গ্রন্থ কাজী নজরুল ইসলাম ➺রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে
📕 রবিহারা ➺কবিতা➺ কাজী নজরুল ইসলাম➺ রবীন্দ্রনাথের মৃত্যুশোকে রচনা করেন।
📕 কান্ডারী হুঁশিয়ার➺ কবিতা➺ কাজী নজরুল ইসলাম ➺যে কবিতা মোহাম্মদ আলী জিন্নাহ‘র অনুরোধে রচনা করেন।
📕 ছায়ানট ➺কাব্য গ্রন্থ ➺কাজী নজরুল ইসলাম➺ অন্তরঙ্গ সুহৃদ মুজাফফর আহম্মদকে উৎসর্গ করে।
📕 অগ্নিবীনা ➺কাব্য গ্রন্থ➺ কাজী নজরুল ইসলাম➺ স্বাধিকার আন্দোলনের প্রথম পুরুষ অরনিন্দ ঘোষের ভাই বারীণ ঘোষকে উৎসর্গ করে।
📕 বনলতা সেন ➺কবিতা➺ জীবনানন্দ দাস ➺যে কবিতা এডড়ার এলান পোর ‘টু হেলেন‘ কবিতা অবলম্বনে রচিত।
📕 নকশী কাঁথার মাঠ➺ কাব্য ➺জসীম উদ্দিন➺ যে কাব্য বহু ভাষায় অনূদিত হয় (ইংরেজী অনুবাদক G.M Milford)
📕 ক দ্বিখন্ডিত ➺উপন্যাস ➺তাসলিমা নাসরিন➺ যে বই বাংলাদেশ সরকার কতৃক বাজেয়াপ্ত হয়।

 

Copyright © 2017 www.itmona.com | All Rights Reserved

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here