অষ্টম শ্রেণির অধ্যায় -১ম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

জে.এস.সি আইসিটি

অধ্যায় -১ম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

১. একমুখী পদ্ধতিকে ইংরেজিতে কী বলে?
 ক) ব্রডকাস্ট
 খ) মাল্টিকাস্ট
 গ) ইউনিকাস্ট
 ঘ) duplex
সঠিক উত্তর: (ক)

২. ইন্টারনেট সেবা পাওয়া যায় নিচের কোনটি যন্ত্রটির সাহায্যে?
 ক) টেলিভিশন
 খ) ফ্যাক্স
 গ) মডেম
 ঘ) রোবট
 সঠিক উত্তর: (গ)

৩. পণ্য বিক্রয়ের সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাকে কী বলে?
 ক) GS
 খ) GPS
 গ) GPRS
 ঘ) EPOS
সঠিক উত্তর: (ঘ)

৪. সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ব্যবহার করা হয়-
i. একমুখী ব্রডকাস্ট
ii. দ্বিমুখী ব্যক্তিগত যোগাযোগ
iii. দ্বিমুখী ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো?
 ক) মোবাইলে
 খ) ওয়েবপেজে 
 গ) সংবাদপত্রে
 ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (গ)

 ৬. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা যায় নিচের কোনটির সাহায্যে?
 ক) CCTV কামেরা
 খ) ক্যামেরা
 গ) Setup box
 ঘ) ডিজিটাল ক্যামেরা
সঠিক উত্তর: (ক)

৭. তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে-
i. কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে
ii. কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে
iii. অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. মোবাইল ফোনের বিস্তারের কারণে যে সকল নতুন খাতের সৃষ্টি হয়েছে তা হলো-
i. সফটওয়্যার কোম্পানি
ii. মোবাইল ব্যাংকিং
iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৯. মোবাইল ফোনের মাধ্যমে কী ধরনের যোগাযোগ করা সম্ভব?
 ক) মৌখিক যোগাযোগ
 খ) লিখিত যোগাযোগ
 গ) একমুখী যোগাযোগ
 ঘ) ব্রডকাস্ট যোগাযোগ
সঠিক উত্তর: (ক)

১০. কীসের মাধ্যমে দ্রুত লিখিত যোগযোগ করা যায়?
 ক) মোবাইল
 খ) রোবট
 গ) ই-মেইল
 ঘ) স্যাটেলাইট
 সঠিক উত্তর: (গ)

১১. বাংলাদেশে বর্তমানে মুক্ত পেশাবীজীর সংখ্যা কত?
 ক) দশ সহস্রাধিক
 খ) বিশ সহস্রাধিক
 গ) ত্রিশ সহস্রাধিক
 ঘ) চল্লিশ সহস্রাধিক
সঠিক উত্তর: (গ)

১২. বর্তমানে চিকিৎসা মূলত কী নির্ভর?
 ক) সার্জারি নির্ভর
 খ) ইন্টারনেট নির্ভর
 গ) প্রযুক্তি নির্ভর
 ঘ) মোবাইল নির্ভর
 সঠিক উত্তর: (গ)

১৩. যে যন্ত্রের মাধ্যমে ইন্টারনেট সেবা পাওয়া যায় তা হলো-
i. ফ্যাক্স
ii. মডেম
iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

 ১৪. বর্তমানে অনলাইনে নিচের কোন ক্ষেত্রের বিল প্রদান করা যায়?
 ক) বিদ্যুৎ
 খ) পানি
 গ) গ্যাস
 ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৫. শিশুদের টিকা দেওয়া হয় কেন?
 ক) রোগ প্রতিকারের জন্য
 খ) রোগ সারার জন্য
 গ) রোগ মুক্তির জন্য
 ঘ) রোগ প্রতিরোধের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

১৬. প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়?
 ক) ৭৫
 খ) ৮০
 গ) ৮৫
 ঘ) ৯০
সঠিক উত্তর: (খ)

১৭. যোগাযোগ করার ২য় পদ্ধতিটি কী?
 ক) একমুখী
 খ) বহুমুখী
 গ) ব্রডকাস্ট
 ঘ) দ্বিমুখী
সঠিক উত্তর: (ঘ)

১৮. নিচের কোন উপাদানটি দ্বারা বর্তমানে শিল্পোৎপাদন ব্যবস্থা প্রায় অচল?
 ক) ইন্টারনেট
 খ) ফ্যাক্স
 গ) মোবাইল ফোন
 ঘ) ইন্ট্রানেট
সঠিক উত্তর: (ক)

১৯. তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কীসের মাধ্যমে?
 ক) কম্পিউটার
 খ) ডেটা
 গ) ইন্টারনেট
 ঘ) ওয়েবসাইট
 সঠিক উত্তর: (ক)

২০. সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে-
i. আইন ও নীতি প্রণয়ন
ii. আইনের বাস্তবায়ন
iii. বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?
 ক) টেলিভিশন
 খ) ফ্যাক্স
 গ) মোবাইল
 ঘ) রোবট
সঠিক উত্তর: (গ)

২২. যিনি গবেষণা কর্মের সাথে জড়িত তাকে কী বলে?
 ক) চিকিৎসক
 খ) গবেষক
 গ) শিক্ষক
 ঘ) রোবট
সঠিক উত্তর: (খ)

 ২৩. তথ্যের সুন্দর করে প্রদর্শন করতে কয়টি ধাপ পার করতে হয়?
 ক) ৪টি
 খ) ৫টি
 গ) ৭টি
 ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)

২৪. বর্তমানে শিল্প কারখানায় মানুষের প্রধান সহযোগী কোনটি?
 ক) যন্ত্রপাতি
 খ) কাঁচামাল
 গ) কম্পিউটার
 ঘ) মেশিনারি
সঠিক উত্তর: (গ)

 ২৫. ইন্টারনেট বিকাশের আগে সরকারি নোটিশ বোর্ডে যা প্রকাশ করা হতো-
i. নিয়োগ বিজ্ঞপ্তি
ii. বিভিন্ন দরপত্র
iii. বিভিন্ন দিকনির্দেশনা
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. সরকার মোবাইল ফোনের কোন সুবিধাটি ব্যবহার করে জনগণের নিকট সরাসরি গুরুত্বপূর্ণ ঘোষণা পৌঁছে দিচ্ছে?
 ক) SMS
 খ) MMS
 গ) 3G
 ঘ) 4G
সঠিক উত্তর: (ক)
 ২৭. টেলিফোনে কী ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?
 ক) একমুখী
 খ) দ্বিমুখী
 গ) ত্রিমুখী
 ঘ) চতুর্মুখী
 সঠিক উত্তর: (খ)

২৮. তথ্যপ্রযুক্তির কারণে কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে?
 ক) শিক্ষা
 খ) বাসস্থান
 গ) চিকিৎসা
 ঘ) খেলাধুলা
 সঠিক উত্তর: (গ)

২৯. বিভিন্ন দেশে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের জন্য কী প্রয়োজন?
 ক) মোবাইল
 খ) রোবট
 গ) ফ্যাক্স
 ঘ) মেমোরি কার্ড
সঠিক উত্তর: (গ)

৩০. তথ্যপ্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে-
i. উৎপাদনশীলতা বাড়ে
ii. নতুন কর্মোদ্যোগ তৈরি হয়
iii. নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৩১. লিখিত তথ্য ও ছবি প্রেরণ করার জন্য ব্যবহার করা হয়-
i. রোবট
ii. ফ্রাক্স
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩২. ব্যবসায়ীরা ব্যবসার হিসাব সংরক্ষণ করার জন্য ব্যবহার করেন-
i. মোবাইল
ii. স্প্রেডশিট প্রোগ্রাম
iii. ডাটাবেজ সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

 ৩৩. বর্তমানে সরকারি দপ্তরগুলো জনগণের মতামত গ্রহণ করে কীসের মাধ্যমে?
 ক) কলসেন্টার
 খ) ইন্টারনেট
 গ) ফ্যাক্স
 ঘ) ইন্ট্রানেট
 সঠিক উত্তর: (খ)

৩৪. একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি?
 ক) রেডিও
 খ) কম্পিউটার
 গ) ই-মেইল
 ঘ) মোবাইল ফোন
সঠিক উত্তর: (ক)

৩৫. জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিল হলো-
i. এসএ
ii. বিএস
iii. বিআরএস
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৩৬. কীসের কল্যাণে ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হচ্ছে?
 ক) মোবাইল
 খ) স্ক্যানার
 গ) তথ্য প্রযুক্তির
 ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)

৩৭. মানুষের নামের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় কী?
 ক) মোবাইল নম্বর
 খ) ফ্যাক্স নম্বর
 গ) ওয়েব অ্যাড্রেস
 ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ঘ)

৩৮. পণ্য বা সেবার বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করা যায়-
i. ব্লগে
ii. ওয়েবসাইটে
iii. সামাজিক যোগাযোগ সাইটে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. মানুষের একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতি কত প্রকার?
 ক) এক
 খ) দুই
 গ) তিন
 ঘ) চার
 সঠিক উত্তর: (খ)
৪০. কী আবিষ্কারের ফলে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব শুরু হয়েছে?
 ক) রোগ প্রতিরোধ টিকা
 খ) জিনোম রহস্যভেদে
 গ) টেলি-মেডিসিন
 ঘ) ই-মেডিসিন
 সঠিক উত্তর: (খ)
৪১. রফিক সাহেব তার লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করবে কী ব্যবহার করে?
 ক) টেলিভিশন
 খ) মোবাইল
 গ) ফ্যাক্স
 ঘ) ওয়েবসাইট
সঠিক উত্তর: (গ)

৪২. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়?
 ক) লেখালেখি করা
 খ) গান ও খবর শোনা
 গ) ছবি দেখা
 ঘ) কথা বলা
সঠিক উত্তর: (খ)

 ৪৩. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
 ক) কম্পিউটার
 খ) ইন্টারনেট
 গ) মোবাইল ফোন
 ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (খ)
৪৪. ঔষধের প্রেসক্রিপশন সঠিক হওয়ার পেছনে কারণ কী?
 ক) ভালো ডাক্তার
 খ) সঠিক ওষুধ
 গ) তথ্য প্রযুক্তি
 ঘ) টেলিমেডিসিন
সঠিক উত্তর: (গ)

৪৫. wwwxbdjobs.com-এটি কী ধরনের ওয়েব সাইট?
 ক) চাকরি সম্পর্কিত
 খ) Outsoureing সম্পর্কিত
 গ) e-mail সম্পর্কিত
 ঘ) বেচা-কেনা সম্পর্কিত
 সঠিক উত্তর: (ক)

৪৬. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়-
i. মোবাইলে
ii. টিভি চ্যানেলে
iii. টেলিকনফারেন্সে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) i ও iii
 গ) ii

 ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৭. পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার মাধ্যম হলো-
i. অনলাইন
ii. কলসেন্টার
iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) i ও iii
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (খ)

 ৪৮. রুদ্র আউটসোসিং করতে চায়। তার প্রেয়োজন-
i. কাজের দক্ষতা
ii. ভাষার দক্ষতা
iii. কম্পিউটার ও ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. যোগাযোগ করার পদ্ধতি কয়ভাগে বিভক্ত?
 ক) ১
 খ) ২
 গ) ৩
 ঘ) ৪
সঠিক উত্তর: (খ)

৫০. মানুষের বৃদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে কী বলে?
 ক) গবেষণা
 খ) তথ্য
 গ) ডেটা
 ঘ) উপাত্ত
 সঠিক উত্তর: (ক)

এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ প্রশ্ন ও উত্তর পেতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 468 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here