জে.এস.সি বিজ্ঞান ১৪তম অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

 অধ্যায় – ১৪তম :

পরিবেশ এবং বাস্তুতন্ত্র (Environment and ecology)

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

p style=”text-align: left”>১.একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়?
ক) খাদ্যশৃঙ্খল
খ) খাদ্যজাল
গ) খাদ্য পিরামিড
ঘ) খাদ্য ভান্ডার
সঠিক উত্তর: (খ)
২. কোনটি পরিবেশের একটি স্বয়ংসম্পূর্ণ একক?
ক) উৎপাদক
খ) বাস্তুতন্ত্র
গ) পুষ্টিদ্রব্য
ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (খ)

৩. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিরূপ?
ক) একমুখী
খ) উভমুখী
গ) ত্রিমুখী
ঘ) চক্রাকার
সঠিক উত্তর: (ক)

৪. নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
ক) শাল
খ) মেহগনি
গ) সুন্দরী
ঘ) কড়ই
সঠিক উত্তর: (গ)

৫. বাস্তুতন্ত্রের জীব উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (খ)

৬. পুকুরের বাস্তুসংস্থানে অজীব উপাদান কোনটি?
ক) পানি
খ) উৎপাদাক
গ) ফািইটোপ্লাঙ্কটন
ঘ) শাপলা
সঠিক উত্তর: (ক)

৭. ভূমন্ডলের পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৮. সবুজ উদ্ভিদ কী নামে পরিচিত?
ক) উৎপাদক
খ) খাদক
গ) বিয়োজক
ঘ) পরিবর্তক
সঠিক উত্তর: (ক)

৯. জুয়োপ্লাঙ্কটন কী?
ক) আণুবীক্ষণিক প্রাণী
খ) অাণুবীক্ষীণিক উদ্ভিদ
গ) উৎপাদক
ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (ক)

১০. উৎপাদক থেকে শক্তি প্রথমে কোনটিতে যায়?
ক) সর্বোচ্চ খাদক
খ) বিয়োজক
গ) তৃণভোজী প্রাণী
ঘ) মাংসাশী প্রাণী
সঠিক উত্তর: (গ)

১১. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
ক) খাদক
খ) বিয়োজক
গ) সর্বভূক
ঘ) মানুষ
সঠিক উত্তর: (গ)

১২. বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত?
ক) খাদক
খ) উৎপাদক
গ) অজীব
ঘ) জীব
সঠিক উত্তর: (গ)

১৩. তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) ছাগল
খ) গরু
গ) বক
ঘ) ছোট মাছ
সঠিক উত্তর: (গ)

১৪. সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত-
ক) রাজশাহী
খ) বগুড়া
গ) মাগুরা
ঘ) খুলনা
সঠিক উত্তর: (ঘ)

১৫. ছাগল কোন স্তরের খাদক?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়

<

p style=”text-align: left”> ঘ) সর্বভুক
সঠিক উত্তর: (ক)

১৬. নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক?
ক) কচ্ছপ
খ) পাখি
গ) গরু
ঘ) ব্যাঙ
সঠিক উত্তর: (ক)

১৭. বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্য কীভাবে প্রবাহিত হয়?
ক) একমুখীভাবে
খ) দ্বিমুখীভাবে
গ) চক্রাকারে
ঘ) আড়াআড়ি
সঠিক উত্তর: (গ)

১৮. প্রথম স্তরের খাদকেরা তৃণভোজী নামে নামে পরিচিত কেন?
ক) খাদ্যশৃঙ্খলের শুরুতে তৃণ থাকে
খ) এরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে
গ) এরা খাদ্যশৃঙ্খলে আবদ্ধ থাকে
ঘ) এরা খাদ্যজালে আবদ্ধ থাকে
সঠিক উত্তর: (খ)

১৯. প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে কোনটি সচল থাকে?
ক) খাদ্যশৃঙ্খল
খ) খাদ্যজাল
গ) বাস্তুসংস্থান
ঘ) শক্তি প্রবাহ
সঠিক উত্তর: (গ)

২০. সূর্যের আলো থেকে আগত শক্তির কতটুকু সবুজ উদ্ভিদ ব্যবহার করে?
ক) ১%
খ) ২%
গ) ৩%
ঘ) ৪%
সঠিক উত্তর: (খ)

২১. সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে ওঠে কেন?
ক) বনের মাটি কর্দমাক্ত
খ) মাটিতে বাতাস চলে না
গ) বাতাস থেকে অক্সিজেন নেয়ার জন্য

<

p style=”text-align: left”> ঘ) বাতাস থেকে কার্বনডাই অক্সাইড নেয়ার জন্য
সঠিক উত্তর: (গ)

২২. কোনটি প্রথম স্তরের খাদক?
ক) গরু
খ) পাখি
গ) মানুষ
ঘ) বক
সঠিক উত্তর: (ক)

২৩. তৃতীয় স্তরের খাদক হল- i. মানুষ ii. বক iii. কচ্ছপ নিচের কোনটি সঠিক?

<

p style=”text-align: left”> ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. পুকুরে বিয়োজিত দ্রব্যাদিকে কারা খাদ্য হিসাবে গ্রহণ করে?
ক) উৎপাদক
খ) প্রথম স্তরের খাদক
গ) দ্বিতীয় স্তরের খাদক
ঘ) সর্বোচ্চ খাদক
সঠিক উত্তর: (ক)

২৫. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
ক) খাদক
খ) বিয়োজক
গ) সর্বভূক
ঘ) মানুষ
সঠিক উত্তর: (গ)

২৬. সুন্দরবনের বনভূমির মাটি-
ক) বেলে
খ) কর্দমাক্ত
গ) বেলে-দোআঁশ
ঘ) দোআঁশ
সঠিক উত্তর: (খ)

২৭. বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্যের প্রবাহ কেমন?
ক) একমুখী
খ) দ্বিমুখী
গ) চক্রাকার
ঘ) বহুমুখী
সঠিক উত্তর: (গ)

২৮. প্ল্যাঙ্কটন জাতীয় ক্ষুদে উদ্ভিদকে কী বলে?
Ο ক) জুওপ্ল্যাঙ্কটন
খ) ফাইটোপ্ল্যাঙ্কটন
গ) শৈবাল
ঘ) জলজ উদ্ভিদ
সঠিক উত্তর: (খ)

২৯. অজীব উপাদান কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৬
সঠিক উত্তর: (খ)

৩০. ফাইটোপ্লাঙ্কটন কোনটি?
ক) ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল
খ) ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা
গ) ছোট ছোট মাছ
ঘ) বিভিন্ন ধরনের জলজ উদ্ভিজ
সঠিক উত্তর: (ক)

৩১. বাংলাদেশের বনভূমি অঞ্চলকে কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৩২. অজৈব উপাদান হলো-
ক) অক্সিজেন
খ) জলবায়ু
গ) ইউরিয়া
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)

৩৩. সৌরশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি কোনটির মাধ্যমে বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়?
ক) খাদ্যশৃঙ্খল
খ) খাদ্যজাল
গ) খাদক
ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (ক)

৩৪. আণুবীক্ষণিক উদ্ভিদকে কী বলা হয়?
ক) খাদক
খ) উদ্ভিদ প্ল্যাঙ্কটন
গ) প্রাণী প্ল্যাঙ্কটন
ঘ) উপাদান
সঠিক উত্তর: (খ)

৩৫. বাস্তুতন্ত্রের অজীব উপাদান- i. পানি ii. ব্যাক্টেরিয়া iii. আর্দ্রতা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৬. মাংসাশী প্রাণী- i. পাখি ii. হরিণ iii. মানুষ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৭. জীবজগতের সকল শক্তির মূল উৎস কোনটি?
ক) চাঁদ
খ) তারা
গ) সূর্য
ঘ) উল্কা
সঠিক উত্তর: (গ)

৩৮. পুকুরের ৩য় স্তরের খাদক কোনটি?
ক) ছোট মাছ
খ) বোয়াল
গ) চিংড়ি
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (খ)

৩৯. কোনটি তৃণভোজী প্রাণী?
ক) কচ্ছপ
খ) বক
গ) ব্যাঙ
ঘ) ছাগল
সঠিক উত্তর: (ঘ)

৪০. বাস্তুতন্ত্র প্রধান কয়টি উপাদান নিয়ে গঠিত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৪১. বাস্তুতন্ত্রকে অন্য কী নামে আখ্যায়িত করা হয়?
ক) বাস্তুসংস্থান
খ) প্রকৃতি
গ) স্থিতাবস্থা
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)

৪২. বাস্তুতন্ত্রের উৎপাদক নিচের কোনটি ব্যবহার করে?
ক) O2
খ) CO2
গ) সূর্যের আলো
ঘ) N2
সঠিক উত্তর: (গ)

৪৩. সর্বোচ্চ স্তরের খাদক কোনটি?
ক) মানুষ
খ) পাখি
গ) গরু
ঘ) তিমি
সঠিক উত্তর: (ক)

৪৪. সুন্দরবনের বনাঞ্চল কী নামে পরিচিত?
ক) ম্যানগ্রোভ বন
খ) শালবন
গ) চিরহরিৎ বন
ঘ) পত্রঝরা বন
সঠিক উত্তর: (ক)

৪৫. পৃথিবীতে বসবাসকারী সকল জীব নিচের কোনটির উপর নির্ভরশীল?
ক) পানি
খ) বাতাস
গ) সূর্যের আলো
ঘ) মাটি
সঠিক উত্তর: (গ)

৪৬. যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাকে কী বলা হয়?
ক) বিয়োজক
খ) ছত্রাক
গ) ব্যাক্টেরিয়া
ঘ) মৃতজীবী
সঠিক উত্তর: (ক)

৪৭. বাস্তুতন্ত্রের অজীব উপাদান কয় ধরনের?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের
ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (ক)

৪৮. খাদক স্তরকে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

৪৯. বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি?
ক) ছত্রাক
খ) ব্যাপকটেরিয়া
গ) খাদক
ঘ) সবুজ উদ্ভিদ
সঠিক উত্তর: (ঘ)

৫০. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?
ক) ফাইটোপ্ল্যাঙ্কটন
খ) শামুক
গ) বাঘ
ঘ) বক
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

? সাইজঃ- 414 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 12

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here