জে.এস.সি বিজ্ঞান ২য় অধ্যায় – জীবের বৃদ্ধি ও বংশগতি এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ২

 জীবের বৃদ্ধি ও বংশগতি

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
ক) হাত
খ) ফুসফুস
গ) হৃৎপিন্ড
ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
২.জিনতত্ত্বের জনক কে?
ক) লিনিয়াস
খ) মেন্ডেল
গ) জন রে
ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)

৩. নিচের কোনটিতে শুধুমাত্র RNA থাকে?
ক) শৈবাল
খ) ছত্রাক
গ) TMV
ঘ) HMV
সঠিক উত্তর: (গ)

৪.জীবের জনন ও নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) বাডিং
সঠিক উত্তর: (খ)

৫. মেটাফেজ ধাপে প্রত্যেক ক্রোমটিড কয়টি করে সেন্ট্রোমিয়ার পায়?
ক) একটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) একটি না
সঠিক উত্তর: (ক)

৬. সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. দলমন্ডলে
iii. ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭. বহুকোষী জীবদেরে জীবন কয়টি কোষ থেকে শুরু হয়?
ক) ১টি
খ) ২টি
গ) ২২টি
ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (ক)

৮. টেলোফেজ দশাতে নিচের কোনটি সৃষ্টি হয়?
ক) সেন্ট্রিওল
খ) সাইটোকাইনেসিস
গ) ক্রোমাটিড
ঘ) স্পিন্ডল যন্ত্র
সঠিক উত্তর: (খ)

৯.মিয়োসিসে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বার
সঠিক উত্তর: (খ)

১০. কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?
ক) মেটাফেজ
খ) টেলোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (খ)

১১. ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়, কারণ-
i. এটি বংশগতির ধারা অক্ষুণ্ন রাখার জন্য বাহক হিসেবে কাজ করে
ii. এটি জিনকে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়
iii. এটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে তিনটি ক্রোমাটিড গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২. কোন পর্যায়ে ক্রোমোজোমের বিভাজন হয়?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)

১৩. সাইটোকাইনেসিসে সৃষ্ট কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কী গঠন করে?
ক) কোষগহ্বর
খ) কোষপ্রাচীর
গ) কোষরস
ঘ) কোষ অঙ্গাণু
সঠিক উত্তর: (খ)

১৪. জাইগোট হলো-
i. ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফল
ii. দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত অবস্থা
iii. মাইটোসিস বিভাজনের অনন্য বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য-
i. বৃদ্ধির জন্য
ii. প্রজননের জন্য
iii. অযৌন জননের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৬. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কিরূপ আকার ধারণ করে?
ক) ডাম্বেলাকার
খ) ডিম্বাকার
গ) গোলাকার
ঘ) বর্গাকার
সঠিক উত্তর: (ক)

১৭. নিউক্লিক এসিড হলো- i. DNA ii. RNA iii. ATP নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৮. DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়-
i. চোখের রং
ii. চুলের প্রকৃতি
iii. চামড়ার রং
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
ক) ৫
খ) ৪
গ) ৩
ঘ) ২
সঠিক উত্তর: (ঘ)

২০. মিয়োসিস প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ)

২১. ক্রোমাটিডদ্বয় কোথায় যুক্ত থাকে?
ক) বিষুবীয় অঞ্চলে
খ) স্পিন্ডল তন্তুতে
গ) সেন্ট্রোমিয়ারে
ঘ) নিউক্লিয়াসে
সঠিক উত্তর: (গ)

২২. কোন ধরনের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়?
ক) দ্বিবিভাজন
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)

২৩. কোনটি উৎপন্নের সময় মিয়োসিস কোষবিভাজন ঘটে?
ক) দেহ কোষ
খ) জনন কোষ
গ) সেন্ট্রেমিয়ার
ঘ) অপত্য ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)

২৪. কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
ক) প্রোফেজ
খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)

২৫. অ্যামািইটোসিস কোষ বিভাজন সংগটিত হয়-
i. ব্যাকটেরিয়ায়
ii. ছত্রাকে
iii. অ্যামিবায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?
ক) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোসোম
খ) ক্রোমোটিড ও ম্রোমোমিয়ার
গ) ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার
ঘ) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (গ)

২৭. কোনটিকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) দ্বিবিভাজন
ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)

২৮. কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)

২৯. কোনটি এককোষী জীব?
ক) এগারিকাস
খ) কুনোব্যাঙ
গ) ইস্ট
ঘ) মিউকর
সঠিক উত্তর: (গ)

৩০. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৩১. কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
ক) টেলোফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রো-মেটাফেজ
ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)

৩২. মাইটোসিস বিভাজনের সবয়েচে স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
ক) টেলোফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রো-মেটাফেজ
ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (গ)

৩৩. জিনের রাসায়নিক রূপ-
ক) ক্রোমোজোম
খ) TMV
গ) DNA
ঘ) RNA
সঠিক উত্তর: (গ)

৩৪. এককোষী জীব-
i. মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
ii. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
iii. ঈস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক) প্রোফেজ
খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)

৩৬. নিচের কোনটি ক্রোমোজোমের অংশ?
ক) কোষ প্লেট
খ) সেন্ট্রোমিয়ার
গ) স্পিন্ডল তন্তু
ঘ) সেন্ট্রিওল
সঠিক উত্তর: (খ)

৩৭. কোনটি মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)

৩৮. মাইটোসিসের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়অর দুই ভাগে বিভক্ত হয়?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) আনাফেজ
সঠিক উত্তর: (ঘ)

৩৯. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ কোনটি?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)

৪০. মাতৃকোষের ক্রোমাসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

৪১. প্রাণিদেহে মিয়োসিস ঘটে-
i. শুক্রাশয়ের মধ্যে
ii. ডিম্বাশয়েল মধ্যে
iii. ডিম্বাণুর মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪২. মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কয়বার বিভাজিত হয়?
ক) ৪ বার
খ) ৩ বার
গ) ২ বার
ঘ) ৫বার
সঠিক উত্তর: (গ)

৪৩. ক্রোমোজোম থেকে উদ্ভূত ক্রোমাটিডগুলো নিচের কোনটি দ্বারা যুক্ত থাকে?
ক) সেন্ট্রোমিয়ার
খ) সেন্ট্রোস্ফিয়ার
গ) সেন্ট্রোজোম
ঘ) সেন্ট্রোসাইট
সঠিক উত্তর: (ক)

৪৪. ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

৪৫. কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে?
ক) ক্রোমোজোম
খ) জাইগোট
গ) ডিএনএ
ঘ) আরএনএ
সঠিক উত্তর: (খ)

৪৬. সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. ডিম্বাশয়ে
iii. ডিম্বকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৪৭. ক্যারিওকাইনেসিস পর্ব কয়টি ধাপে বিভক্ত?
ক) ২
খ) ৪
গ) ৩
ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)

৪৮. জিন নিয়ন্ত্রি বৈশিষ্ট্য হলো-
i. গায়ের রং
ii. চোখের রং
iii. উচ্চতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. স্পিন্ডল যন্ত্রে আকৃতি কেমন?
ক) গোলাকার
খ) ডিম্বাকার
গ) মাকু আকার
ঘ) তন্তু আকৃতির
সঠিক উত্তর: (গ)

৫০. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে?
ক) অক্ষরেখা
খ) বিষুবীয় অঞ্চল
গ) মেরু অঞ্চল
ঘ) ক্রোমাটিন
সঠিক উত্তর: (খ)

৫১. জীবের জনন কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) বাডিং
সঠিক উত্তর: (গ)

৫২. মেন্ডেল বংশগতি বিষয়ক কয়টি সূত্র প্রদান করেন?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

৫৩. এককোষী জীবে চারটি থেকে কয়টি কোষে বিভক্ত হয়?
ক) দুইটি
খ) চারটি
গ) ছয়টি
ঘ) আটটি
সঠিক উত্তর: (ঘ)

৫৪. ক্রোমাটিডের আকৃতি কিসের মতো?
ক) সুতা
খ) ডাম্বেল
গ) ফিতা
ঘ) বৃত্ত
সঠিক উত্তর: (ক)

৫৫.কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে?
ক) টেলোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (খ)

৫৬. অ্যামাইটোসিস বিভাজনে-
i. নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে
ii. মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়
iii. মাতৃকোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
ক) সেন্ট্রোমিয়ার
খ) ক্রোমাটিড
গ) সেন্ট্রিওল
ঘ) মিউকর
সঠিক উত্তর: (খ)

৫৮. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

৫৯. মাইটোসিস বিভাজনকালে কোন প্রক্রিয়াটি প্রথম ঘটে?
ক) নিউক্লিয়াসের আকার বৃদ্ধি

খ) নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি
গ) ক্রোমাটিড গঠন
ঘ) নিউক্লিয়ার জালিকার ভাঙন
সঠিক উত্তর: (ক)

৬০. জীবদেহে কয় ধরনের কোষ বিবাজন দেখা যায়?
ক) ১ ধরনের
খ) ২ ধরনের
গ) ৩ ধরনের
ঘ) ৪ ধরনের
সঠিক উত্তর: (গ)

৬১. উদ্ভিদের ভাজক টিস্যুর কোষে কোন বিভাজন হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) দ্বিবিভাজন
ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)

৬২. জিনতত্ত্বের জনক কে?
ক) লিনিয়াস
খ) মেন্ডেল
গ) জন রে
ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)

৬৩. প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
ক) হাত
খ) ফুসফুস
গ) হৃৎপিন্ড
ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)

৬৪. মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়-
i. ভ্রূণের পরিবর্ধনের সময়
ii. জনন কোষ সৃষ্টির সময়
iii. নিম্নশ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৫. মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
ক) একবার
খ) দুইবার
গ) চারবার
ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (ক)

৬৬. সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে?
ক) ক্যারিওকাইনেসিস
খ) মেটামরফোসিস
গ) হাইড্রোলাইসিস
ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)

৬৭. বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) অস্বাভাবিক
সঠিক উত্তর: (ক)

৬৮. নিচের কোনটির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?
ক) উদ্ভিদ
খ) ছত্রাক
গ) ব্যাকটেরিয়া
ঘ) অ্যামিবা
সঠিক উত্তর: (ক)

৬৯. এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (ক)

৭০. মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়?
ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)

৭১. মাইটোসিস প্রক্রিয়ায়-
i. সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ তৈরি হয়
iii. মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭২. ডিএনএ কী?
ক) ক্রোমোজোম
খ) জাইগোট
গ) নিউক্লিওপ্লাজম
ঘ) নিউক্লিক এসিড
সঠিক উত্তর: (ঘ)

৭৩. কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)

৭৪. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের যে প্রস্তুতমূলক কাজ হয়, সেই দশাকে কী বলে?
ক) বিল্ডিং ফেজ
খ) গ্রোথ ফেজ
গ) ইন্টারফেজ
ঘ) ক্যারিওফেজ
সঠিক উত্তর: (গ)

৭৫. DNA-
i. ক্রোমোজোমে অবস্থিত
ii. বংশগতির ধারক
iii. ক্রোমোজোমে ধ্রুব সংখ্যায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭৬. ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) দ্বিবিভাজন
ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ঘ)

৭৭. প্রোফেজ দশায় কোন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার জালিকা ভেঙে যায়?
ক) পানি সংযোজন
খ) প্রতিস্থাপন
গ) প্রশমন
ঘ) পানি বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)

৭৮. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৭৯. নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?
ক) স্নায়ুকোষে
খ) স্থায়ী টিস্যুর কোষে
গ) লোহিত রক্তকণিকা
ঘ) বর্ধনশীল পাতার কোষে
সঠিক উত্তর: (ঘ)

৮০. বংশগতির ধারা অক্ষণ্ন রাখতে ক্রোমোজোম কী হিসেবে কাজ করে?
ক) জিন
খ) বাহক
গ) আরএনএ
ঘ) ডিএনএ
সঠিক উত্তর: (খ)

৮১. কাকে জিনতত্ত্বের জনক বলা হয়?
ক) মেন্ডেল
খ) অ্যারিস্টটল
গ) সালিম আলী
ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ক)

৮২. মিয়োসিস বিভাজনের ফলে জননকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়?
ক) সমান
খ) অর্ধেক
গ) দ্বিগুণ
ঘ) তিনগুণ
সঠিক উত্তর: (খ)

৮৩. অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক) মেটাফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (খ)

৮৪. জনন কোষ উৎপাদনকালে কোন ধরনের বিবাজন ঘটে?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (খ)

৮৫. প্রাণিদেহে মােইটোসিস ঘটে-
i. দেহ কোষে
ii. ভ্রূণের পরিবর্ধনের সময়
iii. মুকুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i
সঠিক উত্তর: (ক)

৮৬. এক্ষেত্রে ক্রোমোজোম কী পরিবহন করে থাকে?
ক) নিউক্লিয়াস
খ) সাইটোপ্লাজম
গ) জিন
ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (গ)

৮৭. বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) মাইটোসিস
ঘ) বাডিং
সঠিক উত্তর: (ক)

৮৮. প্রাণিকোষের নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে-
i. কোষের মাঝামাঝি অংশে খাঁজ সৃষ্টি হয়
ii. সৃষ্ট খাঁজ নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়
iii. সৃষ্ট খাঁজ মিলিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৯. প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
ক) হাত
খ) ফুসফুস
গ) হৃৎপিন্ড
ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)

৯০. জাইগোটের ক্রোমোসোম সংখ্যার অবস্থা কীরূপ?
ক) টেট্রাপ্লয়েড
খ) ট্রিপয়েড
গ) হ্যাপ্লয়েড
ঘ) ডিপ্লয়েড
সঠিক উত্তর: (ঘ)

৯১. মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুইবার বিভাজিত হয় কোন বিভাজনে?
ক) দ্বিবিভাজন
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশ উৎপন্ন হয়। এগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে।

৯২. সুতার মতো অংশগুলো কী?
ক) আরএনএ
খ) স্পিন্ডল তন্তু
গ) ক্রোমোজোম
ঘ) জালিকা তন্তু
সঠিক উত্তর: (গ)

৯৩. প্রতিটি তন্তুর প্রধান অংশ হলো-
i. ক্রোমাটিড
ii. সেন্ট্রোমিয়ার
iii. গলগি বস্তু
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 374 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ13

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here