Parts of Speech খুব সহজে শিখুন ছন্দে ছন্দে

Parts of Speech শিখুন ছন্দে ছন্দে।

বিসিএস ইংরেজি প্রস্তুতিতে আজ থাকছে Parts of Speech নিয়ে আলোচনা। Parts of Speech নিয়ে প্রশ্ন আসে না এমন কখনো হয়নি, কিন্তু এটা নিয়ে সবাইকে ঝামেলায় পড়তে হয়।

parts of speech

Parts of Speech শিখুন ছন্দে ছন্দে

নয়নে যাহা পড়ে তাহাই Noun,

Verb এর হল হাটাহুটা,

Pronoun এর বদলি খাটা;

Adverb এর রকম সকম।।

Adjective দোষ-গুনে গায় গান,

Preposition এর অবস্থান;

যোগ -বিয়োগে Conjunction

সুখে -দূঃখে Interjection.

==> Noun: নয়নে যাহা পড়ে তাহাই noun মানে হল আমাদের চারপাশে যা আছে তা সবকিছুই Noun.

যেমন: father, mother, chair, table, school ইত্যাদি।
I live in Dhaka

==> Pronoun: Pronoun এর বদলি খাটা, এর মানে হল noun এর পরিবর্তে যেটি বসে সেটি-ই হল pronoun.
যেমনঃ He, she, it, they ইত্যাদি।
Rahim is a good boy. He plays cricket. এখানে Rahim এর পরিবর্তে he বসেছে তাই এটি হল pronoun.

==> Adjective: Adjective এর দোষ গুনে গায় গান, মানে হল adjective দ্বারা কোন কিছুর দোষ-গুন, অবস্থা, সংখ্যা ,পরিমাণ ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.
এখানে good হল Adjective. এটি দ্বারা গুন বুঝানো হয়েছে।

==> Verb: Verb এর হল হাটাহুটা মানে হল- এটি দ্বারা কোন কিছুর কার্য সম্পাদন করা বুঝায়।
যেমনঃ I am writing in a blog

==> Adverb: Adverb এর রকম-সকম মানে হল- এটি দ্বারা কোন verb কিভাবে সম্পন্ন হচ্ছে তা বুঝায়।
যেমনঃ I am writing slowly. এখানে slowly একটি adverb.

==> Preposition: Pre মানে পুর্বে , Position মানে অবস্থান। অর্থাৎ,Preposition মানে পুর্বে-অবস্থান ।
এটি কোন কিছুর পুর্বে বসে সেই ওয়ার্ড এর অবস্থান নির্দেশ করে ।
যেমনঃ I am in Dhaka.

==> Conjunction: যোগ-বিয়োগে Conjunction মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে এটি সংযোগ ঘটায়।
যেমনঃ He is polite and brilliant.

==>Interjection: এটি দ্বারা কোন কিছুর সুখ,দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি বুঝায় ।
যেমনঃ Hi ! how are you?
এখানে Hi word টি Interjection.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here