এইচ এস সি পদার্থ বিজ্ঞান ১ম পত্র – অবস্থার পরিবর্তন অধ্যায়ের সকল সূত্র ও প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড | Physics 2nd Paper Note PDF

একাদশ-দ্বাদশ শ্রেণির পর্দাথ বিজ্ঞান ১ম পত্র সাজেশন PDF

অধ্যায় -১৫: অবস্থার পরিবর্তন

সূত্র:

সমীকরণপ্রতীক পরিচিতি ও একক
1.তাপ পরিমাপের নীতি :হারানো তাপ = গৃহীত তাপ
2.প্রয়োজনীয় তাপ = ms× (তাপমাত্রার পার্থক্য )
3.প্রয়োজনীয় তাপ = mL
4.Q = MS (θ2 –θ1)
= W (θ2 –θ1)
= C (θ2 –θ1)
5.Q = mL

 

6.

7.If = ∆Q/m

8.Iv = ∆Q/m

9.গিবসের সূত্র :P+F = C+2
10.

11.

12.

13.

Q = কোন বস্তুর একই অবস্থা থেকে গৃহীত বা বর্জিত তাপ (J)
M = বস্তুর তাপ (kg)
S = বস্তুর উপাদানের আঃ তাপ (Jkg-1K-1)
2 –θ1)= তাপমাত্রার পার্থক্য (K)
W = পানিসম (kg)
C = একক ভরের তাপ ধারকতা (Jk-1)
L = পর্দাথের অবস্থার সুপ্ততাপ (jkg-1)
P = দশা পার্থক্য
F = স্বাদীন ভেদক সংখ্যা
C = উপাদান সংখ্যা

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. 0°C তাপমাত্রায় 20g বরফকে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিনত করতে কতটুকু তাপ প্রয়োজন?

সমাধান:

Q=mLf+msΘ+mLv
        =m(Lf+sΘ+Lv)                                m=20g=0.02kg
        =0.02(336000+4200×100+2260000)              s=4200Jkg-1k-1
      =60320J
      ∴Q=60.32 kJ  [ans]
 

২. 0°C তাপমাত্রায় 2kg বরফকে কতটুকু তাপ দিলে ১০০ তাপমাত্রার ফুটন্ত পানিতে হবে?

সমাধান:

Q=mLf+msθ                                                                                     m=2kg
       =m(Lf+sΘ)                             s=4200Jkg-1k-1
       =2(336000+4200×100)
      =1512000J
     ∴Q=1512kJ  [ans]
 

৩.  0°C তাপমাত্রায় 1kg বরফ 30°C তাপমাত্রার 5 kg পানির সাথে মিশানো হলো । মিশ্রণের তাপমাত্রা কত?

সমাধান:

গৃহিত তাপ(Q1)=বর্জিত তাপ(Q2)                       Θ1=0°C
     ⟹m1Lf+m1s(θ-Θ1)=m2s(Θ2-Θ)                 s=4200Jkg-1k-1
     ⟹1×336000+1×4200(Θ-0)=5×4200(30-Θ)
     ⟹336000+4200Θ=630000-21000Θ
     ∴ θ = 11.67°C  [ans]

PDF File Download From Here

📝 সাইজঃ- 294 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 3

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here