বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব ৬

বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -৬

আরো পড়ুন:

সঠিক উত্তরগুলোর পাশে (*) স্টার চিহ্ন দেওয়া আছে।

১. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
এগারটি
নয়টি
দশটি*
আটটি

২. ‘ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ —- এটা কোন ধরনের বাক্য ?
যৌগিক বাক্য*
সাধারণ বাক্য
মিশ্র বাক্য
সরল বাক্য

৩. ‘ একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আশার কথা
সৌভাগ্যের বিষয়*
মজা পাওয়া
আনন্দের বিষয়

৪. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সাহেব
বেয়াই
সঙ্গী
কবিরাজ*

৫. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
কবিতার পংক্তিতে
গানের কলিতে
গল্পের কলিতে
নাটকের সংলাপে*

৬. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
ননদ*
প্রিয়া
শিয্যা
আয়া

৭. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
নামপদ
উপপদ
প্রাতিপদিক*
উপমিত

৮. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
তুই বাড়ি যা
ক্ষমা করা ঘোর অপরাধ
কাল একবার এসো*
দূর হও

৯. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
আন
আই*
আল
আও

১০. বচন অর্থ কি?
সংখ্যার ধারণা*
গণনার ধারণা
ক্রমের ধারণা
পরিমাপের ধারণা

১১. ‘ মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ‘ —- বাক্যে ‘ মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়?
সমন্বয়ী
অনন্বয়ী*
পদান্বয়ী
অনুকার

১২. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
দুল্‌ + না*
দোল্‌ + না
দোল্‌ + অনা
দোলনা + আ

১৩. ‘কৌশলে কার্যোদ্ধার’ — কোনটির অর্থ?
গাছে তুলে মই কাড়া
এক ক্ষুরে মাথা মোড়ানো
ধরি মাছ না ছুঁই পানি*
আকাশের চাঁদ হাতে পাওয়া

১৪. ‘ সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব*
পদক্রম
বাক্য প্রকরণ

১৫. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
বৃন্দ
কুল
বর্গ
গ্রাম*

১৬. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
শব্দ*
বর্ণ
ধ্বনি
চিহ্ন
১৭. সন্ধির প্রধান সুবিধা কি?
পড়ার সুবিধা
লেখার সুবিধা
উচ্চারণের সুবিধা*
শোনার সুবিধা

১৮. কোন বানানটি শুদ্ধ?
সমীচীন*
সমিচীন
সমীচিন
সমিচিন

১৯. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
দোলন-চাঁপা*
সোনার তরী
মানসী

২০. কাজী ইমদাদুল হক-এর ‘ আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কি?
চাষী জীবনের করুণ চিত্র
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র*
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

২১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি ‘ কবর’ নাটকের রচয়িতা কে?
কবির চৌধুরী
মুনীর চৌধুরী*
সৈদয় শামসুল হক
মুনতাসীর মামুন

২২. ‘ সততা সর্বোৎকৃষ্ট পন্থা’ — কোনটির অনুবাদ?
Honesty is the best virtue
Honesty is the better way
Honesty is a good way
Honesty is the best policy*

২৩. ‘ বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
নীহাররঞ্জন রায়*
আর সি মজুমদার
অধ্যাপক আব্দুল করিম
অধ্যাপক সুনীতিকুমার সেন

২৪. ‘ শাহনামা’ -এর লেখক কে?
কবি ফেরদৌসী*
মওলানা রুমী
কবি নিজামী
কবি জামি

২৫. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ –এর আবিষ্কারক—-
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী*
ডক্টর সুকুমার সেন

২৬. হিন্দী ‘পদুমাবৎ ‘ -এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা —–
দৌলত উজীর বাহরাম খান
সৈয়দ সুলতান
আব্দুল করিম সাহিত্যে বিশারদ
আলাওল*

২৭. ‘ তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয় ——
১৮৪১ সালে
১৮৪২ সালে
১৮৫০ সালে
১৮৪৩ সালে*

২৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য —–
অব্যয় ও শব্দাংশে
নতুন শব্দ গঠনে
উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে*
ভিন্ন অর্থ প্রকাশে

২৯. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় —–
স্বরবৃত্ত*
পয়ার
মাত্রাবৃত্ত
অক্ষরবৃত্ত

৩০. ‘ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় —–
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়*
মদনমোহন তর্কালঙ্কার
কামিনী রায়

৩১. পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে —–
টেবিল
চেয়ার
বালতি*
শরবত

৩২. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস—-
দ্বন্দ্ব
বহুব্রীহি*
কর্মধারায়
তৎপুরুষ
৩৩. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ——
সংস্কৃত
পালি
প্রাকৃত*
অপ্রভ্রংশ
৩৪. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় —-
দুই ভাগে
তিন ভাগে*
চার ভাগে
পাঁচ ভাগে
৩৫. ‘ মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’- প্রভৃতি গ্রন্থের রচয়িতা- —
এস ওয়াজেদ আলী
এয়াকুব আলী চৌধুরী
মোঃ লুৎফর রহমান*
মোঃ ওয়াজেদ আলী

৩৬. ‘সিরাজুম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম——
তালিম হোসেন
ফররুখ আহমদ*
গোলাম মোস্তফা
আবুল হোসেন

৩৭. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ——
ষড় + ঋতু
ষড়ু + ঋতু
ষট + ঋতু
ষট্‌ + ঋতু*

৩৮. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম——
প্রমথ চৌধুরী*
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
সুধীন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন

৩৯. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ——
আরবি ভাষা থেকে*
ফরাসি ভাষা থেকে
হিন্দি ভাষা থেকে
উর্দু ভাষা থেকে
৪০. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন—-
হুমায়ুন আজাদ
আহমদ শরীফ
ওয়াকিল আহমদ*
আব্দুল মতিন খান
৪১. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম —–
পরীবিবি
ইরান দুখ্‌ত*
জাহানারা
মরিয়ম

৪২. ‘ কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পংক্তিটি নিচের একজনের লেখা——
লালন শাহ*
সিরাজ সাঁই
মদন বাউল
পাগলা কানাই

৪৩. ‘ অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো——-
সমক্ষ*
পরোক্ষ
প্রত্যক্ষ
নিরপেক্ষ

৪৪. ‘ হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর —-
মিশ্র
জটিল
যৌগিক
সরল*

৪৫. ‘ মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি’। — কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা —–
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ মনিরুজ্জামান
সত্যেন্দ্রনাথ দত্ত*
নির্মলেন্দু গুণ

৪৬. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
মেঘনাদবধ কাব্য
দুর্গেশনন্দিনী
নীলদর্পণ*
অগ্নিবীণা

৪৭. ‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
বষ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়*
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪৮. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
উৎকর্ষতা
উৎকর্ষ
উৎকৃষ্ট*
উৎকৃষ্টতা

৪৯. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
নেতিবাচক
বিয়োগান্ত
নঞর্থক*
অজানা

৫০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
ইংরেজরা
ফরাসিরা
ওলন্দাজরা
পর্তুগিজরা*
৫১. ‘সব কটা জানালা খুলে দাও না’ —এর গীতিকার কে?
মরহুম আলতাফ মাহমুদ*
মরহুম নজরুল ইসলাম বাবু
ড. মনিরুজ্জামান
মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
৫২. যা চিরস্থায়ী নয় —
অস্থায়ী
ক্ষণিক
ক্ষণস্থায়ী
নশ্বর*

৫৩. Intellectual শব্দের বাংলা অর্থ—–
বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবী*
মেধাবী

৫৪. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
গৌড়
সোনারগাঁও
ঢাকা*
হুগলী

৫৫. ‘ অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
দুটি শব্দে উপসর্গটি অর্থ দু রকম*
দুটি শব্দে উপসর্গটি অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

৫৬. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ — এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?
সওগাত
মোহাম্মদী
সমকাল
শিখা*

৫৭. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
বারীন্দ্রকুমার ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর*
বীরজাসুন্দরী দেবী
মুজাফফর আহমদ

১৩. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
বিষবৃক্ষ
গণদেবতা
আরণ্যকে
ঘরে-বাইরে*

৫৮. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
হাসান হাফিজুর রহমান*
বেগম সুফিয়া কামাল
মুনীর চৌধুরী
আবুল বরকত

৫৯. ‘রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
চরিত্রহীন
গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল*
সংশপ্তক

৬০. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা*
বাংলার মানুষের কথা
বাংলার ইতিহাসের কথা
বাংলার সংস্কৃতির কথা

৬১. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
বরিশাল জেলা*
ফরিদপুর জেলা
ঢাকা জেলা
রাজশাহী জেলা
৬২. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ – এই উক্তিটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শেখ ফজলল করিম*
শামসুর রাহমান

৬৩. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫ খ্রিস্টাব্দে*
১৩৫৫ বঙ্গাব্দে
১৯৫২ খ্রিস্টাব্দে
১৩৫২ বঙ্গাব্দে

৬৪. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য—–
বাক্যের সরল ও জটিল রূপে
শব্দের রূপগত ভিন্নতায়
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়*

৬৫. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
ভাই গিরিশচন্দ্র সেন*
সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৬৬. ‘ সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
মোহাম্মদ আকরম খাঁ
তফাজ্জল হোসেন
মোহাম্মদ নাসিরউদ্দীন
সিকান্দার আবু জাফর*

৬৭. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কাজী নজরুল ইসলাম
আবুল কালাম শামসুদ্দীন
খান মুহাম্মদ মঈনুদ্দিন
মোহাম্মদ নাসিরুদ্দীন*

৬৮. ‘ সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।’ — চরণ দুটি কার লেখা?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
শেখ ফজলল করিম*

৬৯. যে ভূমিতে ফসল জন্মায় না —–
পতিত
অনুর্বব
ঊষর*
বন্ধ্যা

৭০. ‘ অপমান’ শব্দের ‘ অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত*
নিকৃষ্ট
বিকৃত
অভাব

৭১. ‘ সোনালী কাবিন ‘ এর রচয়িতা কে?
হাসান হাফিজুর রহমান
আল-মাহমুদ*
হুমায়ুন আজাদ
শক্তি চট্টোপাধ্যায়

৭২. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বিসর্জন
ডাকঘর
বসন্ত*
অচলায়তন
৭৩. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম—-
সুন্দরম
লোকায়ত
উত্তরাধিকার*
কিছুধ্বনি
৭৪. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন—-
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ*
মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

৭৫. ‘ ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
আলালের ঘরের দুলাল*
জোহরা
মৃত্যুক্ষুধা
হাজার বছর ধরে

৭৬. ‘ বঙ্গদর্শন ‘ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
১৮৬৫
১৮৭২*
১৮৭৫
১৮৮১

৭৭. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য ——
জীবনানুভূতির গভীরতায়*
দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
কাহিনীর সরলতা ও জটিলতায়
ভাষার প্রকারভেদে

৭৮. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ——
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে*
শব্দের কথা ও লেখা রূপে
বাক্যের সরলতা ও জটিলতায়

৭৯. ‘ সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন —–
বিনয় ঘোষ
সিকান্‌দার আবু জাফর*
মোহাম্মদ আকরম খাঁ
তফাজ্জল হোসেন

৮০. ‘প্রভাত চিন্তা ‘, ‘নিভূত চিন্তা’, ‘নিশীত চিন্তা’ প্রভূতি গ্রন্থের রচয়িতা ——
কালীপ্রসন্ন সিংহ
কালীপ্রসন্ন ঘোষ*
কৃষ্ণচন্দ্র মজুমদার
এস ওয়াজেদ আলী

১১. ‘ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী আবদুল ওদুদ
মোহাম্মদ লুৎফর রহমান
প্রমথ চৌধুরী*

১৫. শুদ্ধ বানানটি নির্দেশ করুন —–
মুহুর্মুহু*
মূহুর্মুহু
মুর্হুমূর্হু
মুর্হুর্মূহু

৮২. দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দুঃ + লোক
দিব্‌ + লোক*
দ্বি + লোক
দ্বিঃ + লোক

৮৩. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ——
শৈত্য*
শীতল
উত্তাপ
হিম

৮৪. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
ইচ্ছাময়
ঐচ্ছিক*
ইচ্ছুক
অনিচ্ছা

৮৫. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
সে বই পড়ছে
সে গভীর চিন্তায় মগ্ন
সে ঘুমিয়ে আছে
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না*

৮৬. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী” — এই কবিতাংশটুকুর কবি কে?
বেনজীর আহমেদ
কাজী নজরুল ইসলাম*
জীবনানন্দ দাশ
শামসুর রাহমান

৮৭. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশেখর বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিহারীলাল চক্রবর্তী*

৮৮. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
জগৎ মোহিনী
বসন্ত কুমারী*
আয়না
মোহনী প্রেমপাস
৮৯. কোন বানানটি শুদ্ধ?
বিভিসীকা
বিভীষিকা*
বীভিষিকা
বীভিষীকা
৯০. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী*
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ নাথ বসু

৯১. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী*
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

৯২. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন*
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

৯৩. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
অনিষ্টে ইষ্ট লাভ
চির অশান্তি*
অরাজক দেশ
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো

৯৪. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
আনোয়ার পাশা
ইস্তাম্বুল যাত্রীর পত্র
কুচবরণের কন্যে*
সোনার শিকল

৯৫. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
আট কপালে*
উড়নচণ্ডী
ছা-পোষা
ভূশণ্ডির কাক

৯৬. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর ‘ প্রথম প্রকাশিত হয়?
প্রমথনাথ চৌধুরী
ঈশ্বরচন্দ্র গুপ্ত*
প্যারীচাঁদ মিত্র
দীনবন্ধু মিত্র

৯৭. মৌলিক শব্দ কোনটি?
গোলাপ*
শীতল
নেয়ে
গৌরব

৯৮. যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
ডাকাবুকা
তুলশী বনের বাঘ
তামার বিষ
ঢাকের বাঁয়া*

৯৯. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
আলাওল
ফকির গরীবুল্লাহ*
সৈয়দ হামজা
রেজাউদ্দৌলা

১০০. বাংলা লিপির উৎস কি?
সংস্কৃত লিপি
চীনা লিপি
আরবি লিপি
ব্রাহ্মী লিপি*

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

📝 সাইজঃ- 172 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 14

Download From Google Drive

Download

 Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here