নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ

অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

অধ্যায়ঃ- দ্বিতীয়-কপোতাক্ষ নদ

১।         মাইকেল মধুসূদন ১৮২৪ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

(ক) ১লা জানুয়ারি (খ) ২রা জানুয়ারি

(গ) ১৭ই এপ্রিল    (ঘ) ৭ই মে

২।        মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) যশোর         (খ) খুলনা

(গ) মাগুরা          (ঘ) কুষ্টিয়া

৩।        মাইকেল মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষিত হন কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৮৪২ খ্রিষ্টাব্দে           (খ) ১৮৪৫ খ্রিষ্টাব্দে

(গ) ১৮৫০ খ্রিষ্টাব্দে            (ঘ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে

৪।        মধুসূদন দত্তের নামের প্রথমে ‘মাইকেল’ শব্দটি কত সালে যুক্ত হয়?

(ক) ১৮৪২          (খ) ১৮৪৪

(গ) ১৮৪৫          (ঘ) ১৮৪৬

৫।        মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?

(ক) বীরাঙ্গনা      (খ) পদ্মাবতী

(গ) কৃষ্ণকুমারী    (ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ

৬।        ‘একেই কি বলে সভ্যতা’ মাইকেল মধুসূদন দত্ত-এর কোন জাতীয় রচনা?

(ক) মহাকাব্য      (খ) প্রহসন

(গ) নাটক          (ঘ) পত্রকাব্য

৭।        মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত তারিখে?

(ক) ২৬শে মার্চ, ১৮৭৩      (খ) ১৭ই জুন, ১৮৭৩

(গ) ২৯শে জুন, ১৮৭৩       (ঘ) ৩০শে জুন, ১৮৭৩

৮।        ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?

(ক) ফ্রান্সে           (খ) ইংল্যান্ডে

(গ) ইতালিতে      (ঘ) আমেরিকাতে

৯।        কিন্তু এ -স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?-এ উক্তিতে কবির যে ভাব প্রকাশ পেয়েছে-

  1. মমতা

ii.অনুরাগ

iii.ভ্রান্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii         (খ) ii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১০।       বাংলা সাহিত্যে মধুসূদনের উল্লেখযোগ্য অবদান-

  1. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন

ii.আধুনিক নাটক ও প্রহসন রচনা

iii.সার্থক মহাকাব্য রচনা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii         (খ) i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১১।       ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’ এ চিত্রকল্পে ফুটে উঠেছে-

(ক) ভ্রান্তি বিলাস  (খ) স্মৃতি রোমন্থন

(গ) আত্মসম্বিৎ     (ঘ) চৈতন্য-উদয়

১২।       ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সাথে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?

(ক) তব কলকলে (খ) কার জলে

(গ) স্বপনে          (ঘ) ছলনে

১৩।      ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?

(ক) কপোতাক্ষকে (খ) সাগরদাঁড়িকে

(গ) বাংলাদেশকে (ঘ) বাঙালিদেরকে

১৪।       ‘আর কি হে হবে দেখা’- ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?

(ক) কপোতাক্ষ নদের        (খ) জন্মভ‚মির

(গ) আত্মীয়-পরিজনের       (ঘ) বন্ধু-বান্ধবের

১৫।      ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে, কাদেরকে বারিরূপ কর দেয়?

(ক) সাগর নদীকে (খ) নদী সাগরকে

(গ) প্রজা রাজাকে (ঘ) খাল নদীকে

১৬।      ‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’ এখানে কবি মনের কোন অনুভ‚তি প্রকাশিত হয়েছে?

(ক) ভয় (খ) সংশয়

(গ) বেদনা          (ঘ) মোহ

১৭।       ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে?

(ক) অপ্রতুল        (খ) অত্যুজ্জ্বল

(গ) অপ্রকট        (ঘ) উচ্ছ¡সিত

১৮।      কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?

(ক) হতাশা         (খ) গভীর অনুরাগ

(গ) তীব্র অভিযান (ঘ) হাহাকার

১৯।       কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?

(ক) সংশয়          (খ) বিরক্তি

(গ) পুলক           (ঘ) বেদনা

২০।      ‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?

(ক) মন্ত্রধ্বনি       (খ) বিরলে

(গ) ছলনে           (ঘ) সখা-রীতে

২১।       ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘¯স্রোতরূপী’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) ¯ স্রোতের অনুকুলে      (খ) ¯স্রোতের মতো

(গ) ¯ স্রোতের গতিশীলতা  (ঘ) ¯ স্রোতের প্রবাহ

২২।      ‘কপোতাক্ষ নদ’ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, তা-

  1. সখা ii.সখে

iii.হে নদ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii         (খ) i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

২৩।      কপোতাক্ষ দুগ্ধ-¯ স্রোতরূপী হলে স্বদেশকে বলা চলে-

  1. মা ii.মাতৃস্তন

ii.দুধের উৎস

নিচের কোনটি সঠিক?

(ক) i     (খ) iii

(গ) ii    (ঘ) i, i ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

আরমান সাহেব সিলেট জেলার জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায়ই দু তীরের সৌন্দর্য উপভোগ করতেন। এখন তিনি কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে অবসর জীবনযাবন করছেন। অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানি দিয়ে ডাকে।

২৪।      ‘কপোতাক্ষ নদ’ কবিতার যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত, তা হলো-

(ক) শৈশব স্মৃতি   (খ) স্মৃতিকাতরতা

(গ) প্রকৃতি প্রীতি  (ঘ) দেশপ্রেম

২৫।      উদ্দীপকে উদ্ভাসিত দিকের সঙ্গে সম্পৃক্ত চরণ হলো-

  1. সতত, হে নদ, তুমি পড় মোর মনে

ii.বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে

iii.সতত তোমার কথা ভাবি এ বিরলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii         (খ) i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:

জ্যোতিষের জন্ম গ্রামে। শহরে অবস্থানের প্রেক্ষিতে কখনো গ্রামে গেলে সব স্মৃতি একে একে ভেসে ওঠে মনের পর্দায়। সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত হালদা নদীটির কথা।

২৬।      উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়?

(ক) তিতাস         (খ) বাংলা আমার

(গ) কপোতাক্ষ নদ            (ঘ) সাত সাগরের মাঝি

২৭।      পাঠ্যসূচির কবিতাটিতে এবং উদ্দীপকে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-

  1. ভ্রান্ত আবেগ ii.স্মৃতিকাতরতা

iii.দেশপ্রেম

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii         (খ) i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

২৮।      ‘বারি-রূপ কর তুমি’ এখানে ‘কর’ অর্থ কী?

(ক) হাত (খ) অংশ

(গ) রাজস্ব          (ঘ) ক্রিয়াপদ

২৯।      সনেটের বৈশিষ্ট্য কী?

(ক) আট চরণ, চৌদ্দ মাত্রা (খ) চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা

(গ) আট চরণ, আট মাত্রা  (ঘ) ছয় চরণ, ছয় মাত্রা

৩০।      সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের?

(ক) সুনির্দিষ্ট        (খ) স্বাধীন

(গ) অনির্দিষ্ট        (ঘ) অবাধ

৩১।      ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন?

(ক) শৈশব স্মৃতি   (খ) দেশপ্রেম

(গ) নদীর প্রতি মমতা        (ঘ) প্রকৃতিপ্রেম

৩২।      ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশ পেয়েছে-

(ক) ভাষাপ্রীতি     (খ) স্মৃতিকাতরতা

(গ) নদীপ্রেম       (ঘ) স্বজাত্যবোধ

৩৩।      শৈশবে মধুকবি কোন নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন?

(ক) ব্রহ্মপুত্র        (খ) কপোতাক্ষ নদ

(গ) নীলনদ         (ঘ) যমুনা

৩৪।      ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রতি চরণে কতটি করে মাত্রা আছে?

(ক) চৌদ্দটি        (খ) আঠারটি

(গ) বাইশটি        (ঘ) চব্বিশটি

৩৫।      ‘কপোতাক্ষ নদ’ সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?

(ক) ক খ ক খ   ক খ খ ক

(খ) ক খ খ গ    ক খ খ গ

(গ) ক খ খ ক    ক খ ক খ

(ঘ) ক খ ক খ    ক খ খ গ

৩৬।      ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় রচনা?

(ক) সনেট          (খ) শোককবিতা

(গ) ভক্তিমূলক     (ঘ) গীতিকবিতা

৩৭।      ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?

(ক) দেশাত্মবোধক           (খ) স্মৃতিচারণমূলক

(গ) কাহিনীমূলক             (ঘ) নদী কেন্দ্রিক

৩৮।      ‘কপোতাক্ষ নদ’ কবিতার ভাব প্রকাশের বাহন কোনটি?

(ক) স্বদেশপ্রেম    (খ) নদীপ্রেম

(গ) ভাষাপ্রীতি     (ঘ) প্রকৃতিপ্রীতি

৩৯।      কপোতাক্ষ নদ কবিতায় মোট মাত্রা সংখ্যা কত?

(ক) ১৮২টি         (খ) ১৯৬টি

(গ) ২১০টি          (ঘ) ২২৪টি

৪০।      ‘কপোতাক্ষ নদ’ কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে?

(ক) অষ্টকের প্রথমে          (খ) ষষ্ঠকের প্রথমে

(গ) অষ্টকের শেষে            (ঘ) ষষ্ঠকের শেষে

উত্তর পত্র

১-খ       ২-ক      ৩-ক      ৪-ক      ৫-ক      ৬-খ      ৭-গ       ৮-ক      ৯-ক      ১০-ঘ

১১-খ     ১২-ক    ১৩-ক    ১৪-ক    ১৫-খ    ১৬-খ    ১৭-খ     ১৮-খ    ১৯-গ     ২০-খ

২১-খ     ২২-গ     ২৩-ক    ২৪-খ    ২৫-খ    ২৬-গ    ২৭-গ     ২৮-গ    ২৯-খ    ৩০-ক

৩১-খ    ৩২-খ    ৩৩-খ    ৩৪-ক    ৩৫-ক    ৩৬-ক    ৩৭-খ    ৩৮-খ    ৩৯-খ    ৪০-গ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here