জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় – ৪: তৈলচিত্রের ভূত এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ৪: তৈলচিত্রের ভূত এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. কীভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?
ক) বীরের মতো
খ) পাগলের মতো
গ) চোরের মতো
ঘ) স্বাভাবিকভাবে
সঠিক উত্তর: (গ)

২. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি লিখেছেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর: (গ)

৩. লাইব্রেরিটি নগেনের কোন আত্মীয়ের আমলের?
ক) দাদামশায়ের
খ) বাবার
গ) মামার
ঘ) প্রপিতামহের
সঠিক উত্তর: (ক)

৪. পরাশর ডাক্তার সম্পর্কে নিম্নের কোন বৈশিষ্ট্য সমর্থনযোগ্য?
ক) বুদ্ধিমান ও আধুনিক
খ) সাহসী ও লোভী
গ) জ্ঞানী ও দু:সাহসী
ঘ) কুসংস্কারে বিশ্বাসী
সঠিক উত্তর: (ক)

৫. তৈলচিত্রের কাছে গিয়ে নগেন কী বলেছিল?
ক) আমায় যেতে দাও মামা
খ) আমায় ক্ষমা করো মামা
গ) আমায় দোয়া কর মামা
ঘ) আমি যেন বড় হতে পারি মামা
সঠিক উত্তর: (খ)

৬. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাপত ছোটগল্প?
ক) পদ্ম বউ
খ) নষ্টনীড়
গ) পুঁইমাচা
ঘ) প্রাগৈতিহাসিক
সঠিক উত্তর: (ঘ)

৭. প্রেতাত্মা বলতে আমরা সাধারণত বুঝি-
i. মৃত মানুষের আত্মাকে
ii. ভূতকে
iii. পরিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৮. ‘‘পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে।”-উক্তিটি কার?
ক) নগেনের
খ) মামার
গ) পরেশ
ঘ) পরাশর
সঠিক উত্তর: (ঘ)

৯. ‘প্রেতাত্মা’ বলতে বোঝায়-
ক) পরমাত্মা
খ) মৃতের আত্মা
গ) পেতনির আত্মা
ঘ) লৌকিক জীবন
সঠিক উত্তর: (খ)

১০. নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল?
ক) কোনায়
খ) পূর্ব দিকে
গ) মাঝামাঝি
ঘ) মেঝের কাছে
সঠিক উত্তর: (গ)

১১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ডাক্তারের নাম কী?
ক) নগেন
খ) গণেশ
গ) পরাশর
ঘ) সত্যানন্দ
সঠিক উত্তর: (গ)

১২. পরাশর ডাক্তারের কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা কী রকম লেগেছিল?
ক) খাপছাড়া
খ) এলোমেলো
গ) বেপরোয়া
ঘ) উদভ্রান্ত
সঠিক উত্তর: (ক)

১৩. ভূতবিশ্বাসকে এক কথায় কী নামে অভিহিত করা যায়-
ক) সচেতনতা চেতনা
খ) কুসংস্কার
গ) বিজ্ঞানবাদী মতবাদ
ঘ) মৌলিক চিন্তা
সঠিক উত্তর: (খ)

১৪. ‘প্রেতাত্মা’ মানে কী?
ক) ভ্রান্তি
খ) ভূতের আত্মা
গ) ভূত
ঘ) ভূতের ছায়া
সঠিক উত্তর: (গ)

১৫. ‘ছলনা’ শব্দের অর্থ কী?
ক) শঠতা
খ) প্রসারিত
গ) কম্পিত
ঘ) বিচলিত
সঠিক উত্তর: (ক)

১৬. আলমারির ভেতরের বইগুলো ছিল-
ক) মূল্যবান
খ) অদরকারি
গ) সস্তা
ঘ) উৎকৃষ্ট
সঠিক উত্তর: (খ)

১৭. ‘‘তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন”-কথাটির মধ্যে প্রকাশ পেয়েছে-
ক) আশঙ্কা
খ) আকাঙ্ক্ষা
গ) সাহসিকতা
ঘ) ভীরুতা
সঠিক উত্তর: (ক)

১৮. তিনটি তৈলচিত্রের একজন নন কে? নগেনের-
ক) মামা
খ) পিসি
গ) দাদা
ঘ) দিদিমা
সঠিক উত্তর: (খ)

১৯. তৈলচিত্রগুলো হলো-
i. নগেনের মামার
ii. নগেনের দিদিমার
iii. নগেনের দাদামশায়ের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. মানিক বন্দ্যোপাধ্যায় হলেন খ্যাতিমান-
ক) কবি ও গল্পকার
খ) কবি ও ঔপন্যাসিক
গ) ঔপন্যাসিক ও ছোটগল্পকার
ঘ) ঔপন্যাসিক ও নাট্যকার
সঠিক উত্তর: (গ)

২১. লাইব্রেরির আলমারিগুলোর মূল্য কেমন?
ক) দামি
খ) বেশি দামি
গ) অল্প দামি
ঘ) দামশূন্য
সঠিক উত্তর: (গ)

২২. মামার চোখের দৃষ্টিকে নগেনের কেমন মনে হয়েছিল?
ক) করুণার
খ) স্নেহের
গ) অভিযোগের
ঘ) ভর্ৎসনার
সঠিক উত্তর: (ঘ)

২৩. পরাশর ডাক্তার পড়ে গেলেন-
ক) ভূতের ধাক্কায়
খ) বিদ্যুতের ধাক্কায়
গ) দুর্বলতার কারণে
ঘ) পা হড়কে
সঠিক উত্তর: (খ)

২৪. পরাশর ডাক্তার লাইব্রেরিতে বসে কী করছিলেন?
ক) বই পড়ছিলেন
খ) চিঠি লিখছিলেন
গ) রোগী দেখছিলেন
ঘ) বিশ্রাম নিচ্ছিলেন
সঠিক উত্তর: (খ)

২৫. আলমারি কয়েকটি কেমন ছিল?
ক) অল্প দামি আর অনেক পুরোনো
খ) দামি ও নতুন
গ) চকচকে ও দামি
ঘ) অল্প দামি কিন্তু নতুন
সঠিক উত্তর: (ক)

২৬. জ্বলজ্বলে উজ্জ্বল চোখ দুটি আসলে কী ছিল?
ক) তৈলচিত্রে মামার চোখ
খ) ভূতের চোখ
গ) ইলেকট্রিক বাল্ব
ঘ) মনের ভুল
সঠিক উত্তর: (গ)

২৭. বৈদ্যুতিক শক খেয়ে পরাশর ডাক্তার কত মিনিট চোখ বুজে ছিলেন?
ক) এক মিনিট
খ) দুই মিনিট
গ) তিন মিনিট
ঘ) পাঁচ মিনিট
সঠিক উত্তর: (ঘ)

২৮. পরাশর ডাক্তারের লইব্রেরিটা কেমন?
ক) ছোটখাটো
খ) প্রকান্ড
গ) ছিমছাম
ঘ) জরাজীর্ণ
সঠিক উত্তর: (খ)

২৯. পরাশর ডাক্তারের কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা কী রকম লেগেছিল?
ক) খাপছাড়া
খ) এলোমেলো
গ) বেপরোয়া
ঘ) উদভ্রান্ত
সঠিক উত্তর: (ক)

৩০. ভয়ের জন্য শরীর অস্থির লাগা নগেনের কাছে কেমন মনে হয়েছিল?
ক) অনেক বড় ব্যাপার
খ) সামান্য ব্যাপার
গ) ঘৃণার ব্যাপার
ঘ) মজার ব্যাপার
সঠিক উত্তর: (খ)

৩১. সমস্ত সকাল নগেন কোথায় পড়ে থাকল?
ক) বিছানায়
খ) লাইব্রেরিতে
গ) ডাক্তারের বাড়িতে
ঘ) পথেঘাটে
সঠিক উত্তর: (ক)

৩২. তৈলচিত্র ধাক্কা দিত না-
i. আলো জ্বালালে
ii. দিনের বেলায়
iii. অন্ধকার থাকলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৩. ‘মাঝির ছেলে’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি-
ক) জনপ্রিয় উপন্যাস
খ) প্রাপ্তবয়স্ক উপন্যাস
গ) কিশোর উপন্যাস
ঘ) সস্তা উপন্যাস
সঠিক উত্তর: (গ)

৩৪. দেবতার মতো মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে নগেনের ভেতরে তৈরি হয়-
i. দারুণ লজ্জাবোধ
ii. অনুতাপ-অনুশোচনা
iii. গ্লানির কণ্টক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. মানিক বন্দ্যোপাধ্যায়-এর পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?
ক) ঢাকায়
খ) বিক্রমপুরে
গ) রংপুরে
ঘ) খুলনায়
সঠিক উত্তর: (খ)

৩৬. নগেনের কথা বলার ভঙ্গি পর্যন্ত খাপছাড়া হয়ে গেছে কেন?
ক) ওষুধ খেয়ে
খ) ভয় পেয়ে
গ) তাড়া খেয়ে
ঘ) মার খেয়ে
সঠিক উত্তর: (খ)

৩৭. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস?
ক) সনাতনী
খ) মাঝির ছেলে
গ) পদ্মানদীর মাঝি
ঘ) জন্দ করার প্রতিযোগিতা
সঠিক উত্তর: (খ)

৩৮. নগেন কোথায় পড়ত?
ক) কলেজ
খ) স্কুলে
গ) বিশ্ববিদ্যালয়ে
ঘ) কিন্ডার গার্টেনে
সঠিক উত্তর: (ক)

৩৯. নগেন কত ক্ষণ মড়ার মতো বিছানায় পড়ে ছিল?
ক) সমস্ত সকাল
খ) সমস্ত রাত
গ) সমস্ত দিন
ঘ) সমস্ত বিকেল
সঠিক উত্তর: (ক)

৪০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
ক) বনফুল
খ) মৌচাক
গ) পিপাসা
ঘ) সবুজ পত্র
সঠিক উত্তর: (খ)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 262 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here