পৌরনীতি ২য় পত্র বই থেকে বাছাই করা ১০০ টি প্রশ্ন ও উত্তর

পৌরনীতি ২য় পত্র বই থেকে বাছাই করা ১০০ টি

প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

প্রতিটি প্রশ্নরে উত্তর পোস্টের নিচে দেওয়া আছে।

১। কত সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়?

ক. ১৯৬২ সালে    খ. ১৯৬৫ সালে

গ. ১৯৬৯ সালে    ঘ. ১৯৭০ সালে

২।         ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল?

ক. পিপলস পার্টি খ. ন্যাশনাল আওয়ামী পার্টি

গ. আওয়ামী লীগ ঘ. আওয়ামী মুসলিম লীগ

৩।        কত সালে ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ক. ১৯৪০ সালে    খ. ১৯৪৭ সালে

গ. ১৯৩৫ সালে    ঘ. ১৯৩৯ সালে

৪।         কত সালে তৎকালীন পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?

ক. ১৯৫৮ সালে    খ. ১৯৫৪ সালে

গ. ১৯৬৬ সালে    ঘ. ১৯৪৮ সালে

৫।        কত সালে ছয় দফা-কর্মসূচী ঘোষনা করা হয়েছিল?

ক. ১৯৫৮ সালে    খ. ১৯৬৬ সালে

গ. ১৯৬২ সালে    ঘ. ১৯৬৯ সালে

৬।        কোথায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল?

ক. বৈদ্যনাথ তলা খ. ভবের পাড়া

গ. মেহেরপুরে     ঘ. সবগুলো

৭.         বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে?

ক. ১৪৭টি           খ. ১৫৩টি

গ. ১৫৮টি           ঘ. ১৬৭টি

৮.         বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান কে?

ক. প্রধান বিচারপতি          খ. তত্ত্বাবধায়ক সরকার

গ. প্রেসিডেন্ট                   ঘ. প্রধান সেনাপতি

৯.         বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কোনটি?

ক. সাম্য                         খ. স্বাধীনতা

গ. আইনের শাসন            ঘ. গণতন্ত্র

১০।       কত সালে দ্বাদশ সংশোধনী বিল পাস হয়?

ক. ১৯৯০ সালে    খ. ১৯৯১ সালে

গ. ১৯৯২ সালে    ঘ. ১৯৯৬ সালে

১১।       জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা কে?

ক. অতিরিক্ত সচিব           খ. জেলা প্রশাসক

গ. পুলিশ সুপার               ঘ. সদর উপজেলার সাংসদ

১২।       বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

ক. জনগণের দ্বারা             খ. বিচার বিভাগের দ্বারা

গ. সংসদ সদস্যদের দ্বারা   ঘ. সংখ্যাগরিষ্ঠ দলের দ্বারা

১৩।       সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?

ক. প্রধানমন্ত্রী                   খ. মন্ত্রি পরিষদ

গ. স্পীকার                     ঘ. রাষ্ট্রপতি

১৪।       জাতীয় সংসদের কতজন সাংসদ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন?

ক. ৩০০ জন       খ. ৩৩০ জন

গ. ৩৪৫ জন        ঘ. কোনটিই নয়

১৫।       কত সালে বাংলাদেশ ওআইস-এর সদস্য হয়?

ক.  ১৯৭২ সালে   খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে     গ. ১৯৭৫ সালে

১৬।       কত সালে বাংলাদেশ সার্কের সদস্য পদ লাভ করে?

ক. ১৯৮৮ সালে    খ. ১৯৮৫ সালে

গ. ১৯৮২ সালে    ঘ. ১৯৯১ সালে

১৭।       কত সালে বাংরাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ সালে    খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে     ঘ. ১৯৭৫ সালে

১৮।       লাহোর প্রস্তাবের উপস্থাপক কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. মৌলানা আবুল কালাম আজাদ

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী  ঘ. এ কে ফজলুল হক

১৯।       কত সালে নবাব সিরাজ উদ্দৌলার পতন হয়?

ক. ১৬৬৭ সালে    খ. ১৭৫৭ সালে

গ. ১৮৫৭ সালে    ঘ. ১৬৯০ সালে

২০।      ভাষা আন্দোলনের সময় পূর্ব-পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. লিয়াকত আলী খান      খ. খাজা নাজিমুদ্দীন

গ. এ কে ফজলুল হক        ঘ. নুরুল আমীন

২১।       ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি পূর্ব-পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. পুলিশের নিষেদ অমান্য করায়

খ. ১৪৪ ধারা ভঙ্গের কারণে

গ. বাংলাকে রাষ্ট্রভাষা দাবি করায়

ঘ. উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে অস্বীকার করায়

২২।       কে ছয়-দফা কর্মসূচী ঘোষণা করেন?

ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

খ. শেখ মুজিবুর রহমান

গ. মাওলানা আবদুল হামিদ ভাসানী

ঘ. এ কে ফজলুল হক

২৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত ছিল?

ক. ৩০ জন          খ. ৩৫ জন

গ. ৪৩ জন          ঘ. ৪৫ জন

২৪। বাংলাদেশের কোন ঘটনা পৌরনীতির এক বিরাট অংশ জুড়ে আছে?

ক. স্বাধীনতা আন্দোলন      খ. অসহযোগ আন্দোলন

গ. ভাষা আন্দোলন            ঘ. ৬৯ এর গণঅভ্যুত্থান

২৫।      ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান

গ. তাজউদ্দিন আহমেদ

ঘ. মাওলানা আবদুল হামিদ ভাসানী

২৬।      মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কত তারিখে যুদ্ধ ঘোষণা করে?

ক. ৩ ডিসেম্বর, ১৯৭১        খ. ৪ ডিসেম্বর, ১৯৭১

গ. ৫ ডিসেম্বর, ১৯৭১         ঘ. ৬ ডিসেম্বর, ১৯৭১

২৭।       সুপ্রীম কোটের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন?

ক. ৬০ বছর        খ. ৬২ বছর

গ. ৬৫ বছর         ঘ. ৬৭ বছর

২৮।      সংবিধানের কততম সংশোধনীর  মাধ্যমে রাষ্ট্রীয় চারটি মূলনীতির দুটিকে পরিবর্তন করা হয়?

ক. ২য়               খ. ৩য়

গ. ৪র্থ                ঘ. ৫ম

২৯।      ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করা হয় কত তারিখে?

ক. ২৩ মার্চ, ১৯৭২            খ. ১০ এপ্রিল, ১৯৭২

গ. ১০ জুন, ১৯৭২             ঘ. ১১ অক্টোবর, ১৯৭২

৩০।      জাতীয় সংসদ কর্তৃক কত তারিখে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত¡াবধায়ক সরকারের বিধান পাস হয়?

ক. ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬     খ. ২১ ফেব্রুয়ারি, ১৯৯৬

গ. ১২ জুন, ১৯৯৬             ঘ. ২১ জুন, ১৯৯৬

৩১।       মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

ক. মন্ত্রী                        খ. উপমন্ত্রী

গ. প্রতিমন্ত্রী                     ঘ. সচিব

৩২।      জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মাঝে সর্বোচ্চ কত দিন বিরতি থাকতে পারে?

ক. ৩০দিন                    খ. ৪৫ দিন

গ. ৬০ দিন                      ঘ. ৯০ দিন

৩৩।      ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করতে হলে কত ভোটের প্রয়োজন?

ক. এক-তৃতীয়াংশ            খ. দুই-তৃতৃীয়াংশ

গ. তিন-চতুর্থাংশ             ঘ. সংখ্যাগরিষ্ঠ

৩৪। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

ক. ১০ তম                      খ. ২৪ তম

গ. ৩০ তম                      ঘ. ৩২ তম

৩৫। কোন তারিখে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৫ ডিসেম্বর, ১৯৭১        খ. ৬ ডিসেম্বর, ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১       ঘ. ৮ ডিসেম্বর, ১৯৭১

৩৬। সার্কের জন্ম হয় কখন?

ক. ১৫ আগস্ট, ১৯৮০        খ.  ২৩ মার্চ, ১৯৮২

গ. ২৫ সেপ্টেম্বর, ১৯৮৪     ঘ. ৮ ডিসেম্বর, ১৯৮৫

৩৭। কখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৮১ সালে    খ. ১৯৭৯ সালে

গ. ১৯৭৪ সালে     ঘ. ১৯৭৫ সালে

৩৮। পাকিস্তানে ১৯৬২ সালের সংবিধানটি কে প্রদান করেন?

ক. টিক্কা খান       খ. আইযুব খান

গ. ইয়াহিয়া খান   ঘ. আযম খান

৩৯। পাকিস্তানের মৌলিক গণতন্ত্র চালু করেন?

ক. খাজা নাজিমুদ্দিন          খ. আইয়ুব খান

গ. মোহাম্মদ আলী            ঘ. ইয়াহিয়া খান

৪০। ১৯৬৪ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী কে ছিলেন?

ক. এ কে ফজলুল হক

খ. মিস ফাতেমা জিন্নাহ

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

৪১। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ক সালে?

ক. ১৯৪৮ সালে    খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৪ সালে    ঘ. ১৯৫৬ সালে

৪২। ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’-উক্তিটি কার?

ক. খাজা নাজিমুদ্দিন          খ. মোহাম্মদ আলী

গ. নূরুল আমীন               ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

৪৩। কোনটির মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান স্বাধীন হয়?

ক. ১৯১৯ সালের ভারত শাসন আইন

খ. ১৯৩৫ সালের ভারত শাসন আইন

গ. ১৯৪৫ সালের ভারত স্বাধীনতা আইন

ঘ. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন

৪৪। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়?

ক. ১৮ বছর                     খ. ২০ বছর

গ. ২৫ বছর                     ঘ. ৩০ বছর

৪৫। রাজস্ব আদায়ের জন্য জেলা প্রশাসক কি নামে পরিচিত?

ক. প্রধান হিসাব রক্ষক      খ. সমন্বয়কারী

গ. প্রধান কর্মকর্তা             ঘ. কালেকটর

৪৬। কোন তারিখ হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

ক. ১৫ ডিসেম্বর, ১৯৭২      খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

গ. ২৬ মার্চ, ১৯৭৩            ঘ. ১৪ আগষ্ট, ১৯৪৭

৪৭। কখন ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ক. ৩ জুন, ১৯৪৭             খ. ৭ জুলাই, ১৯৪৭

গ. ১৮ জুলাই, ১৯৪৭          ঘ. ১৪ আগষ্ট, ১৯৪৭

৪৮। কে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়?

ক. ইয়াহিয়া খান             খ. আইয়ুব খান

গ. লিয়াকত আলী খান       ঘ. মোনায়েম খান

৪৯। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি কতটি?

ক. ৪টি                           খ. ৫টি

গ. ৬টি                           ঘ. ৭টি

৫০। সিটি কর্পোশেনের মেয়রকে প্রশাসনিক কাজে কে সহায়তা করে থাকেন?

ক. কমিশনার                  খ. ডেপুটি কমিশনার

গ. প্রশাসনিক কর্মকর্তা      ঘ. ডেপুটি মেয়র

৫১। কত সালের কত তারিখে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়?

ক. ১৯৭১ সালের ১২ ফেব্র“য়ারি

খ. ১৯৭১ সালের ৭ মার্চ

গ. ১৯৭১ সালের ২৫ মার্চ

ঘ. ১৯৭১ সালের ১০ এপ্রিল

৫২।      ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন?

ক. প্রত্যক্ষ ভোটে             খ. গণভোটে

গ. সদস্যদের দ্বারা            ঘ. জেলা প্রশাসক কর্তৃক

৫৩। কে মন্ত্রিসভার নেতৃত্ব দেন?

ক. রাষ্ট্রপতি                     খ. প্রধামন্ত্রী

গ. স্পীকার                     ঘ. সংসদের উপনেতা

৫৪। কে সার্কের স্বপ্ন দেখেন?

ক. হুসেইনমুহম্মদ এরশাদ খ. জিয়াউর রহমান

গ. রাজীব গান্ধী                ঘ. মামুন আবদুল গাইয়ুম

৫৫। বাংলাদেশে কোন ধরণের সরকার ব্যবস্থা বিরাজমান?

ক. যুক্তরাষ্ট্রীয়      খ. সংসদীয়

গ. এক দলীয়       ঘ. রাষ্ট্রপতি শাসিত

৫৬। কোন সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়?

ক. দ্বিতীয় সংশোধনী         খ. চতুর্থ সংশোধনী

গ. পঞ্চম সংশোধনী          ঘ. দ্বাদশ সংশোধনী

৫৭। ভাষা আন্দোলনের ভিত্তি কিসের?

ক. বাংলাদেশী জাতীয়তাবাদের

খ. বাঙালি জাতীয়তাবাদের

গ. পূর্ব পাকিস্তানী জাতীয়তাবাদের

ঘ. কোনটিই নয়

৫৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি?

ক. সংসদ ভবন    খ. সচিবালয়

গ. সুপ্রীম কোর্ট    ঘ. প্রধামন্ত্রীর কার্যালয়

৫৯। বাংলাদেশের আইনসভার নাম কি?

ক. জাতীয় পরিষদ            খ. সিনেট

গ. জাতীয় আইন সমিতি    ঘ. জাতীয় সংসদ

৬০। বাংলাদেশের সংবিধান কোন ধরণের সংবিধান?

ক. লিখিত সংবিধান          খ. অলিখিত সংবিধান

গ. দুষ্পরিবর্তনীয় সংবিধান  ঘ. মৌখিক সংবিধান

৬১। বাংলাদেশকে পরিচালনা করে কে?

ক. মন্ত্রিসভা        খ. জাতীয় সংসদ

গ. সরকার          ঘ. প্রধানমন্ত্রী

৬২। সচিবালয়ের প্রত্যেকটি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

ক. মন্ত্রী             খ. উপমন্ত্রী

গ. সচিব             ঘ. প্রতিমন্ত্রী

৬৩। ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সংখ্যা কত জন?

ক. ১ জন            খ. ২ জন

গ. ৩ জন            ঘ. ৪ জন

৬৪। বাংলাদেশের মূল সংবিধানের কোন অনুচ্ছেদে ‘গণতন্ত্র’ এর কথা উলে­খ আছে?

ক. ১১ নং            খ. ১২ নং

গ. ১৩ নং            ঘ. ১৪ নং

৬৫। জাতীয় সংসদের স্পীকার কিভাবে নিযুক্ত হন?

ক. জনগণের ভোটে          খ. সংসদ সদস্যদের ভোটে

গ. রাষ্ট্রপতির দ্বারা             ঘ. প্রধানমন্ত্রীর দ্বারা

৬৬। কোন দেশে সার্কের জন্ম হয়?

ক. পাকিস্তান       খ. ভারত

গ. বাংলাদেশ       ঘ. নেপাল

৬৭। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে?

ক. ১৯০৬            খ. ১৯১১

গ. ১৯১৯             ঘ. ১৯৩৫

৬৮। কত সালের কত তারিখে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে?

ক. ১৯৪৮ সালের ১৮ ফেব্র“য়ারি

খ. ১৯৫০ সালের ২১ ফেব্র“য়ারি

গ. ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি

ঘ. ১৯৫৬ সালের ১৮ ফেব্র“য়ারি

৬৯। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে?

ক. ২৩৬টি          খ. ২৩০টি

গ. ২২৫টি           ঘ. ২০৯টি

৭০। ‘বন্দে মাতরম’ একটি-

ক. সংগীত          খ. কবিতা

গ. শ্লোগান          ঘ. নাত

৭১। নিচের কোন প্রস্তাবটির মাঝে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?

ক. ছয়-দফা         খ. চৌদ্দ-দফা

গ. লাহোর প্রস্তাব ঘ. নেহেরু রিপোর্ট

৭২। বাংলাদেশের মূল সংবিধানের সংশোধনী আনা হয়েছে?

ক. ১১টি             খ. ১২টি

গ. ১৩টি             ঘ. ১৪টি

৭৩। ১৯৭২ সালের ১০ এপ্রিল কয়জন সদস্য নিয়ে গণপরিষদের অধিবেশন বসে?

ক. ৪৩০ জন        খ. ৩৩০ জন

গ. ২৩০ জন        ঘ. ১৫০ জন

৭৪। অস্থায়ী  সরকারের স্বরাষ্ট্র ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

ক. খন্দকার মোস্তাক আহমেদ

খ. এ এইচ এম কামরুজ্জমান

গ. কর্ণেল মোহাম্মদ আতাউল গনি

ঘ. তাজ উদ্দিন আহমেদ

৭৫। সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়?

ক.  ১৭৫৭ সালে   খ. ১৮৫৭ সালে

গ. ১৭৭৫ সালে    ঘ. ১৮৯০ সালে

৭৬। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত জন ছিল?

ক. ৩৪ জন          খ. ৪৩ জন

গ. ৪৫ জন          ঘ. ৫১ জন

৭৭। মূল সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয়তাবাদের কথা উলে­খ করা হয়েছে?

ক. ৯নং অনুচ্ছেদে             খ. ১০নং অনুচ্ছেদে

গ. ১১নং অনুচ্ছেদে            ঘ. ১২নং অনুচ্ছেদে

৭৮। সংবিধানের কত তম অনুচ্ছেদে এক কক্ষবিশিষ্ট সংসদ গঠনের কথা বলা হয়েছে?

ক. ৫৩নং            খ. ৬০নং

গ. ৬৫নং            ঘ. ৭২নং

৭৯। সংসদের কাজ পরিচালনার জন্য মোট সদস্যদের কমপক্ষে কতজন সদস্যের উপস্থিতি প্রযোজন?

ক. ৪৫ জন          খ. ৬০ জন

গ. ৭৫ জন          ঘ. ৯০ জন

৮০। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের কারণ কি?

ক. স্বাধিকার অর্জন            খ. স্বাধীনতা অর্জন

গ. স্বায়ত্তমাসন                 ঘ. সাধারণ নির্বাচন

৮১। পাকিস্তানের শতকরা কতজনের মাতৃভাষা বাংলা ছিল?

ক. ৫০ জনের      খ. ৫১ জনের

গ. ৫৪ জনের       ঘ. ৫৬ জনের

৮২। ছয়-দফা কর্মসূচী অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে কি কি বিষয় থাকবে?

ক. দেশ রক্ষা বিভাগ

খ. পররাষ্ট্র বিভাগ

গ. দেশরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত

ঘ. কর ও রাজস্ব সংক্রান্ত

৮৩. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি?

ক. রমনা পার্ক     খ. সোহরাওয়ার্দী উদ্যান

গ. চন্দ্রিমা উদ্যান ঘ. ভিক্টোরিয়া পার্ক

৮৪। বাংলাদেশ একটি ………… রাষ্ট্র।

ক. এককেন্দ্রিক    খ. যুক্তরাষ্ট্রীয়

গ. একনায়কন্ত্র     ঘ. রাজতন্ত্র

৮৫। মন্ত্রীকে কে সাহায্য করে?

ক. আইন সভার সদস্য      খ. মন্ত্রণালয়ের সচিব

গ. বিচার বিভাগ               ঘ. রাজনৈতিক কর্মীবৃন্দ

৮৬। প্রধানমন্ত্রীর ক্ষমতা লাভের প্রধান হাতিয়ার কোনটি?

ক. রাজনৈতিক দল           খ. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

গ. নির্বাচকমন্ডলী             ঘ. নির্বাচন

৮৭। কে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’-এর নেতৃত্ব দেন?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. মাওলানা আব্দুল হামিদ ভাসানী

ঘ. এ. কে. ফজলুল হক

৮৮। হোসেন শহীদ সোহওয়ার্দীর মৃত্যুর পর দলের নেতৃত্ব দেন কে?

ক. মাওলানা ভাসানী         খ. শেখ মুজিব

গ. মোনায়েম খান             ঘ. শেরে বাংলা

৮৯। বাংলাদেশের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত?

ক. রাষ্ট্রপতি                     খ. প্রধানমন্ত্রী

গ. মন্ত্রিপরিষদ                  ঘ. সবগুলো

৯০। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত বিপ্লবী সরকারের পররাষ্ট্র দপ্তর কার হাতে ন্যাস্ত ছিল?

ক. আবু সাঈদ চৌধুরী       খ. তাজউদ্দিন আহমেদ

গ. খন্দকার মোস্তাক          ঘ. কামাল হোসেন

৯১। সংবিধানের কততম অনুচ্ছেদ প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথকীকরণের পরামর্শ দেয়া হয়েছে?

ক. ১৮নং                        খ. ২০নং

গ. ২২নং                         ঘ. ২৫নং

৯২।       ইয়াহিয়া-মুজিব আলোচায় অন্য কোন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন?

ক. আইয়ুব খান               খ. মোহাম্মদ আলী

গ. সবুর খান                   ঘ. জুলফিকার আলী

৯৩। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র চালু করা হয়?

ক. চতুর্থ সংশোধনী          খ. পঞ্চম সংশোধনী

গ. নবম সংশোধনী           ঘ. দ্বাদশ সংশোধনী

৯৪। কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?

ক. ১৯৬৬ সালে   খ. ১৯৬৭ সালে

গ. ১৯৬৮ সালে    ঘ. ১৯৬৯ সালে

৯৫। বাংলাদেশে রক্তাক্ত সামরিক অভ্যুত্থান ঘটে-

ক. ১৯৬৯ সালে    খ. ১৯৭৫ সালে

গ. ১৯৯০ সালে    ঘ. ২০০৬ সালে

৯৬। বিভাগীয় উন্নয়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেনÑ

ক. রাষ্ট্রপতি                     খ. প্রধানমন্ত্রী

গ. স্পীকার                     ঘ. প্রধান বিচারপতি

৯৭। প্রমাাণিত অযোগ্যতার কারণে কমিশনকে অপসারণের আদেশ জারি করতে পারেনÑ

ক. রাষ্ট্রপতি                     খ. প্রধানমন্ত্রী

গ. স্পীকার                     ঘ. প্রধান বিচারপতি

৯৮। প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল গ্রহণ করতে পারেÑ

ক. হাইকোর্ট                   খ. সুপ্রীম কোর্ট

গ. জাতীয় সংসদ              ঘ. রাষ্ট্রপতির দপ্তর

৯৯। কত সালে জাতীয় সংসদ থেকে একসাথে ১৪৬ জন সদস্য পদত্যাগ করে?

ক. ১৯৯১                        খ. ১৯৯৫

গ. ১৯৯৬                        ঘ. ১৯৯০

১০০। দেশের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন-

ক. রাষ্ট্রপতির প্রেসসচিব     খ. প্রধানমন্ত্রী

গ. এ্যাটর্নী জেনারেল         ঘ. পররাষ্ট্রমন্ত্রী

উত্তরমালা-

১          গ          ২          গ          ৩          গ          ৪          খ          ৫          খ

৬          ঘ          ৭          খ          ৮          গ          ৯          ঘ          ১০        খ

১১         খ          ১২        গ          ১৩        খ          ১৪        ক         ১৫        গ

১৬        খ          ১৭        ক         ১৮        ঘ          ১৯        খ          ২০        ঘ

২১        খ          ২২        খ          ২৩        খ          ২৪        ক         ২৫        ক

২৬        ক         ২৭        ঘ          ২৮        ঘ          ২৯        ক         ৩০        খ

৩১        ঘ          ৩২        গ          ৩৩        খ          ৩৪        ঘ          ৩৫        খ

৩৬        ঘ          ৩৭        গ          ৩৮        খ          ৩৯        খ          ৪০        খ

৪১        ঘ          ৪২        ঘ          ৪৩        ঘ          ৪৪        গ          ৪৫        ঘ

৪৬        খ          ৪৭        গ          ৪৮        ঘ          ৪৯        ক         ৫০        ঘ

৫১        ঘ          ৫২        ক         ৫৩        খ          ৫৪        খ          ৫৫        খ

৫৬        খ          ৫৭        ক         ৫৮        খ          ৫৯        ঘ          ৬০        ক

৬১        গ          ৬২        গ          ৬৩        গ          ৬৪        ক         ৬৫        খ

৬৬        গ          ৬৭        ক         ৬৮        ক         ৬৯        খ          ৭০        ঘ

৭১        ক         ৭২        ঘ          ৭৩        ক         ৭৪        খ          ৭৫        খ

৭৬        ক         ৭৭        ক         ৭৮        ক         ৭৯        খ          ৮০        খ

৮১        ঘ          ৮২        গ          ৮৩        খ          ৮৪        ক         ৮৫        খ

৮৬        ক         ৮৭        খ          ৮৮        খ          ৮৯        ঘ          ৯০        গ

৯১        গ          ৯২        ঘ          ৯৩        ঘ          ৯৪        গ          ৯৫        খ

৯৬        ক         ৯৭        ক         ৯৮        গ          ৯৯        খ          ১০০      খ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here