২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার সংক্ষিপ্ত গণিত সাজেশন | SSC Math Final Suggestion-2018

২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার আট সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে ১লা ফেব্রুয়ারি। এস.এস.সি পরীক্ষার্থীদের টেনশনের আরেক নাম হল গণিত পরীক্ষা। আর সেজন্যই সবাই গণিতের শর্টকাট সাজেশন প্রয়োজনবোধ করে। তোমাদের জন্যই আজ সর্বাধিক কমন উপযোগী সংক্ষিপ্ত সাজেশন নিয়ে এলাম। এখানে বীজগণিত,জ্যামিতি, ত্রিকোনোমিতি এবং পরিমিতির সাজেশন দেওয়া হয়েছে। এই অধ্যাগুলোর আলোকে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিও।

২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার গণিত সাজেশন, সকল বোর্ড

বীজগনিত

অনুশীলনী:-                  অংক নং:

২.১                               ৪(ক, খ, গ), ৬, ৮ (ক, খ), ১০।

২.২                              ৫, ৭, ৯, ১০, ১৫, ২৫।

৩.১                               ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৯, ২০।

৩.২                              ৮, ১০, ১১, ১২, ১৪, ১৬, ১৮ উদা: ১৫, ১৬।

৪.১                               ৪, ৮, ৯, ১০, ১১, ১২, ১৫, ১৮, ২২।

৪.২                              ৩ (ক, খ), ৪ (ক, খ) উদা: ১০।

এরকম আরো সাজেশন ও পরামর্শ পেতে এখনই আমদের ফেসবুক গ্রুপে Join করুন ।

১১.১                             ৭ (ক, খ), ৮ (ঘ, চ), ১১, ১৪, ১৬, ১৭, ২১ উদা: ২, ৬, ৭।

১১.২                             ৬, ১১, ১৩, ১৭, ২১, ২৪।

১২.১                             ৩, ৬, ৯, ১০।

১২.২                            ৭, ১২, ১৩, ১৪ উদা: ৫, ৬।

১২.৪                            ৮, ১০, ১২, ১৩।

১৩.১                             ৩, ৪, ৫, ১৪, ২০ উদা: ৫।

১৩.২                            ৬, ৭, ৮, ৯, ১০, ২৩, ২৪।

জ্যামিতি

৬.৩                              ৮, ৯, ১২, ১৩, ১৮, ২০।

৮.১                               ১, ২, ৩, ৮, ১০, ১১।

৮.২                              ৩, ৪।

সম্পাদ্য: ২, ৩, ৪, ৫।

ত্রিকোনোমিতি/পরিমিতি

৯.১                               ১০, ১১, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৩ উদা: ৭, ৯।

৯.২                              ১৬, ২১, ২৩, ২৭।

১০                                ৭, ৯, ১১, ১২, ১৪, ১৫ উদা: ১, ৫।

১৬.১                            ২, ৩, ৭, ৮।

১৬.২                            ২, ৪, ৬, ১১ উদা: ২, ৩, ৮, ৯।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here