নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় – ৬: জীবে পরিবহণ এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

এস.এস. সি. জীববিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন (Biology MCQ Suggestion PDF Download)

অধ্যায় – ৬ : জীবে পরিবহণ

১. রাতে পত্ররন্ধ্র বন্ধ থাকে কেন?
 ক) শ্বসনের জন্য
 খ) সালোকসংশ্লেষণ না হওয়াতে
 গ) প্রস্বেদনের সুবিধার্থে

 ঘ) ব্যাপনের কারণে
সঠিক উত্তর: (খ)

২. কোন শ্রেণির রক্তে কোনো এন্টিজেন থাকে না, কিন্তু A ও B এন্টিবডি থাকে?
 ক) AB
 খ) O
 গ) B
 ঘ) A
সঠিক উত্তর: (ক)

৩. কোনটি এন্টিবডি তৈরি করে?
 ক) লোহিত রক্তকণিকা
 খ) শ্বেত রক্তকণিকা
 গ) অণুচক্রিকা
 ঘ) রক্তরস
সঠিক উত্তর: (খ)

৪. মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কীভাবে অব্যাহত থাকে?
 ক) ধমনির সংকোচন ও প্রসারণের মাধ্যমে
 খ) শিরার সংকোচন ও প্রসারণের মাধ্যমে
 গ) শিরার জালিকার সংকোচন ও প্রসারণের মাধ্যমে
 ঘ) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

৫. বীজ অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?
 ক) অভিস্রবণ
 খ) প্রস্বেদন
 গ) ইমবাইবিশন
 ঘ) ব্যাপন
সঠিক উত্তর: (ঘ)

৬. কোলেস্টোরলের ক্ষেত্রে সঠিক-
i. হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগ
ii. উচ্চশ্রেণির প্রাণিকোষের গুরুত্বপূর্ণ উপাদান
iii. রক্তে তিন ধরনের কোলেস্টোরল দেখা যায়
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. কীভাবে নিম্ন রক্তচাপের অনেক সময় আদর্শ মানের কাছাকাছি নিয়ে আসা যায়?
i. সুষম খাদ্য গ্রহণ
ii. শারীরিক পরিশ্রম
iii. ব্যয়াম
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. হৃদযন্ত্রের কোন অংশে রক্ত জমাট বা রক্ত বাধা প্রাপ্ত তৈরি হয়?
 ক) হার্টফইলিউর
 খ) স্ট্রোক
 গ) করোনারি থ্রোমবসিস
 ঘ) অ্যানজিনা
সঠিক উত্তর: (গ)

৯. কোলেস্টোরল কীভাবে দেহ থেকে অপসারিত হয়?
 ক) বৃক্কের মাধ্যমে
 খ) ফুসফুসের মাধ্যমে
 গ) যকৃতের মাধ্যমে
 ঘ) হৃৎপিন্ডের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

১০. হৃদযন্ত্রের রক্ত সরবরাহকারী ধমনির নাম কী?
 ক) করোনারী ধমনি
 খ) শিরার ধমনি
গ) টিউনিকা ধমনি
 ঘ) গাত্রের ধমনি
সঠিক উত্তর: (ক)

১১. কোনটি মানুষের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য?
 ক) দ্বি-অবতল নিউক্লিয়াস যুক্ত
 খ) উভয় নিউক্লিয়াস যুক্ত
 গ) দ্বি-অবতল নিউক্লিয়াস বিহীন
 ঘ) দ্বি-উত্তল নিউক্লিয়াস বিহীন
সঠিক উত্তর: (গ)

১২. ধমনির কোন স্তরটি সরল আবরণী কলা দিয়ে তৈরি?
 ক) টিউনিকা এক্সটানা
 খ) টিউনিকা ইন্টারনা
 গ) টিউনিকা মিডিয়া
 ঘ) কৈশিক জালিকা
সঠিক উত্তর: (খ)

১৩. কোন শ্রেণিবিন্যাসকৃত চারটি গ্রুপ কী কী?
 ক) A, B, C, D
 খ) A, B, C, AB
 গ) A, B, O, AB
 ঘ) A, B, AB, D
সঠিক উত্তর: (গ)

১৪. কোনটি কোলেস্টরোলের কাজ?
 ক) খাদ্য তৈরি করা
 খ) কোষপ্রাচীর তৈরি ও রক্ষা করা
 গ) কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা
 ঘ) পানি নিষ্কাশন করা
সঠিক উত্তর: (খ)

১৫. উদ্ভিদের কোষরস হলো কোষমধ্যস্থ কোষগহ্বরের পানি ও পানিতে দ্রবীভূত লবণ। এটি ওপরে ওঠে-
i. প্রস্বেদন টানের ফলে
ii. কৈশিক শক্তির ফলে
iii. মূলজ চাপের ফলে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. পাট জাতীয় উদ্ভিদ থেকে তন্তু পৃথক করার জন্য আঁটি বেঁধে ১০-১৫ দিন পঁচানোর কারণ কী?
 ক) আঁশের গুনাগুণ বৃদ্ধির জন্য
 খ) পাট কাঠিকে শক্ত করার জন্য
 গ) পাতা ঝরানোর জন্য
 ঘ) কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য
সঠিক উত্তর: (ঘ)

১৭. বাংলাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী কী রোগ ভোগে?
 ক) আমাশয়
 খ) এনিমিয়া
 গ) জন্ডিস
ঘ) ক্যান্সার
সঠিক উত্তর: (খ)

১৮. ট্রাই গ্লিসারাইড কোথায় অবস্থান করে?
 ক) রক্তকণিকায়
 খ) যকৃতে
 গ) অস্থিমজ্জায়
 ঘ) রক্তের প্লাজমায়
সঠিক উত্তর: (ঘ)

১৯. দেহের অস্থিমজ্জা থেকে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা সৃষ্টি হতে থাকলে-
i. শ্বাসকষ্ট ও বুক ব্যথা হয়
ii. নাক থেকে রক্ত পড়ে
iii. ঘুম ঘুম ভাব হয়
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i ও iii
 গ) ii ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০. ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?
 ক) ভৌত
 খ) জৈব
 গ) জৈবরাসায়নিক
 ঘ) রাসায়নিক
সঠিক উত্তর: (ক)

২১. কোন বিজ্ঞানী প্রস্বেদনকে “প্রয়োজনীয় ক্ষতি’’ অভিহিত করেছেন?
 ক) ম্যাসন
 খ) র‌্যাবিডু
 গ) লুন্ডেগার্ড
 ঘ) কার্টিস
সঠিক উত্তর: (ঘ)

২২. ঘৃতকুমারী কোন অংশে পানি জমা রাখে?
 ক) কান্ড
 খ) মূল
 গ) পাতা
 ঘ) ফল
সঠিক উত্তর: (গ)

২৩. অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ হতে রক্ত কোথায় প্রবেশ করে?
 ক) ফুসফুসে
 খ) যকৃতে
 গ) হৃৎপিন্ডে
 ঘ) সমস্ত দেহে
সঠিক উত্তর: (গ)

২৪. ক্ষনপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ করে কোনটি?
 ক) লোহিত রক্তকণিকা
 খ) অণুচক্রিকা
 গ) শ্বেত রক্তকণিকা
 ঘ) রক্তরস
সঠিক উত্তর: (গ)

২৫. ডাক্তার নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?
 ক) শিরায় স্পন্দন
 খ) স্নায়ুর গতি
 গ) ধমনির স্পন্দন
 ঘ) হৃৎপিন্ডের স্পন্দন
সঠিক উত্তর: (গ)

২৬. প্রস্বেদন পরোক্ষভাবে প্রভাবিত করে-
i. সালোকসংশ্লেষণে
ii. শ্বসনে
iii. ব্যাপনে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭. কোন ব্যতিক্রমী ধমনি হৃৎপিন্ড থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসে পৌঁছে দেয়?
 ক) মহাধমনি
 খ) ফুসফুসীয় ধমনি
 গ) টিউনিকা এক্সটার্না
 ঘ) টিউনিকা মিডিয়া
সঠিক উত্তর: (খ)

২৮. ব্যাপন যে প্রভাবকের ওপর নির্ভর করে তা হলো-
i. পদার্থের অণুর ঘনত্ব
ii. মাধ্যমের ঘনত্ব
iii. বায়ুর তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯. পূর্ণবয়স্ক ব্যাক্তির রক্তে লোহিত রক্তকণিকা সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটার কত?
 ক) প্রায় ৩০ লক্ষ
 খ) প্রায় ৪০ লক্ষ
 গ) প্রায় ৫০ লক্ষ
ঘ) প্রায় ৬০ লক্ষ
সঠিক উত্তর: (গ)

৩০. হৃদযন্ত্রকে সুস্থ রাখতে হলে-
i. মাদক পরিহার করতে হবে
ii. অতিরিক্ত আমিষ বর্জন করতে হবে
iii. তেল, চর্বি খাওয়া পরিহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i ও iii
 গ) ii ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩১. B গ্রুপে রক্তের রক্তরসে কোন এন্টিবডি পাওয়া যায়?
 ক) a
 খ) b
 গ) a, b
ঘ) নেই
সঠিক উত্তর: (ঘ)

৩২. প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকা সংখ্যা কত?
 ক) ৫-১০ হাজার
 খ) ১০-১৫ হাজার
 গ) ২-৩ লাখ
ঘ) ২-৪ লাখ
সঠিক উত্তর: (ক)

৩৩. লিউকেমিয়া রোগের ক্ষেত্রে কী ঘটে?
 ক) অস্বভাবিক অণুচক্রিকা সৃষ্টি হয়
 খ) অস্বাভাবিক শ্বেত কণিকা সৃষ্টি হয়
 গ) অস্বাভাবিক রক্তরস সৃষ্টি হয়
ঘ) অস্বাভাবিক লোহিত কণিকা সৃষ্টি হয়
সঠিক উত্তর: (খ)

৩৪. যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে বলে?
 ক) রক্ত রস
 খ) রক্ত কণিকা
 গ) রক্ত তঞ্চন
 ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)

৩৫. প্রক্রিয়াটির পরীক্ষায় সেলোফেন ব্যাগ কাজ করে কী হিসেবে?
 ক) বাষ্প নিরোধক
 খ) আলো নিরোধক
 গ) তাপমাত্রা নিরোধক
 ঘ) তাপ নিরোধক
সঠিক উত্তর: (ক)

৩৬. ধমনির ক্ষেত্রে-
i. এর প্রাচীর দুই স্তরবিশিষ্ট
ii. ফুসফসীয় ধমনি CO2 যুক্ত রক্ত বহন করে
iii. এর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. পিত্ত নিচের কোনটি তৈরি করে?
 ক) হাইড্রোক্লোরিক এসিড
 খ) কোলেস্টেরোল
 গ) ইথানল
 ঘ) ফ্যাটি এসিড
সঠিক উত্তর: (খ)

৩৮. শরীরে সুগন্ধি দিলে তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে কেন?
 ক) অভিস্রবণের ফলে
 খ) ব্যাপনের ফলে
 গ) ইমবাইবিশনের ফলে
 ঘ) গ্যাটেশনের ফলে
সঠিক উত্তর: (খ)

৩৯. উদ্ভিদ কীভাবে পাতার তাপমাত্রা সহনশীল রাখে?
 ক) ব্যাপনের মাধ্যমে
খ) প্রস্বেদনের মাধ্যমে
 গ) গ্যাটেশনের মাধ্যমে
 ঘ) অভিস্রবণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৪০. রক্তের প্রকৃতি দেখতে কেমন?
 ক) ক্ষারী
 খ) অম্লীয়
 গ) স্বচ্ছ
 ঘ) মৃদু
সঠিক উত্তর: (ক)

৪১. প্রচুর দুশ্চিন্তার কারণে হালিম সাহেবের সবসময় মাথাব্যথা করে এবং খুবই উগ্র মেজাজে থাকেন তিনি। এটি এক ধরনের রোগের ফলে হচ্ছে। রোগটি হলো-
 ক) উচ্চ রক্তচাপ
 খ) নিম্ন রক্তচাপ
 গ) উচ্চ কোলোস্টেরোল
 ঘ) নিম্ন কোলেস্টেরোল

সঠিক উত্তর: (ক)

৪২. বাংলাদেশে কত ভাগ লোক এনিমিয়া নামক রোগে ভুগে?
 ক) এক তৃতীয়াংশ
 খ) এক চতুর্থাংশ
 গ) দুই তৃতীয়াংশ
 ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (গ)

৪৩. ফ্লোয়েমে প্রস্তুত খাদ্য উদ্ভিদের কোথায় পরিবহন হয়?
 ক) উপরের দিকে
 খ) নিচের দিকে
 গ) পার্শ্বদিকে
 ঘ) উপর বা নিচের দিকে
সঠিক উত্তর: (ঘ)

৪৪. দেহে প্রহরীর মত কাজ করে কোনটি?
 ক) লোহিত রক্তকণিকা
 খ) অনুচক্রিকা
 গ) শ্বেত রক্তকণিকা
 ঘ) লসিকা
সঠিক উত্তর: (গ)

৪৫. অধিক মাত্রার কোলেস্টেরোলযুক্ত খাবার কোনটি?
 ক) আম
 খ) দুধ
গ) ডিমের কুসুম
 ঘ) পিঠা
সঠিক উত্তর: (গ)

৪৬. বাতজ্বর প্রকোপের লক্ষণ হলো-
i. ওজন হ্রাস ও এনিমিয়া
ii. ক্লান্তি ও ক্ষুধামান্দ্য
iii. অস্থিসন্ধিতে ব্যথা ও ত্বক লালচে হওয়া
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. রক্তের ভালো কোলেস্টোরোল কোনটি?
 ক) LDL
 খ) HDL
 গ) LDB
 ঘ) GDL
সঠিক উত্তর: (খ)

৪৮. উদ্ভিদের প্রস্বেদন কাজে লাগে-
i. রস উত্তোলনে
ii. খাদ্য পরিবহনে
iii. অতিরিক্ত পানি চাপ মুক্তকরণে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. ধমনিতে রক্তের উচ্চ চাপ ১২০ ছাড়িয়ে যায়-
i. দুঃশ্চিন্তা করলে
ii. দেহের ওজন অতিরিক্ত থাকলে
iii. এনিমিয়া হলে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i ও iii
 গ) ii ও iii
 ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করতে হবে?
 ক) বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া
খ) সুষম খাবার গ্রহন ও ব্যায়াম করা
 গ) অতিরিক্ত পরিশ্রম করা
 ঘ) গরু ও মুরগির মাংস বেশি করে খাওয়া
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 289 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here