নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় – ১৪: জীব প্রযুক্তি এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

এস.এস. সি. জীববিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন (Biology MCQ Suggestion PDF Download)

অধ্যায় – ১৪ : জীব প্রযুক্তি

১. টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহার দেখা যায় –
i. সিম্বিডিয়াম চারা উৎপাদনে
ii. আলুগাছ উৎপাদনে
iii. ডালিয়া উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. কার্ল এরেকি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক) জা্র্মানি
খ) হাঙ্গেরি
গ) ইংল্যান্ড
ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (খ)

৩. ভাইরাস ‍মুক্ত চারা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
ক) টিস্যুকালচার
খ) এপিকালচার
গ) সেরিকালচার
ঘ) অ্যাকুয়াকালচার
সঠিক উত্তর: (ক)

৪. জীব প্রযুক্তির মাধ্যমে –
i. ক্যান্সার নির্ণয় করা যায়
ii. এন্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদন করা যায়
iii. গৃহনির্মাণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার প্রথম ধাপ কোনটি?
ক) DNA ছেদন
খ) কাঙ্ক্ষিত DNA নির্বাচন
গ) পোষক নির্বাচন
ঘ) DNA লাইগেজ নির্বাচন
সঠিক উত্তর: (খ)

৬. অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে?
ক) ৮০%
খ) ৭০%
গ) ৬০%
ঘ) ৫০%
সঠিক উত্তর: (গ)

৭. জিনপ্রকৌশলের মাধ্যমে প্রস্তুতকৃত জীব –
i. ট্রান্সজেনিক
ii. GE
iii. GMO
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. জীবাণুমুক্ত তরল আবাদকে কী অবস্থার পর এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়?
ক) গরম অবস্থার
খ) ঠান্ডা ও জমাট বাঁধা
গ) তরল অবস্থার
ঘ) গ্যাসীয় অবস্থার
সঠিক উত্তর: (খ)

৯. গরুর দুধে Protein C জিন স্থানান্তরের কারণে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়?
ক) খাদ্যপ্রাণ
খ) আমিষ
গ) শর্করা
ঘ) স্নেহ
সঠিক উত্তর: (খ)

১০. চেলাইকরণের প্রযুক্তি মানুষ কত বছর আগে রপ্ত করে?
ক) ৬০০০
খ) ৭০০০
গ) ৮০০০
ঘ) ৯০০০
সঠিক উত্তর: (গ)

১১. আবাদি ফসলে নিফ জিন (Nif gene) স্থানান্তর করা গেলে কোনটির প্রয়োগ ছাড়াই ফসলের ফলন বৃদ্ধি করা যাবে?
ক) পানি
খ) ইনসুলিন
গ) হরমোন
ঘ) সার
সঠিক উত্তর: (ঘ)

১২. বিটি ধান কোন দেশে উদ্ভাবিত হয়েছে?
ক) বাংলাদেশ
খ) জাপান
গ) মায়ানমার
ঘ) চীন
সঠিক উত্তর: (ঘ)

১৩. জৈব সার তৈরিতে যে ধরনের অণুজীব ব্যবহার করা হয় তা হলো –
i. ব্যাকটেরিয়া
ii. নীলাভ সবুজ শৈবাল
iii. ছত্রাক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে প্রয়োজনীয় উপাদান হলো –
i. পোষক
ii. DNA লাইপেজ
iii. রেস্ট্রিকশন এনজাইম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫. কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলুগাছ লাভ করেন?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৫৫
সঠিক উত্তর: (ক)

১৬. ভাইরাস মুক্ত আলু উৎপাদন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) রুট কালচার
খ) ভ্রূণ কালচার
গ) মেরিস্টেম কালচার
ঘ) ক্যালাস কালচার
সঠিক উত্তর: (গ)

১৭. কেন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাদ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন?
ক) বেণহাম হুকার
খ) জর্জ মরেল
গ) মার্টিন
ঘ) জোহান মেন্ডেল
সঠিক উত্তর: (গ)

১৮. তুলা ও ভুট্টার মধ্যে একই সাথে যে দুটি বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে –
i. অধিক ফলনশীলতা
ii. পোকামাকড় প্রতিরোধী
iii. আগাছা সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯. টিস্যুকালচার পদ্ধতির অসুবিধা কোনটি?
ক) কাঙ্ক্ষিত এক্সপ্ল্যান্টের অভাব
খ) অত্যন্ত ব্যয়বহুল
গ) অধিক সময় লাগা
ঘ) অল্প চারা উৎপাদিত হওয়া
সঠিক উত্তর: (খ)

২০. দুধের মান বৃদ্ধিতে গরুতে কোন জিন স্থানান্তর করা হয়েছে?
ক) Protein D
খ) ক্যালসিয়াম
গ) Protein C
ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তর: (গ)

২১. Biotechnology সম্পর্কে বলা যায় –
i. ইহা জীব বিজ্ঞানের একটি ফলিত শাখা
ii. বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত
iii. ফসলের মান ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. গ্রেগর জোহান মেন্ডেল পেশায় ছিলেন –
ক) লেখক
খ) ধর্ম যাজক
গ) প্রকৌশলী
ঘ) চিত্রশিল্পী
সঠিক উত্তর: (খ)

২৩. থাইল্যান্ড টিস্যুকালচার পদ্ধতির মাধ্যমে একবছরে কত মিলিয়ন অনুচারা তৈরি করে?
ক) ৫০
খ) ৬০
গ) ৭০
ঘ) ৮০
সঠিক উত্তর: (ক)

২৪. সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে কী বলা হয়?
ক) জীব ক্লোনিং
খ) প্রোডাকটিভ
গ) সেল ক্লোনিং
ঘ) রিপ্রোডাকটিভ
সঠিক উত্তর: (ক)

২৫. রক্তের DNA পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় –
i. সন্তানের মাতৃত্ব নির্ণয়
ii. অপরাধীদের শনাক্তকরণ
iii. সন্তানের পিতৃত্ব নির্ণয়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. জীব প্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষ কেন্দ্রের জিনকণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো –
ক) জিন প্রকৌশল
খ) বংশগতি বিদ্যা
গ) জিন প্রযুক্তির মূলনীতি
ঘ) ক্রোমোজোম বিদ্যা
সঠিক উত্তর: (ক)

২৭. TMGMV কী?
ক) টোবাকো মোজাইক ভাইরাস
খ) টমেটো মোজাইক ভাইরাস
গ) টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস
ঘ) রিং স্পট ভাইরাস
সঠিক উত্তর: (গ)

২৮. আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে কত মিনি রেখে জীবাণুমুক্ত করা হয়?
ক) ১৫ মিনিট
খ) ২০ মিনিট
গ) ২৫ মিনিট
ঘ) ১০ মিনিট
সঠিক উত্তর: (খ)

২৯. পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন?
ক) উইলিয়াম হার্ভে
খ) ডাল্টন হুকার
গ) লুই পাস্তুর
ঘ) আলেকজান্ডার ফ্লোমিং
সঠিক উত্তর: (ঘ)

৩০. উনিশ শতকে কোন বিশেষ আবিষ্কারের ফলে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে?
ক) মেন্ডেলের সূত্র
খ) ডারউইনের বিবর্তনবাদ
গ) ডি এন এ –এর ডাবল হেলিক্স মডেল
ঘ) লিনিয়াসের দ্বিপদ নামকরণ
সঠিক উত্তর: (ক)

৩১. ইনসুলিন তৈরি করা হয় –
i. ব্যাকটেরিয়া হতে
ii. ভাইরাস হতে
iii. ঈস্ট হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩২. আগছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?
ক) গম
খ) ভুট্টা
গ) এন্টোমলজি
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সঠিক উত্তর: (ঘ)

৩৩. টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে?
ক) পেয়ারার চারা
খ) কলার চারা
গ) আমের চারা
ঘ) ডালিমের চারা
সঠিক উত্তর: (খ)

৩৪. আগাছা সহিষ্ণু টমেটো জাত তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) শৈবাল
ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (খ)

৩৫. টিস্যুকালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?
ক) অটোক্লেভ

খ) অনুচারায়
গ) অ্যাগারে
ঘ) মিডিয়ামে
সঠিক উত্তর: (ঘ)

৩৬. কার্ল এরেকি পেশায় ছিলেন –
ক) চিত্রশিল্পী
খ) প্রকৌশলী
গ) লেখক
ঘ) ধর্মযাজক
সঠিক উত্তর: (খ)

৩৭. গোল্ডেন রাইস আবিষ্কার করে কোন দেশ?
ক) আমেরিকা
খ) রাশিয়া
গ) সুইডেন
ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (গ)

৩৮. জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত প্রতিরোধক্ষম –
i. লেপিডোপটেরা বর্গের কীটপতঙ্গ
ii. কলিওপটেরা বর্গের কীটপতঙ্গ
iii. ডিওপটেরা বর্গের কীটপতঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. কোন কোন পরিবেশ ছাড়া জোজোবা জন্মায় না?
ক) Arizona ও Washington
খ) Missour ও Indiana
গ) Arizona ও California
ঘ) Minnesota ও Connecticut
সঠিক উত্তর: (গ)

৪০. উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয় কোথায়?
ক) মাটিতে
খ) টবে
গ) মিডিয়ামে
ঘ) পাতায়
সঠিক উত্তর: (গ)

৪১. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন?
ক) শিগুড়
খ) প্যাটেন্ট
গ) সার্গেট
ঘ) মিক্সটার্ড
সঠিক উত্তর: (খ)

৪২. জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন GMO জীবকে কী বলা হয়?
ক) General Modified Organism
খ) Genetically Method Organ
গ) Transgenic
ঘ) Gene Modified Organism
সঠিক উত্তর: (গ)

৪৩. ইন্টারফেরন কী?
ক) হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা
খ) হেপাটাইটিস সি-ভাইরাসের টিকা
গ) সিওডোমোনাম ব্যাকটেরিয়ার টিকা
ঘ) E. coli ব্যাকটেরিয়ার টিকা
সঠিক উত্তর: (ক)

৪৪. বাহক DNA অনুলিপনের জন্য কী দরকার?
ক) একটি বাহক নির্বাচন
খ) একটি পোষক নির্বাচন
গ) একটি জীব নির্বাচন
ঘ) একটি টিস্যু নির্বাচন
সঠিক উত্তর: (খ)

৪৫. জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট তামাক গাছের প্রদর্শন হয় কখন –
i. ১৯৮০
ii. ১৯৮৬
iii. ১৯৮৩
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৬. টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়?
ক) কান্ড
খ) শাখা
গ) প্রশাখা
ঘ) পরাগরেণু
সঠিক উত্তর: (ঘ)

৪৭. পরিবেশের তেল ও হাইডোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম কোনটি?
ক) E. coli ব্যাকটেরিয়া
খ) Pseudomonas ব্যাকটেরিয়া
গ) ইন্টারফেরন
ঘ) T2 ফায ভাইরাস
সঠিক উত্তর: (খ)

৪৮. টিস্যুকালচার প্রযুক্তির ধাপসমূহের অন্তর্ভুক্ত –
i. মাতৃউদ্ভিদ নির্বাচন
ii. DNA প্রস্তুতকরণ
iii. জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৯. কলিওপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম কোনটি?
ক) আউশ ধান
খ) আমন ধান
গ) বিটি ধান
ঘ) বোরো ধান
সঠিক উত্তর: (গ)

৫০. ToMV কী?
ক) টোবাকো মোজাইক ভাইরাস
খ) টোবাকো মাইল্ড ভাইরাস
গ) টমেটো মোজাইক ভাইরাস
ঘ) রিং-স্পট ভাইরাস
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 291 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here