বয়স সম্পর্কিত চাকরির পরীক্ষার সকল গণিত প্রশ্ন ও সমাধান PDF পিডিএফ ডাউনলোড|Age Related Math Solution PDF Download

বয়স ভিত্তিক সকল গণিত সমাধান একসাথে

এখানের পুরো নোট টি নিচের দেওয়া লিংক থেকে পিডিএফ আকারে Download করতে পারবেন।

১। সোনিয়া ও লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। ৪ বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার ৩ গুণ হলে, সোনিয়ার বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

সোনিয়ার বর্তমান বয়স= ক বছর।

লিনিয়ার বর্তমান বয়স= (১৬-ক) বছর।

৪ বছর পর সোনিয়ার বয়স= (ক+৪) বছর।

৪ বছর পর লিনিয়ার বয়স= (১৬-ক+৪) বছর= (২০-ক) বছর।

প্রশ্নমতে,

ক+৪ = ৩(২০-ক)

বা, ক+৪= ৬০-৩ক

বা, ক+৩ক= ৬০-৪

বা, ৪ক= ৫৬

বা, ক=

বা, ক= ১৪

ক= ১৪

সুতারাং সোনিয়ার বর্তমান বয়স= ১৪ বছর।

উত্তর: সোনিয়ার বর্তমান বয়স ১৪ বছর।

২। জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে ৭ বছরের বড়। ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের ৭ গুণ। যদি কন্যার বয়স ৪ বছর পরে ৭ বছর হয় তবে জাবেদের বয়স কত?

সমাধানঃ

কন্যার বর্তমান বয়স= (৭-৪) বছর= ৩ বছর।

ইয়াসমিনের বর্তমান বয়স= (৩×৭) বছর= ২১ বছর।

জাবেদের বর্তমান বয়স= (২১+৭) বছর= ২৮ বছর।

উত্তর: জাবেদের বয়স ২৮ বছর।

৩। জাফরের বয়স ‘ক’ বছর। মঈন জাফরের চেয়ে ৫ বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে ৩ বছরের বড়। তাদের তিনজনের বয়সের সমষ্টি কত?

সমাধানঃ

জাফরের বয়স= ক বছর।

মঈনের বয়স= (ক-৫) বছর।

আরিফের বয়স=(ক-৫-৩) বছর= ক-৮ বছর।

মোট তিনজনের বয়সের সমষ্টি=(ক+ক-৫+ক-৮) বছর= ৩ক-১৩ বছর।

উত্তর: তিনজনের বয়সের সমষ্টি ৩ক-১৩ বছর।

৪। করিমের বয়স মোমেনের বয়সের ৩ গুণ অপেক্ষা ৪ বছর কম। মোমেনের বয়স যদি h হয়, তবে করিমের বয়স কত?

সমাধানঃ

দেওয়া আছে,

মোমেনের বয়স h বছর।

করিমের বয়স= মোমেনের বয়সের ৩ গুণ অপেক্ষা ৪ কম অর্থাৎ (৩h-৪) বছর।

উত্তর: করিমের বয়স ৩h-৪ বছর।

৫। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধানঃ

ছেলের বর্তমান বয়স= (১২-৫) বছর= ৭ বছর।

স্ত্রীর বর্তমান বয়স= (৭×৪) বছর= ২৮ বছর।

বর্তমানে ঐ ব্যক্তির বয়স= (২৮+৫) বছর= ৩৩ বছর।

উত্তর: বর্তমানে ঐ ব্যক্তির বয়স ৩৩ বছর।
৬। লিমা রিমার চেয়ে ১০ বছরের বড়। ৭ বছর পর লিমার বয়স রিমার ২ গুণ হবে। লিমার বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

লিমার বর্তমান বয়স= ক বছর।

রিমার বর্তমান বয়স= (ক-১০) বছর।

৭ বছর পর লিমার বয়স= (ক +৭) বছর।

৭ বছর পর রিমার বয়স= (ক-১০+৭) বছর= (ক-৩) বছর।

প্রশ্নমতে,

ক+৭= ২(ক-৩)

বা, ক+৭= ২ক-৬

বা, ক-২ক= -৬-৭

বা, -ক= -১৩

ক= ১৩

নির্ণেয় লিমার বর্তমান বয়স= ১৩ বছর।

উত্তর: লিমার বর্তমান বয়স ১৩ বছর।

আরো পড়ুন: একদিনেই চাকরির পরীক্ষার গণিত রিভিশনের PDF ডাউনলোড করুন 

৭। আব্দুল করিম আবদুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের থেকে ২ বছর কম। মুমিনের বয়স ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?

সমাধানঃ

আফজালের বয়স= ক বছর।

আব্দুল করিমের বয়স= (ক+২) বছর।

আব্দুল রহিমের বয়স= (ক+২+৩) বছর= (ক+৫) বছর।

মুমিনের বয়স= (ক+২+৫) বছর= (ক+৭) বছর।

প্রশ্নমতে,

ক+৭= ৫২

বা, ক= ৫২-৭

বা, ক= ৪৫

ক= ৪৫

নির্ণেয় আফজালের বয়স= ৪৫ বছর।

উত্তর: আফজালের বয়স ৪৫ বছর।

৮। রহিমের বয়স ১২ বছর। রহিমের বয়স করিমের বয়সের ৩ গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, তখন রহিমের বয়স কত হবে?

সমাধানঃ

করিমের বর্তমান বয়স= বছর= ৪ বছর।

ধরি,

যখন করিমের বয়স ক বছর তখন রহিমের বয়স হবে দ্বিগুণ বছর।

প্রশ্নমতে,

১২+ক = ২(৪+ক)

বা, ১২ + ক = ৮ + ২ক

বা, ক -২ক = ৮ -১২

বা, -ক = -৪

বা, ক = ৪

ক = ৪

নির্ণেয় রহিমের বয়স= (১২+ক) বছর= (১২+৪) বছর= ১৬ বছর।

উত্তর: রহিমের বয়স ১৬ বছর।

৯। ‘ক’, ‘খ’, ‘গ’ এর গড় বয়স ৪০ বছর, ‘ক’ ও ‘গ’ এর বয়স একত্রে ৮৫ বছর ‘খ’ এর বয়স হবে কত?

সমাধানঃ

দেওয়া আছে,

‘ক’, ‘খ’, ‘গ’ এর মোট বয়সের সমষ্টি= ১২০ বছর।

‘ক’ ও ‘গ’ এর মোট বয়সের সমষ্টি= ৮৫ বছর।

সুতারাং ‘খ’ এর বয়স= (১২০-৮৫) বছর= ৩৫ বছর।

উত্তর: ‘খ’ এর বয়স ৩৫ বছর।

১০। বর্তমানে, M N এর চেয়ে ১৪ বছরের বড়। ১০ বছর পর, M এর বয়স N এর বয়সের দ্বিগুণ হবে। ৫ বছর পর, M এর বয়স কত হবে?

সমাধানঃ

ধরি,

M এর বর্তমান বয়স= ক বছর।

N এর বর্তমান বয়স= (ক+১৪) বছর।

প্রশ্নমতে,

(ক+১৪)+১০= ২(ক+১০)

বা, ক+২৪= ২ক+২০

বা, ক-২ক= ২০-২৪

বা, -ক= -৪

বা, ক= ৪

ক= ৪

৫ বছর পর M এর বয়স= (ক+১৪)+৫ বছর= (৪+১৪+৫) বছর= ২৩ বছর।

উত্তর: M এর বয়স ২৩ বছর।
১১। s বছর পূর্বে এক ব্যক্তি বয়স ছিল r। t বছর পর ঐ ব্যক্তির বয়স কত হবে?

সমাধানঃ

S বছর পূর্বে ব্যক্তির বয়স ছিল= r বছর।

বর্তমানে ব্যক্তির বয়স= (r+s) বছর।

T বছর পর ঐ ব্যক্তির বয়স হবে= (r+s)+t বছর= (r+s+t) বছর।

উত্তর: ঐ ব্যক্তির বয়স হবে (r+s+t) বছর।

১২। x বছর পর সুজনের বয়স হবে y। z বছর পর সুজনের বয়স কত হবে?

সমাধানঃ

বর্তমানে সুজনের বয়স= (y-x) বছর।

z বছর পর সুজনের বয়স হবে= (y-x)+z বছর= (y-x+z) বছর।

উত্তর: সুজনের বয়স হবে (y-x+z) বছর।

১৩। ৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধানঃ

দেওয়া আছে,

বর্তমানে পুত্রের বয়স= ২০ বছর।

৫ বছর পূর্বে পুত্রের বয়স= (২০-৫) বছর= ১৫ বছর।

৫ বছর পূর্বে পিতার বয়স= (৬০-১৫) বছর= ৪৫ বছর।

সুতারাং পিতার বর্তমান বয়স= (৪৫+৫) বছর= ৫০ বছর।

উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর।

১৪। বাবা ও মেয়ের বয়সের যোগফল ৪৩ বছর। ৪ বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ৬ গুণ ছিল। বাবা ও মেয়ের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

৪ বছর আগে মেয়ের বয়স= ক বছর।

৪ বছর আগের বাবার বয়স= ৬ক বছর।

মেয়ের বর্তমান বয়স= (ক+৪) বছর।

বাবার বর্তমান বয়স= (৬ক+৪) বছর।

প্রশ্নমতে, (৬ক+৪)+ (ক+৪)= ৪৩

বা, ৬ক+৪+ক+৪= ৪৩

বা, ৭ক+৮= ৪৩

বা, ৭ক= ৪৩-৮

বা, ৭ক= ৩৫

বা, ক=

বা, ক = ৫

ক = ৫

মেয়ের বর্তমান বয়স= (ক+৪) বছর=(৫+৪) বছর= ৯ বছর।

বাবার বর্তমান বয়স= (৬ক+৪) বছর=(৬×৫)+৪ বছর= (৩০+৪) বছর= ৩৪ বছর।

উত্তর: বাবা ও মেয়ের বর্তমান বয়স যথাক্রমে ৩৪ এবং ৯ বছর।

১৫। পিতার ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বয়স= ক বছর।

পিতার বয়স= ৩ক বছর।

প্রশ্নমতে,

৩ক+ক= ১২০

বা, ৪ক= ১২০

বা, ক=

বা, ক= ৩০

ক= ৩০

সুতারাং পিতার বয়স= ৩ক বছর=(৩×৩০) বছর= ৯০ বছর।

উত্তর: পিতার বয়স ৯০ বছর।

১৬। পিতার ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ২ গুণ। পুত্রের বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বয়স= ক বছর।

পিতার বয়স= ২ক বছর।

প্রশ্নমতে,

২ক+ক= ১২০

বা, ৩ক= ১২০

বা, ক=

বা, ক= ৪০

ক= ৪০

সুতারাং পুত্রের বয়স= ক বছর= ৪০ বছর।

উত্তর: পুত্রের বয়স ৪০ বছর।

১৭। পিতার ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ২ গুণ। পিতার বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বয়স= ক বছর।

পিতার বয়স= ২ক বছর।

প্রশ্নমতে,

২ক+ক= ৯০

বা, ৩ক= ৯০

বা, ক=

বা, ক= ৩০

ক= ৩০

সুতারাং পিতার বয়স= ২ক বছর=(২×৩০) বছর= ৬০ বছর।

উত্তর: পিতার বয়স ৬০ বছর।

১৮। পিতার ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, পুত্রের বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বয়স= ক বছর।

পিতার বয়স= ৩ক বছর।

প্রশ্নমতে,

৩ক+ক= ৭২

বা, ৪ক= ৭২

বা, ক=

বা, ক= ১৮

ক= ১৮

নির্ণেয় পুত্রের বয়স= ক বছর= ১৮ বছর।

উত্তর: পুত্রের বয়স ১৮ বছর।

১৯। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৪২ বছর এবং অন্তর ২২ বছর। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বর্তমান বয়স= ক বছর।

পিতার বর্তমান বয়স= (ক+২২) বছর।

প্রশ্নমতে,

ক + ক + ২২ = ৪২

বা, ২ক = ৪২-২২

বা, ২ক = ২০

বা, ক =

বা, ক = ১০

ক = ১০

নির্ণেয় পুত্রের বয়স= ক বছর= ১০ বছর।

উত্তর: পুত্রের বয়স ১০ বছর।

২০। পিতার ২৫ বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে?

সমাধানঃ

ধরি,

পিতার বয়স যখন ক বছর তখন তা পুত্রের বয়সের দ্বিগুণ।

পিতার বয়স ক হলে পুত্রের বয়স হবে= (ক-২৫) বছর।

প্রশ্নমতে,

ক= ২(ক-২৫)

বা, ক= ২ক-৫০

বা, ক-২ক= -৫০

বা, -ক = -৫০

বা, ক = ৫০

ক = ৫০

নির্ণেয় পিতার বয়স= ক বছর= ৫০ বছর।

উত্তর: পিতার বয়স ৫০ বছর।
২১। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বয়স= ক বছর।

পিতার বয়স= (২ক+২) বছর।

প্রশ্নমতে, ২ক+২=৬২

বা, ২ক= ৬২-২

বা, ২ক= ৬০

বা, ক=

বা, ক = ৩০

ক = ৩০

নির্ণেয় পুত্রের বয়স= ক বছর= ৩০ বছর।

উত্তর: পুত্রের বয়স ৩০ বছর।

২২। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বর্তমান বয়স= ক বছর।

পিতার বর্তমা্ন বয়স= ৪ক বছর।

৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল= (ক-৬) বছর।

৬ বছর পূর্বে পিতার বয়স ছিল= (৪ক-৬) বছর।

প্রশ্নমতে,

১০(ক-৬)= ৪ক-৬

বা, ১০ক-৬০= ৪ক-৬

বা, ১০ক-৪ক= -৬+৬০

বা, ৬ক= ৫৪

বা, ক=

বা, ক = ৯

ক = ৯

পুত্রের বর্তমান বয়স= ক বছর= ৯ বছর।

পিতার বর্তমা্ন বয়স= ৪ক বছর= (৪×৯) বছর= ৩৬ বছর।

উত্তর: পিতা ও পুত্রের বর্তমান বয়স হল ৩৬ ও ৯ বছর।

২৩। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বর্তমান বয়স= ক বছর।

পিতার বর্তমা্ন বয়স= ৩ক বছর।

৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল= (ক-৫) বছর।

৫ বছর পূর্বে পিতার বয়স ছিল= (৩ক-৫) বছর।

প্রশ্নমতে,

৪(ক-৫)= ৩ক-৫

বা, ৪ক-২০= ৩ক-৫

বা, ৪ক-৩ক= -৫+২০

বা, ক= ১৫

ক = ১৫

পুত্রের বর্তমান বয়স= ক বছর= ১৫ বছর।

পিতার বর্তমা্ন বয়স= ৩ক বছর= (৩×১৫) বছর= ৪৫ বছর।

উত্তর: পিতা ও পুত্রের বর্তমান বয়স হল ৪৫ ও ১৫ বছর।

২৪। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

পুত্রের বর্তমান বয়স= ক বছর।

পিতার বর্তমান বয়স= ৪ক বছর।

৫ বছর পর পুত্রের বয়স= (ক+৫) বছর।

৫ বছর পর পিতার বয়স= (৪ক+৫) বছর।

প্রশ্নমতে,

ক+৫+৪ক+৫= ৬০

বা, ৫ক+১০= ৬০

বা, ৫ক= ৬০-১০

বা, ৫ক= ৫০

বা, ক=

বা, ক= ১০

ক = ১০

নির্ণেয় পিতার বর্তমান বয়স= ৪ক বছর= (৪×১০) বছর= ৪০ বছর।

উত্তর: পিতার বর্তমান বয়স ৪০ বছর।

২৫। পিতা পুত্রের চেয়ে ৩২ বছরের বড়। ৭ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের ২ গুণ অপেক্ষা ৫ বছর বেশি হবে। ৩ বছর পর পিতার বয়স কত হবে?

সমাধানঃ

ধরি,

পুত্রের বর্তমান বয়স= ক বছর।

পিতার বর্তমান বয়স= (ক+৩২) বছর।

৭ বছর পর পুত্রের বয়স= (ক+৭) বছর।

৭ বছর পর পিতার বয়স= (ক+৩২)+৭ বছর= (ক+৩২+৭) বছর= (ক+৩৯) বছর।

প্রশ্নমতে,

ক+৩৯= ২(ক+৭)+৫

বা, ক+৩৯= ২ক+১৪+৫

বা, ক-২ক= ১৯-৩৯

বা, -ক= -২০

বা, ক= ২০

ক = ২০

পিতার বর্তমান বয়স= (ক+৩২) বছর=(২০+৩২) বছর= ৫২ বছর।

৩ বছর পর পিতার বয়স=(৫২+৩) বছর= ৫৫ বছর।

উত্তর: পিতার বয়স ৫৫ বছর।

২৬। দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রে বয়সের অনুপাত কত হবে?

সমাধানঃ

ধরি,

পুত্রের বয়স= ক বছর।

বাবার বয়স= (ক + ২৬) বছর।

প্রশ্নমতে,

১৪ (ক-২) = ক + ২৬ -২

বা, ১৪ক – ২৮ = ক + ২৪

বা, ১৪ক – ক = ২৪ + ২৮

বা, ১৩ক = ৫২

বা, ক = ৫২÷১৩

বা, ক = ৪

ক = ৪

পুত্রের বয়স= ক বছর= ৪ বছর।

বাবার বয়স= (ক + ২৬) বছর= (৪ + ২৬) বছর= ৩০ বছর।

নির্ণেয় বাবার ও পুত্রের বয়সের অনুপাত= ৩০ : ৪ = ১৫ : ২

উত্তর: বাবার ও পুত্রের বয়সের অনুপাত ১৫ : ২

২৭। পিতার ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর; যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতার ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

পিতার বর্তমান বয়স= ক বছর।

পুত্রের বর্তমান বয়স= খ বছর।

যখন পুত্রের বয়স ক হবে তখন পিতার বয়স হবে= {ক+(ক-খ)} বছর।

১ম শর্তমতে,

ক+খ=৫০……………………(১)

২য় শর্তমতে,

ক + {ক+ (ক-খ)} = ১০২

বা, ক+ক+ক-খ= ১০২

বা, ৩ক-খ= ১০২

৩ক-খ= ১০২………………….(২)

(১) নং ও (২) নং সমীকরণ যোগ করে পাই-

ক + খ = ৫০

৩ক –খ = ১০২


৪ক = ১৫২

বা, ক= ১৫২÷৪

ক= ৩৮

(১) নং সমীকরণে ক এর মান বসিয়ে পাই-

ক+খ= ৫০

বা, ৩৮+খ= ৫০

বা, খ= ৫০-৩৮

বা, খ= ১২

খ = ১২

নির্ণেয় পিতার বয়স= ক বছর= ৩৮ বছর।

নির্ণেয় পুত্রের বয়স= খ বছর= ১২ বছর।

উত্তর: পিতার বয়স ৩৮ বছর ও পুত্রের বয়স ১২ বছর।

২৮। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

সমাধানঃ

পিতা, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি= (৩৭×৩) বছর= ১১১ বছর।

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি= (৩৫×২) বছর= ৭০ বছর।

নির্ণেয় মাতার বয়স= (১১১-৭০) বছর= ৪১ বছর।

উত্তর: মাতার বয়স ৪১ বছর।

২৯। পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

সমাধানঃ

পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি= (২৭×৩) বছর= ৮১ বছর।

দুই সন্তানের বয়সের সমষ্টি= (২০×২) বছর= ৪০ বছর।

নির্ণেয় পিতার বয়স= (৮১-৪০) বছর= ৪১ বছর।

উত্তর: পিতার বয়স ৪১ বছর।

৩০। পিতা ও দুই পুত্রের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধানঃ

পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি= (৩০×৩) বছর= ৯০ বছর।

দুই পুত্রের বয়সের সমষ্টি= (২০×২) বছর= ৪০ বছর।

নির্ণেয় পিতার বয়স= (৯০-৪০) বছর= ৫০ বছর।

উত্তর: পিতার বয়স ৫০ বছর।

৩১। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধানঃ

পিতা, মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি= (৩৬×৩) বছর= ১০৮ বছর।

পিতা ও মাতার বয়সের সমষ্টি= (৪৫×২) বছর= ৯০ বছর।

নির্ণেয় পুত্রের বয়স= (১০৮-৯০) বছর= ১৮ বছর।

উত্তর: পুত্রের বয়স ১৮ বছর।

৩২। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?

সমাধানঃ

মাতার বয়স যেহেতু পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি।

সুতারাং পিতা ও মাতার বয়সের সমষ্টি= (৬০+২০) বছর= ৮০ বছর।

পিতা ও মাতার বয়সের গড়= = = ৪০ বছর।

নির্নেয় পিতা ও মাতার গড় বয়স= ৪০ বছর।

উত্তর: পিতা ও মাতার গড় বয়স ৪০ বছর।

৩৩। পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?

সমাধানঃ

৫ সন্তানের বয়সের সমষ্টি= (৭×৫) বছর= ৩৫ বছর।

পিতাসহ পাঁচ সন্তান বা ৬ জনের বয়সের সমষ্টি= (১৩×৬) বছর= ৭৮ বছর।

নির্ণেয় পিতার বয়স= (৭৮-৩৫)=৪৩ বছর।

উত্তর: পিতার বয়স ৪৩ বছর।

৩৪। ৫ জন বালকের বয়সের গড় ১০ বছর। ঐ গলে আরও দুজন বালক যোগ দিলে তাদের সকলের বয়সের গড় হয় ১২ বছর। যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত?

সমাধানঃ

৫ জন বালকের বয়সের সমষ্টি= (১০×৫) বছর= ৫০ বছর।

(৫+২) বা ৭ জন বালকের বয়সের সমষ্টি= (১২×৭) বছর= ৮৪ বছর।

যোগদানকারী বালকের বয়সের সমষ্টি= (৮৪-৫০) বছর= ৩৪ বছর।

যোগদানকারী প্রত্যেক বালকের বয়স= বছর= ১৭ বছর।

উত্তর: প্রত্যেক বালকের বয়স ১৭ বছর।

৩৫। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?

সমাধানঃ

৪ বছর পূর্বে পুত্রের বয়স= ক বছর।

পুত্রের বর্তমান বয়স= (ক+৪) বছর।

৪ বছর পূর্বে পিতার বয়স= ৫ক বছর।

পিতার বর্তমান বয়স= (৫ক+৪) বছর।

প্রশ্নমতে,

(ক+৪)+(৫ক+৪)=৮০

বা, ক+৪+৫ক+৪=৮০

বা, ৬ক+৮=৮০

বা, ৬ক= ৮০-৮

বা, ৬ক= ৭২

বা, ক= ৭২÷৬

বা, ক= ১২

ক= ১২

পিতার বর্তমান বয়স= (৫ক+৪) বছর=(৫×১২+৪)বছর=(৬০+৪) বছর= ৬৪ বছর।

পুত্রের বর্তমান বয়স= (ক+৪) বছর= (১২+৪) বছর= ১৬ বছর।

নির্ণেয় তাদের বর্তমান বয়সের অনুপাত= ৬৪ : ১৬

উত্তর: তাদের বর্তমান বয়সের অনুপাত ৬৪ : ১৬

৩৬। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পুত্রের বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?

সমাধানঃ

ধরি,

পিতার বয়স= ক বছর।

প্রশ্নমতে,

ক : ১৬ = ১১ : ৪

বা, ক × ৪ = ১৬ × ১১

বা, ৪ক = ১৭৬

বা, ক = ১৭৬÷৪

বা, ক = ৪৪

ক = ৪৪

নির্ণেয় পিতার বয়স= ৪৪ বছর।

উত্তর: পিতার বয়স ৪৪ বছর।

৩৭। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পিতার বয়স ৪৪ বছর হলে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?

সমাধানঃ

ধরি,

পিতার বয়স= ১১ক বছর।

পুত্রের বয়স= ৪ক বছর।

প্রশ্নমতে,

১১ক = ৪৪

বা, ক = ৪৪÷১১

বা, ক = ৪

ক = ৪

পিতার বয়স= ১১ক বছর= (১১×৪) বছর= ৪৪ বছর।

পুত্রের বয়স= ৪ক বছর= (৪×৪) বছর= ১৬ বছর।

নির্ণেয় পিতা ও পুত্রের বয়সের সমষ্টি= (৪৪+১৬) বছর= ৬০ বছর।

উত্তর: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর।

৩৮। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭: ২। পিতার বর্তমান বয়স ৪২ বছর, ১০ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল?

সমাধানঃ

প্রশ্নমতে,

বা, ৭(পুত্রের বর্তমান বয়স) =৪২×২

বা, ৭(পুত্রের বর্তমান বয়স) =৮৪

বা, পুত্রের বর্তমান বয়স = ৮৪÷৭

বা, পুত্রের বর্তমান বয়স= ১২

পুত্রের বর্তমান বয়স= ১২ বছর।

নির্ণেয় ১০ বছর পূর্বে পুত্রের বয়স= (১২–১০) বছর= ২ বছর।

উত্তর: ১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ২ বছর।

৩৯। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭: ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধানঃ

অনুপাতদ্বয়ের সমষ্টি= (৭+২) = ৯

পিতার বয়স= (৬৩ এর ) = ৪৯ বছর।

পিতার বয়স= (৬৩ এর ) = ১৪ বছর।

৯ বছর পূর্বে পিতার বয়স= (৪৯ -৯) বছর= ৪০ বছর।

৯ বছর পূর্বে পুত্রের বয়স= (১৪ -৯) বছর= ৫ বছর।

৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত= ৪০ : ৫= ৮ : ১

উত্তর: পিতার ও পুত্রের বয়সের অনুপাত ৮ : ১

৪০। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭: ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধানঃ

ধরি,

পিতার বয়স= ক বছর।

পুত্রের বয়স= (৭৪-ক) বছর।

১০ বছর পূর্বে পিতার বয়স ছিল= (ক-১০) বছর।

১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল= (৭৪-ক-১০) বছর।

প্রশ্নমতে,

(ক-১০) : (৭৪-ক-১০) = ৭ : ২

বা, ২(ক-১০) = ৭ ( ৬৪-ক)

বা, ২ক-২০ = ৪৪৮-৭ক

বা, ২ক+৭ক = ৪৪৮+২০

বা, ৯ক = ৪৬৮

বা, ক = ৪৬৮÷৯

বা, ক = ৫২

ক = ৫২

নির্ণেয় পিতার বয়স= ক বছর= ৫২ বছর।

নির্ণেয় পুত্রের বয়স= (৭৪-ক) বছর= (৭৪-৫২) বছর= ২২ বছর।

১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত= (৫২+১০) : (২২+১০)= ৬২ : ৩২ = ৩১ : ১৬

উত্তর: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৩১ : ১৬

৪১। রহিম ও মামুনের বয়সের অনুপাত ৩: ৫। ৯ বছর পর তাদের বয়সের অনুপাত ৩: ৪। রহিম ও মামুনের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

রহিমের বর্তমান বয়স= ৩ক বছর।

মামুনের বর্তমান বয়স= ৫ক বছর।

৯ বছর পর রহিমের বয়স= (৩ক+৯) বছর।

৯ বছর পর মামুনের বয়স= (৫ক+৯) বছর।

প্রশ্নমতে.

(৩ক+৯) : (৫ক+৯)= ৩ : ৪

বা, ৪(৩ক+৯) = ৩(৫ক+৯)

বা, ১২ক+৩৬ = ১৫ক+২৭

বা, ১২ক-১৫ক= ২৭-৩৬

বা, ৩ক = ৯

বা, ক = ৯÷৩

বা, ক= ৩

ক= ৩

নির্ণেয় রহিমের বর্তমান বয়স= ৩ক বছর= (৩×৩) বছর= ৯ বছর।

নির্ণেয় মামুনের বর্তমান বয়স= ৫ক বছর= (৫×৩) বছর= ১৫ বছর।

উত্তর: রহিমের ও মামুনের বয়স ৯ ও ১৫ বছর।

৪২। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। ১০ বছর পূর্বে তাদের অনুপাত ৫: ৩ থাকলে, ১০ বছর পর ও অনুপাত কি হবে?

সমাধানঃ

ধরি,

পিতার বয়স= ক বছর।

পুত্রের বয়স= খ বছর।

১ম শর্তমতে,

পিতার ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি= (ক+খ) = ৮৪ ……………….(১)

১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিল (ক-১০) বছর এবং (খ-১০) বছর।

২য় শর্তমতে,

(ক-১০) : (খ-১০) = ৫ : ৩

বা, ৩(ক-১০) = ৫(খ-১০)

বা, ৩ক-৩০ = ৫খ-৫০

বা, ৩ক-৫খ = -৫০+৩০

বা, ৩ক-৫খ = -২০

৩ক-৫খ = -২০………………….(২)

(১) নং সমীকরণকে ৫ দ্বারা গুণ করে উহার সাথে (২) নং সমীকরণ যোগ করে পাই-

৫ক + ৫খ= ৪২০

৩ক – ৫খ =-২০

৮ক = ৪০০

বা, ক = ৪০০÷৮

বা, ক = ৫০

ক = ৫০

(১) নং সমীকরণে ক এর মান বসিয়ে পাই-

ক + খ = ৮৪

বা, ৫০ + খ = ৮৪

বা, খ = ৮৪-৫০

বা, খ = ৩৪

খ = ৩৪

১০ বছর পর পিতার বয়স= (ক+১০)= = ৬০ বছর।

১০ বছর পর পুত্রের বয়স= (খ+১০)= (৩৪+১০)= ৪৪ বছর।

নির্ণেয় ১০ বছর পর, পিতার : পুত্রের বয়স = ১৫ : ১১

উত্তর: পিতার ও পুত্রের বয়সের অনুপাত ১৫ : ১১

৪৩। পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৬২ বছর। ১ বছর পুর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫: ১। এখন তাদের বয়স কত?

সমাধানঃ

১ বছর পূর্বে পুত্রের বয়স= ক বছর।

১ বছর পূর্বে পিতার বয়স= ৫ক বছর।

পুত্রের বর্তমান বয়স = (ক+১) বছর।

পিতার বর্তমান বয়স = (৫ক+১) বছর।

প্রশ্নমতে,

(ক+১) + (৫ক+১) = ৬২

বা, ক+১ + ৫ক+১ = ৬২

বা, ৬ক + ২ = ৬২

বা, ৬ক = ৬২ – ২

বা, ৬ক = ৬০

বা, ক =

বা, ক = ১০

ক = ১০

নির্ণেয় পিতার বর্তমান বয়স = (৫ক+১) বছর= (৫×১০+১) বছর= (৫০+১) বছর= ৫১ বছর।

নির্ণেয় পুত্রের বর্তমান বয়স = (ক+১) বছর= (১০+১) বছর= ১১ বছর।

উত্তর: পিতার ও পুত্রের বয়স যথাত্রমে ৫১ ও ১১ বছর।

৪৪। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭: ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩: ৫। বর্তমানে কার বয়স কত?

সমাধানঃ

ধরি,

পিতার বর্তমান বয়স= ৭ক বছর।

পুত্রের বর্তমান বয়স= ৩ক বছর।

৪ বছর পূর্বে পিতার বয়স ছিল= (৭ক-৪) বছর।

৪ বছর পূর্বে পুত্রের বয়স ছিল= (৩ক-৪) বছর।

প্রশ্নমতে,

(৭ক-৪) : (৩ক-৪) = ১৩ : ৫

বা, ৫(৭ক-৪) = ১৩(৩ক-৪)

বা, ৩৫ক-২০ = ৩৯ক-৫২

বা, ৩৫ক- ৩৯ক = -৫২ + ২০

বা, -৪ক = -৩২

বা, ৪ক = ৩২

বা, ক = ৩২÷৮

বা, ক = ৮

ক = ৮

নির্ণেয় পিতার বর্তমান বয়স= ৭ক বছর= (৭×৮) বছর= ৫৬ বছর।

নির্ণেয় পুত্রের বর্তমান বয়স= ৩ক বছর= (৩×৮) বছর= ২৪ বছর।

উত্তর: পিতার বয়স ৫৬ বছর ও পুত্রের বয়স ২৪ বছর।

৪৫। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩: ১। ২০ বছর পরে তাদের বয়সের অনুপাত ১৩: ৭ হলে, তাদের বর্তমান বয়স কত?

সমাধানঃ

ধরি,

পিতার বর্তমান বয়স= ৩ক বছর।

পুত্রের বর্তমান বয়স= ক বছর।

২০ বছর পরে পিতার বয়স= (৩ক + ২০) বছর।

২০ বছর পরে পুত্রের বয়স= (ক + ২০) বছর।

প্রশ্নমতে,

(৩ক + ২০) : (ক + ২০) = ১৩ : ৭

বা, ৭(৩ক + ২০)= ১৩(ক + ২০)

বা, ২১ক + ১৪০ = ১৩ক + ২৬০

বা, ২১ক-১৩ক = ২৬০-১৪০

বা, ৮ক = ১২০

বা, ক = ১২০÷৮

বা, ক = ১৫

ক = ১৫

নির্ণেয় পিতার বর্তমান বয়স= ৩ক বছর= (৩×১৫) বছর= ৪৫ বছর।

নির্ণেয় পুত্রের বর্তমান বয়স= ক বছর= ১৫ বছর।

উত্তর: পিতার ও পুত্রের বর্তমান বয়স ৪৫ ও ১৫ বছর।

PDF File Download From Here

? সাইজঃ- 602 KB 

? পৃষ্ঠা সংখ্যাঃ 20

Download From Google Drive

Download

Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here