চাকরি ছাড়ার পদত্যাগ পত্র/রিজাইন লেটার লেখার নিয়ম | Resignation Letter Word File Download

পদত্যাগ পত্র লেখার নিয়ম বাংলা

Word File টি ডাউনলোড করে নিন আর ইচ্ছেমতো এডিট করে নিন।

রিজাইন লেটার নমুনা : 

তারিখ: ২৯/০৬/২০২২ খ্রি.
ববাবর,
অধ্যক্ষ/ প্রধান শিক্ষক/সুপার

বিষয় : চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী …………(পদের নাম) পদে ……………… , ………………………….(প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ) তে কর্মরত আছি। আমি গত ০০/০০/০০০০ খ্রিঃ তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ০০/০০/০০০০ তারিখ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন যে,  অনুগ্রহপূর্বক আমার অব্যাহতি পত্র গ্রহণ করে আমাকে  ০০/০০/০০০০ খ্রি: তারিখ হতে অব্যাহতি দানে জনাবের একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক –
(নাম)
পদবী
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের ঠিকানা

Download From Google Drive

Download

Direct Download

Download

Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here