চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম বাংলা | Joining Letter Bangla

চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম বাংলা

Word File টি ডাউনলোড করে নিন আর ইচ্ছেমতো এডিট করে নিন।

এই ফাইলটি যেভাবে এডিট ও ব্যবহার করবেন:

  • প্রথমেই “আইটিমনা”এর স্থলে আপনি আপনার তথ্য লিখে নিবেন

বরাবর,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,
থানা:-………., জেলা:-………..।

বিষয়ঃ কাজে যোগদান পত্র।

সূত্রঃ খাদ্য অধিদপ্তর, প্রশাসন বিভাগ, ঢাকার ……….. খ্রিঃ তারিখের
১৩.০১.০০.০১.১৯.০২.১৪(অংশ-১)- ২৯৪(১২)নং স্মারক।

জনাব,
বিনীত নিবেদন এই যে, সুত্রস্থ স্মারকের নির্দেশ মোতাবেক আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্য ০০/০০/০০০০ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে আপনার অধীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর ……….-এ খাদ্য পরিদর্শক হিসাবে কাজে যোগদান করিলাম।
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা যে, আমার যোগদান পত্র খানা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়।

তারিখঃ ০০/০০/০০০০ খ্রিঃ

অনুলিপিঃ সদয় অবগতি/অবগতি কার্যার্থে।
১। জেলা খাদ্য নিয়ন্ত্রক, . ………।
২। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, ………
৩। অফিস কপি।

বিনীত নিবেদক

(নাম:- ……….)
খাদ্য পরিদর্শক
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ………. ।

Download From Google Drive

Download

Direct Download

Download

Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here