নবম দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ৮ এর MCQ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড

এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ৮ বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. ‘ফরয’ শব্দের অর্থ কী?
ক) অবশ্য কর্তব্য
খ) বিশেষ কর্তব্য
গ) সাধারণ কর্তব্য
ঘ) নৈতিক কর্তব্য
সঠিক উত্তর: (ক)

২. ইংরেজরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কত খ্রিস্টাব্দে?
ক) ১৮৩০
খ) ১৮৩১
গ) ১৮৩২
ঘ) ১৮৩৩
সঠিক উত্তর: (খ)

 

৩. বাংলায় নীল সরবরাহের প্রধান কেন্দ্র গড়ে ওঠে কেন?
ক) বাংলা নীল চাষে উপযোগী ছিল
খ) আমেরিকা নীল চাষ বন্ধ হয়ে গিয়েছিল
গ) ব্রিটিশরা বাংলা সাম্রাজ্যবাদী নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল
ঘ) বাংলায় নীল সরবরাহ বেশি হতো
সঠিক উত্তর: (খ)

৪. হেনরি লুই ডিরোজিও কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৮০৯
খ) ১৮১০

গ) ১৮১১
ঘ) ১৮১২
সঠিক উত্তর: (ক)

৫. করিম একজন লেখকের ‘তুহফাতুল মুযাহহিদদীন’ বইটি পড়েন। এই লেখক ‘মনজারাতুল আদিয়ান’ নামক আরও একটি গ্রন্থ লিখেছিলেন। এই লেখক হলেন-
i. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা
ii. রাজা রামমোহন রায়
iii. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসাধারণ যুগপ্রবর্তক মহাপুরুষ বলা হয়-
i. পাণ্ডিত্যের কারণে
ii. তেজস্বীতার কারণে
iii. সমাজ সংস্কারের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. নীল বিদ্রোহের অন্যতম ফলাফল কী ছিল?
ক) ব্রিটিশদের বিজয়
খ) কৃষকশ্রেণির বিজয়
গ) জমিদারদের বিজয়
ঘ) অভিজাতদের বিজয়
সঠিক উত্তর: (খ)

৮. মতিন তাঁর গ্রাম থেকে সকল কুসংস্কার দূরীকরণে সংকল্পবদ্ধ ছিলেন। মতিনের কর্যাবলির সাথে মিল রয়েছে-
ক) সৈয়দ আহমদ এর কার্যাবলি
খ) শরীয়ত উল্লাহর সংস্কার আন্দোলন
গ) তিতুমীরের আন্দোলন
ঘ) রামমোহনের সংস্কার
সঠিক উত্তর: (খ)

৯. বাংলায় ওয়াহাবীরা কার নেতৃত্বে সংঘঠিত হয়?
ক) শরীয়ত উল্লাহ
খ) আব্দুল লতিফ
গ) তিতুমীর
ঘ) আমীর আলী
সঠিক উত্তর: (গ)

১০. তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম কী?
ক) তরিকায়ে কাদেরিয়া
খ) তরিকায়ে মোহাম্মদীয়া
গ) তরিকায়ে সুন্নি
ঘ) তরিকায়ে চিশতিয়া
সঠিক উত্তর: (খ)

১১. আফতাব নীল বিদ্রোহের নেতৃত্বদানকারী কয়েকজন ব্যক্তির কথা বলেন। এর হলেন-
i. বিষ্ণুচরণ বিশ্বাস
ii. মেঘনা সর্দার
iii. বেনী মাধব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. হাজী মুহাম্মদ মুহসীন তাঁর অর্থ মুসলমানদের জন্য ব্যয় করেন। কেন?
ক) মুসলমানরা অধিক ক্ষমতাশীল ছিল
খ) বাংলার মুসলমানদের চরম দুর্দিন ছিল
গ) মুসলমানদের সম্পদশালীতে পরিণত করার জন্য
ঘ) মুসলমানদের ব্রিটিশ সরকারের সমর্থন লাভের উপযোগী করার জন্য
সঠিক উত্তর: (খ)

১৩. মাসুদ তিতুমীরের প্রধান ঘাঁটি সম্পর্কে বলেন। মাসুদ তার কথায় তিতুমীরের কোন ঘাঁটির কথা উল্লেখ করেছেন?
ক) আমবাড়িয়ার
খ) নারিকেলবাড়িয়ার
গ) মঠবাড়িয়ার
ঘ) ব্রাহ্মণবাড়িয়ার
সঠিক উত্তর: (খ)

১৪. রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় রেনেসাঁর স্রষ্টা। কথাটির তাৎপর্য কী?
i. তারঁ হাত ধরে ভারতে নবজাগরণের যাত্রা শুরু হয়
ii. তিনি ইংরেজ প্রশাসকের সহায়তা দান করেছিলেন
iii. তিনি এদেশের ধর্ম, সমাজ ও রাজনীতিতে সংস্কারের পক্ষে ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫. বাংলার ফকির-সন্নাসী আন্দোলন কাদের বিরুদ্ধে ছিল?
ক) ফরাসিদের
খ) ওলন্দাজদের
গ) ব্রিটিশদের
ঘ) দিনেমারদের
সঠিক উত্তর: (গ)

১৬. সফল সমাজসংস্কারক হিসেবে যার নামটি অধিক যুক্তিযুক্ত-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭. নওয়াব আব্দুল লতিফকে সরকার প্রথমে বাহাদুর ও পরে নওয়াব উপাধিতে ভূষিত করেন। এ কথাটি দ্বারা প্রকাশ পেয়েছে-
i. তিনি চাকুরির ক্ষেত্রে কৃতিত্ব অর্জনে সক্ষম হয়েছিলেন
ii. ব্রিটিশ সরকারের সমর্থনপুষ্ট ছিলেন
iii. ব্রিটিশ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. মি. ‘Y’ হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরের জন্য সর্বত্মাক চেষ্টা করেন। কী প্রয়োজনে এটি করেছেন?
i. মুসলমান ছাত্ররা সেখানে লেখাপড়ার সুযোগ পাবে
ii. মুসলমানরা পাশ্চাত্য শিক্ষালাভের সুযোগ পাবে
iii. মুসলমানরা ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. মাহফুজা একজন ব্যক্তির নেতৃত্বাধীন পরিচালিত ইয়াং বেঙ্গল আন্দোলনের কথা বলেন। এই ব্যক্তি ১৮০৯ সালে জন্মগ্রহণ করেন। মাহফুজ কোন ব্যক্তির বিষয়ে উল্লেখ করেছে?
ক) ডিরোজিও
খ) শরৎচন্দ্র
গ) রামমোহন রায়
ঘ) বঙ্কিচন্দ্র
সঠিক উত্তর: (ক)

২০. দুদু মিয়া কাকে লাঠিয়াল বাহিনীর সেনাপতি নিয়োগ করেন?
ক) জহিরুদ্দিন মোল্লাকে
খ) আমিন উদ্দিন মোল্লাকে
গ) বাহারুদ্দিন মোল্লাকে
ঘ) জালালউদ্দিন মোল্লাকে
সঠিক উত্তর: (ঘ)

২১. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭০৬
খ) ১৮৮৫
গ) ১৯০৬
ঘ) ১৯১২
সঠিক উত্তর: (গ)

২২. সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯১০ খ্রিস্টাব্দে
খ) ১৯১১ খ্রিস্টাব্দে
গ) ১৯১২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)

২৩. বেগম রোকেয়া কখন মৃত্যুবরণ করেন?
ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)

২৪. কেন বাংলার নীলচাষিরা বিদ্রোহ ঘোষণা করেন?
ক) প্রচুর নীল বাইরে পাচার হওয়ায়
খ) নীলের উৎপাদন কম হওয়ায়
গ) কৃত্রিম নীল আবিস্কার হওয়ায়
ঘ) জমিদারশ্রেণির প্রচণ্ড অত্যাচারে
সঠিক উত্তর: (ঘ)

২৫. বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার কোথায় নেতৃত্ব দেন?
ক) যশোর
খ) হুগলি
গ) নদীয়া
ঘ) চৌগাছা
সঠিক উত্তর: (খ)

২৬. ইয়াং বেঙ্গল আন্দোলনকারীদের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
ক) ব্রিটিশদের ব্যবসায়ে সহায়তা
খ) প্রচুর অর্থ উপার্জন করা
গ) ভারতীয়দের স্বার্থরক্ষা
ঘ) সম্মান অর্জন করা
সঠিক উত্তর: (গ)

২৭. ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
ক) ১৮৫৫
খ) ১৮৫৭
গ) ১৮৫৯
ঘ) ১৮৬১
সঠিক উত্তর: (খ)

২৮. কার্তিক একজন ব্যক্তির কথা স্মরণ করেন যিনি রাস্তার পাশের মাইলস্টোনের সংখ্যায় হিসাব গুণে ইংরেজি গণনা শিখেন। যার অক্লান্ত প্রচেষ্টায় হিন্দু বিবাহ আইন পাস হয়। বিখ্যাত এই ব্যক্তি হলেন-
i. রাজা রামমোহন রায়
ii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
iii. বাংলা গদ্যরীতির জনক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৯. ফকির-সন্ন্যাসীরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন?
ক) চাকরির জন্য
খ) অর্থের জন্য
গ) লুণ্ঠনের জন্য
ঘ) অবাধ চলাফেরায় বাধা দেওয়ায়
সঠিক উত্তর: (ঘ)

৩০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন কেন?
ক) সুনামের জন্য
খ) গরিবদের চিকিৎসার জন্য
গ) অর্থ উপার্জনের জন্য
ঘ) মায়ের ইচ্ছা পূরণের জন্য
সঠিক উত্তর: (ঘ)

৩১. কত খ্রিস্টাব্দে কৃত্রিম নীল আবিস্কৃত হয়?
ক) ১৮৮২
খ) ১৮৯২
গ) ১৯০২
ঘ) ১৯১২
সঠিক উত্তর: (খ)

৩২. ইংরেজদের পক্ষে ফকির মজনু শাহকে চুড়ান্তভাবে পরাজিত করা কখনই সম্ভব হয়নি। কথাটির যথার্থতা নিরুপণে বলা যায়-
i. তাঁর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি
ii. ইংরেজদের অস্ত্র ছিল তুলনামূলক হালকা
iii. ফকির মজনু শাহ অনেক কৌশলী ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৩. জমির ও সৌমিক নামক দুই ভাই তৎকালীন নীল বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে জমির ও সৌমিকের সাদৃশ্য কোনটি?
i. নবীন মাধব ও বেনী মাধব
ii. বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার
iii. বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কত খ্রিস্টাব্দে আবদুল লতিফ ইংরেজি শিক্ষা লাভ করেন কোথায়?
ক) কলকাতায়
খ) হুগলিতে
গ) কাশ্মীরে
ঘ) পাণ্ডুয়ায়
সঠিক উত্তর: (ক)

৩৫. রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের স্রষ্টা বলার কারণ কী?
ক) তিনি ধর্মীয় সংস্কার করেছিলেন
খ) বাংলার সামাজিক ব্যবস্থার অভ্যন্তরীণ ও বাহ্যিক সংস্কার সাধন করেছিলেন
গ) বাংলার মানুষের জাগরণে সহায়তা করেছিলেন
ঘ) ব্রিটিশদের সহায়তার ইংল্যান্ডের ভাবধারা বাংলায় নিয়ে এসেছিলেন
সঠিক উত্তর: (খ)

৩৬. The spirit of Islam A short History of the Saracens গ্রন্থ দুটি লেখার কারণ কী?
i. ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা
ii. ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরা
iii. ইংরেজদের কাছে মুসলমানদের স্বার্থ তুলে ধরা
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. ‘সেন্ট্রাল মোহমেডান এসোসিয়েশন’ নামক সমিত গঠন করেন কে?
ক) নওয়াব আব্দুল লতিফ
খ) সৈয়দ আহমদ বেরেলভী
গ) রাজা রামমোহন রায়
ঘ) সৈয়দ আমীর আলী
সঠিক উত্তর: (ঘ)

৩৮. নীল বিদ্রোহের সাথে ‘নীলদর্পণের’ সম্পর্ক নিবিড় কেন?
ক) এর মাধ্যমে নীলকরদের অত্যাচার সর্বত্র ছড়িয়ে পড়ে
খ) এটি ব্রিটিশদের সপক্ষে রায় দেয়
গ) এটি ব্রিটিশদের নীলচাষে আরো উদ্বুদ্ধ করে
ঘ) এটি ব্রিটিশদের নীলচাষে আরো সমর্থন যোগায়
সঠিক উত্তর: (ক)

৩৯. সৈয়দ আমীর আলী মুসলমানদের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন বোধ করতেন। এর যথার্থ কারণ হলো-
i. মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এর প্রয়োজন
ii. মুসলমানদের দাবি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এর প্রয়োজন রয়েছে
iii. মুসলমানদের অতীত গৌরব তুলে ধরার জন্য দরকার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৪০. ফকির সন্ন্যাসীরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত-
i. ধর্মীয় উৎসব পালনের জন্য
ii. তীর্থস্থান দর্শনের জন্য
iii. ব্যবসা-বাণিজ্যের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪১. বেগম রোকেয়াকে নারী আন্দোলনের পথিকৃৎ বলা হয় কেন?
ক) তিনি নারীদের সমাজসেবী হিসেবে গড়ে তুলতে চেয়েছেন
খ) তাঁর মাধ্যমে নারীরা পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে
গ) তিনিই প্রথম নারীর অধিকার আদায়ে নারীদেরকে সচেষ্ট করেছিলেন
ঘ) তিনি প্রথম পুরুষশাসিত সমাজকে ভেঙে দিয়েছিলেন
সঠিক উত্তর: (গ)

৪২. কেন আবদুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালান?
ক) ইংরেজ শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে
খ) বাংলা ভাষায় গুরুত্ব অনুবাধন করে
গ) ফার্সি ভাষা সম্পর্কে অবহিত হয়ে
ঘ) ল্যাটিন ভাষায় শিক্ষিত হওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)

৪৩. নওয়াব আবদুল লতিফের অন্যতম কৃতিত্ব কোনটি?
ক) দানশীলতা
খ) মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা
গ) ডাক বিভাগের সংস্কার
ঘ) মুদ্রা প্রবর্তন
সঠিক উত্তর: (খ)

৪৪. ইয়াং বেঙ্গল আন্দোলনের সাথে ডিরোজিও এর সম্পর্ক কেমন?
ক) তিনি এর বিরোধী ছিলেন
খ) তার নেতৃত্বেই এটি গঠিত হয়
গ) তিনি এ আন্দোলনের একজন সদস্য ছিলেন মাত্র
ঘ) এ আন্দোলনকে দমনে তিনি বিট্রিশদের সহায়তা করেছিলেন
সঠিক উত্তর: (খ)

৪৫. কতসালে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ইংরেজি গালর্স স্কুলে উন্নীত হয়?

ক) ১৯১০
খ) ১৯১১
গ) ১৯৩১
ঘ) ১৯৪০
সঠিক উত্তর: (গ)

৪৬. বাংলার ফকির-সন্ন্যাসী আন্দোলন কখন শুরু হয়?
ক) ষোল শতকের শেষার্ধে
খ) সতেরো শতকের শেষার্ধে
গ) আঠারো শতকের শেষার্ধে
ঘ) উনিশ শতকের শেষার্ধে
সঠিক উত্তর: (গ)

৪৭. হাজী মুহম্মদ মহসীন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)

৪৮. রাজা রামমোহন রায় আত্মীয়সভা নামে সমিতি গঠন করেন কেন?
ক) ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য
খ) জমিদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
গ) নীলকরদের প্রতিহত করার জন্য
ঘ) নিজ ধর্মীয় মতবাদ প্রচার করার জন্য
সঠিক উত্তর: (ঘ)

৪৯. কৃষক বিদ্রোহের সময়কাল কত?
ক) অষ্টাদশ শতকের শেষাবধি থেকে উনিশ শতকের শেষার্ধ
খ) সপ্তদশ শতকের মাঝামাঝি থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি
গ) ষষ্ঠ শতকের শেষ থেকে ৭ম শতকের শেষ
ঘ) ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে ৭ম শতকের প্রথমার্ধ
সঠিক উত্তর: (ক)

৫০. ঈশ্বরচন্দ্রকে দয়ার সাগর বলা হয় কেন?
ক) তার প্রচুর অর্থ ছিল বলে
খ) তার দান দাক্ষিণ্যের জন্য
গ) তার সম্পদ অনেক ছিল বলে
ঘ) তার সম্পদের প্রতি লোভ ছিল বলে
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 306 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 8

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here