নবম দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ২ এর MCQ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড

এস.এস.সি  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা   অধ্যায় – ২: স্বাধীন বাংলাদেশ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. হুগলি ও রুপনারায়ণ নদের জঙ্গমস্থল হতে কত মাইল দুরে তাম্রলিপ্তের অবস্থান ছিল?
ক) ১০ মাইল
খ) ১১ মাইল
গ) ১২ মাইল
ঘ) ১৩ মাইল
সঠিক উত্তর: (গ)

২. কোন সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
ক) সম্রাট জাহাঙ্গীর
খ) সম্রাট আকবর
গ) সম্রাট অশোক
ঘ) সম্রাট হুমায়ুন
সঠিক উত্তর: (গ)

 

৩. পুণ্ড্র নামে জনপদটি কারা গড়ে তুলেছিল?
ক) বঙ্গ জাতি
খ) গৌড় জাতি
গ) পুণ্ড্র জাতি
ঘ) হিব্রু জাতি
সঠিক উত্তর: (গ)

৪. পুণ্ড্র জনপদের রাজধানীর নাম কী ছিল?
ক) কর্ণসুবর্ণ
খ) মুর্শিদাবাদ
গ) পুণ্ড্রনগর
ঘ) ইদিলপুর
সঠিক উত্তর: (গ)

৫. বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল?
ক) সপ্তম
খ) অষ্টম
গ) নবম
ঘ) দশম
সঠিক উত্তর: (ক)

৬. প্রাচীন যুগে বাংলার বিভিন্ন অংশ কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)

৭. নিলার পঠিত কোন জনপদ থেকে বাঙ্গালি জাতির উৎপত্তি?
ক) গৌড়
খ) পুণ্ড্র
গ) সমতট
ঘ) বঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

৮. অনেকে সিলেটের সাথে কাকে অভিন্ন বলে মনে করেন?
ক) গৌড়কে
খ) বঙ্গকে
গ) পুণ্ড্রকে
ঘ) হরিকেলকে
সঠিক উত্তর: (ঘ)

৯. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
ক) খুব উঁচু
খ) খুব নিচু
গ) নিচু ও আর্দ্র
ঘ) উঁচু ও আদ্র
সঠিক উত্তর: (গ)

১০. কত শতকের লেখকরা হরিকেল নামে একটি জনপদের বর্ণনা করেন?
ক) পাঁচ শতকের
খ) সাত শতকের
গ) আট শতকের
ঘ) নয় শতকের
সঠিক উত্তর: (খ)

১১. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম?
ক) বরিশাল
খ) নোয়াখালী
গ) কুমিল্লা
ঘ) চাঁদপুর
সঠিক উত্তর: (ক)

১২. কত শতকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল?
ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম
ঘ) ৮ম
সঠিক উত্তর: (ক)

১৩. বাংলার জনপদের অন্তর্ভুক্ত- i. দণ্ডভুক্তি ii. উত্তর রাঢ় iii. দক্ষিণ রাঢ় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. গৌড় জনপদটি পরিচিতি লাভ করে কেন?
ক) রাজাদের গৌড়েশ্বর উপাধির জন্য
খ) গৌড় নামে একটি উঁচু পাহাড় ছিল বলে
গ) গৌড় নামে একজন রাজা ছিল বলে
ঘ) গৌড়ের প্রাচীন শিলালিপি পাওয়া যায় বলে
সঠিক উত্তর: (ক)

১৫. কোন সময়ে পুণ্ড্রবর্ধনের দক্ষিণতম সীমা পদ্মা পেরিয়ে একেবারে খাড়ি বিষয় ও ঢাকা-বরিশালের সমদ্রতীর পর্যন্ত বিস্তৃত ছিল?
ক) পাল আমলে
খ) সেন আমলে
গ) গুপ্ত আমলে
ঘ) মৌর্য আমলে
সঠিক উত্তর: (খ)

১৬. কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কার প্রাচীন নাম?
ক) কুমিল্লার
খ) নোয়াখালীর
গ) ফেনীর
ঘ) চট্রগ্রামের
সঠিক উত্তর: (ক)

১৭. কোন জনপদ বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল?
ক) বরেন্দ্র
খ) পুণ্ড্র
গ) বঙ্গ
ঘ) চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর: (গ)

১৮. পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে কার অবস্থান ছিল?
ক) পুণ্ড্রের
খ) হরিকেলের
গ) সমতটের
ঘ) বরেন্দ্রর
সঠিক উত্তর: (গ)

১৯. হরিকেল বলতে মুলত বর্তমানের কোন জেলাকে বোঝানো হয়?
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) ফরিদপুর
ঘ) সিলেট
সঠিক উত্তর: (ঘ)

২০. কোন শতকের পর থেকে তাম্রলিপ্ত বন্দরে সমৃদ্ধি নষ্ট হয়ে যায়?
ক) ৭ম শতক
খ) ৮ম শতক
গ) ৯ম শতক
ঘ) ১০ম শতক
সঠিক উত্তর: (খ)

২১. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
ক) বাঙালি
খ) সাওতালি
গ) পুণ্ড্র
ঘ) মারমা
সঠিক উত্তর: (গ)

২২. বঙ্গের আয়তন সংকুচিত হয়ে পড়ে কখন?
ক) পাল ও সেনবংশীয় রাজাদের আমলে
খ) সুলতানি আমলে
গ) পাকিস্তানি আমলে
ঘ) মুসলিম আমলে
সঠিক উত্তর: (ক)

২৩. বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটিকে গৌড় বলা হতো?
ক) দিনাজপুরকে
খ) দক্ষিণাত্যকে
গ) পুণ্ড্রবর্ধনকে
ঘ) লক্ষণাবতীকে
সঠিক উত্তর: (ঘ)

২৪. বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল?
খ) বঙ্গের
গ) পুণ্ড্রবর্ধনের
ঘ) সমতটের
সঠিক উত্তর: (গ)

২৫. গৌড়ের নাগরিকদের হতে বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
ক) কৌটিল্যর
খ) ব্যাৎসায়নের
গ) পাণিনির
ঘ) হর্ষবর্ধনের
সঠিক উত্তর: (খ)

২৬. কোন শতকের লেখকেরা হরিকেল নামে অপর এক জনপদের বর্ণনা করেছেন?
ক) তৃতীয় শতকের
খ) চতুর্থ শতকের
গ) ষষ্ঠ শতকের
ঘ) সপ্তম শতকের
সঠিক উত্তর: (ঘ)

২৭. গঙ্গা ও ভাগীরথী মাঝখানের অঞ্চলকে বলা হতো-
ক) গৌড়
খ) বঙ্গ
গ) হরিকেল
ঘ) পুণ্ড্র
সঠিক উত্তর: (খ)

২৮. বঙ্গের আয়তন সংকুচিত হওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত-
i. পাল রাজাদের শাসনামল
ii. মুসলিম রাজাদেরে শাসনামল
iii. সেন রাজাদের শাসনামল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯. পুণ্ড্রবর্ধনের অবস্থান ছিল কোথায়?
ক) ভারতের শেষ সীমানায়
খ) বঙ্গের কাছাকাছি

গ) কুমিল্লায়
ঘ) বরেন্দ্র এলাকায়

সঠিক উত্তর: (ঘ)

৩০. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
ক) ধর্মপাল
খ) দেবপাল
গ) ত্রৈলোক্যচন্দ্র
ঘ) দেবেন্দ্র
সঠিক উত্তর: (গ)

৩১. ইতিহাসের খ্রিষ্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতককে কী বলা হয়ে থাকে?
ক) প্রাচীন যুগ
খ) মধ্যযুগ
গ) ঐতিহাসিক যুগ
ঘ) প্রাগৈতিহাসিক যুগ
সঠিক উত্তর: (ক)

৩২. প্রাচীনকালে বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
ক) বঙ্গ
খ) বাঙ্গালা
গ) জনপদ
ঘ) প্রদেশ
সঠিক উত্তর: (গ)

৩৩. অনেকে শুধু সিলেটের সাথে হরিকেলকে মনে করতেন কারণ-
ক) হরিকেল সমতটের অন্যতম অংশ হওয়ায়
খ) হরিকেল সিলেট পর্যন্ত বিস্তৃত হওয়ায়
গ) সমুদ্রকুলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ায়
ঘ) হরিকেল মোটামুটি বঙ্গের অংশ হওয়ায়
সঠিক উত্তর: (খ)

৩৪. প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল?
ক) ব্যবসায় বাণিজ্যকেন্দ্র
খ) নৌবাণিজ্যর কেন্দ্র
গ) কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
ঘ) কাপড়ের বাণিজ্যকেন্দ্র
সঠিক উত্তর: (খ)

৩৫. মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
ক) প্রাচীন যুগের
খ) আদিম যুগের
গ) মধ্যে যুগের
ঘ) মুসলমান যুগের
সঠিক উত্তর: (ঘ)

৩৬. গঙ্গা-ভাগীরথীর পূর্ববর্তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো?
ক) পুণ্ড্র
খ) হরিকেল
গ) সমতট
ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (গ)

৩৭. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৩৮. গৌড় কিসের নাম?
ক) প্রাচীন যুগের
খ) প্রাচীন ইতিহাসের
গ) জনপদের
ঘ) বিখ্যাত ব্যাক্তির
সঠিক উত্তর: (গ)

৩৯. বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে কী নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
ক) গৌড়
খ) বঙ্গ
গ) হরিকেল
ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (খ)

৪০. বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি?
ক) পুণ্ড্র
খ) গৌড়
গ) হরিকেল
ঘ) সমতট
সঠিক উত্তর: (ঘ)

৪১. বর্তমান কোন জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র?
ক) পটুয়াখালী
খ) বরিশাল
গ) বগুড়া
ঘ) নওগাঁ
সঠিক উত্তর: (খ)

৪২. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৩. পুণ্ডবর্ধনের কেন্দ্রস্থল ছিল কোন জনপদটি?
ক) তাম্রলিপ্ত

খ) বঙ্গ
গ) গৌড়
ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর: (ঘ)

৪৪. সমতটের রাজধানী ছিল কোথায়?
ক) কুমিল্লা
খ) ময়নামতি
গ) আনন্দবিহার
ঘ) বড় কামতা
সঠিক উত্তর: (ঘ)

৪৫. অনুমান করা হয় বঙ্গ একটি-
ক) গোত্রের নাম
খ) উপজাতির নাম
গ) জাতির নাম
ঘ) অঞ্চলের নাম
সঠিক উত্তর: (গ)

৪৬. পুণ্ড্র জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি?
ক) পুণ্ড্র
খ) আর্য
গ) গৌড়
ঘ) মহেঞ্জোদারো
সঠিক উত্তর: (ক)

৪৭. সীমান্ত গঙ্গা নদীর পাড়ে একটি গ্রামে বাস করে। প্রাচীনকালে সীমান্তদের গ্রামটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) বঙ্গ জনপদ
খ) গৌড় জনপদ
গ) হরিকলে জনপদ
ঘ) চন্দ্রদ্বীপ জনপদ
সঠিক উত্তর: (ক)

৪৮. বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে?
ক) হরিকেল
খ) পুণ্ড্র
গ) গৌড়
ঘ) বঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

৪৯. ত্রৈলোক্যচন্দ্র কোন বংশের রাজা ছিলেন?
ক) সেন
খ) মৌর্গ

গ) চন্দ্র

ঘ) গুপ্ত
সঠিক উত্তর: (গ)

৫০. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
ক) গৌড়ের
খ) বঙ্গের
গ) পুণ্ড্রের
ঘ) হরিকেলের
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ- 276 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here