নবম দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১৩ এর MCQ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড

এস.এস.সি  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা  অধ্যায় – ১৩: বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কতৃপক্ষ এ ক্ষমতা পরিচালনা করবে। কথাটির যথার্থ অর্থ হলো-
ক) রাজতন্ত্র
খ) গণতন্ত্র
গ) প্রজাতন্ত্র
ঘ) সমাজতন্ত্র
সঠিক উত্তর: (খ)

২. খন্দকার মোশতাক আহমেদ সামরিক আইন জারি করেন কেন?
ক) বঙ্গবন্ধু হত্যার বিচার করার জন্য
খ) বঙ্গবন্ধুর হত্যাকারীদের চিহ্নিত করার জন্য
গ) দেশে শান্তিশৃঙ্খলার জন্য
ঘ) অবৈধ ক্ষমতাকে স্থায়ী করার জন্য
সঠিক উত্তর: (ঘ)

৩. বহির্বিশ্বে সম্মানজনক ভাবমূর্তি নির্মাণে বঙ্গবন্ধু কীভাবে অনন্যসাধারণ অবদান রাখেন?
ক) আন্তজার্তিক স্বীকৃতি আদায়ের মাধ্যমে
খ) সংবিধান প্রণয়নের মাধ্যমে
গ) গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে
ঘ) বহির্বিশ্বে সাহায্য-সহযোগিতা প্রদানের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৪. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
ক) ১৫ সেপ্টেম্বর ১৯৭৪
খ) ১৬ সেপ্টেম্বর ১৯৭৪
গ) ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
ঘ) ১৮ সেপ্টেম্বর ১৯৭৪
সঠিক উত্তর: (গ)

৫. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান কে?
ক) আবু সাদাত মোহাম্মদ সায়েম
খ) তাজউদ্দিন আহমদ
গ) আবু সাঈদ চৌধুরী
ঘ) জিয়াউর রহমান
সঠিক উত্তর: (গ)

৬. বঙ্গবন্ধুর বুকে কতটি গুলির চিহ্ন পাওয়া যায়?
ক) ১৫টি
খ) ১৮টি
গ) ২০টি
ঘ) ২৫টি
সঠিক উত্তর: (খ)

৭. বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য?
ক) ১৩৫ তম
খ) ১৩৬ তম
গ) ১৩৭ তম
ঘ) ১৩৮ তম
সঠিক উত্তর: (খ)

৮. ১৯৭২-এর ১০ জানুয়ারি গুরুত্বপূর্ণ দিন কেন?
ক) বঙ্গবন্ধুর ভাষণের জন্য
খ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য
গ) বঙ্গবন্ধুর গ্রেফতারের জন্য
ঘ) বঙ্গবন্ধুর দেশ ত্যাগের জন্য
সঠিক উত্তর: (খ)

৯. প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় জেলা গ্রাম পর্যায় পর্যন্ত কীভাবে ত্রাণ বিতরণ করা হয়?
i. রেডক্রস সোসাইটির মাধ্যমে
ii. ত্রান ও পুনর্বাসন কমিটির মাধ্যমে
iii. কৃষিতে ভর্তুকি প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০. বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বঙ্গবন্ধু গুরুত্ব দিয়েছিলেন-
i. দেশের গ্রহনযোগ্যতা বৃদ্ধি করার জন্য
ii. বিদেশি সাহায্য-সহযোগিতা নিশ্চিত করার জন্য
iii. পণ্য দ্রব্যের রপ্তানি নিশ্চিত করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদার শিক্ষা কমিশন গঠন হয় কত খ্রিস্টাব্দে?
ক) ১৯৭০
খ) ১৯৭১
গ) ১৯৭২
ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (গ)

১২. ১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-
i. রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন
ii. প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন
iii. রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. গণপরিষদের একমাত্র কাজ হিসাবে নিচের কোনটি অধিক যৌক্তিক?
ক) আইন প্রণয়ন
খ) সংবিধান
গ) মতামত প্রণয়ন
ঘ) আদেশ প্রণয়ন
সঠিক উত্তর: (খ)

১৪. ‘আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই।–উক্তিটি কার?
ক) শেখ মুজিবুর রহমানের
খ) জিয়াউর রহমানের
গ) এ.কে ফজলুল হকের
ঘ) সোহরাওয়ার্দীর
সঠিক উত্তর: (ক)

১৫. ভারত ও পাকিস্তান কখন স্বাধীনতা লাভ করে?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (ক)

১৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন নিচের কোনটি?
ক) মৃত্যুদণ্ড
খ) জাতীয় সংসদ
গ) সংবিধান
ঘ) বিচার বিভাগ
সঠিক উত্তর: (গ)

১৭. ‘গণপরিষদের আদেশ’ জারি হয় কত খ্রিস্টাব্দে?
ক) ১৯৭১-এর ২৩ মার্চ
খ) ১৯৭১-এর ২৬ মার্চ
গ) ১৯৭২-এর ২৩ মার্চ
ঘ) ১৯৭২-এর ২৬ মার্চ
সঠিক উত্তর: (গ)

১৮. ১৯৭২ সালের সরকারি হিসাব মতে পুনর্বাসনের জন্য প্রতি মাসে খাদ্যের প্রয়োজন ছিল কত টন?
ক) দুই থেকে আড়াই লক্ষ টন
খ) তিন থেকে চার লক্ষ টন
গ) চার থেকে পাঁচ লক্ষ টন
ঘ) পাঁচ থেকে ছয় লক্ষ টন
সঠিক উত্তর: (ক)

১৯. বঙ্গবন্ধুর শাসনামলেও বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নি-
i. যুক্তরাষ্ট্র
ii. চীন
iii. সৌদি আরব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০. সংবিধানে মৌলিক অধিকারের বিষয়টি রাখা হয়েছে কেন?
ক) ব্যক্তিত্ব বিকাশের জন্য
খ) নিজ স্বার্থরক্ষার জন্য
গ) ব্যক্তিত্ব বিকাশের বাধা দানের জন্য
ঘ) অপরের স্বার্থ হননের জন্য
সঠিক উত্তর: (ক)

২১. কবিতা তার ছোট বোনকে বললো, রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কবিতার এই উক্তির সাথে নিচের কার উক্তির সাথে সাদৃশ্য রয়েছে?
ক) তাজউদ্দীন আহমেদ
খ) ইয়াহিয়া
গ) জুলফিকার আলী ভুট্টো
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ঘ)

২২. সংবিধানে যে ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. জাতীয়তাবাদ
ii. সমাজতন্ত্র
iii. গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. ১৯৭২ সালে ৩৪ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয় কেন?
i. দ্রুত সময়ের মধ্যে সংবিধানের খসড়া প্রণয়নে জন্য
ii. গণপরিষদ গঠন করার জন্য
iii. গণপরিষদের আদেশ জারি করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

২৪. বাংলাদেশের জনগণ বিদ্রোহ করে-
i. সাম্রাজ্যবাদ
ii. উপনিবেশবাদ
iii. বর্ণবাদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. দেশে রাষ্ট্রপতি সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কখন?
ক) ১৯৭৫-এর ২৩ জানুয়ারি
খ) ১৯৭৫-এর ২৪ জানুয়ারি
গ) ১৯৭৫-এর ২৫ জানুয়ারি
ঘ) ১৯৭৫-এর ২৬ জানুয়ারি
সঠিক উত্তর: (গ)

২৬. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে?
ক) বিচার বিভাগ
খ) আইন বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) জনগণ
সঠিক উত্তর: (ঘ)

২৭. ১৫ আগষ্ট বর্বর হত্যাযজ্ঞে মেতে উঠেছিলেন কারা?
ক) সেনাবাহিনীর বিপথগামী সদস্য
খ) মন্ত্রী পরিষদের কিছু সদস্য
গ) বিরোধী দলের কিছু সদস্য
ঘ) বিপথগামী কিছু প্রবাসী
সঠিক উত্তর: (ক)

২৮. ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান প্রণয়ন করা হয়। বাংলাদেশের সংবিধান কার্যকর হবার কারণে-
ক) গণপরিষদ গঠন করা হয়
খ) গণপরিষদ ভেঙে দেওয়া হয়
গ) হত্যাকান্ড সংঘটিত হয়
ঘ) গণপরিষদের সদস্যবৃন্দ সমর্থন জানান
সঠিক উত্তর: (খ)

২৯. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে গ্রেফতার হন?
ক) ২৫ মার্চ
খ) ২৬ মার্চ
গ) ২৭ মার্চ
ঘ) ২৮ মার্চ
সঠিক উত্তর: (খ)

৩০. গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন কে?
ক) লতিফউদ্দিন
খ) মোহাম্মদ উল্লাহ
গ) শাহ আব্দুল হামিদ
ঘ) মোহাম্মদ জিয়াউর
সঠিক উত্তর: (গ)

৩১. স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখ?
ক) ১৯৭৩ এর ৭ মার্চ
খ) ১৯৭৪ এর ৭ মার্চ
গ) ১৯৭৫ এর ৭ মার্চ
ঘ) ১৯৭৬ এর ৭ মার্চ
সঠিক উত্তর: (ক)

৩২. বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কে?
ক) শেখ মুজিবুর রহমান
খ) এম. মনসুর আলী
গ) তাজউদ্দিন আহমদ
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর: (খ)

৩৩. বঙ্গবন্ধুর হত্যাকান্ডটি ছিল বাঙালির জাতির জন্য-
i. করুণ
ii. নির্মম
iii. হৃদয় বিদারক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) সাম্প্রদায়িক চেতনা
খ) অসাম্প্রদায়িক চেতনা
গ) বাঙালি চেতনা
ঘ) ধর্মীয় চেতনা
সঠিক উত্তর: (খ)

৩৫. বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য কোনটি?
ক) অর্থনৈতিক উন্নয়ন
খ) সংবিধান প্রণয়ন
গ) যোগাযোগ উন্নয়ন
ঘ) কৃষিক্ষেত্রে উন্নয়ন
সঠিক উত্তর: (খ)

৩৬. সংবিধান বিল গণপরিষদে পাস হয় কখন?
ক) ১ নভেম্বর ১৯৭২
খ) ২ নভেম্বর ১৯৭২
গ) ৩ নভেম্বর ১৯৭২
ঘ) ৪ নভেম্বর ১৯৭২
সঠিক উত্তর: (ঘ)

৩৭. দেশে কত তারিখে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রর্বতন করা হয়?
ক) ১৯৭২ এর ২৫ জানুয়ারি
খ) ১৯৭৩ এর ২৫ জানুয়ারি
গ) ১৯৭৪ এর ২৫ জানুয়ারি
ঘ) ১৯৭৫ এর ২৫ জানুয়ারি
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ১৯৭২ সালের সংবিধান কোন পরিষদকে জাতীয় সংসদ বলে অভিহিত করা হয়েছে?
ক) শিক্ষা পরিষদ
খ) আইন পরিষদ
গ) নির্বাহী পরিষদ
ঘ) বিচার পরিষদ
সঠিক উত্তর: (খ)

৩৯. বঙ্গবন্ধুর সরকার কয় দিনে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হয়?
ক) মাত্র নয় মাসে
খ) মাত্র দশ মাসে
গ) মাত্র এগারো মাসে
ঘ) মাত্র এক বৎসরে
সঠিক উত্তর: (খ)

৪০. পাঁচসালা পরিকল্পনা সময়কাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) ১৯৭১-১৯৭৫
খ) ১৯৭২-১৯৭৬
গ) ১৯৭৩-১৯৭৭
ঘ) ১৯৭৩-১৯৭৮
সঠিক উত্তর: (ঘ)

৪১. বঙ্গবন্ধু নতুন সরকার পদ্ধতির কোন বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিলেন?
ক) গ্রহণযোগ্যতার
খ) সর্ববিষয়ে
গ) সীমাবদ্ধতার
ঘ) স্বীকৃতির
সঠিক উত্তর: (গ)

৪২. স্বদেশ প্রত্যাবর্তনের পরদিন বঙ্গবন্ধু-
i. মন্ত্রিসভা দীর্ঘ আলোচনা করেন
ii. অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন
iii. সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তন করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. পাকিস্তান বাহিনীর সারাদেশের কয়টি কলেজ ভবন জ্বালিয়ে দেয়?
ক) ৬ শত
খ) ৭ শত
গ) ৮ শত
ঘ) ৯ শত
সঠিক উত্তর: (ঘ)

৪৪. শেখ মুজিবুর রহমান কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দেন?
ক) ২৪
খ) ২৫
গ) ২৬
ঘ) ২৭
সঠিক উত্তর: (খ)

৪৫. বাংলাদেশ ভূখণ্ড এক বিধ্বস্ত জনপদে পরিণত হওয়ার কারণ হিসেবে পাকিস্তান বাহিনীর কোন নীতিটি অধিক যু্ক্তি হয়?
ক) একপেশি নীতি
খ) পক্ষপাত নীতি
গ) কাদামাটি নীতি
ঘ) পোড়ামাটি নীতি
সঠিক উত্তর: (ঘ)
৪৬. বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কতটি হাইস্কুল পুননির্মাণ করেন?
ক) ১০০
খ) ২০০
গ) ৩০০
ঘ) ৪০০
সঠিক উত্তর: (ঘ)

৪৭. ১৯৭৪ সালের ৪ নভেম্বর সেতুর প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন প্রস্তুত করা হয়। ফলশ্রুতিতে বর্তমানে-
ক) যমুনা সেতু তৈরি সম্ভব হয়েছে
খ) সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়
গ) যোগযোগের ওপর গুরুত্ব লক্ষ করা যায়
ঘ) জরুতিভিত্তিতে নির্মাণ করা হয়
সঠিক উত্তর: (ক)

৪৮. সংবিধান কয় কক্ষবিশিষ্ট আইন পরিষদের ব্যবস্থা করা হয়?
ক) এক কক্ষ
খ) দ্বি-কক্ষ
গ) তিন কক্ষ
ঘ) চার কক্ষ
সঠিক উত্তর: (ক)

৪৯. তুহিনদের বাড়ির সামনের একটি ব্যাংকে ডাকাত দল এসে জ্বালিয়ে দিয়ে গচ্ছিত স্বর্ণ লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সাথে মিল কার রয়েছে?
ক) মুক্তিবাহিনীর
খ) পাকবাহিনীর
গ) রক্ষীবাহিনীর
ঘ) বাংলাদেশের সেনাবাহিনীর
সঠিক উত্তর: (খ)

৫০. আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তা হলো-
i. যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. ভুটান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 286 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here