নবম ও দশম শ্রেণিরভূগোল ও পরিবেশ অধ্যায় – ৮: মানব বসতি এর MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

এস.এস.সি ভূগোল ও পরিবেশ এর বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৮: মানব বসতি

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. নীল নদ কোথায় অবস্থিত?
ক) পাকিস্তান
খ) মিসর
গ) তুরস্ক
ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর: (খ)

২. সংঘবদ্ধ বসতিকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩. বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে নিচের কোন দেশে?
ক) জার্মানি
খ) পোল্যান্ড
গ) সুইডেন
ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)

৪. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে আছে-
i. প্রাকৃতিক কারণ
ii. অর্থনৈতিক কারণ
iii. সাংস্কৃতিক কারণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫. রৈখিক বা দন্ডাকৃতি বসতি নিচের কোন অবয়বকে কেন্দ্র করে গড়ে ওঠে?
ক) নদীর প্রাকৃতিক বাঁধ
খ) খালের কিনারা
গ) রাস্তার পার্শ্ব
ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: (ঘ)

৬. শহরে বস্তির সংখ্যা কখন বাড়বে?
ক) অর্থনৈতিক কর্মকান্ডের পরিবর্তন হলে
খ) রাস্তাঘাট বৃদ্ধি পেলে
গ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে
ঘ) আকাশচুম্বী অট্টালিকা বেশি হলে
সঠিক উত্তর: (গ)

৭. কোন অঞ্চলের লোকেরা বরফের ঘরে বাস করে?
ক) তুন্দ্রা
খ) ভূমধ্যসাগরীয়
গ) মহাদেশীয়
ঘ) নিরক্ষীয়
সঠিক উত্তর: (ক)

৮. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে?
ক) বড় বড় অট্টলিকায়
খ) বস্তিতে
গ) হাসপাতালে
ঘ) খামার বাড়িতে
সঠিক উত্তর: (খ)

৯. নিচের কোনটি শহর বসতিতে দেখা যায়?
i. শিল্প
ii. বাণিজ্য
iii. কর্দমাক্ত রাস্তা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার-
ক) বেড়েই চলেছে
খ) হ্রাস পাচ্ছে
গ) স্থিতিশীল রয়েছে
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

১১. গ্রামে শোয়ার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর কোথায় তৈরি করা হয়?
ক) পুকুর পাড়ে
খ) উঠানের মাঝখানে
গ) উঠানের চারপাশে
ঘ) উঠানের এ কোণে
সঠিক উত্তর: (গ)

১২. বাংলাদেশের শহরগুলোর উদ্ভূত সমস্যা কি?
ক) বস্তি
খ) নর্দমা
গ) ভাড়া রাস্তাঘাট
ঘ) নির্মাণ কাজ
সঠিক উত্তর: (ক)

১৩. অভিযোজনের প্রথম পদক্ষেপ কী?
ক) বসতি স্থাপন
খ) প্রতিরক্ষা
গ) খাদ্য সংগ্রহ
ঘ) প্রকৃতির সাথে খাপ খাওয়ানো
সঠিক উত্তর: (ক)

১৪. গ্রামীণ বসতিতে কিসের প্রাধান্য কম থাকে?
ক) গোয়ালঘর
খ) উঠান
গ) রান্নাঘর
ঘ) পথঘাট
সঠিক উত্তর: (ঘ)

১৫. গ্রামীণ বসতি হতে পারে- i. বিচ্ছিন্ন ii. বিক্ষিপ্ত iii. গোষ্ঠীবদ্ধ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. সমাজবদ্ধ জীব মানুষ একত্রে বসবাস করতে চায়-
i. নিজস্ব প্রয়োজনে
ii. যোগাযোগের জন্য
iii. নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭. সংঘবদ্ধ বসতির শ্রণিবিভাগ করা হয়েছে-
i. আয়তনের ভিত্তিতে
ii. অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে
iii. কর্মধারার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৮. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
ক) পুঞ্জিভূত
খ) বৃত্তাকার
গ) বিক্ষিপ্ত
ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (গ)

১৯. লোকসংখ্যা যত বাড়তে বসতি সংখ্যাও তত-
ক) কমবে
খ) বাড়বে
গ) স্থিতিশীল থাকবে
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

২০. গ্রামীণ বসতি সহজেই চেনা যায়-
i. কাঠামোগত বৈশিষ্ট্য থেকে
ii. নির্মাণ উপকরণ থেকে
iii. বাড়ীর নকশা থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. ‘আর’ নগরীর উৎপত্তি হয়েছিল কোন সময়ে?
ক) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ
খ) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
গ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
ঘ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
সঠিক উত্তর: (ঘ)

২২. প্রাচীনকালে মানুষের বসতি পুঞ্জিভূত ছিল কেন?
ক) পানীয় জলের প্রাপ্যতার জন্য
খ) বনাঞ্চলের জন্য
গ) প্রতিরক্ষার জন্য
ঘ) ভূ-প্রকৃতির জন্য
সঠিক উত্তর: (গ)

২৩. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য?
ক) পৌর বসতি
খ) অকৃষি গ্রামীণ বসতি
গ) গ্রামীণ বসতি
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)

২৪. কোন সময় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল?
ক) খ্রিষ্টপূর্ব ২৫০০
খ) খ্রিষ্টপূর্ব ৩০০০
গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০
ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০
সঠিক উত্তর: (ক)

২৫. গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলেছে কেন?
ক) জীবনযাত্রার মান উন্নয়নের ফলে
খ) আধুনিকায়নের কারণে
গ) গনরায়নের ফলে
ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে
সঠিক উত্তর: (ঘ)

২৬. বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়-
i. জলাভাব
ii. বনভূমি
iii. অনুর্বর মাটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii

ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. যে শহর অর্থনৈতিক দিক দিয়ে যত উন্নত তার লোক আকর্ষণ ক্ষমতা-
ক) তত কম
খ) কম
গ) তত বেশি
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

২৮. মানুষ স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হলো কখন?
ক) যখন নিজেই প্রতিরক্ষা করতে পারল
খ) যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল
গ) যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করতে হতো
ঘ) যখন বসতি গড়তে শিখলো
সঠিক উত্তর: (খ)

২৯. অর্থনৈতিক দিক থেকে উন্নত স্থানে গড়ে উঠে?
i. বসতি
ii. রাস্তা
iii. খামার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০. আয়তন ও কর্মধারার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)

৩১. পশুচারণ এলাকায় সাধারণত কোন ধরনের বসতি দেখা যায়?
ক) ছড়ানো
খ) পুঞ্জিভূত
গ) অনুকেন্দ্রিক
ঘ) সবকয়টিই
সঠিক উত্তর: (ক)

৩২. উর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
ক) বিক্ষিপ্ত
খ) পুঞ্জিভূত
গ) বৃত্তাকার
ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (খ)

৩৩. গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতির অর্থনীতির ভিত্তি হল-
ক) শিল্প
খ) কৃষি
গ) বাণিজ্য
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

৩৪. আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে?
ক) হরপ্পা
খ) মহেঞ্জোদারো
গ) সমরকন্দ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

৩৫. নিচের কোনটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য নয়?
ক) বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম
খ) বাসগৃহের একত্রে সমাবেশ
গ) অকৃষিভিত্তিক কর্মকান্ড
ঘ) কৃষিভিত্তিক কর্মকান্ড
সঠিক উত্তর: (গ)

৩৬. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল?
ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ
সঠিক উত্তর: (খ)

৩৭. প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যে মানুষ কোন ধরনের বসতি স্থাপন করে?
ক) বৃত্তাকার
খ) বিক্ষিপ্ত
গ) পুঞ্জিভূত
ঘ) সরল রৈখিক
সঠিক উত্তর: (গ)

৩৮. নিচের কোন নদীর পাশ দিয়ে রৈখিক বসতি দেখা যায় না?
ক) মহানন্দা
খ) তিস্তা
গ) যমুনা
ঘ) করতোয়া
সঠিক উত্তর: (ঘ)

৩৯. বিক্ষিপ্ত বসতির উদাহরণ-
i. যুক্তরাষ্ট্রের খামার বসতি
ii. অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র
iii. হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. স্বভাবতই গ্রামীণ বসতি কোথায় তৈরি করা হয়?
ক) নদীর পড়ে
খ) বদ্ধ জায়গায়
গ) রাস্তার পাশে
ঘ) খোলামেলা জায়গায়
সঠিক উত্তর: (ঘ)

৪১. শহরে বস্তি গড়ে উঠে কেন?
ক) আবাস সংকটের কারণে
খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায়
গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায়
ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায়
সঠিক উত্তর: (ঘ)

৪২. বন্ধুর বসতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ-
i. অসমতল জায়গা
ii. যোগাযোগ ব্যবস্থার অভাব
iii. অর্থনৈতিক অনগ্রসরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. গ্রামীণ বসতির অবস্থানের প্রেক্ষিতে বসতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) ৩ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর: (ক)

৪৪. গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে-
ক) বেশি
খ) খুব বেশি
গ) কম
ঘ) খুব কম
সঠিক উত্তর: (ঘ)

৪৫. গ্রামীণ বসতির শ্র্রেণীবিভাগ করা হয়েছে-
i. বসতির নির্মাণ সামগ্রীর ভিত্তিতে
ii. বসতির অবস্থানের প্রেক্ষীতে
iii. বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৬. নগর বসতির বৈশিষ্ট্য কি?
ক) কৃষি প্রধান
খ) উৎপাদক অঞ্চল
গ) প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
ঘ) ১ম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
সঠিক উত্তর: (গ)

৪৭. পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়?
ক) পাহাড়ী এলাকা
খ) বড় বড় এলাকা
গ) নিচু সমতলভূমি
ঘ) প্লাবন সমভূমি
সঠিক উত্তর: (খ)

৪৮. থেবস নগরী কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল?
ক) নীল নদ
খ) সিন্ধু
গ) তাইগ্রিস-ইউফ্রেটিস
ঘ) সবসয়টিই
সঠিক উত্তর: (ক)

৪৯. বনাঞ্চলে সাধারণত কোন ধরনের জনবসতি বেশি দেখা যায়?
ক) ছড়ানো
খ) পুঞ্জিভূত
গ) অনুকেন্দ্রিক
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৫০. কৃষি জমির নিকটে জনবসতি গড়ে ওঠার কারণ কি?
ক) উৎপাদনের সুবিধা
খ) সমতল ভূমি
গ) যাতায়াতের সুবিধা
ঘ) জীবিকার উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 280 KB 

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here