নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ৬:বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ | সাধারণ জ্ঞান প্রস্তুতি

এস. এস. সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ৬:বাংলাদেশের নদ-নদী ওপ্রাকৃতিকসম্পদ

এই নোট টির ডাউনলোড লিংক পোস্টের নিচে পাবেন

বাংলাদেশের নদ-নদী ও পানি সম্পদ

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ৭০০ টি নদ-নদী রয়েছে। এগুলোর আয়তন দৈর্ঘ্যে ২২১৫৫ কিমি। এ সব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি,বনভূমি, কৃষি জমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ, ব্যবহার বর্ধন ও সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করছে। 

 

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ৭০০ টি নদ-নদী রয়েছে। এগুলোর আয়তন দৈর্ঘ্যে ২২১৫৫ কিমি। এ সব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি,বনভূমি, কৃষি জমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ, ব্যবহার বর্ধন ও সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করছে। 

প্রাকৃতিক সম্পদ

প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। যেমন, মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ।

 

প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। যেমন, মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ।

বাংলাদেশের নদ-নদী ও পানি সম্পদ

বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে- পদ্মা, ব্রক্ষ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু ইত্যাদি।

পদ্মাঃ পদ্মা নদী ভারতে ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। গোয়ালন্দের নিকট ব্রক্ষ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে মেঘনার সঙ্গে পদ্মা নাম ধারণ করে মিলিত হয়েছে। বরিশাল ও নোয়াখালি হয়ে এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন ৩৪১৮৮ বর্গ কিমি। পশ্চিম থেকে পূর্বে নিম্নগঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলী, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, চিত্রা, মধুমতী, আডিয়াল খাঁ। 

মেঘনাঃ মেঘনা নদী সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারার মিলিতস্থলে। সুরমা ও কুশিয়ারার উৎপত্তি আসামের বরফ নদী নাগা-মনিপুর অঞ্চলে। সুরমা ও কুশিয়ারা বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করে। সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মিলিত জলধারা মেঘনায় যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি হয়েছে। মুন, তিতাস, গোমতী, বাউলাই, মেঘনার শাখানদী। 

ক্রান্তীয় পাতাঝরা

বাংলাদেশের ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এই বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও কড়ই, বহেরা, হিজন, শিরিষ, হরিতকি, কাঠাঁল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে প্রধানত শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন বলা হায়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধুপুর ভাওয়াল নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে একে বরেন্দ্র ভূমির অঞ্চলও বলা হয়। 

পানি ব্যবস্থাপনা

মানুষসহ জীব জগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি ও শিল্পের বিকাশে পানির ব্যবহার অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত এবং গ্রীষ্মকালে পানির অভাব হলে কৃষি, শিল্প ও জীবনযাপন সংকটাপন্ন হয়ে ওঠে। সে কারণে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ ও বন্টন নিশ্চিত করতে এ সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। পরিকল্পিত পাপ্যতা ও ব্যবহারকে পানির ব্যবস্থাপনা বলা হয়।  সাধারণত কঠিন, তরল ও বাষ্পকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানির নিশ্চিত করতে নদনদী, খাল, পুকুর হাওর ও বিলে ভূমিকা পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়। 

সার

আমাদের দেশে দীর্ঘদিন থেকে কৃষি কাজে অপরিমিতভাবে সার ও কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষণে মাছ ও কৃষি উৎপাদনের ভারসাম্য নষ্ট হচ্ছে। অপ্রয়োজনে সার ও কীটনাশক ব্যবহার না করা হলে পানি ও ভূমির গুণাগুণ অক্ষত থাকবে। 

পানি ও খাদ্য ব্যবস্থাপনা

বাংলাদেশ পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ। এতে মানুষের খাদ্য, পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা বেশ কঠিন। তাই জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলা খুবই কঠিন হয়ে উঠেছে। দিন দিন এ দেশে ভুমি, পানি, খাদ্য ব্যবস্থাপনা সহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাধীনতার ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে, খাদ্যোৎপাদন ৩ গুণ বেড়েছে, তাতে দেশে হয়ত বড় ধরণের খাদ্য সংকট নেই।

কৃষিজ সম্পদ

দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপাল বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষিপ্রধান। এ অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ নদী ইত্যাদির উপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষিজ সম্পদ উৎপাদন করে। এই কৃষি উৎপাদনে একটি সুনির্দিষ্ট মাত্রার তাপমাত্রা এবং বৃষ্টিপাতের দরকার হয়। যার কারণে অঞ্চলেভেদে কৃষি উৎপাদনে তারতম্য ঘটে।

বাংলাদেশে করণ

ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এ কারণে বাংলদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ভূমিরূপ ও ভূ-অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ-আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ৬ এর বহুনির্বাচনী প্রশ্ন পিডিএফ ডাউনলোড

 
১. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়?
ক) গ্রীষ্মকালে
খ) শীতকালে
গ) শরৎকালে
ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (খ)

 

২. তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
ক) সিলেটে লুসাই পাহাড়ে
খ) সিলেটের জয়ন্তিয়া সরোবরে
গ) পার্বত্য চট্টগ্রামে
ঘ) সিকিমের পার্বত্য অঞ্চলে
সঠিক উত্তর: (ঘ)

৩. কোন সংস্থা যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে থাকে?
ক) আই ডব্লিউ টি এ
খ) বি আই ডব্লিউ টি এ
গ) বি আর টি সি
ঘ) বি আর টি এ
সঠিক উত্তর: (ক)

৪. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ২৮০
খ) ৩২০
গ) ৩৪০
ঘ) ৩৯০
সঠিক উত্তর: (খ)

৫. পদ্মার উপনদী কোনটি?
ক) কুমার
খ) ভৈরব
গ) মহানন্দা
ঘ) মধুমতী
সঠিক উত্তর: (গ)

৬. বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক) বাকলিয়া
খ) কাপ্তাই
গ) তালিমাবাদ
ঘ) মহেশখালী
সঠিক উত্তর: (খ)

৭. তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের কারণ কী?
ক) ১৯৯৮ সালের প্রবল বন্যা
খ) ১৯৮৮ সালের প্রবল বন্যা
গ) ১৯৮৭ সালের প্রবল বন্যা
ঘ) ১৮৯৭ সালের ভূমিকম্প
সঠিক উত্তর: (গ)

৮. কোন নদীটির দুইটি নাম?
ক) মেঘনা
খ) কর্ণফুলী
গ) মাতামুহুরী
ঘ) পদ্মা
সঠিক উত্তর: (ঘ)

৯. বাংলাদেশে ‘অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’ গঠন করা হয় কত সালে?
ক) ১৯৬০
খ) ১৯৫৮
গ) ১৯৭২
ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (খ)

১০. কুশিয়ারা ও সুরমা নদী আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
ক) মেঘনা
খ) যমুনা
গ) কালনী
ঘ) আড়িয়াল খাঁ
সঠিক উত্তর: (গ)

১১. কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত?
ক) ঢাকা
খ) সিলেট
গ) গাজীপুর
ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)

১২. বাংলাদেশের সকল নদ-নদীর গন্তব্য কোথায়?
ক) কৃষ্ণ সাগরে
খ) আরব সাগরে
গ) বঙ্গোপসাগরে
ঘ) ভারত মহাসাগরে
সঠিক উত্তর: (গ)

১৩. নদী প্রবাহ হারালে ক্ষতিগ্রস্ত হবে –
i. মানুষ
ii. পশুপাখি
iii. গাছ-তরুলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
ক) ইউরোপ
খ) আমেরিকা
গ) এশিয়া
ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ)

১৫. কোনটি পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) চীন
ঘ) মিয়ানমার
সঠিক উত্তর: (ক)

১৬. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

১৭. গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হলো –
i. ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে
ii. এর পাতাগুলো চিরসবুজ থাকে
iii. এটি লবণাক্ত মাটিতে জন্মায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮. তুলা, চা, ডাল, মরিচের উৎপাদন বেশ ভালো হয় –
i. ভারতে
ii. বাংলাদেশে
iii. মিয়ানমারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৯. বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়?
ক) ১৯৬৫
খ) ১৯৭০
গ) ১৯৭২
ঘ) ১৯৭৬
সঠিক উত্তর: (গ)

২০. কোনটির কারণে আমাদের দেশের মৎস্য সম্পদ নষ্ট হতে বাধ্য?
ক) ভূতাত্ত্বিক অবস্থার
খ) জলবায়ুগত অবস্থার
গ) বৃষ্টি শূন্যতার
ঘ) নদীর নাব্যতার
সঠিক উত্তর: (গ)

২১. কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে – i. কাসালাং ii. হালদা iii. পশুর নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশ?
ক) মায়ানমার
খ) নেপাল
গ) ভারত
ঘ) ভুটান
সঠিক উত্তর: (গ)

২৩. বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর প্রভাব অপরিসীম হওয়ার কারণ –
i. নদী পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম
ii. সেচে, শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে পানির প্রয়োজন হয়
iii. কৃষি, শিল্প ও ব্যবসা নদীর ওপর নির্ভারশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়?
ক) সাইভার পর্বত
খ) লুসাই পাহাড়
গ) মানস সরোবর
ঘ) গঙ্গোত্রী হিমবাহ
সঠিক উত্তর: (ক)

২৫. তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
ক) পঞ্চগড়
খ) ডিমলা
গ) কুমিল্লা
ঘ) বড়লেখা
সঠিক উত্তর: (খ)

২৬. কখন ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো?
ক) ১৯৮৭ সালের আগে
খ) ১৭৮৭ সালের আগে
গ) ১৮১৭ সালের আগে
ঘ) ১৮৮৭ সালের আগে
সঠিক উত্তর: (খ)

২৭. বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কতটি?
ক) ৭৩০টি
খ) ৬৫০টি
গ) ৭০০টি
ঘ) ৮০০টি
সঠিক উত্তর: (গ)

২৮. ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কোন অঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে?
ক) উত্তর-পূর্বাঞ্চল
খ) উত্তর-পশ্চিমাঞ্চল
গ) উত্তর-দক্ষিণাঞ্চল
ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
সঠিক উত্তর: (খ)

২৯. কখন মানুষ নদীতীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে?
ক) প্রাচীনযুগে
খ) মধ্যযুগে
গ) প্রস্তুর যুগে
ঘ) ব্রোঞ্জযুগে
সঠিক উত্তর: (ক)

৩০. পদ্মা নদীর জন্মস্থান কোথায়?
ক) তিব্বতের মানস সরোবরে
খ) সিলেটের লুসাই পাহাড়ে
গ) মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে
ঘ) আসামে
সঠিক উত্তর: (গ)

৩১. কুশিয়ারা কোথায় কালনীর সাথে মিলিত হয়েছে?
ক) চাঁদপুরে
খ) দৌলতদিয়ায়
গ) সুনামগঞ্জে
ঘ) আজমিরিগঞ্জের কাছে
সঠিক উত্তর: (ঘ)

৩২. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?
ক) সুরমা
খ) কর্ণফুলী
গ) আত্রাই
ঘ) মাতামুহুরী
সঠিক উত্তর: (খ)

৩৩. বাংলাদেশে যেসব অঞ্চলে রাবার চাষ শুরু হয়েছে সেগুলো হলো –
i. খাগড়াছড়ি অঞ্চলে
ii. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
iii. সিলেট অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪. যমুনার উপনদী কোনটি?
ক) আত্রাই
খ) ধলেশ্বরী
গ) পুনর্ভবা
ঘ) শীতলক্ষ্যা
সঠিক উত্তর: (ক)

৩৫. আসামের নাগা মণিপুর অঞ্চলে কোন নদী অবস্থিত?
ক) নাফ
খ) সাঙ্গু
গ) মাতামুহুরী
ঘ) বরাক
সঠিক উত্তর: (ঘ)

৩৬. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. পানি সংরক্ষণে
ii. পানি নিষ্কাশনে
iii. বন্যা প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. কৃষি ও শিল্পের বিকাশে কোনটির ব্যবহার অপরিহার্য?
ক) গ্যাস
খ) তেল
গ) কীটনাশক
ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ব্রহ্মপুত্র নদের জন্ম কোথায়?
ক) সিলেটের লুসাই পাহাড়ে
খ) তিব্বতের মানস সরোবরে
গ) মধ্য হিমবাহের গঙ্গোত্রী হিমবাহে
ঘ) ত্রিপুরায়
সঠিক উত্তর: (খ)

৩৯. বিশ্বসভ্যতার বিশেষ বৈশিষ্ট্য হলো –
i. সব সভ্যতাই নদীর তীরে বসবাস কেন্দ্রিক
ii. ঘন বনজঙ্গলের নিকট বসবাস
iii. মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে বসবাস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪০. মুন্সীগঞ্জের কাছে যে জলধারা মেঘনায় এসে যুক্ত হয়েছে –
i. বুড়িগঙ্গা
ii. ধলেশ্বরী
iii. গোমতী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪১. বাংলাদেশের কোন জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে?
ক) পঞ্চগড়
খ) কুড়িগ্রাম
গ) রংপুর
ঘ) লালমনিরহাট
সঠিক উত্তর: (খ)

৪২. খুলনা-বরিশাল নৌপথে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক) পশুরের
খ) তিস্তার
গ) ব্রহ্মপুত্রের
ঘ) সাঙ্গুর
সঠিক উত্তর: (ক)

৪৩. ব্রহ্মপুত্রের নতুন ধারাটি দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত কী নামে পরিচিত?
ক) গঙ্গা
খ) যমুনা
গ) ধলেশ্বরী
ঘ) কর্ণফুলী
সঠিক উত্তর: (খ)

৪৪. ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ কত সালে প্রতিষ্ঠা করা হয়?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৮০
সঠিক উত্তর: (ক)

৪৫. মেঘনা নদীর জন্ম কোন জেলায়?
ক) সুনামগঞ্জ
খ) সিলেট
গ) ব্রাহ্মণবাড়িয়া
ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ)

৪৬. পশুর নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ২০৭
খ) ১৪২
গ) ২১৮
ঘ) ১৮০
সঠিক উত্তর: (খ)

৪৭. বাংলাদেশে কোন অংশে গরান বনভূমি অবস্থিত?
ক) উত্তর-পূর্বাংশে
খ) উত্তর-পশ্চিমাংশে
গ) দক্ষিণ-পূর্বাংশে
ঘ) দক্ষিণ-পশ্চিমাংশে
সঠিক উত্তর: (ঘ)

৪৮. নদীর পানি কমে গেলে অস্তিত্ব বিপন্ন হতে পারে –
i. মাছ ও পশুপাখির
ii. মানুষ ও জীবজন্তুর
iii. গাছপালা ও তরুলতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. কোন নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) কর্ণফুলী
ঘ) যমুনা
সঠিক উত্তর: (গ)

৫০. মেঘনার উপনদী কোনটি?
ক) বুড়িগঙ্গা
খ) করতোয়া
গ) আত্রাই
ঘ) গোমতী
সঠিক উত্তর: (ঘ)

PDF File Download From Here

📝 সাইজঃ-277 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here