নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ১৫:বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার | সাধারণ জ্ঞান প্রস্তুতি

এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় -১৫: সামাজিক সমস্যা ও এর প্রতিকার

বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার

এই নোট টির ডাউনলোড লিংক পোস্টের নিচে পাবেন

সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়

সমাজ জীবনে আর্থ-সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ের প্রভাব সুদূরপ্রসারী। সমাজে মূল্যবোধের অবক্ষয় নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়। ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ অচল হয়ে পড়ে। অপরাধীদের দৌরাত্ম বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায়। সমাজজীবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেশের সকল সেবাখাতের মান নিম্নগামী হয়। সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়।

সমাজ জীবনে আর্থ-সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ের প্রভাব সুদূরপ্রসারী। সমাজে মূল্যবোধের অবক্ষয় নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়। ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ অচল হয়ে পড়ে। অপরাধীদের দৌরাত্ম বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায়। সমাজজীবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেশের সকল সেবাখাতের মান নিম্নগামী হয়। সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়
নারীর প্রতি সহিংসতা

পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি এই সহিংস আচরণ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর আর্থ-সামাজিক  শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এই নির্যাতন চালানো হয়। এ সহিংস আচরণ বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, কর্মক্ষেত্র, হাট-বাজার থেকে শুরু করে যেকোনো স্থানে ঘটতে পারে।

পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি এই সহিংস আচরণ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর আর্থ-সামাজিক  শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এই নির্যাতন চালানো হয়। এ সহিংস আচরণ বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, কর্মক্ষেত্র, হাট-বাজার থেকে শুরু করে যেকোনো স্থানে ঘটতে পারে

এইচ আব বি/এইডস

এইডস এর পূর্ণ ইংরেজি রূপ হলো Acquired Immune Deficiency Syndrome(AIDS)। এইচঅাইভি কয়েকটি নির্দিষ্ট উপায়ে মানব দেহে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির রোগ-প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত পরিমাণে  ধ্বংস করে দেয়। এইচআইভি সংক্রমণের এই সর্বশেষ পর্যায় হলো  এইডস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্য যে কোনো সুযোগসন্ধানী রোগে আক্রান্ত হয়। এইডস এর কোনো কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। সে কারণে এইডস-আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু। 

এইডস এর পূর্ণ ইংরেজি রূপ হলো Acquired Immune Deficiency Syndrome(AIDS)। এইচঅাইভি কয়েকটি নির্দিষ্ট উপায়ে মানব দেহে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির রোগ-প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত পরিমাণে  ধ্বংস করে দেয়। এইচআইভি সংক্রমণের এই সর্বশেষ পর্যায় হলো  এইডস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্য যে কোনো সুযোগসন্ধানী রোগে আক্রান্ত হয়। এইডস এর কোনো কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। সে কারণে এইডস-আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু।

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা পৃথিবীর প্রায় সব দেশেই ঘটে থাকে। তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশের সমাজ জীবনে এ সমস্যা নানামুখী আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটি মানসিক সমস্যাকেও প্রভাবিত করেছে। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি ও দুর্বলতাজনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সে সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা।

সড়ক দুর্ঘটনা পৃথিবীর প্রায় সব দেশেই ঘটে থাকে। তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশের সমাজ জীবনে এ সমস্যা নানামুখী আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটি মানসিক সমস্যাকেও প্রভাবিত করেছে। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি ও দুর্বলতাজনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সে সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা

জঙ্গিবাদ

জঙ্গি শব্দটি ইংরেজী militant, এবং ল্যাটিন শব্দ মিলিট্যার (militare) থেকে এসেছে। মিলিট্যার শব্দের অর্থ হলো সৈনিক হিসেবে কাজ করা। আচরণিক দৃষ্টিভঙ্গিতে জঙ্গি বলতে তাদের বুঝায় যারা যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং ধ্বংসকারী। জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত কোনো সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। তারা নিজেদের উদ্দেশ্য পূরণে কোনো রাজনৈতিক ধারণা প্রতিষ্ঠায় চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয়। 

জঙ্গি শব্দটি ইংরেজী militant, এবং ল্যাটিন শব্দ মিলিট্যার (militare) থেকে এসেছে। মিলিট্যার শব্দের অর্থ হলো সৈনিক হিসেবে কাজ করা। আচরণিক দৃষ্টিভঙ্গিতে জঙ্গি বলতে তাদের বুঝায় যারা যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং ধ্বংসকারী। জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত কোনো সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। তারা নিজেদের উদ্দেশ্য পূরণে কোনো রাজনৈতিক ধারণা প্রতিষ্ঠায় চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয়।

দুর্নীতি

ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী কাজই দুর্নীতি, যেমন-ঘুষ ও স্বজনপ্রীতি উভয় কাজই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারী ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের অপব্যবহারকে বুঝায়। সাধারণত ঘুষ, বলপ্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা অর্জনকে দুর্নীতি বলে। অবৈধ সুযোগ-সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। 

ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী কাজই দুর্নীতি, যেমন-ঘুষ ও স্বজনপ্রীতি উভয় কাজই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারী ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের অপব্যবহারকে বুঝায়। সাধারণত ঘুষ, বলপ্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা অর্জনকে দুর্নীতি বলে। অবৈধ সুযোগ-সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। 

কিশোর অপরাধ

কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা। আমাদের সমাজে এবং সারা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে এ সমস্যাটি বিদ্যমান রয়েছে। সামাজিক পরিবেশ, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরণের অপব্যবহারকারীদের সঙ্গী হয়ে শিশু-কিশোর অপরাধী হয়ে উঠে।

যৌন হয়রানি

সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয় এবং একটি সামাজিক বিপর্যয়, যা অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও গ্রাস করেছে। আমাদের দেশের নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরি, তরুণী এমনকি বিবাহিত নারীরাও জঘন্য যৌন হয়রানির শিকার হচ্ছে এ যৌন হয়রানিকে ইভটিজিং বলা হয় যা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

এসিড নিক্ষেপ

এসিড নিক্ষেপ নারীর প্রতি একটি ভয়াবহ সহিংসতা। বর্তমানে বাংলাদেশে এসিড নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণত নারীদের উপরই এসিড নিক্ষেপের ঘটনা অধিক ঘটে থাকে।

মাতৃকল্যাণ

স্বাস্থ্য একটি মানবাধিকার। সকল জনগণের সুস্বাস্থ্য অর্জনের লক্ষ্যে সেবা প্রাপ্তিতে সাম্য, নারী-পুরুষ সমতা এবং সমগ্র জনগোষ্ঠীর সেবার নিশ্চয়তা বিধান করা প্রয়োজন। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মায়েদের স্বাস্থ্য ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এককথায় মাতৃকল্যাণ বলতে মায়ের স্বাস্থ্য, সুরক্ষা ও ভালোথাকার জন্য সমাজ এবং সামাজিক সংগঠন কর্তৃক সংঘবদ্ধ প্রচেষ্টাসমূহকে বোঝায়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এ বলা হয়েছে যে,যদি কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি বা নীতি গর্হিত কোনো কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে বিদেশ থেকে আনয়ন করে বা বিদেশে পাচার বা প্রেরণ করে অথবা ক্রয়-বিক্রয় বা অনুরূপ কোনো  উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে তার দখলে,হেফাজতে রাখেন, তবে  উক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনধিক ২০ বছর কিন্তু অন্যুন ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন।

নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ১৫ এর সকল বহুনির্বাচনী প্রশ্ন PDF ডাউনলোড

বাংলাদেশে কোন মৌসুমে কিশোর অপরাধ কমে যায়?
ক) বর্ষাকালে
খ) শরৎকালে
গ) গ্রীষ্মকালে
ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (ক)

২.রাণী একজন পোশাক শ্রমিক। প্রায়ই বাসায় ফিরতে তার রাত হয়। সে কোন ধরনের নির্যাতনের শিকার হতে পারে?
ক) অপহরণ
খ) যৌন নির্যাতন
গ) হত্যা
ঘ) ছিনতাই
সঠিক উত্তর: (খ)

৩. সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ফল কী?
ক) সমাজ স্থিতিশীল হয়
খ) নৈরাজ্য সৃষ্টি হয়
গ) বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়
ঘ) দুর্নীতি বেড়ে যায়
সঠিক উত্তর: (খ)

৪. প্যারোল কী?
ক) কিশোর অপরাধীদের সংশোধনের প্রতিষ্ঠান
খ) মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
গ) ভোটদানের আধুনিক পদ্ধতি
ঘ) সরকারের জরুরি নির্দেশনা
সঠিক উত্তর: (ক)

৫. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন – ২০১১ অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?
ক) সশ্রম মৃত্যুদন্ডসহ দুইলক্ষ টাকা অর্থদন্ড
খ) মৃত্যুদন্ডসহ পাঁচলক্ষ টাকা অর্থদন্ড
গ) বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচলক্ষ টাকা অর্থদন্ড
ঘ) মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড
সঠিক উত্তর: (খ)

৬. বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ কোনটি?
ক) শিক্ষার অভাব
খ) অতিরিক্ত অর্থ
গ) পারিবারিক বিশৃঙ্খলা
ঘ) জনসংখ্যার বিস্ফোরণ
সঠিক উত্তর: (গ)

৭. জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য –
i. শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস করা
ii. ২০১৪ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার কমানো
iii. ২০১২ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৮. নারী সহিংস আচরণের শিকার হয় –
i. পুরুষের দ্বারা
ii. নারীর দ্বারা
iii. শিশুর দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯. যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পরে ঘটে থাকে –
i. স্ত্রী নির্যাতন
ii. বিবাহ বিচ্ছেদ
iii. পারিবারিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. HIV – এর ঘনত্ব অত্যন্ত কম কোন মাধ্যমে?
ক) বীর্য
খ) যোনিরস
গ) মূত্র
ঘ) থুতু
সঠিক উত্তর: (গ)

১১. সরকারি চাকরিতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটির গেজেট প্রকাশ করা হয় কবে?
ক) ৯ জানুয়ারি ২০০১
খ) ৯ জানুয়ারি ২০১১
গ) ১১ জানুয়ারি ২০০১
ঘ) ১১ জানুয়ারি ২০১১
সঠিক উত্তর: (ঘ)

১২. কিশোররা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে –
i. আকাশ সংস্কৃতির প্রভাবে
ii. প্রতিষ্ঠা লাভের আশায়
iii. বাবা-মার কর্মব্যস্ততায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৩. এইডস কেন হয়?
ক) সংক্রমিত রোগির চোখের পানির সংস্পর্শে
খ) এইচআইভি ভাইরাস আক্রমণ করলে
গ) সংক্রমিত রোগির থালা বাসন ব্যবহার করলে
ঘ) আক্রান্ত রোগির সাথে আলিঙ্গন করলে
সঠিক উত্তর: (খ)

১৪. কোনো ব্যক্তি যদি এসিড দ্বারা কারো দৃষ্টিশক্তি নষ্ট করে তাহলে উক্ত ব্যক্তি দন্ডিত হবেন –
i. যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে
ii. অনধিক চৌদ্দ বছর কারাদন্ডে
iii. অনুর্ধ্ব এক লক্ষ টাকার অর্থদন্ডে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫. লমব্রোসো ছিলেন একজন –
ক) অপরাধ বিজ্ঞানী
খ) সমাজবিজ্ঞানী
গ) দার্শনিক
ঘ) নৃবিজ্ঞানী
সঠিক উত্তর: (ক)

১৬. কোনটি প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা?
ক) যৌতুক প্রথা
খ) এইডস
গ) শিশুশ্রম
ঘ) কিশোর অপরাধ
সঠিক উত্তর: (ঘ)

১৭. নারী ও শিশু নির্যাতন দমন আইন – ২০০০ অনুসারে যৌন হয়রানিমূলক আচরণে অপরাধী ব্যক্তি দন্ডিত হবেন –
i. অনুর্ধ্ব ৭ বছর সশ্রম কারাদন্ড
ii. সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদন্ড
iii. যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮. সামাজিক রীতিনীতি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তখন কী ঘটে?
ক) বিশৃঙ্খলা সৃষ্টি হয়
খ) নৈতিক অবনতি শুরু হয়
গ) সমাজে ভাঙন শুরু হয়
ঘ) দুর্নীতি শুরু হয়
সঠিক উত্তর: (খ)

১৯. বাংলাদেশে যৌতুক প্রথা উচ্ছেদের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা যায়?
ক) সামাজিক সচেতনতা বৃদ্ধি
খ) মহিলাদের জন্য কর্মক্ষেত্র তৈরি
গ) সামাজিক বর্জন পদ্ধতি
ঘ) সরকারি পদক্ষেপ
সঠিক উত্তর: (ক)

২০. যৌন হয়রানি –
i. একটি সামাজিক বিপর্যয়
ii. ভয়াবহ সহিংসতা
iii. নৈতিকতার চরম অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২১. সামাজিক বিশৃঙ্খলা যখন চরমে পৌঁছে তখন সমাজে কী দেখা দেয়?
ক) সামাজিক অসংগতি
খ) সামাজিক অবক্ষয়
গ) সামাজিক নৈরাজ্য
ঘ) দারিদ্র‌্য
সঠিক উত্তর: (গ)

২২. কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা দৈনিক কত ঘন্টা?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭
সঠিক উত্তর: (খ)

২৩. বাংলাদেশে সামাজিক সমস্যাগুলোর মধ্যে সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা কোনটি?
ক) জনসংখ্যা সমস্যা
খ) বেকার সমস্যা
গ) যৌতুক প্রথা
ঘ) অপরাধ
সঠিক উত্তর: (গ)

২৪. কোনটি সামাজিক চাপ প্রদানকারী প্রতিষ্ঠান?
ক) উচ্চ আদালত
খ) গ্রাম আদালত
গ) উপজেলা পরিষদ
ঘ) জেলা পরিষদ
সঠিক উত্তর: (খ)

২৫. বাংলাদেশে ঘুষ-দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটার কারণ কী?
ক) শিক্ষার অভাব
খ) মূল্যবোধের অবক্ষয়
গ) অপরাধ প্রবণতা
ঘ) ভৌগোলিক সীমাবদ্ধতা
সঠিক উত্তর: (খ)

২৬. কিশোর অপরাধ বিচারের মূল আইন হিসেবে ধরা হয় কোন আইনকে?
ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন – ২০০০
খ) জাতীয় শিশুশ্রম নিরসন নীতি – ২০১০
গ) বাংলাদেশ শিশু আইন – ১৯৭৪
ঘ) বাংলাদেশ শিশু সনদ – ২০০০
সঠিক উত্তর: (গ)

২৭. বাংলাদেশে অধিকাংশ নারী শ্রমিক কোন ক্ষেত্রে কাজ করে?
ক) কৃষি জমিতে
খ) পোশাক শিল্পে
গ) চা শিল্পে
ঘ) ব্যবসা-বাণিজ্যে
সঠিক উত্তর: (খ)

২৮. সমাজ ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টির জন্য কোন কারণটি দায়ী?
ক) চিত্তবিনোদনের অভাব
খ) সামাজিক মূল্যবোধের অবক্ষয়
গ) প্রাকৃতিক দুর্যোগ
ঘ) দারিদ্র‌্য
সঠিক উত্তর: (খ)

২৯. বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক এসিড নিয়ন্ত্রণ (সংশোধনী) আইন কত সালে পাস হয়?
ক) ২০০০
খ) ২০০২
গ) ২০১০
ঘ) ২০১১
সঠিক উত্তর: (গ)

৩০. সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো –
i. দারিদ্রর‌্য
ii. সামাজিক কুপ্রথা
iii. সামাজিক বিশৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১. বাংলাদেশ শিশু আইন ১৯৭৪-এর সংজ্ঞানুযায়ী কত বছরের কম বয়সীরা শিশু হিসেবে বিবেচ্য?
ক) ১৫
খ) ১৬
গ) ১৭
ঘ) ১৮
সঠিক উত্তর: (খ)

৩২. সামাজিক সমস্যার কীভাবে সৃষ্টি হয়?
ক) দারিদ্র‌্যতা থেকে
খ) প্রশাসনিক দুরবস্থা থেকে
গ) সামাজিক বিশৃঙ্খলা হতে
ঘ) শ্রমবিভাগ হতে
সঠিক উত্তর: (গ)

৩৩. কাদের দ্বারা নারী পারিবারিক সহিংসতার শিকার হয়?
ক) সন্ত্রাসীদের দ্বারা
খ) সাধারণত স্বজনদের দ্বারা
গ) প্রতিবেশীদের দ্বারা
ঘ) শাশুড়ি-ননদ দ্বারা
সঠিক উত্তর: (ঘ)

৩৪. যৌতুক প্রথা কোন সমাজে উৎপত্তি লাভ করে?
ক) হিন্দু
খ) মুসলমান
গ) বৌদ্ধ
ঘ) খ্রিষ্টান
সঠিক উত্তর: (ক)

৩৫. শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষসে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো –
ক) ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ
খ) মূল্যবোধের অবক্ষয়
গ) গোঁড়ামিপূর্ণ মনোভাব
ঘ) আধিপত্যভাব
সঠিক উত্তর: (ক)

৩৬. সময়ের প্রেক্ষিতে কোনো একটি সমাজে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হলো। সে সমাজে আর কোন বিষয়টিতে পরিবর্তন দেখা যাবে?
ক) সহনশীলতায়
খ) সামাজিক রীতিনীতিতে
গ) সামাজিক মূল্যবোধে
ঘ) আইনের শাসনে
সঠিক উত্তর: (গ)

৩৭. AIDS রোগে আক্রান্ত হলে ব্যক্তির ওজন কয় মাসের মধ্যে শতকরা ১১ ভাগের বেশি কমে যায়?
ক) ১ মাস
খ) ২ মাস
গ) ৩ মাস
ঘ) ৪ মাচ
সঠিক উত্তর: (খ)

৩৮. সমাজে নৈরাজ্য সৃষ্টির কারণ –
i. আইনশৃঙ্খলার অবনতি
ii. মূল্যবোধের অবক্ষয়
iii. প্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে কী বলা হয়?
ক) সামাজিক নৈরাজ্য
খ) সামাজিক বিশৃঙ্খলা
গ) সামাজিক ভাঙন
ঘ) সামাজিক অসংগতি
সঠিক উত্তর: (ক)

৪০. কোনটি নারীর প্রতি সহিংসতার চরম রূপ?
ক) যৌনপীড়ন
খ) পতিতাবৃত্তি
গ) যৌতুক সম্পর্কিত নির্যাতন
ঘ) কন্যা শিশুকে মারপিট
সঠিক উত্তর: (খ)

৪১. বাংলাদেশে নারীরা নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করে না –
i. লোকলজ্জার ভয়ে
ii. পারিবারিক মর্যাদার ভয়ে
iii. আর্থিক ক্ষতির ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪২. একটি সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটবে যদি –
i. ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়
ii. আইনের শাসনের দুর্বলতা থাকে
iii. মানুষের সহনশীলতার অভাব থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩.বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুসমর্থন করে কত সালে?
ক) ১৯৮৮
খ) ১৯৮৯
গ) ১৯৯০
ঘ) ১৯৯১
সঠিক উত্তর: (গ)

৪৪. শিশুশ্রম বিলোপ সাধনে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কোন আইনে?
ক) শ্রম আইন – ২০০৬
খ) শিশু অধিকার সনদ – ২০১০
গ) জাতীয় শিশুশ্রম নিরসন নীতি – ২০০৬
ঘ) বাংলাদেশ শিশু আইন – ১৯৭৪
সঠিক উত্তর: (গ)

৪৫.মামুন দরিদ্র কৃষকের সন্তান। ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে তার কোন সমস্যার প্রতিকার করা যায়?
ক) কিশোর অপরাধ
খ) যৌতুক প্রথা
গ) জনসংখ্যা বৃদ্ধি
ঘ) বেকারত্ব
সঠিক উত্তর: (ক)

  • উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: শৈশব থেকেই পিতা-মাতার পরিবারিক দ্বন্ধ, ঝগড়া-বিবাদ, মারামারি মধ্যে লিমনের বয়ঃপ্রাপ্তি ঘটেছে। পাড়া-প্রতিবেশীর মধ্যেও সে একই আচরণ লক্ষ্য করেছে। নিজের বিয়ের পর তার সংসারেও প্রতিদিন একই ঘটনা ঘটছে। লিমনের পরিবার এ সমস্যা থেকে মুক্তি পেতে সমাজকর্মীর শরণাপন্ন হয়েছে।

৪৬. স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কী?
ক) যৌতুক প্রাপ্তির বাসনা
খ) চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া
গ) পাড়া-প্রতিবেশীর প্রভাব
ঘ) শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা
সঠিক উত্তর: (ঘ)

৪৭. লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তা হলো –
i. সুস্থ পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ
ii. প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা
iii. আইনরক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ-290 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here