এস.এস.সি.বাংলা প্রথম পত্র অধ্যায় – ১৫ পদ্য – কপোতাক্ষ নদ এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

নবম-দশম শ্রেণির কপোতাক্ষ নদ অধ্যায়ের  সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর পিডিএফ Download 

SSC Bangla 1st Paper MCQ Question With Answer

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

লেখক পরিচিতি

মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলজীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর তীব্র অনুরাগ জন্মে। ১৮৪২ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হন। তখন তাঁর নামের আগে যোগ হয় ‘মাইকেল’। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষায় সাহিত্যসাধনায় তীব্র আবেগ তাঁকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তাঁর কবিপ্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তাঁর অমর কীর্তি ‘মেঘনাদবধ কাব্য’। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ : তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলি। তাঁর নাটক : কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী; এবং প্রহসন : একেই কি বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। ১৮৭৩ খ্রিস্টাব্দের ২৯ শে জুন কবি পরলোকগমন করেন।

সতত হে নদ, তুমি পড় মোর মনে!

সতত হে নদ, তুমি পড় মোর মনে!

সতত তোমার কথা ভাবি এ বিরলে

সতত (যেমতি লোক নিশার স্বপনে

শোনে মায়ামন্ত্রধ্বনি) তব কলকলে।             

সহজভাব

ওগো নদ (কপোতাক্ষ), সবসময় তোমার কথা মনে পড়ে

সবসবময় তোমার কথা কবি ভাবেন নির্জনে একা বসে

সবসময় তোমার কলকল ধ্বনি শোনেন

(যেমন লোকজন স্বপ্নে শোনে মায়ামন্ত্রধ্বনি)

জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!

জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!

বহু দেশে দেখিয়াছি বহু নদদলে

কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

দুগ্ধস্রোতোরূপী তুমি জন্মভূমিস্তনে।               

সহজভাব

কবি কান জুড়ান ভুলের মধ্যে (ভ্রান্তির ছলনে)

কবি বহু দেশে বহু নদ দেখেছেন

কিন্তু এই নদের স্নেহের তৃষ্ণা কেউ মিটাতে পারে নাই

কপোতাক্ষ নদ যেন মাতৃদুগ্ধস্রোত ধারার মতো বহমান

আর কি হে হবে দেখা?—যত দিন যাবে

আর কি হে হবে দেখা?—যত দিন যাবে

প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে

বারিরূপ কর তুমি এ মিনতি গাবে

বঙ্গজ জনের কানে সখে সখারীতে

নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে

লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।               

সহজভাব

নদের সাথে কি আর দেখা হবে?

নদ যেমন রাজরূপী সাগরকে পানি কর দেয় প্রজার মতো 

তেমনি কবি নদকে তোমাকে কর দেবে এই মিনতি করে

আমি যে প্রবাসে তোমার প্রেমে মজে আছি

তোমার নাম নিচ্ছি বাংলার সংগীতে

তা বাঙালির কানে পৌঁছে দিও।

‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) ‘চতুর্দশপদী কবিতাবলি’

‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) ‘চতুর্দশপদী কবিতাবলি’ থেকে নেয়া হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে।

কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব, কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদনদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাঁকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন! নদের কাছে তাঁর সবিনয় মিনতি-বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাঁকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করেন-যিনি প্রবাসজীবনেও গানে, কবিতায় শৈশবে-কৈশোরের স্মৃতিবিজড়িত নদের কথা লিখেছেন।

কপোতাক্ষ নদ অধ্যায়ের সকল বহুনির্বাচনী সাজেশন

১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন –
 ক) কপোতাক্ষের জলকে
 খ) গঙ্গার জলকে
 গ) কবির অশ্রুকে
 ঘ) স্বদেশের প্রেমরসকে
 সঠিক উত্তর: (ক)

 ২. ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
 ক) রবীন্দ্রনাথ ঠাকুর
 খ) কাজী নজরুল ইসলাম
 গ) জসীমউদদীন
 ঘ) মাইকেল মধুসূদন দত্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি বুঝিয়েছেন –
i. নিশার স্বপনে
ii. নদীর কলধ্বনি
iii. বঙ্গের সংগীত
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

৪. ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’ – কবির কোন নদের কথা মনে পড়ে?
 ক) ব্রহ্মপুত্র
 খ) করতোয়া
 গ) মেঘনা
 ঘ) কপোতাক্ষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন?
 ক) মাইকেল মধুসূদন দত্ত
 খ) কায়কোবাদ
 গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 ঘ) নবীনচন্দ্র সেন
 সঠিক উত্তর: (ক)

 ৬. ‘সনেট’ কবিতার স্রষ্টা কে?
 ক) পেত্রার্ক
 খ) সেকসপীয়র
 গ) জন মিলটন
 ঘ) মধুসূদন দত্ত
 সঠিক উত্তর: (ক)

 ৭. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ – কবি কোন বিরলে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?
 ক) সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে
 খ) সুদূর জার্মানির বার্লিন নগরীতে
 গ) ফ্রান্সের প্যারিস নগরীতে
 ঘ) ইংল্যান্ডের ডাবলিন নগরীতে
 সঠিক উত্তর: (ক)

 ৮. ‘বারি-রূপ কর তুমি।’ এখানে ‘কর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
 ক) কাজ
 খ) হাত
 গ) রাজস্ব
 ঘ) করা
 সঠিক উত্তর: (গ)

 ৯. চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে?
 ক) মাইকেল মধুসূদন দত্ত
 খ) বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়
 গ) রবীন্দ্রনাথ ঠাকুর
 ঘ) বিহারীলাল চক্রবর্তী
 সঠিক উত্তর: (ক)

 ১০. ছন্দ বিবেচনায় ‘কপোতাক্ষ নদ’ কোন ছন্দে লেখা?
 ক) মাত্রাবৃত্ত
 খ) স্বরবৃত্ত
 গ) অক্ষরবৃত্ত
 ঘ) অমিত্রাক্ষর ছন্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. ‘কৃষ্ণকুমারী’র সাথে ‘পদ্মাবতী’র সাদৃশ্য মূলত –
i. বিষয়ে
ii. ভাবে
iii. আঙ্গিকে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২. ‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে’ কবির দেখা দেশ হচ্ছে –
i. ব্রিটেন
ii. ফ্রান্স
iii. ইরাক
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
 ক) ফ্রান্সে
 খ) ইংল্যন্ডে
 গ) ইতালিতে
 ঘ) আমেরিকায়
 সঠিক উত্তর: (ক)

১৪. মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী?
 ক) আগরদাঁড়ি
 খ) সাগরদিঘি
 গ) সাগরদাঁড়ি
 ঘ) নাগরদাঁড়ি
 সঠিক উত্তর: (গ)

 ১৫. ‘মাইকেল’ – এটি কোন ভাষার শব্দ?
 ক) আরবি
 খ) ইংরেজি
 গ) বাংলা
 ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (খ)

 ১৬. মধুসূদনের কাব্যপ্রতিভার যথার্থ স্ফুরণ ঘটে –
 ক) বাংলা ভাষায়
 খ) ইংরেজি ভাষায়
 গ) ফরাসি ভাষায়
 ঘ) মাদ্রাজি বাষায়
 সঠিক উত্তর: (ক)

 ১৭. কোথায় অধ্যয়নকালে মধুসূদনের ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে?
 ক) সাগরদাঁড়ি স্কুলে
 খ) কারমাইকেল কলেজে
 গ) প্রেসিডেন্সি কলেজে
 ঘ) হিন্দু কলেজে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. ‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।’ এই পঙক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো –
 ক) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
 খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
 গ) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
 ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
 সঠিক উত্তর: (গ)

 ১৯. ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?
 ক) কপোতাক্ষকে
 খ) বঙ্গদেশকে
 গ) বাংলা ভাষাকে
 ঘ) বাংলা গানকে
 সঠিক উত্তর: (ক)

 ২০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা হলো –
 ক) মায়া-মন্ত্রধ্বনি
 খ) নিশার স্বপন
 গ) স্নেহের তৃষ্ণা
 ঘ) কপোতাক্ষের কলকল ধ্বনি
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
 ক) তিতাস
 খ) কপোতাক্ষ নদ
 গ) বাংলা আমার
 ঘ) স্বাধীনতা তুমি
 সঠিক উত্তর: (খ)

 ২২. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্ত কোনটি?
 ক) বীরাঙ্গনা কাব্য
 খ) শর্মিষ্ঠা নাটক
 গ) মেঘনাদবধ কাব্য
 ঘ) ব্রজাঙ্গনা কাব্য
 সঠিক উত্তর: (গ)

 

 ২৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষটক – এর মেলবন্ধন কোনটি?
 ক) ঘঙচ-ঘঙচ
 খ) কখক-ককখ
 গ) গঘ গঘ গঘ
 ঘ) কখ কখ কখ
 সঠিক উত্তর: (গ)

 ২৪. ‘নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ – এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে –
 ক) ভালোবাসার আকুলতা
 খ) বিরহের ব্যাকুলতা
 গ) সান্নিধ্যের উদ্বেলতা
 ঘ) বিচ্ছেদের প্রতিকূলতা
 সঠিক উত্তর: (ক)

 ২৫. কপোতাক্ষ নদের অন্তরালে অভিব্যক্ত হয়েছে কবির –
i. দেশের প্রতি ভালোবাসা
ii. দেশের প্রতি মমত্ববোধ
iii. বাংলা ভাষার প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক –
i. কৃষ্ণকুমারী, শাহজাহান
ii. বিসর্জন, শর্মিষ্ঠা
iii. কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ হলো –
i. ব্রজাঙ্গনা কাব্য
ii. বীরাঙ্গনা কাব্য
iii. চতুর্দশপদী কবিতাবলি
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে?
 ক) সমুদ্রকে
 খ) কপোতাক্ষ নদকে
 গ) বঙ্গজ জনকে
 ঘ) বিশ্ববাসীকে
 সঠিক উত্তর: (খ)

 ২৯. ‘আর কি হে হবে দেখা?’ – কবির উক্তিতে উপস্থাপিত হয়েছে তাঁর মনের –
i. মাধুরী
ii. একাগ্রতা
iii. সংশয়
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
 ক) বীরাঙ্গনা
 খ) ব্রজাঙ্গনা
 গ) চতুর্দশপদী কবিতাবলি
 ঘ) মেঘনাদবধ কাব্য
 সঠিক উত্তর: (গ)

এছাড়া ও এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 290 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here