২০২০ সালের ৬৪ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি রমজান ক্যালেন্ডার পিডিএফ ডাউনলোড

২০২০ সালের বাংলাদেশের সেহরি ও ইফতারের সময়সূচি  রমজান ক্যালেন্ডার ডাউনলোড

 Ramadan Calendar 2020 PDF Download

সেহরি-ও-ইফতারের-সময়সূচী – ইসলামিক ফাউন্ডেশন

খোশ আমদেদ মাহে রমজান ২০২০, আইটি মনা এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বছর ঘুরে আবারো মানবতার সুমহান আদর্শ নিয়ে মুসলমানদের দরবারে হাজির হচ্ছে পবিত্র রমজান। শান্তি, সমপ্রীতি, ত্যাগ, তিতিক্ষা ও সংযমের বার্তা নিয়ে প্রতি বছর বিশ্ববাসীর কাছে হাজির হয় পবিত্র কুরআন ঘোষিত শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান।

এবারের রমজান মাস টি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। আর তাই মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই এবারের রমজানের রোজা পালন করবেন।

২৪ এপ্রিল (শুক্রবার) রমজানের চাঁদ দেখা গেলে ২০২০ সালের রমজানের প্রথম রোজা হবে ২৫ এপ্রিল। যেহেতু রমজানের রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখ (২৪ এপ্রিল) যদি রমজানের চাঁদ দেখা যায় তবে ২৪ তারিখ তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৫ এপ্রিল হবে রমজানের প্রথম রোজা। শাবান ৩০ দিন পূর্ণ হলে সে হিসেবে রমজানের প্রথম রোজা হবে ২৬ এপ্রিল।

২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন এর ক্যালেন্ডার অনুযায়ী ৬৪ জেলার মাহে রমজানের সেহরী ও ইফতারের সময়সূচী জানিয়ে দেওয়া হলো।

যেকোন জেলার জন্য নিয়ে নিন সেহরী ও ইফতারের সময় সূচী|

জেলা ভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচী ২০২০

? ফাইল সাইজঃ-  5.2 MB

এখানে পুরো পিডিএফ টি আগে দেখে নিতে পারেন

ঢাকার সময়ের থেকে বাড়াতে হবে:

জেলার নামসেহরিইফতার
গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠী, বরগুনা১ মিনিট১ মিনিট
ময়মনসিংহ, টাঙ্গাইল, বাগেরহাট, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ২ মিনিট২ মিনিট
ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, খুলনা৩ মিনিট৩ মিনিট
মাগুড়া, রাজবাড়ী, পাবনা৪ মিনিট৪ মিনিট
সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ৬ মিনিট৬ মিনিট
নিলফামারী চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধা৬ মিনিট৬ মিনিট
রাজশাহী, বগুড়া, মেহেরপুর, লালমনির হাট৭ মিনিট৭ মিনিট
চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর৮ মিনিট৮ মিনিট
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়৬ মিনিট১১ মিনিট

ঢাকার সময়ের থেকে কমাতে হবে:

জেলার নামসেহরিইফতার
নরসিংদী, নারায়নগঞ্জ, মুনশীগঞ্জ, চাঁদপুর১ মিনিট১ মিনিট
কিশোরগঞ্জ, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর২ মিনিট২ মিনিট
নেত্রকোনা, কমিল্লা, বি-বাড়িয়া৩ মিনিট৩ মিনিট
নোয়াখালী, ফেনী, সুনামগঞ্জ, হবিগঞ্জ৪ মিনিট৪ মিনিট
চট্টগ্রাম৫ মিনিট৫ মিনিট
কক্সবাজার, সিলেট, মৌলভী বাজার৬ মিনিট৬ মিনিট
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান৭ মিনিট৭ মিনিট

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২০ [রোজার ক্যালেন্ডার ডাউনলোড]

Direct Download 

Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here