প্রাইমারি শিক্ষক নিয়োগের গণিত স্পেশাল সাজেশন ২০২৩ পিডিএফ ডাউনলোড| Primary Exam Math short Suggestion 2023

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩৮০ টি বাছাই করা গণিত প্রশ্ন সাজেশন পিডিএফ ডাউনলোড

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত ভালো করার জন্য নিচের দেওয়া ৩৮০ টি গণিত প্রশ্ন, বার বার পড়ে নিন। এখান থেকে ৪-৫ টি প্রশ্ন কমন পাবেন ই। এই প্রশ্ন গুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এই গণিত সাজেশন এর পিডিএফ ফাইল টি ডাউনলোড করে মোবাইলে ও পড়তে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই সাজেশন টি সম্পূর্ন ফ্রি তে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

Primary Assistant Teacher Exams 100% Working Math short Suggestion

2023 PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত

চূড়ান্ত সাজেশন

১. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?
ক) ৩০ *
খ) ২৫
গ) ৪০
ঘ) ৩৫
২. .4×5×0×7×1= কত?
ক) 480
খ) 0 *
গ) 210
ঘ) 140
৩. 4×2+9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
ক) 12 xy *
খ) 24xy
গ) 2xy
ঘ) 6 xy
৪. কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
ক) ২,৪,৫
খ) ৪,৫,৬
গ) ২,৪,৭*
ঘ) ৩,৪,৬
৫. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভূজের দৈর্ঘ্য ১ মিটার বেশী হলে ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য কত?
ক) ৩
খ) ৪ *
গ) ৬
ঘ) ৪
৬. পানির স্ফুটনাকং কত ?
ক) ১৮০ ডিগ্রী সেলসিয়াস
খ) ১০০ ডিগ্রী ফারেনহাইট
গ) ৮০ ডিগ্রী সেলসিয়াস
ঘ) ১০০ ডিগ্রী সেলসিয়াস *
৭. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ । ত্রিভুজটি হবে –
ক) সমবাহু
খ) সূক্ষকোণী
গ) স্থুলকোণী
ঘ) সমকোণী *
৮. একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে?
ক) ৯০ ডিগ্রী
খ) ৩৬০ ডিগ্রী *
গ) ৩০০ ডিগ্রী
ঘ) ১৮০ ডিগ্রী
৯. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার । বাগানটির দৈর্ঘ্য ২০ % এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ?
ক) ১৮৫০০
খ) ১৫৫০০
গ) ২০৫০০
ঘ) ১৯৮০০ *
১০. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ , তাদের সমষ্টি কত?
ক) ১৩০
খ) ১০৭ *
গ) ১১৩
ঘ) ১৪৬
১১. x-1x=1 হলে x3-1×3 এর মান কত?
ক) 4.0 *
খ) 1.0
গ) 2.0
ঘ) 3.0

১২. একটি শ্রেণির প্রতি বেঞ্চ ৪ জন করে ছাত্র বসারে ৩ টি বেঞ্চ খালি থাকে । আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
ক) ৫৫
খ) ৬০ *
গ) ৬৫
ঘ) ৫০
১৩. x2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত হবে?
ক) -30.0
খ) -60.0 *
গ) -10.0
ঘ) 30.0
১৪. ৬ জন পুরুষ , ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর । পুরুষদের বয়সের গিড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?
ক) ১৪ বছর
খ) ১৫ বছর
গ) ১৬ বছর
ঘ) ১৩ বছর *
১৫. ৪০ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি?
ক) ৩২০ ডিগ্রী
খ) ৫০ ডিগ্রী *
গ) ১২০ ডিগ্রী
ঘ) ১৪০ ডিগ্রী
১৬. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –
ক) ২৯৯০
খ) ২১৮৭ *
গ) ২২৮৭
ঘ) ৩১৪৫
১৭. একটি ত্রিভূজের ৩ টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
ক) ২০
খ) ১২
গ) ৮
ঘ) ৬ *
১৮. 2x+3y3x+2y=56 হলে x:y কত?
ক) 6 : 8
খ) 8 : 3 *
গ) 5 : 6
ঘ) 3 : 8
১৯. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার , পরিধি ৮ মিটার। এর ব্যাসর্ধ কত মিটার?
ক) ৪ *
খ) ৩
গ) ২
ঘ) ৫
২০. ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে ?
ক) ৪২
খ) ৩৬
গ) ৩৭
ঘ) ৩৯ *
২১. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক) ৩
খ) ২ *
গ) ৪
ঘ) ৫
২২. স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা –
ক) ১ টি *
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) কোনটিই নয়
২৩. ২,৩,৫,১৩,২১,৩৪—- ধারাটির পরের সংখ্যাটি কত?
ক) ১৩
খ) ৩৫
গ) ১৬
ঘ) ৫৫ *
২৪. সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি?
ক) ১৩ : ১২: ৫ *
খ) ৬: ৪: ৩
গ) ৬ : ৫ : ৩
ঘ) ১২ : ৮ : ৪
২৫. যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
ক) ৮৫
খ) ৮৬
গ) ৮৮
ঘ) ৮৪ *
২৬. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
ক) ০.০২৫ *
খ) ০.২৫
গ) ২৫
ঘ) ২.৫
২৭. কত মেগা বাইটে ১ গিগাবইট
ক) 2°
খ) 210*
গ) 211
ঘ) 212
২৮. x-1x=2 হলে x4+1×4
ক) 32
খ) 33
গ) 34 *
ঘ) 35
২৯. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক) ৮০ *
খ) ৭৫
গ) ৯০
ঘ) ৮৫
৩০. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
ক) 4
খ) 5 *
গ) 6
ঘ) 3
৩১. 0.4×0.02×0.08=?
ক) 0.64
খ) 0.064 *
গ) 0.0064
ঘ) 6.4
৩২. একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে । সংখ্যাটি কত?
ক) ৬০
খ) ৩০
গ) ৫০ *
ঘ) ৫৬

৩৩. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়তে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ?
ক) ৬.৫
খ) ৮.৫
গ) ৭.৫ *
ঘ) ৫.৫
৩৪. ৫টি বিড়াল ৫ টি ইদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০ টি ইদুর ধরতে কত মিনিট সময় লাগবে ?
ক) ১৫
খ) ২০
গ) ৫ *
ঘ) ১০
৩৫. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে, ৩,৪ও ৫ ভাগশেষ থাকবে?
ক) ১০
খ) ১৬
গ) ১৪
ঘ) ১২ *
৩৬. y এর মান কত হলে 16×2-xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?
ক) 64
খ) 49 *
গ) 25
ঘ) 36
৩৭. ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
ক) ০.০৯
খ) ০.০৮ *
গ) ০.১
ঘ) ০.১২
৩৮. একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলাে। আজকে আবর ২৫% কমে গেলাে। প্রকৃত বাড়া/কমার হার কত?
ক) ৬.২৫ *
খ) ২০০
গ) ০.০২
ঘ) ০.২
৩৯. ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা । গাছটির উচ্চতা কত ফুট ?
ক) ১১০
খ) ১০৫
গ) ৯৬ *
ঘ) ১০০
৪০. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর । তাদের বাবসহ তাদের বয়সের গড় ২৫ বছর । তাদের বাবার বয়স কত?
ক) ৪২
খ) ৫২ *
গ) ৪১
ঘ) ৪৫
৪১. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
ক) ১৬
খ) ১৮
গ) ২০ *
ঘ) ২২
৪২. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি –
ক) পূরক কোণ
খ) স্থুল কোণ
গ) সরল কোণ
ঘ) সুক্ষ্ম কোণ *
৪৩. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
ক) ৮০
খ) ৮৫
গ) ১২০
ঘ) ৯০ *
৪৪. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১°হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
ক) ৪ মিনিট *
খ) ৫ মিনিট
গ) ২০ মিনিট
ঘ) ১ মিনিট

৪৫. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গয়েছিল?
ক) ১২৫
খ) ২০০
গ) ১৫০ *
ঘ) ২১০
৪৬. যদি x+y=১৭, এবং xy = ৬০ হয় তবে x-y এর মান কত?
ক) ৯
খ) ৫
গ) ৭ *
ঘ) ৮
৪৭. যদি (x-y)2=১২ এবং x2+y2 = কত?
ক) ১৩
খ) ১৪ *
গ) ১১
ঘ) ১২

৪৮. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
ক) ৫
খ) ৬
গ) ৭ *
ঘ) ৮
৪৯. a-1a=2 হলে a2-1a2 এর মান কত?
ক) ১৪
খ) ১৬
গ) ১১ *
ঘ) ১২
৫০. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
ক) ১৮,১৯ *
খ) ২০,২১
গ) ১২, ১৩
ঘ) ১৫,১৬

৫১. একটি আয়াতকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ :১ উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক) ১৭৭৫
খ) ১৮৭৫ *
গ) ১৬৭৫
ঘ) ১৫৭৫
৫২. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ :১ । এতে কতগ্রাম সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে ?
ক) ৩
খ) ৮
গ) ৬
ঘ) ৪ *
৫৩. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক) ৫৬০
খ) ৬০০
গ) ৪০০
ঘ) ৫০০ *
৫৪. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২ য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক) ৩ *
খ) ৪
গ) ৫
ঘ) ৬

৫৫. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
ক) ৫৭
খ) ৭৫
গ) ৩৯ *
ঘ) ৯৩
৫৬. প্রদত্ত উৎপাদকগুলোর মধ্যক কোনটি? ১২,৯,১৫,৫,২০ , ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
ক) ১৩
খ) ১৪
গ) ১২
ঘ) ১৫ *
৫৭. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম । সংখ্যাটি কত?
ক) ৫৭
খ) ৪৬
গ) ৩৫
ঘ) ২৪*
৫৮. .১×১.১×১.২০.০১×০.০২ এর মান কত?
ক) ৫৫০
খ) ২০০
গ) ১২০
ঘ) ৬৬০*
৫৯. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১২ ও ১৬০ । একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
ক) ২০
খ) ২৪*
গ) ৩০
ঘ) ৩৬
৬০. log82=কত?
ক) 12
খ) 23
গ) 13 *
ঘ) 1
৬১. ৮০,৯৬,—-১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
ক) ১২০
খ) ৬৪
গ) ১১২ *
ঘ) ৮৮
৬২. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি –
ক) ৬
খ) ৯ *
গ) ১২
ঘ) ৮৮
৬৩. বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে –
ক) ৬ গুণ বৃদ্ধি পায়
খ) পরিবর্তিত হয় না *
গ) হ্রাস পায়
ঘ) পরিবর্তত হয়
৬৪. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ :৭ হবে ?
ক) ৮০ *
খ) ৯০
গ) ৯৮
ঘ) ৭০
৬৫. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
ক) ২০০ *
খ) ২২০
গ) ৩০০
ঘ) ১৬০
৬৬. বার্ষিক ১০% মুনাফায় ৮০০০/- টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে –
ক) ১৫৫০০
খ) ১০৬৪৮ *
গ) ১০৬৮০
ঘ) ১০৮৫০
৬৭. a=3+2 হলে, a3+3a+3a-1+a-3 এর মান কত?
ক) 182
খ) 243 *
গ) 82
ঘ) 162
৬৮. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক আয়ের শতকরা কত ভাগ ?
ক) ২০%
খ) ১৫%
গ) ২৫% *
ঘ) ৩০%
৬৯. x2-3x-2 কে x +1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
ক) 0
খ) 2 *
গ) 6
ঘ) 4
৭০. দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর –
ক) বিপ্রতীপ কোণ
খ) সন্নিহিত কোণ
গ) পূরক কোণ
ঘ) সম্পূরক কোণ*
৭১. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :২ হবে ?
ক) ৭০
খ) ৪০
গ) ৫০
ঘ) ৬০ *
৭২. একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
ক) ৬.৪
খ) ৭.৪
গ) ৮.৪ *
ঘ) ৯.৪
৭৩. x+1x=2 হয়, তাহলে x এর মান কত?
ক) 12
খ) 14
গ) 2
ঘ) 1 *
৭৪. দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
ক) ২০০
খ) ৪০০
গ) ৬০০
ঘ) কখনই নয় *
৭৫. ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
ক) ৪০০ *
খ) ৪৫০
গ) ৫০০
ঘ) ৫৫০
৭৬. ১০২৪ এর বর্গমূল কত?
ক) ৫২
খ) ৪২
গ) ৩২ *
ঘ) ২২

৭৭. 2 + 4 + 8+16 + — ধারাটির কততম পদের মান 128 ?
ক) 5
খ) 5
গ) 7 *
ঘ) 6
৭৮. মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪ । মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
ক) ৮০ টাকা
খ) ৭২ টাকা *
গ) ৭৫ টাকা
ঘ) ৭৮ টাকা
৭৯. ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টি যোগফল কত?
ক) ৩৬ *
খ) ৩৩
গ) ৩২
ঘ) ৩০
৮০. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট
ক) ২৫ *
খ) ২০
গ) ২২
ঘ) ২৩
৮২. a+1a=4 হয়, তাহলে a2+1a2 =কত?
ক) 12
খ) 14 *
গ) 16
ঘ) 9
৮৩. একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
ক) ৯০°
খ) ১২০°
গ) ১৬০°
ঘ) ১৮০°*
৮৪. a3-21a-20 রাশটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
ক) a +1 *
খ) a-1
গ) a+2
ঘ) a-2
৮৫. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক) ৩ : ২
খ) ৬:৫
গ) ৪ : ৩
ঘ) ৫ : ৩ *
৮৬. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
ক) ৫ ঘন্টা
খ) ৬ ঘন্টা
গ) ৮ ঘন্টা *
ঘ) ১০ ঘন্টা
৮৭. a,a2a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
ক) a (a+b)
খ) a2(a+b)*
গ) a
ঘ) a2
৮৮. দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাত থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে –
ক) ১৫
খ) ১৮
গ) ১০
ঘ) ১২ *
৮৯. শামীমে আয় ও ব্যয়ের অনুপাত ২০ :১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
ক) ২০%
খ) ১৫%
গ) ২৫% *
ঘ) ৩০%
৯০. x2=?
ক) x2
খ) x
গ) -x
ঘ) ± x *
৯১. a-b=7 , ab =60 হলে, a2+b2= কত?
ক) 180
খ) 168
গ) 169 *
ঘ) 170

৯২. একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
ক) 24 মিটার *
খ) 26 মিটার
গ) 20 মিটার
ঘ) 22 মিটার
৯৩. একই হার ও মুনাফার কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে ?
ক) ১০ বছর
খ) ১২ বছর *
গ) ১৩ বছর
ঘ) ১৪ বছর
৯৪. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
ক) ৭৮৮
খ) ৭৮৭
গ) ৭৮৫
ঘ) ৭৮৬ *
৯৫. এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
ক) ৭২৭
খ) ৭৩০
গ) ৭২৫
ঘ) ৭২৬ *
৯৬. তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা , ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ?
ক) ৫
খ) ৪
গ) ৩
ঘ) ২ *
৯৭. log5x=3 হলে x = কত?
ক) 120
খ) 125 *
গ) 225
ঘ) 375
৯৮. কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৯টি
খ) ৮ টি
গ) ৭ টি
ঘ) ৬ টি *
৯৯. শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে?
ক) ৩০
খ) ১৫
গ) ২০ *
ঘ) ২৫
১০০. সর্রমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,১৪,২১, ৩৫,৪২ সারিতে গাছ লাগালে একটি ও কম ব বেশী হবে না?
ক) ২৩০
খ) ২৪০
গ) ২১০*
ঘ) ২২০

এখানে মোট ১০০ টি প্রশ্ন সাজেশন দেওয়া হলো, সব গুলো প্রশ্ন একসাথে পেতে নিচের লিংক থেকে

পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন। 

PDF Detail  

Titleগণিত সাজেশন
Book
Size1 MB
Number of Pages31
Categoriesসকল প্রাইমারি পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 1 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 31

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

? প্রয়োজনীয় মূর্হুতে ?খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here