জে.এস.সি বিজ্ঞান ১১তম অধ্যায় আলো এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ১১তম :

আলো

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.অপটিক্যাল ফাইবার কী?
ক) সরু কাঁচ
খ) মোটা কাঁচ
গ) একগুচ্ছ তার
ঘ) খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু
সঠিক উত্তর: (ঘ)
২. চোখের আকৃতি ঠিক রাখে?
ক) অক্ষিগোলক
খ) শ্বেতমন্ডল
গ) কর্নিয়া
ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)

৩.মানব চক্ষুর সাথে নিচের কোনটির কার্যপ্রণালির মিল আছে?
ক) রেটিনা
খ) শ্বেতমন্ডল
গ) কর্নিয়া
ঘ) অক্ষিগোলক
সঠিক উত্তর: (ঘ)

৪.আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায় অংশগুলো হলো-
i. স্লাইড
ii. সাটার
iii. আলোক চিত্রগাহী প্লেট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. সংকট কোণের অপর নাম কী?
ক) ক্রান্তি কোণ
খ) পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
গ) প্রতিসরণ কোণ
ঘ) প্রতিফলন কোণ
সঠিক উত্তর: (ক)

৬. কোনটি চোখকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
ক) কর্নিয়া
খ) মণি
গ) কৃষ্ণমন্ডল
ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৭. আলোক রশ্মিকে বহনের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) পেরিস্কোপ
খ) দূরবীক্ষণ যন্ত্র
গ) অণুবীক্ষণ যন্ত্র
ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)

৮. মানবচক্ষুর আইরিস স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয় যেমন-
i. নীল
ii. বাদামী
iii. কালো হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
ক) তারারন্ধ্র
খ) আইরিস
গ) রেটিনা
ঘ) স্ফটিক উত্তল লেন্স
সঠিক উত্তর: (ক)

১০. নিচের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
ক) কোরয়েড
খ) স্ফটিক উত্তল লেন্স
গ) রেটিনা
ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)

১১. মাংসপেশির সংকোচন ও প্রসারণে কোনটির আকার পরিবর্তিত হয়?
ক) কোরয়েড
খ) মণি
গ) রেটিনা
ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (খ)

১২. অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কোনটি অনেকগুলো সিগনাল বহন করতে পারে?
ক) এগ্রিকালচার
খ) টেলিকমিউনিকেশন্স
গ) পাকস্থলী
ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)

১৩. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাটি-
i. আইরিস নামে পরিচিত
ii. গাঢ় রঙের হয়ে থাকে
iii. শ্বেতমন্ডল নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৪. বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
ক) কাচ
খ) পানি
গ) গ্লিসারিন
ঘ) কেরোসিন
সঠিক উত্তর: (ক)

১৫. আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো যায়-
i. দূরবীক্ষণ যন্ত্রে
ii. প্রজেক্টরে
iii. ক্যামেরায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
ক) পঠন কাচ
খ) ভোল্টমিটার
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) টেলিস্কোপ
সঠিক উত্তর: (ক)

১৭. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
ক) মণি
খ) আইরিশ
গ) কোরয়েড
ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)

১৮. প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি এর বেশি হতে পারে না?
ক) ৪০০
খ) ৬০০
গ) ৯০০
ঘ) ১২০০
সঠিক উত্তর: (গ)

১৯. কোন মাধ্যমে আলোক রশ্মি সরলপথে চলে?
ক) স্বচ্ছ মাধ্যম
খ) অস্বচ্ছ মাধ্যম
গ) ঈষদচ্ছ মাধ্যম
ঘ) কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (ক)

২০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

২১. কোনটিতে প্রতিসরণের নীতি ব্যবহৃত হয়?
ক) দর্পণে
খ) আয়নায়
গ) হ্যারিকেনে
ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)

২২. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
ক) হাইগেন
খ) রোমার
গ) গিলবার্ট
ঘ) স্নেল
সঠিক উত্তর: (ঘ)

২৩. r দ্বারা বুঝায়-
ক) আপতন কোণ
খ) প্রতিসরণ কোণ
গ) নির্গমন কোণ
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

২৪. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
ক) অক্ষিগোলক
খ) শ্বেতমন্ডল
গ) তারারন্ধ্র
ঘ) রেটিনা
সঠিক উত্তর: (খ)

২৫. নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
ক) টেলিস্কোপ
খ) ম্যাগনেফাইং গ্লাস
গ) অ্যামিটার
ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)

২৬. উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে স্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
ক) উল্টো
খ) খর্বিত
গ) বাস্তব
ঘ) অবাস্তব
সঠিক উত্তর: (ঘ)

২৭. চোখের শ্বেতমন্ডল মূলত হলো-
ক) আলোকগ্রাহী পর্দা
খ) গোলাকার ছিদ্রপথ
গ) অস্বচ্ছ আবরণ
ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (গ)

২৮. সংকট কোণের জন্যে প্রতিসরণ কোণের মান কত?
ক) ০০
খ) ৪৫০
গ) ৬০০
ঘ) ৯০০
সঠিক উত্তর: (ঘ)

২৯. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
ক) কর্নিয়া
খ) রেটিনা
গ) কোরয়েড
ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)

৩০. কোনটিকে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরানো যায়?
ক) শ্বেত মন্ডলকে
খ) তারা রন্দ্রকে
গ) অক্ষি গোলককে
ঘ) অক্ষিপটকে
সঠিক উত্তর: (গ)

৩১. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
ক) অবাস্তব প্রতিবিম্ব
খ) বাস্তব প্রতিবিম্ব
গ) সদ প্রতিবিম্ব
ঘ) অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)

৩২. পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। সংকট কোণ কত?
ক) ০০
খ) ৪৫০
গ) ৮৯০
ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)

৩৩. মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?
ক) দৃষ্টিক্রান্তি
খ) মরিচা
গ) মরীচিকা
ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (গ)

৩৪. আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রূপ জমা হয়?
ক) লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে
খ) প্রতিবিম্বের ঝাপসা অংশে
গ) ডেভেলপারে
ঘ) স্লাইডের মুখে
সঠিক উত্তর: (ক)

৩৫. নিচের কোনটিতে রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে?
ক) ট্রানজিস্টরে
খ) রেডিওতে
গ) থার্মোমিটারে
ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)

৩৬. মানবদেহে পাকস্থলী দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক) টেলিস্কোপ
খ) আলোক নল
গ) ম্যাগনেফাইং গ্লাস
ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (খ)

৩৭. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
ক) প্রকৌশল কাজে
খ) চিকিৎসার কাজে
গ) গাড়ির কাজে
ঘ) দর্পণে
সঠিক উত্তর: (খ)

৩৮. কাচ কোন ধরনের মাধ্যম?
ক) স্বচ্ছ মাধ্যম
খ) হালকা মাধ্যম
গ) অস্বচ্ছ মাধ্যম
ঘ) ঈষদচ্ছ মাধ্যম
সঠিক উত্তর: (ক)

৩৯. কোনটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
ক) শ্বেতমন্ডল
খ) আইরিস
গ) কৃষ্ণমন্ডল
ঘ) মণি
সঠিক উত্তর: (ক)

৪০. টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) একই সাথে অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)

৪১. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
ক) আলোর প্রতিসরণ
খ) আলোর প্রতিফলন
গ) আপতন কোণ
ঘ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর: (ঘ)

৪২. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
ক) কর্নিয়া
খ) রেটিনা
গ) কোরয়েড
ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)

৪৩. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
ক) কৃষ্ণমন্ডল
খ) শ্বেতমন্ডল
গ) কর্ণিয়া
ঘ) আইরিস
সঠিক উত্তর: (ক)

৪৪. অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
ক) 00
খ) 300
গ) 600

ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কৃষ্ণমন্ডল কোন রঙের ঝিল্লি দ্বারা গঠিত?
ক) লাল
খ) কালো
গ) সাদা
ঘ) নীল
সঠিক উত্তর: (খ)

৪৬. চোখের কোন অংশটি চোখের আকৃতি ঠিক রাখে?
ক) কোরয়েড
খ) ভিট্রিয়াস হিউমার
গ) অক্ষিগোলক
ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৪৭. অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্রে হলো-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগ কাজে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৮. বায়ু কোন ধরনের মাধ্যম?
ক) অস্বচ্ছ
খ) স্বচ্ছ
গ) কঠিন
ঘ) অস্বচ্ছ ও স্বচ্ছ
সঠিক উত্তর: (খ)

৪৯. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণে-
i. আপতন কেণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে
ii. প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যাবে
iii. এর আলোকে রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৫০. বিবর্ধক কাচে গঠিত বিম্ব-
ক) উল্টা
খ) খর্বিত
গ) বিবর্ধিত
ঘ) বাস্তব
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 284 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here