জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় – ১৮: দেশ এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ১৮: দেশ এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. বাংলাদেশ কিসে ভরপুর?
ক) ধন-সম্পদে
খ) আলো-বাতাস
গ) ফুলে-ফলে
ঘ) সবুজ ধানে
সঠিক উত্তর: (গ)

২. চলমান নৌকায় কোন গান গাওয়া হয়ে থাকে?
ক) ভাওয়াইয়া
খ) ভাটিয়ালি
গ) বাউল
ঘ) মুর্শিদ
সঠিক উত্তর: (খ)

৩. মাঠের ফসল ভোগ করতে পারে সমাজের কোন শ্রেণির জনগণ?
ক) ভূমিহীন কৃষক
খ) অভাবী জনগণ
গ) সর্বহারার দল
ঘ) বিত্তবান মানুষ
সঠিক উত্তর: (ঘ)

৪. কালো মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক) মেঘ
খ) পাখি
গ) হাতি
ঘ) বক
সঠিক উত্তর: (গ)

৫. বনের লিপিখানি কী দিয়ে বুনোট করে?
ক) ফুৃলের সুবাস দিয়ে
খ) পাতার পারাবারে
গ) সবুজ শস্য দিয়ে
ঘ) রোদের গুঁড়ো দিয়ে
সঠিক উত্তর: (ক)

৬. ‘দেশ’ কবিতায় চিত্রিত গ্রামবাংলার প্রকৃতির চতুর্দিকে রয়েছে-
i. বিস্তৃত ধানের খেত
ii. পাখপাখালির আনাগোনা
iii. ফসলের হাতছানি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. শস্যের দোলায়মান ডগার উপর থাকা প্রজাপতিদের দেখতে কেমন মনে হয়?
ক) অলংকারে সজ্জিত
খ) প্রজাপতির মেলা
গ) রঙে রঙিন শস্য
ঘ) দোদুল্যমান খেত
সঠিক উত্তর: (ক)

৮. ‘দেশ’ কবিতায় কবি খেতের সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন যে উপাদানে তা হলো-
i. শরতের শোভা
ii. সূর্যের আলোর নাচন
iii. ফুল ও ফলের সম্ভার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৯. ‘বেদের মেয়ে’ জসীমউদ্‌দীনের কী জাতীয় রচনা?
ক) উপন্যাস
খ) গল্প
গ) কবিতা
ঘ) নাটক
সঠিক উত্তর: (ঘ)

১০. বালুচর কোন পাখিতে মুখর থাকে?
ক) চখা
খ) ডাহুক
গ) শালিক
ঘ) শঙ্খচিল
সঠিক উত্তর: (ক)

১১. “নিবিড় ছায়ায় আঁধার করা পাতার -।” শূন্যস্থানে কী হবে?
ক) পাহাড়
খ) পারাবার
গ) লোকালয়
ঘ) নদী-নালা
সঠিক উত্তর: (খ)

১২. কোথায় ‘চখায় মুখর’ হয়ে থাকে?
ক) নদীতে
খ) আকাশে
গ) বনে
ঘ) নদীর তীরে
সঠিক উত্তর: (ঘ)

১৩. শস্যের দোলায়মান ডগার ওপর কারা মালা পরে নাচে?
ক) চখা
খ) কালো কাক
গ) প্রজাপতির ঝাঁক
ঘ) বক-কনেরা
সঠিক উত্তর: (ঘ)

১৪. কবি জসীমউদ্‌দীনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে?
ক) বিশ্বভারতী
খ) ঢাকা
গ) শিকাগো
ঘ) আল-আজহার
সঠিক উত্তর: (ক)

১৫. ‘দেশ’ কবিতায় কোন গানে মন উদাস হয়ে যাবার কথা বলা হয়েছে?
ক) পল্লি
খ) ভাটিয়ালি
গ) বাউল
ঘ) ভাওয়াইয়া
সঠিক উত্তর: (খ)

১৬. ‘দেশ’ কবিতায় ‘আলা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) খেতের আল
খ) আলো
গ) জ্যোৎস্না
ঘ) জোনাকি
সঠিক উত্তর: (খ)

১৭. কবি জসীমউদ্‌দীন কত বছর ঢকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
ক) ৬ বছর
খ) ৫ বছর
গ) ৪ বছর
ঘ) ৩ বছর
সঠিক উত্তর: (খ)

১৮. বালুচর কোন পাখিতে মুখর থাকে?
ক) চখা
খ) ডাহুক
গ) শালিক
ঘ) শঙ্খচিল
সঠিক উত্তর: (ক)

১৯. খেতের পরে খেত দুলছে-
ক) সবুজ হাওয়ায়
খ) হলুদ হাওয়ায়
গ) ধূসর হাওয়ায়
ঘ) হরিৎ হাওয়ায়
সঠিক উত্তর: (ক)

২০. ‘সেই কেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক।’- এখানে গয়না পরানো কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) েউপমা
খ) রূপক
গ) চিত্রকল্প
ঘ) ছন্দ
সঠিক উত্তর: (খ)

২১. ‘দেশ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
ক) নকসী কাঁথার মাঠ
খ) সোজন বাদিয়ার ঘাট
গ) রাখালী
ঘ) মাটির কান্না
সঠিক উত্তর: (ঘ)

২২. সন্তানের স্নেহের আশ্রয়স্থল কোথায়?
ক) মায়ের আঁচল
খ) বোনের আঁচল
গ) পিতার চরণ
ঘ) মায়ের চরণ
সঠিক উত্তর: (ক)

২৩. আমাদের দেশের প্রকৃতি ভরপুর-
i. ফুলে
ii. ফলে
iii. বনজ সম্পদে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. “সাত সাগরের পণ্য চলে সওদাগরের নায়।” এখানে নায় বলতে বোঝানো হয়েছে-
ক) কিনার
খ) পাত্র
গ) নৌকা
ঘ) বাড়ি
সঠিক উত্তর: (গ)

২৫. ‘দেশ’ কবিতায় কোন গানে মর উদাস হয়ে যাবার কথা বলা হয়েছে?
ক) পল্লি
খ) ভাটিয়ালি
গ) বাউল
ঘ) ভাওয়াইয়া
সঠিক উত্তর: (খ)

২৬. কারা মাঠের সোনার ফসল ভোগ করতে পারে না?
ক) সুখী মানুষ
খ) ধনী মানুষ
গ) মহিলা মানুষ
ঘ) নি:স্ব মানুষ
সঠিক উত্তর: (ঘ)

২৭. কবি জসীমউদ্‌দীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তাঁর কোন কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়?
ক) দেশ
খ) রূপাই
গ) কবর
ঘ) পল্লীবর্ষা
সঠিক উত্তর: (গ)

২৮. বাংলার বনাঞ্চলে পাখির গতিশীলতা আর যেখানে গতিধর্ম সৃষ্টি করে-
i. কচি বনের পাতা কাঁপে
ii. রোদের কণা তলায় নাচে
iii. বুনোহাতিরা আকাশ থেকে নামে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৯. ‘এক পয়সার বাঁশি’ জসীমউদ্‌দীনের কী জাতীয় রচনা?
ক) শিশুতোষ গ্রন্থ
খ) গল্প গ্রন্থ
গ) খন্ডকাব্য
ঘ) উপন্যাস
সঠিক উত্তর: (ক)

৩০. নদী কীভাবে গমন বা পরিভ্রমণ করেছে?
i. অজানা বিশ্ব পেরিয়ে
ii. অজানা গ্রাম পেরিয়ে
iii. অজানা দেশ পেরিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩১. ‘বুনো হাতির দল’ কোথা থেকে এসেছে?
ক) আকাশ ছেড়ে
খ) জঙ্গল ছেড়ে
গ) পাহাড় থেকে
ঘ) সাগর থেকে
সঠিক উত্তর: (ক)

৩২. সাত সাগরে পণ্য কে গঞ্জে-নগরে ছড়িয়ে দেয়?
ক) ববসায়ীদের জাহাজ
খ) সওদাগরের নৌকা
গ) বণিজ্য তরী
ঘ) লঞ্চ-স্টিমার
সঠিক উত্তর: (খ)

৩৩. ‘দেশ’ কবিতটির রচয়িতা কে?
ক) কামিনী রায়
খ) কাজী নজরুল ইসলাম
গ) জসীমউদ্‌দীন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (গ)

৩৪. শরৎকালের কী আলো মানিক জ্বালায়?
ক) সবুজ হাওয়া
খ) শিশির
গ) ফুলের সুবাস
ঘ) ধানের ছড়া
সঠিক উত্তর: (খ)

৩৫. এলোমাথার কেশে কে গয়না পরায়?
ক) প্রজাপতির ঝাঁক
খ) সবুজ হাওয়া
গ) কালো মেঘ
ঘ) বক-কনেরা
সঠিক উত্তর: (ক)

৩৬. নিচের কোনটি জসীম উদ্‌দীনের গাথাকাব্য?
ক) চলে মুসাফির
খ) সোজন বাদিয়ার ঘাট
গ) বোবা কাহিনী
ঘ) বেদের মেয়ে
সঠিক উত্তর: (খ)

৩৭. সওদাগরের নৌকা সুধার ধারা কোথায় গড়িয়ে দেয়?
ক) গঞ্জে-নগরে
খ) হাটে-বাজারে
গ) নগরে-বন্দরে
ঘ) ঘরে-ঘরে
সঠিক উত্তর: (ক)

৩৮. বুনো হাতির দল কী ছেড়ে নেমে এসেছে?
ক) পাহাড়
খ) আকাশ
গ) বন
ঘ) মাঠ
সঠিক উত্তর: (খ)

৩৯. ‘‘নদীর পরে নদী গেছে নদীর নাহি-।’’ শূন্যস্থানে কী হবে?
ক) দেশ
খ) শেষ
গ) সীমা
ঘ) তল
সঠিক উত্তর: (খ)

৪০. সবুজ কেশে গয়না পরায় কে?
ক) সাদা বক
খ) কালো কাক
গ) শিশির
ঘ) প্রজাপতি
সঠিক উত্তর: (ঘ)

৪১. কোন ঋতুতে ঘাসের ওপর পড়া শিশিরে রোদ পড়লে জ্বল জ্বল করে ওঠে?
ক) শরৎ
খ) শীত
গ) হেমন্ত
ঘ) বসন্ত
সঠিক উত্তর: (ক)

৪২. ‘দেশ’ কবিতায় কবি কিসের ছবি ফুটিয়ে তুলেছেন?
ক) মানুষের সুখ দু:খ
খ) প্রাকৃতিক সৌন্দর্য
গ) ব্যবসা-বাণিজে্যর
ঘ) প্রকৃতি ও মানুষের
সঠিক উত্তর: (খ)

৪৩. জসীমউদ্‌দীন বাংলাদেশ সরকারের কোন পুরস্কার পেয়েছেন?
ক) বাংলা একাডেমি পুরস্কার
খ) একুশে পদক
গ) স্বাধীনতা পদক
ঘ) নাসির উদ্দীন স্বর্ণপদক
সঠিক উত্তর: (খ)

৪৪. চখায় মুখর হয়ে কী হাসে?
ক) নদীর তীর
খ) বালুর চরা
গ) সমুদ্র তট
ঘ) নদীর পানি
সঠিক উত্তর: (খ)

৪৫. ‘দেশ’ কবিতায় কবি ধানের শীষের ওপর কোন কালের শিশিরের কথা বলেছেন?
ক) শরৎকাল
খ) হেমন্তকাল
গ) শীতকাল
ঘ) বসন্তকাল
সঠিক উত্তর: (ক)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 262 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here