Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম (কিছু উদাহরণ ও ব্যতিক্রমসহ)

যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম (কিছু উদাহরণ ও ব্যতিক্রমসহ)

১. কখন –যোগ করতে হবে

অধিকাংশ প্রচলিত ইংরেজি noun এর সাথে আপনি কেবল –s বর্ণটি যোগ করে দিলেই তা plural হয়ে যাবে। খুব সহজ, তাইনা?

কিছু বহুল ব্যবহৃত উদাহরণ লক্ষ্য করুন:

dog → dogs

car → cars

apple → apples

শব্দগুলোর একটি নির্দিষ্ট তালিকা রয়েছে (…দুর্ভাগ্যবশত কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে!) যেগুলো আপনি সহজে আয়ত্ত করার জন্য গ্রুপ করে শিখতে পারেন।

যেসব noun এর শেষে –th বা –ph থাকে

যদি noun এর শেষে -th বা -ph থাকে তাহলে plural করার জন্য এর শেষে আগের নিয়মটির মতোই কেবল -s যোগ করে দিন।

mouth → mouths

photograph → photographs

Nouns এর শেষে -o থাকলে

যেসব noun এর শেষে -o থাকে তাদের জন্য সাধারণ নিয়ম হচ্ছে এগুলোর শেষে -s যোগ করা।

এরকম কিছু noun এর উদাহরণ হচ্ছে:

photo → photos

taco → tacos

piano → pianos

ব্যতিক্রম: এর পরিবর্তে -es যোগ করা

এই নিয়মের ব্যতিক্রম হলো কিছু কিছু noun এর শেষে -o বর্ণটি থাকলেও আপনাকে সেই noun এর শেষে es যোগ করতে হবে। এগুলোর জন্য আলাদা ব্যাকরণগত নিয়ম নেই, ফলে পড়ার সময় শব্দগুলো খেয়াল করুন এবং সেগুলো মুখস্থ করার চেষ্টা করুন।

potato → potatoes

tomato → tomatoes

hero → heroes

cargo → cargoes

Nouns এর শেষে -f বা -fe থাকলে

যেসব noun এর শেষে -f বা -fe থাকে তাদেরকে plural করার সাধারণ নিয়ম হচ্ছে এগুলোর শেষে -s অক্ষর যোগ করে দেয়া।

নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন:

roof → roofs

giraffe → giraffes

ব্যতিক্রম: এর পরিবর্তে -ves যোগ করা

এই নিয়মের ব্যতিক্রম হলো কিছু কিছু noun এর শেষে -f বা -fe থাকলেও plural করার জন্য এর সাথে শুধু -s যোগ করলেই হবে না, বরং আপনাকে noun এর শেষের -f বা -fe বাদ দিয়ে এর সাথে -ves যোগ করতে হবে।

নিচের উদাহরণগুলো মনে রাখলে তা আপনার জন্য সহায়ক হবে:

leaf → leaves

knife → knives

Nouns এর শেষে -on থাকলে

যেসব noun এর শেষে -on থাকে তাদের অধিকাংশ noun এর ক্ষেত্রেই তাকে plural করার জন্য এর শেষে -s যোগ করতে হয়।

lemon → lemons

canyon → canyons

salon → salons

ব্যতিক্রম: এর পরিবর্তে -a যোগ করুন

কিছু কিছু noun এর শেষে -on থাকলেও সেগুলো থেকে -on বাদ দিয়ে -a যোগ করতে হবে।

আপনি সচরাচর এই নিয়ম সম্পর্কিত সমস্যায় পড়বেন না। কিন্তু তবুও কিছু উদাহরণ জেনে রাখা ভালো, বিশেষ করে যদি এমন হয় যে আপনি স্কুল কিংবা বিজ্ঞান বিষয়ক কাজে ইংরেজি ব্যবহার করছেন যেখানে এই শব্দগুলো আপনার ব্যবহার করার প্রয়োজন হতে পারে:

criterion → criteria

phenomenon → phenomena

২. কখন -es যোগ করতে হবে

কিছু কিছু noun এর plural বানানের শেষে সর্বদা -es যোগ করতে হয়।

Nouns এর শেষে -s-x-z-sh কিংবা -ch থাকলে

Noun এর শেষে -s-x-z-sh বা -ch থাকলে এগুলোর শেষে -es যোগ করতে হয়।

নিচের উদাহরণগুলোর শেষাংশে উপরের বর্ণগুলো আছে:

bus → buses

box → boxes

buzz → buzzes

wish → wishes

watch → watches

Noun এর শেষে -is থাকলে

এ জাতীয় শব্দগুলোকে plural করার সময়ও আপনার -es প্রয়োজন হবে কিন্তু সেই noun এর singular রূপকে plural করার সময় একটু সচেতন হতে হবে।

Noun এর শেষে -is থাকলে তাকে plural করার সময় মূল শব্দটি থেকে -is বাদ দিয়ে -es যোগ করতে হবে।

কিছু প্রচলিত উদাহরণ খেয়াল করুন:

axis → axes

oasis → oases

crisis → crises

৩. কখন -ies যোগ করতে হবে

কেবল এক ধরণের শব্দ আছে যেগুলোর plural রূপে -ies যুক্ত হয়। কিন্তু আপনি নিচে দেখতে পাবেন যে এই নিয়মের কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও আছে।

Nouns এর শেষে -y থাকলে

Noun এর শেষে -y থাকলে প্রচলিত নিয়ম হচ্ছে শব্দটি থেকে -y বাদ দিয়ে তার সাথে -ies যোগ করা।

fairy → fairies

candy → candies

dummy → dummies

ব্যতিক্রম: কেবল -s যোগ করলেই হবে

সুখবর! তবে এই ব্যতিক্রম নিয়ম কখন ব্যবহার করতে হবে তা  মনে রাখার একটি সহজ কৌশল আছে। Singular Noun এর শেষে -y থাকলে তার ঠিক পূর্বে vowel আছে কিনা তা অবশ্যই দেখে নিন।

শব্দের শেষে -y থাকলে এবং -y এর আগে vowel থাকলে আপনাকে কেবল noun এর শেষে -s যোগ করতে হবে।

way → ways

monkey → monkeys

toy → toys

guy → guys

৪. কখন -i যোগ করতে হবে

এই সহজ নিয়মটি কেবল এক ধরণের শব্দের জন্য প্রযোজ্য হয়।

Nouns এর শেষে -us থাকলে

Noun এর শেষে -us থাকলে সেটা থেকে -us বাদ দিয়ে -i যোগ করতে হয়।

কিছু প্রচলিত উদাহরণ হচ্ছে:

fungus → fungi

cactus → cacti

stimulus → stimuli

৫. কখন আপনাকে কিছুই করতে হবে না

আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর জন্য আপনাকে কষ্ট করে singular এবং plural বানান মনে রাখতে হবে না।

যেসব Noun এর Plural এবং Singular রূপ একই

অনেক সহজ! কোনো কোনো শব্দের singular এবং plural বানান একই রকম।

কিছু প্রচলিত উদাহরণ নিচে উল্লেখ করা হলো। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে এ জাতীয় শব্দগুলো জীববিজ্ঞান কিংবা প্রাণী সম্পর্কিত।

sheep

deer

fish

species

যেসব Noun এর কোনো Singular রূপ নেই

কিছু কিছু noun আছে যেগুলোর কোনো singular রূপ নেই। এর মানে হচ্ছে যে এরা সব সময় plural রূপেই আছে। ফলে আপনাকে কষ্ট করে সেগুলোর singular রূপ মনে রাখতে হবে না, কারণ এগুলোর কোনো singular রূপই নেই।

সাধারণত এসব বস্তু জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় (যেমন- jeans)। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে জোড়ায় জোড়ায় ব্যবহৃত সকল বস্তুর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।

কাপড় সম্পর্কিত শব্দগুলোর জন্য সাধারণত এই নিয়ম প্রযোজ্য হয়:

scissors

shorts

pants (অথবা: trousers)

jeans

যেসব Noun এর কোনো Plural রূপ নেই

এসব noun কে mass noun ও বলা হয়। এগুলোর জন্য আলাদা কোনো plural রূপ নেই। সাধারণত, এগুলো সমষ্টিগত noun কিংবা যেসব noun কিছুটা ভাবগত। উদাহরণস্বরূপ:

livestock

news

slang

bravery

love

money

৬. অপ্রচলিত রূপগুলো কখন ব্যবহৃত হবে

যদি আপনি নিয়মিত ইংরেজি শিখেন তাহলে আপনি জেনে থাকবেন যে এমন কিছু কিছু বিষয় আছে যখন কোনো নির্দিষ্ট ফরম্যাট বা প্রথাগত নিয়ম প্রযোজ্য হয় না। এগুলো হচ্ছে আমাদের নিয়মবহির্ভূত কিছু noun যেগুলোর ক্ষেত্রে আমাদের আলোচ্য plural বানানের নিয়মাবলী প্রযোজ্য হয় না।

হ্যাঁ, এসব নিয়মবহির্ভূত noun অনেকটা দুরন্ত বাচ্চাদের মতো যারা পার্কে গিয়ে বেঞ্চে না বসে তাতে দাঁড়িয়ে থাকে।

অন্যদের চেয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম অনেকটা ভিন্ন এবং একারণেই এগুলোকে অনেকটা আকর্ষণীয় মনে হয়।

যাই হোক, চলুন কিছু উদাহরণ দেখে নেয়া যাক:

child → children (not “childs”)

mouse → mice (not “mouses”)

man → men (not “mans”)

woman → women (not “womans”)

die → dice (not “dies”)

এসব নিয়মবহির্ভূত noun এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম-কানুন নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ইতিপূর্বে শেখা নিয়ম এবং ব্যতিক্রম নিয়মগুলো এই শব্দগুলোর জন্য প্রযোজ্য নয়। ফলে চোখ বন্ধ করে সেগুলোর singular এবং plural রূপ মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই।

তাই, আশা করছি একটি noun কে কিভাবে plural করতে হয় এবং সেগুলোর বানান কেমন হবে সে সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পেয়েছেন। এসব নিয়ম আয়ত্ত করতে সবারই কিছুটা সময়ের প্রয়োজন হয়। নিয়মগুলো দ্রুত শেখার জন্য এগুলো প্রিন্ট করে নিন এবং রেফারেন্সের জন্য সেগুলোকে হাতের কাছেই রাখুন। খুব শীঘ্রই আপনি plural বানানের বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইলো!

Source:  fluentu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here