জ্যামিতি থেকে আসা চাকরির পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর | Important Job Questions from Geometry

Important Job Questions from Geometry

বিগত বছরের নিয়োগ পরীক্ষায় আসা জ্যামিতির সকল প্রশ্ন একসাথে দেওয়া হল। এই প্রশ্নগুলো থেকে উত্তর করতে গিয়ে আমাদের প্রায়ই হিমসিম খেতে হয়। তাই নিচের প্রশ্নগুলো ভাল করে পড়ে নিন।

🎯 ১.ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি–
উত্তরঃ দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
🎯 ২.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শকের অন্তভূর্ক্ত কোণ—-
উত্তরঃএক সমকোণ
🎯 ৩.তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে?
উত্তরঃসদৃশ ত্রিভুজ
🎯 ৪. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে–
উত্তরঃ১২০ ডিগ্রি
🎯 ৫.১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা – এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে—-
উত্তরঃ ৫ সেমি
🎯 ৬.বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা – এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে বব্যাসার্ধের দৈর্ঘ্য হবে—
উত্তরঃ১৩ সেমি
🎯 ৭.একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে–
উত্তরঃ৮
🎯 ৮.কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখন্ডক যদি ভুমির উপর লম্ব হয়,তবে ত্রিভুজটিকে কি বলে?
উত্তরঃসমদ্বিবাহু
🎯 ৯.দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ—
উত্তরঃসরলকোণ
🎯 ১০.একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে–
উত্তরঃ১০৮ ডিগ্রি
🎯 ১১.১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা – এর লম্বদুরত্ব ৫ সেমি হলে জ্যা এর দৈর্ঘ্য হবে—-
উত্তরঃ২৪ সেমি
🎯 ১২.একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে–
উত্তরঃ৯
🎯 ১৩.একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে—
উত্তরঃ১৩০ ডিগ্রি
🎯 ১৪.আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে—
উত্তরঃ৪৫ ডিগ্রি
🎯 ১৫.ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর —-
উত্তরঃঅর্ধেক হবে।
🎯 ১৬.কোণ A= ৫০ ডিগ্রি।এর পুরক কোণ কত ডিগ্রি?
উত্তরঃ৪০ ডিগ্রি
🎯 ১৭.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?
উত্তরঃ৫ সেমি
🎯 ১৮.একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০ ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে—
উত্তরঃ৫৫ ডিগ্রি
🎯 ১৯.একটি সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ পরিমাণ হবে–
উত্তরঃ৬৪ ডিগ্রি
🎯 ২০.কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি পরস্পর সমান হলে ত্রিভুজটি—-
উত্তরঃসমদ্বিবাহু
🎯 ২১.একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
উত্তরঃসূক্ষ্নকোন
🎯 ২২.কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
উত্তরঃঅন্তঃকেন্দ্র
🎯 ২৩.কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
উত্তরঃ ট্রাপিজিয়াম
🎯 ২৪.যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়,তাকে বলে-
উত্তরঃরম্বস
🎯 ২৫.সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডদ্বয়–
উত্তরঃপরস্পর সমান
🎯 ২৬.একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে–
উত্তরঃ৫০ ডিগ্রি
🎯 ২৭.দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ২৭।তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
উত্তরঃ৪ঃ৯
🎯 ২৮.বৃত্তস্থ সামন্তরিক একটি—
উত্তরঃআয়তক্ষেত্র
🎯 ২৯.একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
উত্তরঃচারগুণ
🎯 ৩০.একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে—
উত্তরঃ১২০ ডিগ্রি
🎯 ৩১.একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে–
উত্তরঃ১০
🎯 ৩২.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব-দ্বিখন্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তরঃপরিকেন্দ্র
🎯 ৩৩.কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত।এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?–
উত্তরঃবর্গক্ষেত্র
🎯 ৩৪.একটি রম্বস আ্কতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর প্রয়োজন?
উত্তরঃএকটি বাহু ও একটি কোণ
🎯 ৩৫.সুষম ষড়ভূজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে—
উত্তরঃ১২০ ডিগ্রি
🎯 ৩৬.কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে—-
উত্তরঃভরকেন্দ্র
🎯 ৩৭.সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে–
উত্তরঃস্থুলকোণ
🎯 ৩৮.দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বে ও ত্রিভুজ দুটি সর্বসম হবে না—-উত্তরঃতিন কোণ
🎯 ৩৯.কোনো ত্রিভুজের তিনকোণের সমদ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তরঃঅন্তঃকেন্দ্র
🎯 ৪০.কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি—
উত্তরঃ৩৬০ ডিগ্রি
🎯 ৪১.বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?
উত্তরঃ১১০ ডিগ্রি
🎯 ৪২.অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্ণকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে–
উত্তরঃ৩০ ডিগ্রি
🎯 ৪৩.ত্রিভুজের বুহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয়—
উত্তরঃসূক্ষ্ণকোণ
🎯 ৪৪.একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
উত্তরঃ ১৩৫ ডিগ্রি
🎯 ৪৫.কোন বৃত্তের বহিঃস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যেতে পারে?
উত্তরঃ২টি
🎯 ৪৬.একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক।সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
উত্তরঃ২৪ একক
🎯 ৪৭.ত্রিভুজের তিন বাহু, উহার অন্তঃবৃত্তের—–
উত্তরঃ স্পর্শক
🎯 ৪৮.বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত—–
উত্তরঃ২২/৭
🎯 ৪৯.কোন ক্ষেত্রের সীমানা নির্ধারক বক্ররেখার মোট দৈর্ঘ্যকে কি বলে?
উত্তরঃপরিসীমা
🎯 ৫০.একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
উত্তরঃ ৩০ ডিগ্রি
🎯 ৫১.একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টি ক্ষেত্রফলের কত গুন হবে?
উত্তরঃ৪ গুণ
🎯 ৫২.সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে,ক্ষেত্রফল কত?
উত্তরঃ৯রোড ভার ৩
🎯 ৫৩.দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
উত্তরঃ২ টি
🎯 ৫৪একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?.
উত্তরঃ১৬ গুণ
🎯 ৫৫.বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা—
উত্তরঃঁঅপেক্ষা বড় হবে।
🎯 ৫৬.অতিভুজের বিপরীতে থাকে—
উত্তরঃসমকোণ
🎯 ৫৭. ২৫৩ ডিগ্রি কোণকে কি বলে?
উত্তরঃপ্রবৃদ্ধ কোণ
🎯 ৫৮.সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে—
উত্তরঃঅনেকগুলো ত্রিভুজ আ্কা যায়
🎯 ৫৯.দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
উত্তরঃসম্পুরক কোণ
🎯 ৬০.দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ১ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
উত্তরঃপুরক কোণ
🎯 ৬১.কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
উত্তরঃমিশরে
🎯 ৬২.একটি ত্রিভুজের মধ্যমাত্রয় সমান হলে ত্রিভুজটি—
উত্তরঃসমবাহু
🎯 ৬৩.বৃত্তের ব্যাস ৩ গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তরঃ৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here