১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ পিডিএফ ডাউনলোড

১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

পিডিএফ ডাউনলোড

class-7-bangla-17-week-assignment.html

শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় ১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ খুজছো। আজ আমরা তোমাদের সেই কাঙ্খিত অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর সরবরাহ করবো। তোমাদের বাংলা এসাইনমেন্টটি খুব সহজ হবে বলে আমরা আশা করি।

প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তরটি লেখার আগে প্রশ্নগুলো পড়বে এবং নির্দেশনায় যে বইগুলো পড়ার কথা বলা আছে সেগুলো পড়বে। তোমাদের অন্যান্য বই না থাকলে বাংলা বই নিশ্চয় আছে। সেটার যে অধ্যায়টি পড়তে বলা হয়েছে সেই অধ্যায়টি ভালো করে পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে।

৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১৭ সপ্তাহ উত্তর ২০২১

তোমাদের অনেকে বাংলা বিষয়কে সহজ ভেবে অ্যাসাইনমেন্টটি গুরুত্বহীনভাবে লিখে থাকো। কিন্তু এমনটি করা উচিত নয়। তোমাদের এসাইনমেন্টের উত্তর লেখার সাথে সাথে কিন্তু বিষয়টি পড়াও হয়ে যায়। তাই যে কোনো অ্যাসাইনমেন্ট লিখার সময় ভালো করে পড়ে এবং মনোযোগ সহকারে লিখবে।

সপ্তম শ্রেণির বাংলা ১৭ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আশা করি তোমরা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়বে এবং আমাদের নির্দেশনা গুলো বুঝে সেই অনুযায়ী কাজ করবে। সকল তোমাদের ১৭ সপ্তাহের বাংলা প্রশ্নগুলো দেখার আমন্ত্রণ  রইলো। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই।

৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১৭ সপ্তাহ প্রশ্ন

অধ্যায়ঃ ব্যাকরণ

বিষয়বস্তুঃ সন্ধি

নির্দেশনাঃ

  • সন্ধির নাম (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি)
  • নিয়ম (পূর্ণ/ সংক্ষিপ্ত) দুটোই গ্রহণযোগ্য হবে)
  • ৩০টি তথ্য লিখতে হবে।

৭ম শ্রেনির শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে যে তোমাদের ১৭ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টে সন্ধি নিয়ে প্রশ্ন করা হয়েছে। তাই তোমাদের সাজেস্ট করবো তোমাদের বাংলা  ব্যকারণ বই থেকে সন্ধি বিচ্ছেদ অংশটা ভালো করে পড়ে নিতে। তাহলে তোমরা  সহজেই আজকের প্রশ্নের উত্তর করতে পারবে। যদিও আমরা তোমাদের একটি নমুনা উত্তর দিয়ে দিবো।

১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান

এসাইনমেন্ট শুরু

প্রদত্ত শব্দসন্ধি বিশ্লেষণসন্ধির নামনিয়ম/সূত্র
নবান্ননব+অন্নসরসন্ধিঅ+অ মিলে আ হয়েছে।
শীতার্তশীত +ঋতসরসন্ধিঅ+ঋ উভয় মিলে আর হয়েছে।
নিজন্তনিচ+অন্তব্যঞ্জনসন্ধিব্যঞ্জন ধ্বনি+ সরধ্বনি হয়েছে।
উচ্চারণউৎ+চারণব্যঞ্জনসন্ধিত এর পর চ থাকলে ত এর স্থলে চ হয়।
সন্ধিসম্ +ধিব্যঞ্জনসন্ধি’ম’ ন হয়েছে।
বৃষ্টিবৃষ্ +তিব্যঞ্জনসন্ধি’ষ’ এর পরে ত থাকলে ’ত’ এর স্তানে ট হয়।
প্রচ্ছদপ্র+ছদব্যঞ্জনসন্ধিঅ+ছ = চ্ছ হয়েছে।
উন্নতউৎ + নতব্যঞ্জনসন্ধিত+ন মিলে ন্ন হয়েছে।
রাজ্ঞীরাজ+নীব্যঞ্জনসন্ধিজ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়েছে।
ষষ্ঠষষ্ +থব্যঞ্জনসন্ধিষ এর পরে থ থাকলে থ এর স্থানে ‘ঠ’ হয়।

বি.দ্রঃ নমুনা উত্তর তোমরা হুবুহু কপি করবেনা। আজকের উত্তরটি কপি করলে সমস্যা নাই। তবে তোমরা একবার দেখে নিজে নিজে করার চেষ্টা করবে। কিছু কিছু বিষয়ের অ্যাসাইনমেন্ট কপি করা যাবেনা কপি করে খাতা বাতিল হলে সমাধান.নেট দায়ি থাকবেনা।

আরো এসাইনমেন্ট উত্তর পেতে নিচের লিংকে কিক্ল করুন

৮ম অষ্টম শ্রেণির ১৬ তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর

নবম শ্রেণির ১৬ তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

নবম শ্রেণির ১৬ তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

নবম শ্রেণির ১৫ তম সপ্তাহ গণিত অ্যাসা ইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণীর ১৫ সপ্তাহ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১

এইচএসসি 2022 ৮ম সপ্তাহ বাংলা ২য় পত্র এসাইনমেন্ট উত্তর

এইচএসসি সপ্তম সপ্তাহ ইংরেজী ১ম পত্র এসাইনমেন্ট উত্তর ২০২২

যুক্তিবিদ্যা ২য় পত্র ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর এইচএসসি ২০২২ পিডিএফ ডাউনলোড

এইচএসসি ২০২২ পৌরনীতি ও সুশাসন ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

এইচএসসি 2022 ৬ষ্ঠ সপ্তাহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট উত্তর ২০২২

যুক্তিবিদ্যা এসাইনমেন্ট ৫ম সপ্তাহ উত্তর এইচএসসি ২০২১ পিডিএফ ডাউনলোড

এইচএসসি ২০২১ সমাজকর্ম ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর পিডিএফ ডাউনলোড

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ৫ম সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১

এইচএসসি ৫ম সপ্তাহ জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

এইচএসসি 2021 সমাজবিজ্ঞান পঞ্চম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

এইচএসসি 2021 ভূগোল পঞ্চম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন পিডিএফ ডাউনলোড

এইচএসসি 2021 পৌরনীতি ও সুশাসন ৫ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন পিডিএফ ডাউনলোড

Download From Google Drive

Download

 Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here