Sunday, April 28, 2024
Home Blog Page 54

নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় – ৩: কোষ বিভাজন এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

এস.এস. সি. জীববিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন (Biology MCQ Suggestion PDF Download)

অধ্যায় – ৩ : কোষ বিভাজন

১. যৌন জননক্ষম বহুকোষী জীবের সূচনা ঘটে –
i. জাইগোট থেকে
ii. নিষিক্ত ডিম্বাণু থেকে
iii. নিষিক্ত ডিম্বক থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২. মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে –
i. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
ii. বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. প্রোফেজ দশা দীর্ঘস্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩. নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (গ)

৪. প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
ক) উদ্ভিদ কোষে
খ) প্রাণী কোষে
গ) আদি কোষে
ঘ) প্রকৃত কোষে
সঠিক উত্তর: (খ)

৫. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
ক) ইন্টারফেজ
খ) প্রোফেজ
গ) প্রো-মেটাফেজ
ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)

৬. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)

৭. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
ক) কুন্ডলিত
খ) প্যাঁচানো
গ) লম্বালম্বি
ঘ) আনুভূমিক
সঠিক উত্তর: (ক)

৮. নিচের কোন জীবে অ্যামাইটোসিস ঘটে?
ক) নস্টক
খ) আমগাছ
গ) বটগাছ
ঘ) মানুষ
সঠিক উত্তর: (ক)

৯. কোষের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন বিভাজন প্রক্রিয়া?
ক) অ্যামাইটোসিস
খ) মিয়োসিস
গ) মাইটোসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)

১০. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
ক) এক বার
খ) দুই বার
গ) তিন বার
ঘ) চার বার
সঠিক উত্তর: (ক)

১১. মাইটোসিস ঘটে –
i. প্রাণীর দেহ কোষে
ii. উদ্ভিদের ভাজক টিস্যুতে
iii. উদ্ভিদের সকল টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২. নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়?
ক) নিউক্লিয়াসের বিভাজন
খ) নিউক্লিওয়ালসের বিভাজন
গ) ক্রোমোজোম বিভাজন
ঘ) দেহকোষীয় বিভাজন
সঠিক উত্তর: (ক)

১৩. প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১৪. বহুকোষী জীব হলো – i. অ্যামিবা ii. মানুষ iii. বটগাছ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫. মেটাফেজ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য –
i. ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়
ii. সেন্ট্রোমিয়ার দুইটি খন্ডে বিভক্ত
iii. দুটি ক্রোমাটিড স্পষ্ট হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬. অ্যামাইটোসিস কোষ বিভাজনে –
i. দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়
ii. ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়
iii. পাঁচটি পর্যায় দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭. মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

১৮. অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য –
i. কোষের নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত
ii. দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে
iii. দুইটি অপত্য কোষের সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. অঙ্গজ জনন সাধিত হয় কোন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)

২০. প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমোটিড উৎপন্ন করে?
ক) তিনটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

২১. কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)

২২. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয়ে যায় মাইটোসিসের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)

২৩. মাইটোসিস ঘটে –
i. কান্ড ও মূলের অগ্রভাগে
ii. ভ্রূণমুকুল ও ভ্রূণমূলে
iii. বর্ধনশীল পাতা ও মুকুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)

২৫. স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয় –
i. স্পিন্ডল তন্তু
ii. ক্রোমোজোমাল তন্তু
iii. আকর্ষণ তন্তু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. স্পিন্ডল যন্ত্রের দু’মেরুর মধ্যবর্তী অংশ হলো –
i. ইকুয়েটর
ii. বিষুবীয় অঞ্চল
iii. নিরক্ষীয় অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের –
ক) সমান
খ) দ্বিগুণ
গ) চারগুণ
ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)

২৮. প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো –
i. বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে
ii. পানি গ্রহণ করে স্ফীত ও খাটো হয়
iii. আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৯. সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
ক) স্পিন্ডল
খ) ট্রাকশন
গ) অ্যাস্টার
ঘ) আকর্ষণ
সঠিক উত্তর: (গ)

৩০. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় কোন বিভাজনের ফলে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)

৩১. জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)

৩২. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বানু মিলিত হয়ে কি তৈরি হয়?
ক) জীবদেহ
খ) জাইগোট
গ) কোষদেহ
ঘ) সজীব কোষ
সঠিক উত্তর: (খ)

৩৩. অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোষ বিভাজনের কোন ধাপের পরিসমাপ্তি ঘটে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)

৩৪. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কোথায়?
ক) জননকোষে
খ) দেহকোষে
গ) স্নায়ুকোষে
ঘ) অপত্যকোষে
সঠিক উত্তর: (খ)

৩৫. অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে সকল গঠনাকৃতি ধারণ করে তাহলো –
i. মেটাসেন্ট্রিক
ii. সাবমেটা সেন্ট্রিক
iii. অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. মসের জাইগোটে মিয়োসিস হলে কয়টি রেণু উৎপন্ন হয়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)

৩৭. অপত্য কোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় কোন কোষ বিভাজনের ফলে?
ক) মিয়োসিস
খ) দেহকোষ
গ) মাইটোসিস
ঘ) জননকোষ
সঠিক উত্তর: (গ)

৩৮. বহুকোষী জীব হলো –
i. মানুষ, আমগাছ
ii. অ্যামিবা, জামগাছ
iii. বটগাছ, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. নিচের কোন পর্যায়ে কোষটি দু ভাগ হয়ে যায়?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) প্যাফাইটিন
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)

৪০. সাইটোকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
ক) নিউক্লিয়াস
খ) সাইটোপ্লাজম
গ) প্রোটোপ্লাজম
ঘ) এন্ডোপ্লাজম
সঠিক উত্তর: (খ)

৪১. অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?
ক) অপত্য ক্রোমোজোম
খ) মাতৃকা ক্রোমোজোম
গ) ক্রোমোজোম
ঘ) সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (ক)

৪২. স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে সঠিক বিবরণ –
i. দুই মেরুযুক্ত
ii. তন্তুময়
iii. প্রোটিনের তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. মিয়োসিসের কারণে কোষে –
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে?
ক) মেটাফেজ
খ) টেলোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (খ)

৪৫. প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

৪৬. মস ও ফার্নের রেণু সংগ্রহের জন্য অভিযান চালাতে হবে কোথায়?
ক) ছায়াযুক্ত স্থানে
খ) জলাশয়ে
গ) গাছের ফোকরে
ঘ) পাহাড়ের চূড়ায়
সঠিক উত্তর: (ক)

৪৭. অপত্য কোষ গঠন ও গুণাগুণ মাতৃকোষানুরূপ হয় কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)

৪৮. একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?
ক) সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে
খ) একটি মাত্র কোষ সরল বলে
গ) শুক্রাণু ও ডিম্বাণু এককোষী বলে
ঘ) একটি কোষে কোষ বিভাজন সুবিধাজনক বলে
সঠিক উত্তর: (ক)

৪৯. টেলোফেজ পর্যায়ের শেষে –
i. দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. কোষপ্লেট তৈরি হয়
iii. স্পিন্ডল তন্তু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. ‘ক্রোমোজোম নৃত্য’ কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
ক) অ্যানাফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ- 277 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় – ২: জীব কোষ ও টিস্যু এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

এস.এস. সি. জীববিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন (Biology MCQ Suggestion PDF Download)

অধ্যায় – ২ : জীব কোষ ও টিস্যু

১. দেহকে নিদ্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দানকারী টিস্যু কোনটি?
ক) ফাইব্রাস যোজক টিস্যু
খ) স্কেলেটাল যোজক টিস্যু

গ) ঐচ্ছিক পেশি
ঘ) অনৈচ্ছিক পেশি
সঠিক উত্তর: (খ)

২. কোষের ভেতরের থকথকে, অর্ধস্বচ্ছ জেলীয় ন্যায় বস্তুকে কী বলে?
ক) প্রোটোপ্লাজম
খ) সাইটোপ্লাজম
গ) নিউক্লিওপ্লাজম
ঘ) এন্ডোপ্লাজম
সঠিক উত্তর: (ক)

৩. কোন টিস্যুর প্রাথমিক প্রোটোপ্লাজম পরে বিনষ্ট হয়ে যায়?
ক) কোলেনকাইমা
খ) স্ক্লেরেনকাইমা
গ) প্যারেনকাইমা
ঘ) ক্লোরেনকাইমা
সঠিক উত্তর: (খ)

৪. প্রোটিন সংশ্লেষ করে- i. U ii. X iii. Y নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫. দেহ কোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) মাইটোসিস ও অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ঘ)

৬. উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহাজ্য করে কোনটি?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) কোমোজোম
গ) রাইবোসোম
ঘ) প্লাস্টিড
সঠিক উত্তর: (ঘ)

৭. স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত
ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত
iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮. প্রোটোপ্লাজম নিঃসৃত কয়েক প্রকার রাসায়নিক পদার্থ কোন পর্দার উপর জমা হয়?
ক) ভিত্তি পর্দা
খ) মধ্য পর্দা
গ) বাহ্য পর্দা
ঘ) বহিঃপর্দা
সঠিক উত্তর: (খ)

৯. ভ্র্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল টিস্যুকে কী বলে?
ক) আবরণী কলা
খ) যোজক কলা
গ) পেশি কলা
ঘ) স্নায়ুকলা
সঠিক উত্তর: (গ)

১০. অ্যামিবাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখলে নিচের কোনটি অনুপস্থিত থাকবে?
ক) ক্ষণপদ
খ) গহ্বর
গ) প্লাস্টিড
ঘ) নেত্র
সঠিক উত্তর: (গ)

১১. স্ক্লেরাইড কোষের ক্ষেত্রে বলা যায়-
i. স্টোনসেল বলা হয়
ii. খাটো, অসমব্যাসীয়
iii. লম্বাটে বা তারকাকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১২. আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ কোন অঙ্গাণুর কাজ?
ক) মাইট্রোকন্ড্রিয়া
খ) প্লাস্টিড
গ) রাইবোজোম
ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (গ)

১৩. ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?
ক) গলজি বডিতে
খ) প্লাস্টিডে
গ) নিউক্লিয়াসে
ঘ) মাইটোকন্ড্রিয়ায়
সঠিক উত্তর: (ঘ)

১৪. জবিবিজ্ঞানের যে শাখায় অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
ক) এনটোমোলজি
খ) এনাটমি
গ) ফিজিওলজি
ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (খ)

১৫. ভেদ্যতার ভিত্তিতে কোষ জিল্লি কোন ধরনের?
ক) অর্ধভেদ্য
খ) বৈষম্যভেদ্য
গ) অভেদ্য
ঘ) ভৈদ্য
সঠিক উত্তর: (খ)

১৬. রক্তের উপাদান কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

১৭. একই গঠনবিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের কী বলে?
ক) কোষ
খ) কলা
গ) অঙ্গ
ঘ) তন্ত্র
সঠিক উত্তর: (খ)

১৮. রক্তরসে শতকরা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?
ক) ১০-১২%
খ) ৮-৯%
গ) ৮০-৮৫%
ঘ) ৯১-৯২%
সঠিক উত্তর: (খ)

১৯. দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ ঘটে কোন টিস্যুর সংকোচন ও প্রসারণের জন্য?
ক) আবরণী টিস্যু
খ) যোজক টিস্যু
গ) পেশি টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
সঠিক উত্তর: (গ)

২০. উদ্ভিদের বিভিন্ন রকম রঞ্জক পদার্থ যে অঙ্গাণুতে থাকে তা-
i. খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii\

গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. মানবদেহে কয় ধরনের রক্ত কোষ রয়েছে?
ক) ৫
খ) ৪

গ) ৩
ঘ) ২
সঠিক উত্তর: (গ)

২২. পূর্ণাঙ্গ জীবদেহ সৃষ্টি হয়-
i. দ্বিবিভাজনের মাধ্যমে
ii. অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে
iii. মিয়োসিস বিভাজনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩. জাইলেম টিস্যু গঠনের উপাদান কোনটি?
ক) কোলেনকাইমা
খ) সঙ্গীকোষ
গ) প্যারেনকাইমা
ঘ) জাইলেম ফাইবার
সঠিক উত্তর: (ঘ)

২৪. কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবকোষ প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে?
ক) অভিস্রবণ

খ) ব্যাপন
গ) শ্বসন

ঘ) রেচন
সঠিক উত্তর: (গ)

২৫. কোনটি জীবের শারীরবৃত্তীয় কাজের সমন্বয়কারী?
ক) হরমোন
খ) প্লস্টিড
গ) ক্রোমোজোম
ঘ) রাইবোসোম
সঠিক উত্তর: (ক)

২৬. অস্থিকোষ অবদান রাখে-
i. দেহের বৃদ্ধিতে
ii. দেহের গঠনে
iii. দেহের দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৭. “পেনিসিলিন” নামক অ্যান্টিবায়েটিক ঔষধ আবিষ্কার করেন কে?
ক) হ্যানস ক্রেবস
খ) আলোকজান্ডার ফ্লেমিং
গ) জর্জ বেনথাম
ঘ) সালিম আলী
সঠিক উত্তর: (খ)

২৮. প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা মলাকার বা দন্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের কী বলে?
ক) সেন্ট্রোজোম
খ) রাইবোজোম
গ) সেন্ট্রিওল
ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (গ)

২৯. প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ও পানি সহযোগে শর্করা তৈরি করে?
ক) ক্রিস্টি
খ) স্টোমা
গ) গ্রানা
ঘ) ল্যামেলী
সঠিক উত্তর: (খ)

৩০. আমাদের নড়াচড়ায় সাহায্য করে কোনটি?
ক) স্নায়ুকোষ
খ) পেশিকোষ
গ) যকৃৎকোষ
ঘ) রক্তকোষ
সঠিক উত্তর: (খ)

৩১. লিউকোপ্লাস্টের বর্ণ কী রকম?
ক) সবুজ
খ) হলুদ
গ) লাল
ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)

৩২. কোন টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো, সরু ও লম্বা?
ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
গ) কলামনার আবরণী টিস্যু
ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
সঠিক উত্তর: (খ)

৩৩. টিস্যুর গঠন ও কাজের একক কোনটি?
ক) প্রোটোপ্লাজম
খ) কোষ
গ) সাইটোপ্লাজম
ঘ) অঙ্গ
সঠিক উত্তর: (খ)

৩৪. শরীর ত্বকীয় কোষ কী কাজ করে?
ক) ঘাম নির্গত করে
খ) কাঠামো প্রদান করে
গ) রোগ প্রতিরোধ করে
ঘ) দেহে দৃঢ়তা প্রদান করে
সঠিক উত্তর: (ক)

৩৫. আদি কোষের ক্ষেত্রে সঠিক-
i. কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না
ii. নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে
iii. অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬. পরিবহন টিস্যু নিচের কোনটিকে বলা হয়?
ক) ভাজক টিস্যু
খ) স্থায়ী টিস্যু
গ) সরল টিস্যু
ঘ) জটিল টিস্যু
সঠিক উত্তর: (ঘ)

৩৭. শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?
ক) গ্লাইকোলাইসিস
খ) ক্রেবস চক্র
গ) এসিটাইল কো-এ সৃষ্টি
ঘ) ইলেক্ট্রন প্রবাহ
সঠিক উত্তর: (খ)

৩৮. অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি?
ক) ক্যাডমিয়াম
খ) পটাশিয়াম
গ) সোডিয়াম
ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (ঘ)

৩৯. প্লাস্টিডের প্রধান কাজ হলো-
i. খাদ্য প্রস্তুত করা
ii. খাদ্র সঞ্চয় করা
iii. উদ্ভিদদেহকে বর্ণময় করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. কোমলাস্থির অপর নাম কী?
ক) তরুণাস্থি
খ) অমনীয় অস্থি
গ) অস্থি
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

৪১. ফুলকে আকর্ষণীয় ও পরাগায়নে সাহাজ্য করা কোনটির প্রধান কাজ?
ক) লিউকোপ্লাস্ট
খ) ক্লোরোপ্লাস্ট
গ) গলজিবস্তু
ঘ) ক্রোমোপ্লাস্ট
সঠিক উত্তর: (ঘ)

৪২. রক্তের রং লাল হয় কেন?
ক) লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকায়
খ) লোহিত কণিকায় গ্লোবিউলিন থাকায়
গ) শ্বেকণিকায় প্রোটিওলঅইটিক এনজাইম থাকায়
ঘ) অণুচক্রিকায় ইওসিন থাকায়
সঠিক উত্তর: (ক)

৪৩. কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয়?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) ফিশন
সঠিক উত্তর: (খ)

৪৪. গুপ্তবীজী উদ্ভিদের সকল অঙ্গে কোনগুলো দেখা যায়?
ক) ফাইবার
খ) স্ক্লেরাইড
গ) ভেসেল
ঘ) ট্রাকিড
সঠিক উত্তর: (গ)

৪৫. পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে?
ক) ভ্রূণীয় এন্ডোডার্ম
খ) এক্টোপ্লাজম
গ) ভ্রূণীয় এক্টাডার্ম
ঘ) ভ্রূণীয় মেসোডার্ম
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ভ্রণ ও শিশু ধারক অঙ্গ কোনটি?
ক) ত্বকতন্ত্র
খ) জননতন্ত্র
গ) রেচনতন্ত্র
ঘ) পরিপাকতন্ত্র
সঠিক উত্তর: (খ)

৪৭. উড ফাইবার কী?
ক) জাইলেমের স্ক্লেরেনকাইমা কোষ
খ) জাইলেম স্ক্লেরেনকাইমা কোষ
গ) ফ্লোয়েমের স্ক্লেরেনকাইমা কোষ
ঘ) ফ্লোয়েমের সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)

৪৮. কোনটি কোষের দৃঢ়তা, আকার ও আকৃতি বজায় রাখে?
ক) সাইটোপ্লাজম
খ) কোষঝিল্লি
গ) রাইবোসোম
ঘ) কোষপ্রাচীর
সঠিক উত্তর: (ঘ)

৪৯. জটিল টিস্যুকে কী বলা হয়?
ক) দৃঢ়তা দানকারী টিস্যু
খ) পরিবহন টিস্যু
গ) সঞ্চয়ী টিস্যু
ঠিক উত্তর: (খ)

৫০. স্থায়ী টিস্যুর সঠিক?
i. কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু থাকে
ii. কোষে কোষ গহবর থাকে না
iii. কোষের সাইটোপ্লাজম ঘন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ- 273 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় – ১: জীবন পাঠ এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

এস.এস. সি. জীববিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন (Biology MCQ Suggestion PDF Download)

অধ্যায় – ১ : জীবন পাঠ

১. ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে?
ক) প্রায় এক কোটি
খ) প্রায় দেড় কোটি
গ) প্রায় দুই কোটি
ঘ) প্রায় আড়াই কোটি
সঠিক উত্তর: (ক)

২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে?
ক) Agriculture
খ) Soil science
গ) Embryology
ঘ) Ecology
সঠিক উত্তর: (ঘ)

৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল?
ক) উদ্ভিদবিজ্ঞান
খ) প্রাণিবিজ্ঞান
গ) প্রকৃতি বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৪. রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফাইজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)

৬. জীববিজ্ঞানের জনক কে?
ক) লিনিয়াস
খ) অ্যারিস্টটল
গ) থিওফ্রাসটাস
ঘ) ডাল্টন হুকার
সঠিক উত্তর: (খ)

৭. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে?
ক) ১৯৮৫ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর: (ঘ)

১০. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন?
ক) ৩৮১
খ) ৩৮২
গ) ৩৮৩
ঘ) ৩৮৪
সঠিক উত্তর: (ঘ)

১১. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব?
ক) Protista
খ) Plantae
গ) Monera
ঘ) Animalia
সঠিক উত্তর: (গ)

১২. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?
ক) গণ
খ) গোত্র
গ) উপ-প্রজাতি, গণ, গোত্র
ঘ) প্রজাতি
সঠিক উত্তর: (ঘ)

১৩. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
ক) ফিশারিজ
খ) মৃত্তিকা বিজ্ঞান
গ) ফরেস্ট্রি
ঘ) বায়োকেমিস্ট্রি
সঠিক উত্তর: (গ)

১৪. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়?
ক) স্থলজ পরিবেশে
খ) জলজ পরিবেশে
গ) মরুজ পরিবেশে
ঘ) লবণাক্ত জলজ পরিবেশে
সঠিক উত্তর: (খ)

১৫. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?
ক) ২০০১
খ) ২০০২
গ) ২০০৩
ঘ) ২০০৪
সঠিক উত্তর: (ঘ)

১৬. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
ক) বহুকোষী
খ) হেটাট্রাফিক
গ) প্লাস্টিডহীন
ঘ) ভ্রূণস্তর সৃস্টি
সঠিক উত্তর: (গ)

১৭. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Physiology
খ) Chemistry
গ) Biochemistry
ঘ) Biotechnology
সঠিক উত্তর: (গ)

১৮. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?
ক) খাদ্য গলাধঃকরণ করে
খ) এককোষী জীব
গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়
ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে
সঠিক উত্তর: (ঘ)

১৯. ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

খ) ii ও iii
গ ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
ক) ভৌত জীববিজ্ঞান
খ) ফলিত জীববিজ্ঞান
গ) উদ্ভিদবিজ্ঞান
ঘ) প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

২১. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
ক) Morphology
খ) Anatolmy
গ) Histology
ঘ) Cytology
সঠিক উত্তর: (ঘ)

২২. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
ক) ৬
খ) ৫
গ) ৪
ঘ) ৩
সঠিক উত্তর: (ক)

২৩. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
খ) পরিবেশ বিজ্ঞানে
গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে
সঠিক উত্তর: (ক)

২৪. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?
ক) অক্সফোর্ড
খ) স্টামফোর্ড
গ) নিউইয়র্ক
ঘ) ক্যালিফর্নিয়া
সঠিক উত্তর: (ক)

২৫. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?
ক) প্রজাতি
খ) গণ
গ) রাজ্য
ঘ) শ্রেণি
সঠিক উত্তর: (ক)

২৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) উদ্যানবিজ্ঞান
ঘ) উদ্ভিদবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

২৭. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Plasmodium vivax
খ) Vibrio cholerae
গ) Apis indica
ঘ) Copsychus saularis
সঠিক উত্তর: (ক)

২৮. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক) সুইডেন
খ) স্পেন
গ) গ্রিক
ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (ক)

২৯. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)

৩০. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ক) শ্বেতসার ও আমিষ
খ) আমিষ ও স্নেহ পদার্থ
গ) স্নেহ পদার্থ
ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ
সঠিক উত্তর: (ঘ)

৩১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?
ক) জীবপরিসংখ্যান বিদ্যান
খ) অঙ্গসংস্থান বিদ্যা
গ) শারীরবিদ্যা
ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা
সঠিক উত্তর: (ঘ)

৩২. Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৩. জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি?
ক) Biostatistics
খ) Statistics
গ) Soil science
ঘ) Botany
সঠিক উত্তর: (ক)

৩৪. মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৫. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৩৬. প্লাস্টিডবিহীন জীব- i. প্রথম নমুনা ii. দ্বিতীয় নমুনা iii. চতুর্থ নমুনা নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়?
ক) প্রাণিবিজ্ঞান
খ) উদ্ভিদবিজ্ঞান
গ) চিকিৎসাবিজ্ঞান
ঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন
সঠিক উত্তর: (ঘ)

৩৮. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?
ক) ১৯৬৬
খ) ১৯৬৭
গ) ১৯৬৮
ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)

৩৯. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
ক) অণুজীববিজ্ঞান
খ) জীববিজ্ঞান
গ) মৎসবিজ্ঞান
ঘ) মৃত্তিকাবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)

৪০. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?
ক) পরিপাকতন্ত্র
খ) পৌষ্টিকতন্ত্র
গ) শ্বসনতন্ত্র
ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)

৪১. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-
ক) Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species
খ) Phylum>Class>Order>Family>Genus>Species
গ) Class>Phylum>Order>Family>Genus>Species
ঘ) কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: (ক)

৪২. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত

ক) লিপিড
খ) লিগনিন
গ) কাইটিন
ঘ) সুবেরিন
সঠিক উত্তর: (গ)

৪৩. শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৪. বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম?
ক) চিকিৎসাবিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) মৃত্তিকা বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৪৫. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) অ্যানিমেলিয়া
সঠিক উত্তর: (ঘ)

৪৭. Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৮. এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়?
ক) এনজাইম
খ) হরমোন
গ) যকৃত
ঘ) কোষ
সঠিক উত্তর: (খ)

৪৯. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. অ্যারিস্টটল ছিলেন?
ক) দার্শনিক
খ) চিকিৎসক
গ) শিক্ষক
ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ- 274 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অধ্যায় -১৩ আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতি পদার্থ বিদ্যা এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

অধ্যায় -১৩: আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতি পদার্থ বিদ্যা

সূত্রপ্রতীক পরিচিতি ও একক
.
1. 
I = পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য {মিটার (m)}
Io = ঐ পযবেক্ষকের ঘড়িতে ঐ ঘনটার সময় {মিটার (m)}
2. to= গতিশীলপর্যবেক্ষকের ঘড়িতে কোন ঘটনার সময় {সেকেন্ড (s)}
t = স্থির পর্যবেক্ষকের ঘড়িতে ঐ ঘটনার সময় {সেকেন্ড (s)}
3. m = বস্তুর চলমান অবস্থার ভর {কি.গ্রা.(kg)}
mo = বস্তুর নিশ্চল অবস্থার ভর {কি.গ্রা.(kg)}
4. E = mc2 
5.  
6. Rs = সংকট ব্যাসার্ধ {মিটার (m)}
G = মহাকর্ষ ধ্রুবক {নিউটন মিটার /কেজি (Nm2kg-2)}
M = গোলকীয় বস্তুর ভর {কি.গ্রা (kg)}
7. v = ‍S কাঠামো সাপেক্ষে ‍S’ কাঠামো x-অক্ষ বরাবর বেগ {মিটার/সে. (ms-1)}
c = আলোর বেগ
t = S কাঠামোতে কোন ঘটনার পযবেক্ষণের সময় {সেকেন্ড (s)}
X’ = ঘটনা বিন্দু হতে কাঠামোর সমতলের লম্ব দূরত্ব {মিটার (m)}
X = ঘটনা বিন্দু হতে কাঠামোর সমতলের লম্ব দূরত্ব {মিটার (m)}
8. E = k+moc2E = মোট শক্তি {ইলেকট্রন ভোল্ট (eV)}
K = গতি শক্তি

আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

1.জড় প্রসঙ্গ কাঠামো
2.আপেক্ষিতা
3.আপেক্ষিক তত্ত্বের প্রকারভেদ
4.আপেক্ষিকতার বিশেষ ত্ত্ত্ব
5.লরেনজ রূপান্তরন
6.তারকার মৃত্যুর ধাপ
7.নিউট্রন তারকা
8.কৃষ্ণবিবর

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি রকেট কত বেগে চললে এর দৈর্ঘ্য সংকুচিত হয়ে নিশ্চল দৈর্ঘ্যর অর্ধেক হবে ?

সমাধানঃ
 
এখানে, L = ½ L0
আমরা জানি, L = L0 √ (1-v2/c2)
⇨ ½ L0 = L0 √ (1-v2/c2)
⇨ ½ = √ (1-v2/c2)
⇨ ¼ = 1-v2/c2
⇨ v2/c2 = 1- ¼ = ¾
⇨ v /c = √ (3/4)
⇨ v = {√(3/4)} × c = 2.598×108 ms-1    Ans.

2. একটি ইলেকট্রন 0.99c দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত ?

সমাধানঃ
 
এখানে,m0 = 9.1×10-31 kg  [ ইলেকট্রনের ভর ]
v = 0.99c
আমরা জানি,m0 = m √ (1-v2/c2)
m = m0 / {√ (1-v2/c2)}
= 9.1× 10-31 / {√1-(0.99)2}
= 6.45× 10-30 kg             Ans.

3. একটি মেসন কণার গড় আয়ু 3×10-8 s ।যদি কণাটি 0.85c বেগে গতিশীল হয়,তবে এর গড় আয়ু বের কর ।

সমাধানঃ
 
এখানে,t0 = 3×10-8 s ;
v = 0.85c ;
v/c = 0.85 ;
t = ?
আমরা জানি, t0 = t√ (1-v2/c2)
⇨ t = t0 /  √ (1-v2/c2) = 5.69×10-8 s      Ans.

4. এতটি গতিশীল কণার মোট শক্তি এর স্থিরাবস্থান শক্তির 2.5গুণ হলে বস্তুটির দ্রুতি কত ?

সমাধানঃ
 
এখানে, mc2 = 2.5m0c2  ⇨  m = 2.5m0 ;
v = ?
আমরা জানি,m0 = m √ (1-v2/c2)
⇨ m0 = 2.5m0 √ (1-v2/c2)
⇨ 1-v2/c2 = 1 / 6.25
⇨ v2/c2 = 1 – 1 / 6.25 = 0.84
⇨ v / c = 0.9165
⇨ v = 0.9165×c
= 2.75× 108 ms-1     Ans.

5. 2.5×106 eV গতি সম্পন্ন ইলেকট্রনের ভর ও দ্রুতি আপেক্ষিক তত্ত্ব অনুসারে বের কর ।

সমাধানঃ
 
এখানে, Ek = 1.5×106 × 1.6×10-19 J    [1eV = 1.6×10-19 J]
= 2.4 × 10-13 J
m0 = 9.1×10-31 kg ;
m = ? ;
v =?
আমারা জানি, Ek = mc2 – m0c2
⇨ m – m0 = Ek / c2
⇨ m = Ek / c2 + m0 = 3.58×10-30 kg      Ans.
আবার, m0 = m √ (1-v2/c2)
⇨ 1-v2/c2 = (m0 / m)2
⇨ v / c = √ {1-(m0 / m)2}
⇨ v = c × √ {1-(m0 / m)2}
= 2.59×108 ms-1       Ans.

6. 10 a.m.u ভরের সমতুল্য শক্তি ev-এ প্রকাশ কর ।

সমাধানঃ
 
এখানে, m = 10 amu = 10×1.66057×10-27 kg               [ 1 amu (atomic mass unit)
= 1.66057×10-26 kg      Ans             = 1.66057×10-27 kg ]
∴ E = mc2 = 4.4945×10-9 J  = 1.4945×10-9 / 1.6×10-19 eV     [ 1ev = 1.6×10-9 kg]
= 9.34×109 ev                       Ans.

PDF File Download From Here

📝 সাইজঃ- 361 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 5

Download From Google Drive

Download

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র –অধ্যায় ১২ ইলেকট্রনিক্স এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

অধ্যায় -১২: ইলেকট্রনিক্স

         সূত্রপ্রতীক পরিচিতিএকক
1. জাংশনের রোধΔV = বিভব পার্থক্যের জন্য
ΔI = তড়িৎ প্রবাহের পরিবর্তন
ভোল্ট (V)
অ্যাম্পিয়ার (A)
অ্যাম্পিয়ার (A)
মাইক্রো অ্যাম্পিয়ার (mA)

 

মাইক্রো অ্যাম্পিয়ার (mA)

মাইক্রো অ্যাম্পিয়ার (mA)
মাইক্রো অ্যাম্পিয়ার (mA)

2. নিঃসারক প্রবাহ,IE = IB + IC= পীঠ প্রবাহ
= সংগ্রাহক প্রবাহ
3. সংগ্রাহক প্রবাহ, IC  =  α IEα = বিবর্ধক গুণক
4. প্রবাহ লাভ, Δ IC = সংগ্রাহক প্রবাহের পরিবর্তন
Δ IB = পীঠ প্রবাহের পরিবতর্তন

ইলেকট্রনিক্স অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

1. অর্ধপরিবাহী
2. ডোপিং
3. ব্যান্ড তত্ত্ব
4. ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক,সুপরিবাহী এবং অর্ধপরিবাহীর পার্থক্য
5. n-টাইপ অর্ধপরিবাহী
6. p-টাইপ অর্ধপরিবাহী
7. জাংশন ডায়োড
8. ডোনার ডায়োড
9. LED
10. n.p.n ও p.n.p ট্রানজিষ্টর
11. FET
12. JFET
13. IGFET
14. MOSFET
15. IC
16. সৌরকোষ
17. সমাকলিত বর্তনী

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি ট্রানজিষ্টর সাধারণ পীঠ সংযোগে রয়েছে ।এর নিঃসারক প্রবাহ 0.85mA এবং পীঠ প্রবাহ 0.05mA ।প্রবাহ বিবর্ধন গুনাঙ্ক α বের কর ।

সমাধানঃ
 
এখানে, IE = 0.85mA ; IB = 0.05mA ; α = ?
আমরা জানি, IE = IB + IC
⇨ IC = IE – IB = 0.80 mA
∴ α = IC  /  IB = 0.94  Ans.
 

2. কোন p – n জাংশনে বিভব পার্থক্য প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10mA এবং বিভব পার্থক্য প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 25mA ।জাংশনের রোধ কত ?

সমাধানঃ
 
এখানে,ΔV = (1.1 – 0.9)V = 0.2V ;
ΔI = (25-10)mA = 15mA = 15×10-3 A
আমারা জানি. R = ΔV / ΔI = 13.33Ω   Ans.

3. কোন ট্রানজিষ্টরের Δ IB = 0.02mA এবং Δ IC = 1mA হলে প্রবাহ লাভ β কত ?

সমাধানঃ
 
আমারা জানি,
β = Δ IB / Δ IC = 50       Ans.

PDF File Download From Here

📝 সাইজঃ- 309 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 3

Download From Google Drive

Download

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র –অধ্যায় ১০ ইলেকট্রন ও ফোটন এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

অধ্যায় -১০: ইলেকট্রন ও ফোটন

সূত্র
প্রতীক পরিচিতি ও একক
১. বিভক পার্থক্যে ইলেকট্রনের বেগ,
e = ইলেকট্রনের আধান {কুলম্ব (C )}
m = ইলেকট্রনের ভর {কেজি (kg)}
২. ফোটনের শক্তি ,
 
৩. নূন্যতম তরঙ্গ দৈর্ঘ্য,
 

υ = কম্পাঙ্ক {হার্জ (hz)}

৪. ফোটেনের ভরবেগ,
c = আলোর বেগ {মিটার/সেকেন্ড (ms-1)}
λ = আলোর তরঙ্গদৈর্ঘ্য {মিটার (m )}
৫. ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি,
 

υo = সূচন কম্পাঙ্ক {হার্জ (Hz)}
h = প্লাঙ্কের ধ্রুবক {জুল-সেকেন্ড(Js)}

৬. সূচন কম্পাঙ্ক,
 
৭. সূচন তরঙ্গ দৈর্ঘ্য,
Wo = কার্য- অপেক্ষক  {ইলেকট্রন-ভোল্ট (eV)}
৮. নিবৃত্তি বিভব()ও ইলেকট্রনের সর্বোচ্চ বেগের মধ্যে সর্ম্পক,
 
৯. এক রশ্মি বিকিরণে একক ফোটনের শক্তি,
 

ইলেকট্রণ ও ফোটন অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

১.গ্যাসের বিদ্যুৎ পরিবাহিতা
২.ক্ষরণ নল বা ক্ষারক নল
৩.ক্যাথোড রশ্মি
৪.ক্যাথোড রশ্মির ধর্ম
৫.1eV এর সংজ্ঞা
৬.এক্সরে – এর ধর্ম
৭.ফোটন
৮.ফোটনের বৈশিষ্ট্য
৯.প্লাজমা
১০.প্লাজমার ধর্মাবলি
১১.আলোক – তড়িৎ ক্রিয়া
১২.নিবৃত্তি ‍বিভব
১৩.সূচন কম্পাঙ্ক
১৪.আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য
১৫.কার্য অপেক্ষক
১৬.LASER
১৭.লেজার রশ্মির বৈশিষ্ট্য

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি 100MeV ফোটনের কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর ।

সমাধানঃ
 
এখানে, E = hv = 100×106×1.6×10-19 J ;
V = ? ;
λ = ?
আমারাজানি, E = hv
⇨ v = E / h = 2.41 × 1022 Hz  [ h = 6.63×10-34 Js]
আবার, E = h ( c / λ)
⇨ λ = h ( c / E ) = 1.24×10-14m   Ans
অথবা, c = vλ
⇨ λ = c / v = 1.24 × 10-14 m     Ans

2. একটি 60W এর বাল্ব হতে সবুজ আলো বিকিরিত হচ্ছে ।বাল্বটির তড়িৎ শক্তির মাত্র 2% যদি আলোক শক্তিতে রুপান্তরিত হয়।তবে প্রতি সেকেন্ডে বাল্বটি হতে কত সংখ্যক ফোটন নির্গত হবে ।সবুজ আলোর λ = 5550×10-10 m .

সমাধানঃ
 
এখানে, P = 60W ;
t =  1s ;
λ = 5550 × 10-10 m ;
আমারা জানি, W = Pt = 60j
যেহেতু বাল্বটির তড়িৎ শক্তির 2% আলোক শক্তিতে রুপান্তরিত হয় সেহেতু মোট আলোকশক্তি
3% of 60j = 1.2 J
আবার, প্রতিটি ফোটনের শক্তি যদি E হয় তবে, E = h (c / λ) = 3.58×10-19 J
তাহলে,প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা
= মোট শক্তি /প্রতিটি ফোটনের সংখ্যা
= 3.35×1018  Ans

3. 50KV এ চালিত এক্সরে নল থেকে উৎপন্ন এক্সরে –এর বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত ?
[h = 6.63 × 10-34 Js and e = 1.6× 10-19 s ]

সমাধানঃ
 
এখানে, v = 50×103 V ;
h = 6.63×10-34 Js ;
e = 1.6×10-19c ;
λmin­ = ?
আমারা জানি, hλmin = ev
⇨ h× (c / λmin) = ev
⇨ λmin = hc / ev = 2.48×10-11m      Ans.

4. কোন ধাতুর উপর নিবৃত্তি বিভবের মান কত হলে ঐ ধাতু হতে নিঃসৃত ইলেকট্রনের বেগ 2×106ms-1 হবে ?

সমাধানঃ
 
এখানে, vm = 2×106ms-1 ;
m = 9.1 × 10-31 kg ;
e = 1.6×10-19 c ;
V0 = ?
 
আমারা জানি, ½ mvm2 / 2e = 11.38 V   ans.

5. সোডিয়ামের সূচন তরঙ্গদৈর্ঘ্য 6800Å ।এর কার্যা পেক্ষক নির্ণয় কর ।

সমাধানঃ
 
এখানে, λ0 = 6800Å = 6800 × 10-10 m ,
ϕ = ?
আমারা জানি, ϕ = hv0 = h(c/λo) = 2.93 × 10-19 J   Ans

6. কোন ধাতুর উপর 2500Å তরঙ্গদৈর্ঘ্যর অতিবেগুনী রশ্মি ফেলা হল ।ধাতুর কার্য অপেক্ষক 2.3 ev হলে নি:সৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত ?

সমাধানঃ
 
এখানে, λ = 2500 Å = 2500×10-10m;
ϕ = hv0 = 2.3eV = 2.3×1.6×10-19 c
vm = ?
আমারা জানি,km = hυ-hυo
⇨ ½ mvm2 = h (c/λ) – hυo
⇨ ½ mvm2 = 4.27×10-19
∴ vm = 968.8×103 ms-1    (Ans)
 

7. কম্পাঙ্কের বিকিরণ কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রণ নির্গত হয়।ঐ ধাতুর সূচন কম্পাঙ্ক কত ?

সমাধানঃ
 
এখানে, υ = 4×1015 Hz;
km = 3.6×10-19 c ;
υo = ?
আমারা জানি, km = h (υ-υo)
⇨ h υo = hυ – km
⇨ υo = υ – km / h = 3.45×1015 Hz Ans

8. পটাসিয়াম ধাতু হতে ইলেকট্রন নি:সরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যর মান 4400Å ।এর উপর 1500Å তরঙ্গদৈর্ঘ্যর অতি বেগুণী রশ্মি আপতিত হলে,নি:সৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে ?

সমাধানঃ
 
এখানে, λ0 = 4400 × 10-10m ;
λ = 1500 × 10-10m ;
km = ?
আমারা জানি,km = h (v – v0)
= h (c / λ – c / λ0)
= hc ( 1/λ – 1/λ0 )
=   8.737 × 10-19 J        ans

9. একটি ইলেকট্রণকে স্থির অবস্থান থেকে 1200V বিভবের ভিতর দিয়ে ত্বরিত করা হলে এর চূড়ান্ত বেগ নির্ণয় কর ।

সমাধানঃ
 
এখানে, V = 1200V ; vm = ?
আমারা জানি, ½ mvm2 = ev
⇨ vm = √ (2ev / m) = 2.05× 107 ms-1            Ans

PDF File Download From Here

📝 সাইজঃ- 428 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 5

Download From Google Drive

Download

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অধ্যায় ৯ – আলোর তরঙ্গ তত্ত্ব এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

 অধ্যায় – ৯: আলোর তরঙ্গ তত্ত্ব

সূত্রপ্রতীক পরিচিতি ও প্রতীক
১. প্রতিসরাঙ্ক,
1
v1 = 1 চিহ্নিত মাধ্যমে আলোর বেগ
v2 = 2 চিহ্নিত মাধ্যমে আলোর বেগ
λ = তরঙ্গ দৈর্ঘ্য
δ = পথ পার্থক্য
σ = দশা পার্থক্য
a = গ্রেটিং ‍এর প্রতিটি চিরের প্রস্থ
b = গ্রেটিং এর প্রতিটি দাগের প্রস্থ
N = গ্রেটিং এর চিরের সংখ্যা
d = গ্রেটিং ধ্রুবক
n = ক্রম সংখ্যা
θ = অপবর্তন কোণ {ডিগ্রি(°)}
ca = a মাধ্যমে আলোর বেগ
cb = b মাধ্যমে আলোর বেগ
aμb = a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসারঙ্ক
x = ডোরার প্রস্থ {মিটার (m)}
a = চির দুটির মধ্যবর্তী দূরত্ব
D = চির থেকে পর্দার দূরত্ব
Xn = কেন্দ্রীয় চরম থেকে দূরত্ব
∆x = ডোরার ব্যবধান
c = আলোর দ্রুতি
υ = কম্পাঙ্ক
২.
৩. গ্রেটিং ধ্রুবক,
৪. তরঙ্গদৈর্ঘ্য,
৫. গ্রেটিং সমীকরণ,
dsinθ = nλ
৬. ca / cb = aμb
৭. xn = nλ (D / a)
৮. ∆x = λ (D/a)
৯. x = λ (D/2a)
১০. a sinθn = xλ
১১. a sin θ’n = (2n+1)λ/2
১২. d sinθn = (2n+1)λ/2
১৩. c = υλ

আলোর তরঙ্গ তত্ত্ব অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

১. তরঙ্গমুখ
২. হাইগেনস এর নীতি
৩. তরঙ্গের উপরিপাতন
৪. সুসঙ্গত উৎস
৫. ব্যতিচার
৬. ব্যতিচরের শর্তাবলি
৭. অপবর্তন
৮. অপবর্তনের শর্ত
৯. গ্রেটিং ধ্রুবক
১০. সমবর্তন

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

  1. 0.4mm ব্যবধান বিশিষ্ট দুটি চিড় হতে 1m দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জআ সৃষ্টি হল।ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5000 Å হলে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির দূরত্ব কত ?

সমাধানঃ

এখানে,d = 0.4 × 10-3 m ;  D = 1m ; λ = 5000 × 10-10 m ; ΔY = ?

আমারা জানি,ΔY = λD / d = 1.25 × 10-3 m             Ans.

  1. ইয়ং –এর পরীক্ষায় চারটি উজ্জ্বল ডোরার ব্যবধান 2.5mm ।স্লিটগুলো হতে পর্দার দূরত্ব 0.80 m ।আলোর তরঙ্গর্দ্ঘ্যৈ 6.2×10-7m হলে স্লিট দুটির দূরত্ব কত ?

সমাধানঃ

এখানে,m = 4 ; ΔYm = 2.5 × 10-3 m ; D = 0.80 m ; λ = 6.2×10-7 m ; d = ?

আমারাজানি, ΔYm = mλD / d
⇨ d =  mλD / ΔYm
= 0.7936 × 10-3 m   Ans.

  1. একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দমা পার্থক্য ।বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত ?

সমাধানঃ

এখানে,δ = π ? ; x = ?

আমরাজানি,  δ = (2π / λ) x
⇨ x = (λ / 2π) δ = λ / 2    Ans.

4. একটি ফ্রনহফার শ্রেণীর একক চিড়ের দরুণ অপবর্তন পরীক্ষায় 5600Å তরঙ্গদৈর্ঘ্যর আলো ব্যবহার করা হল ।প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় কর।[চিড়ের বিস্তার 0.22m ]

সমাধানঃ

এখানে, λ = 5600 × 10-10 m ;
n = 1 ;
a = 0.22 × 10-3 m ;
θ = ?

আমারা জানি, a sinθn = nλ
⇨ sinθn = nλ / a
∴ θ = sin-1 (λ / a) = 0.145°  Ans.

5. একটি নি:সরণ সমতল গ্রেটিং-এ 8×10-7 m  তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রথম ক্রমে অপবর্তন কোণ উৎপন্ন করে।গ্রেটিং-এ প্রতি মিটারে রেখার সংখ্যা কত ?

সমাধানঃ

এখানে, λ = 8 × 10-7 m ;
θ =  30° ;
n = 1 ;
N = ?

আমারাজানি, sinθ = Nnλ
⇨ N = sinθ / nλ = 6.25 × 105 m-1     Ans.

PDF File Download From Here

📝 সাইজঃ- 428 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 5

Download From Google Drive

Download

                                                 

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অধ্যায় ৮– আলোক যন্ত্র এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

অধ্যায় -৮: আলোক যন্ত্র

সূত্রপ্রতীক পরিচিতি
১.লেন্সের সমীকরণ :1/v+1/u = 1/f
২.লেন্সের ক্ষমতা :p = 1 / f(মিটার)
৩.সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন :

৪.যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন :

৫.নভো-দূরবীক্ষণে বিবর্ধন (স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্বে ফোকাসিং ):

৬.নভো-দূরবীক্ষণে বিবর্ধন (অসীম দূরত্বে বা স্বাভাবিক ফোকাসিং ):

৭.নভো-দূরবীক্ষণে নলের দৈর্ঘ্য (স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্বে ফোকাসিং):

৮.নভো-দূরবীক্ষণে নলের দৈর্ঘ্য (অসীম দূরত্বে বা স্বাভাবিক ফোকাসিং):
L’ = f0+fe
৯.নিউটনের প্রতিফলক দূরবীক্ষণে বিবর্ধন (অসীম দূরত্বে বা স্বাভাবিক ফোকাসিং):
m = f/ fe

v = প্রতিবিম্বের দূরত্ব {মিটার (m)}
u = বস্তুর দূরত্ব {মিটার (m)}
f = ফোকাস দূরত্ব {মিটার (m)}
p = লেন্সের ক্ষমতা {ডায়াপ্টার(D)}
D = স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব {মিটার (m)}
v0 = অভিলক্ষ্য হতে প্রথম প্রতিবিম্বের দূরত্ব {মিটার (m)}
u0 = অভিলক্ষ্য হতে বস্তুর দূরত্ব {মিটার (m)}
fe = অভিনেত্রের ফোকাস দূরত্ব {মিটার (m)}
f0 = অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব {মিটার (m)}

আলেক যন্ত্র অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

১.মানব চক্ষুর গঠন
২.চোখের উপযোজন
৩.দূর বিন্দু বা স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব
৪.নিকট বিন্দু বা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব
৫.দর্শানুভূতির স্থায়িত্বকাল
৬.দৃষ্টিসীমা
৭.অক্ষিপটের ক্লান্তি
৮.দৃষ্টির ক্রুটিসমূহ ও তাদের প্রতিকার
৯.দৃষ্টি কোণ ও কৌণিক বিবর্ধণ

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. এক ব্যক্তি ক্রুটিপূর্ণ চোখে 5m এর অধিক দূরের বস্তু এবং 0.50m এর অধিক নিকটের বস্তু স্পষ্ট দেখে না ।দূরের বস্তু দেখা ও লেখাপড়ার জন্য তাকে কত ক্ষমতার চশমা ব্যবহার করতে হবে ?

সমাধানঃ
 
⇨ দূরের বস্তু দেখার ক্ষেত্রে :
V = -5m ; u =  ∞ ; p =?
আমরা জানি, 1 / u + 1 /v = 1 / f = P
⇨ P = 1 / ∞ + 1 / (-5) = -0.20    Ans
⇨ লেখাপড়ার জন্য অর্থাৎ কাছের বস্তু দেখার ক্ষেত্রে :
V = -0.50 m  ; u = 0.25 (স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ; p = ? )
∴ P = 1 / 0.25 – 1/0.50 = 2D Ans

2. একজন দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকটতম দূরত্ব 50 cm ।তিনি +2.5D ক্ষমতার চশমা ব্যবহার করেন ।এতে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত হ্রাস পাবে ?

সমাধানঃ
 
এখানে, v = -50cm = -0.5m ; P = 2.5D ; v – u = ?
আমরা জানি, 1 / u + 1 / v = 1 / f = p
⇨ 1 / u = p – 1/ v = pv -1 / v
⇨ u = v / pv -1 = 0.222 m     Ans

3. কোন নভো দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য 0.5 m ও 0.05m অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে এবং ।এর বিবর্ধন ও দৈর্ঘ্য নির্ণয় কর ।

সমাধানঃ
 
এখানে, f0 = 30cm = 0.30m ; fe = 2cm = 0.02m ; m = ? ; L = ?
আমারা জানি,m = f0fe= 15  Ans
এবং L = f0 + fe = 0.32 m      Ans

4. একটি নভো-দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে ও ।স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য এবং এর দ্বারা সৃষ্ট বিবর্ধন নির্ণয় কর ।

সমাধানঃ
 
এখানে, f0= 0.5m ; fe = 0.05m ; D = 0.25 m ;
 
আমরা জানি, L = f0 + Dfe/ D + fe= 0.54 m   Ans
এবং m = fo(1 / D + 1 /fe )= 12         Ans

PDF File Download From Here

📝 সাইজঃ- 338 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 4

Download From Google Drive

Download

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান অধ্যায় ৭ – আলোর প্রতিফলন এর সকল সূত্র ও প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

অধ্যায় -৭: আলোর প্রতিফলন

সূত্রপ্রতীক পরিচিতি ও একক
১.ফোকাস দূরত্ব , f = r / 2= ফোকাস দূরত্ব
v = প্রতিবিম্বের দূরত্ব
u = বস্তুর দূরত্ব
r = বক্রতার ব্যাসার্ধ
I ’= প্রতিবিম্বের দৈর্ঘ্য
= বস্তুর দৈর্ঘ্য

m = বিবর্ধন

২.দর্পণের সমীকরণ,

৩.ফোকাস দূরত্বের সমীকরণ,

৪.বিবর্ধন,

৫.| m | > 1 হলে বিবর্ধিত বিম্ব
| m | < 1 হলে খর্বিত বিম্ব

আলোর প্রতিফলন অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

১.দর্পণ
২.প্রতিফলন
৩.দর্পনের প্রকারভেদ
৪.গোলকীয় দর্পণের

  • মেরুবিন্দু
  • বক্রতার কেন্দ্র
  • প্রধান অক্ষ
  • বক্রতার ব্যাসার্ধ
  • প্রধান ফোকাস ও মুখ্য ফোকাস
  • ফোকাস দূরত্ব
  • ফোকাস তল
  • প্রধান ছেদ
  • প্রধান তল
  • উন্মেস
  • গৌণ ফোকাস
  • গৌণ অক্ষ

৫.প্রতিবিম্ব
৬.বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য
৭.চিমের রীতি
৮.অনুকরী ফোকাস
৯.রৈখিক বিবর্ধন
১০.গোলীয় দর্পণের সম্মুখে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবসথান । প্রকৃতি ও আকার
১১.দর্পণের সনাক্তকরণ

সে সব বিষয়গুলো খুব ভালো ভাবে মনে রাখতে হবে

  • লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত বিম্ব সে পাশে হলে বিম্ব বাস্তব অর্থাৎ ধনাত্মক এবং বিপরীত পাশে হলে বিম্ব অবাস্তব অর্থাৎ ঋনাত্মক
  • অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক,উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক
  • উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট বিম্ব সর্বদাই অবাস্তব ও সোজা

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি গোলীয় দর্পণ থেকে 0.10 m দূরে একটি বস্তু রাখা হল এবং এর প্রতিবিম্ব দর্পণের একই পার্শ্বে 0.30 m দূরে গঠিত হল।দর্পণটি অবতল না উত্তল ? এর ফোকাস দূরত্ব কত ?

সমাধানঃ
যেহেতু লক্ষবস্তু যে পাশে অবস্থিত বিম্ব সে পাশে সেহেতু বিম্ব বাস্তব ।উত্তল দর্পণে সৃষ্ট বিম্ব সর্বদাই অবাস্তব ∴ এক্ষেত্রে দর্পণটি অবতল ।
এখানে, μ = 0.20 m ; v= 0.30 m  = ?

আমরা জানি,

2. 0.10 m ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণ থেকে 0.15 m দূরে লক্ষবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?

সমাধানঃ
এখানে, f  = – 0.10 m [ ∵ উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক ]
u = 0.15 m ;   v = ?
আমরা জানি, 
v ঋনাত্মক অর্থাৎ প্রতিবিম্ব অবাস্তব ।
∴ বিম্ব,লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত সে পাশে দর্পণ থেকে 0.06 m দূরত্বে গঠিত হবে ।(ans)

3. 12 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের (ⅰ) 4× 10-2 m ,  (ⅱ)30×10-2 m দূরে লক্ষবস্তু স্থাপন করলে প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি,অবসথান ও বিবধর্ন নির্ণয় কর

সমাধানঃ
এখানে, f = 12 × 10-2 m [∵ অবতল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক ]
(ⅰ) u = 4× 10-2 m
আমরা জানি, 
∴ বিম্ব অবাস্তব ।সোজা এবং লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে গঠিত হবে ।
(ⅱ) u = 30×10-2 m
আমরা জানি, 
∴ বিম্ব বাস্তব,উল্টো এবং লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত সেই পাশে গঠিত হবে ।

4. 0.10 m ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে লক্ষবস্তু স্থাপন করলে তিনগুণ বিবর্ধিত প্রতিবিম্বের সৃষ্টি হবে ?

সমাধানঃ
এখানে, f = 0.10 m
[∵ অবতল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক ]
| m | = v/u = 3         ⇒ v = 3u
বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে v = 3u  ও v = – 3u  হবে ।
বাস্তব বিম্বের ক্ষেত্রে ,

অবাস্তব বিম্বের ক্ষেত্রে ,

PDF File Download From Here

📝 সাইজঃ- 338 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 4

Download From Google Drive

Download

                                                 

  Direct Download 

Download

এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অধ্যায় ৬– তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন PDF

অধ্যায় – ৬: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

সূত্রপ্রতীক পরিচিতি ও একক
১. ফোটনের শক্তি,
E =h υ
h= প্রাঙ্কের ধ্রুবক {জুল-সেকেন্ড (js)}
υ = ফোটনের কম্পাঙ্ক {হার্জ ( Hz)}
২.তড়িচ্চুম্বকীয় তরঙ্গ বা বিকিরণের গতিবেগ,
m0= বস্তুর স্থির অবস্থার ভর {কি.গ্রা. (kg)}
ε= শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক
৩.প্রতিসরাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পক,
bμb  =  ca / cb
ca = a মাধ্যমে আলোর বেগ {মিটার/সেকেন্ডে (ms-1)}
cb = b মাধ্যমে আলোর বেগ {মিটার/সেকেন্ডে (ms-1)}
৪.প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্য মধ্যে সম্পক,
aμb = λa / λb
λa = ‍a মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য  ‍{মিটার (m)}
λb = b মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য {মিটার (m)}
৫.রোমারের পদ্ধতিতে আলোর গতিবেগ,
c = 2d / (T1 – T2)
c = আলোর বেগ {মিটার/সেকেন্ডে (ms-1)}
d = চাকা ও দর্পনের মধ্যবর্তী দূরত্ব {মিটার (m)}
৬.ফিজোর পদ্ধতিতে আলোর গতিবেগ,
c = 4mnd
n= প্রতি সেকেন্ডে চাকার ঘূর্ণন সংখ্যা {বার/সেকেন্ড (bar/s-1)}
d= চাকা ও দর্পনের মধ্যবর্তী দূরত্ব  {মিটার (m)}
m = আপেক্ষিক গতিতে চলমান অবস্থায় বস্তুর ভর । {কি.গ্রা. (kg)}
৭.চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পক,
B0 = E0 / c
B0 = চৌম্বক ক্ষেত্রের বিস্তার বা শীর্ষ মান {টেসলা (T)}
E0 = তড়িৎ ক্ষেত্রের বিস্তার বা শীর্ষ মান {নিউটন/কুলম্ব(NC-1)}

 

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

আলোর কণিকা তত্ত্ব
আলোর তরঙ্গ তত্ত্ব
তড়িৎ চুম্বকীয় তত্ত্ব
পয়েন্টিং ভেক্টর
কোয়ান্টাম তত্ত্ব
তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. পানি ও হীরকের প্রতিসারঙ্ক যথাক্রমে 1.33 এবং 2.4 হলে হীরকে আলোর বেগ নির্ণয় কর ।পানিতে আলোর বেগ 2.28 × 108

সমাধানঃ
 
এখানে, 0μω =1.33 ; 1μd = 2.4 ; Cω = 2.28 × 108 ms-1; cd = ?
 
আমারা জানি,
 

2. বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য ।যে কাচের প্রতিসারঙ্ক 1.52 তাতে আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর ।
এখানে, aμg = 1.52 ; λa = 5.89 × 10-7 m

সমাধানঃ
 
আমারা জানি,
aμg  = λa / λg => λg = λa / aμg = 3.875 × 10-7 m (ans)

3. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারঙ্ক 1.5 ।বায়ুতে এক আলোক বছর হলে কাচে এক আলোক বছর কত ?
এখান, aμg = 1.5

সমাধানঃ
 
∴ aμg = 
 
⇨কাচে এক আলোকবর্ষ = বায়ুতে এক আলোকবর্ষ / aμg = 6.266 × 1012 km (ans)

4. ফিজোর একটি পরীক্ষায় আলোর বেগ 3× 108 ms-1 পাওয়া গেল ।চাকার দাঁত সংখ্যা ছিল 770 এবং এটি প্রতি সেকেন্ডে 12 বার ঘুরছিল ।চাকা ও দর্পণের মধ্যে দূরত্ব কত ?

সমাধানঃ
 
এখানে, C = 3× 108 ms-1 ; m = 770 ; n = 12s-1 ; d = ?
আমারা জানি, C = 4mnd
⇨d = C / 4mn = 8.12 km (ans)

PDF File Download From Here

📝 সাইজঃ- 329 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 3

Download From Google Drive

Download

  Direct Download 

Download

error: Content is protected !!