Friday, March 29, 2024
Home Blog Page 55

অষ্টম শ্রেণির অধ্যায় -৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

জে.এস.সি আইসিটি

অধ্যায় -৪র্থ 

স্প্রেডশিটের ব্যবহার

১. অ্যাবাকাস কী?
 ক) এক ধরনের লেখার উপায়
 খ) এক ধরনের গণনার যন্ত্র
 গ) এক ধরনের কথা বলার যন্ত্র
 ঘ) এক ধরনের গান শোনার যন্ত্র
সঠিক উত্তর: (খ)

২. এক্সেলের ওয়ার্কশিটের নির্দিষ্ট রেঞ্জ কতভাবে সিলেক্ট করা যায়?
 ক) একভাবে
 খ) দুইভাবে
 গ) তিনভাবে
 ঘ) চারভাবে
সঠিক উত্তর: (খ)

৩. ওয়ার্কশিটে E10 এর 10 দিয়ে কী বোঝানো হয়?
 ক) কলাম
 খ) শিট
 গ) সারি
 ঘ) সেল
সঠিক উত্তর: (গ)

৪. এক্সেলে যোগ করা যায় কতভাবে?
 ক) ২
 খ) ৩
 গ) ৪
 ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৫. কিছু সেলের সমষ্টিকে একত্রে কী বলে?
 ক) সেল সমষ্টি
 খ) সেল রেঞ্জ
 গ) কলাম
 ঘ) রো
সঠিক উত্তর: (খ)

৬. শিট ট্যাবের বাম দিকে অ্যারো বাটনগুলোকে কী বলা হয়?
 ক) অফিস বাটন
 খ) ট্যাব স্ক্রুলিং বাটন
 গ) শিট ট্যাব
 ঘ) স্ক্রুলবার
সঠিক উত্তর: (খ)

৭. ওয়ার্কশিটে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়- কোন কি ব্যবহার করে?
 ক) হেল্প কি
 খ) F1 কি
 গ) ট্যাব কি
 ঘ) backspace কি
সঠিক উত্তর: (গ)

৮. নিচের কোনটি দ্বরা সেল ঠিকানা বোঝায়?
 ক) B
 খ) 11
 গ) B11
 ঘ) BE
সঠিক উত্তর: (গ)
৯. ওয়ার্কশিটে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন ট্যাবে?
 ক) ফাইল
 খ) ইনসার্ট
 গ) ফর্মুলাস
 ঘ) ভিউ
সঠিক উত্তর: (গ)
১০. ওয়ার্কশিট প্রোগ্রামে print অপশনটি কোথায় থাকে?
 ক) মেনুবারে
 খ) শিট বাটনে
 গ) অফিস বাটনে
 ঘ) কুইক একসেস টুলবারে
সঠিক উত্তর: (গ)

১১. স্প্রেডশিটের অপর নাম কী?
 ক) কেস্প্রেড
 খ) নোটপ্যাড
 গ) ওয়ার্কবুক
 ঘ) একসেস প্রোগ্রাম
সঠিক উত্তর: (গ)

১২. ওয়ার্কশিটে লেখা সম্পাদনার সাহায্যে-
i. অক্ষর ছোট বড় করা যায়
ii. আকৃতি পরিবর্তন করা যায়
iii. রং পরিবর্তন করা যায় নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. স্প্রেডশিটে ফর্মুলা হলো- i. =AI – BI ii. Sub iii. =AI + BI নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) i ও iii
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৪. েআইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে কীসের আওতায়?
 ক) মেনুর আওতায়
 খ) শিট ট্যাবের আওতায়
 গ) ফর্মুলা বারের আওতায়
 ঘ) টাইটেল বারের আওতায়
সঠিক উত্তর: (ক)

১৫. বিয়োগ করার জন্য ফর্মুলা বারে প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
 ক) =
 খ) *
 গ) /
 ঘ) +
সঠিক উত্তর: (ক)

১৬. বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর?
 ক) কাগজ
 খ) হার্ডওয়্যার
 গ) মোবাইল
 ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর: (ঘ)

১৭. সেলের কন্টেন্ট দেখানো হয় নিম্নোক্ত কোন বারে?
 ক) টাইটেল বার
 খ) ফরমুলা বার
 গ) স্ট্যাটাস বার
 ঘ) ওয়ার্কবুক
সঠিক উত্তর: (খ)

১৮. টাইটেল বার এক্সেল উইন্ডোর কোথায় থাকে?
 ক) বামপাশে
 খ) ডানপাশে
 গ) একেবারে উপরে
 ঘ) একেবারে নিচে
সঠিক উত্তর: (গ)

১৯. স্প্রেডশিটে সেল বলতে কি বোঝায়?
 ক) কোষদেহ
 খ) ওয়ার্কশিটের ছোট ছোট ঘর
 গ) সারি
 ঘ) কলাম
সঠিক উত্তর: (খ)

২০. নিচের কোনটি সেল রেঞ্জ?
 ক) AI
 খ) AI : B5
 গ) =AI + B5
 ঘ) 10A
সঠিক উত্তর: (খ)

২১. এক্সেল ফাইলের এক্সটেনশন কোনটি?
 ক) .dic
 খ) .docx
 গ) .xls
 ঘ) .pptx
সঠিক উত্তর: (গ)

২২. ওয়ার্কশিটের সারি ও কলামের ছেদকৃত ছোট ছোট ঘরগুলোকে কী বলে?
 ক) cell
 খ) Range
 গ) Attribute
 ঘ) Address
সঠিক উত্তর: (ক)

২৩. স্বয়ংক্রিয়ভাবে করার পদ্ধতি আছে নিচের কোনটির?
 ক) বিয়োগ
 খ) যোগ
 গ) গুণ
 ঘ) ভাগ
সঠিক উত্তর: (খ)

২৪. কোন প্রোগ্রামের সাহায্যে বাজার ভবিষ্যদ্বাণী করা যায়?
 ক) MS Wwrd
 খ) MS Excel
 গ) MS Power point
 ঘ) MS Access
সঠিক উত্তর: (খ)

২৫. ওয়ার্কবুক উইন্ডোর নিচে বামদিকে কোনটি থাকে?
 ক) শিট ট্যাব
 খ) ফরমুলা বার
 গ) টুরবার
 ঘ) স্ট্যাটাস বার
সঠিক উত্তর: (ক)

২৬. এক্সেল হলো-
i. বর্ণভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
ii. চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
iii. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৭. ওয়ার্কশিটে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
 ক) ওয়ার্কশিট
 খ) রো
 গ) কলাম
 ঘ) সেল
সঠিক উত্তর: (খ)

২৮. জুম করার স্ক্রোল কোথায় থাকে?
 ক) স্ট্যাটাস বারের ডান দিকে
 খ) স্ট্যাটাস বারের বাম দিকে
 গ) েএ্যাড্রেস বারের ডান দিকে
 ঘ) েএ্যাড্রেস বারের বাম দিকে
সঠিক উত্তর: (ক)

২৯. ওয়ার্কশিট দিয়ে যে সব কাজ করা যায়-
i. লেখালেখির কাজ
ii. হিসাব-নিকাশের কাজ
iii. গ্রাফচিত্রের কাজ
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩০. বিভিন্ন শিটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করা হয় কোনটি?
 ক) স্ট্যাটাস বার
 খ) অ্যাড্রেস বার
 গ) শিট ট্যাব
 ঘ) রিবন
সঠিক উত্তর: (গ)

৩১. নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
 ক) কুইক অ্যাকসেস টুলবার
 খ) অফিস বাটন
 গ) টাইটেল বার
 ঘ) স্ট্যাটাস বার
সঠিক উত্তর: (খ)

৩২. পূর্বের সেভকৃত ওয়ার্কবুক খোলা হয় কোন বাটন দিয়ে?
 ক) শিট ট্যাব
 খ) অফিস বাটন
 গ) Program বাটন
 ঘ) run বাটন
সঠিক উত্তর: (খ)

৩৩. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়েছে?
 ক) কাগজকলম
 খ) চিহ্ন
 গ) ক্যালকুলেটর
 ঘ) গাছের বাকল
সঠিক উত্তর: (গ)

৩৪. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় সেটির সাহায্যে-
i. অফিস বাটন
ii. কুইক অ্যাকসেস টুলবার
iii. টাইটেল বার
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৫. ফর্মুলা বারে দেকা যায়- i. সেল অ্যাড্রেস ii. সেল কনটেন্ট iii. ওয়ার্কবুক নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৬. জটিল এবং দীর্ঘ হিসাবের জন্য উপযোগী কোনটি?
 ক) গাছের বাকল
 খ) ক্যালকুলেটর
 গ) কাগজ কলম
 ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ম্যাক্সিমাইজ বাটন এক্সেল সফটওয়্যাবের কোন বারে থাকে?
 ক) টুলবারে
 খ) টাইটেলবারে
 গ) স্ট্যাটাস বারে
ঘ) ফরমুলাবারে
সঠিক উত্তর: (খ)

৩৮. ওয়ার্কবুকে অনেকগুলো কী থাকে?
 ক) সারি
 খ) কলাম
 গ) ওয়ার্কশিট
 ঘ) সারি ও কলাম
সঠিক উত্তর: (গ)

৩৯. এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে কোন বারে?
 ক) স্ট্যাটাস বার
 খ) টাইলের বার
 গ) কুইক অ্যাকসেস টুলবার
 ঘ) শিট বার
সঠিক উত্তর: (খ)

৪০. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে?
 ক) স্ট্যাটাস বার
 খ) টাইটেল বার
 গ) অফিস বাটন
 ঘ) হেল্প বাটন
সঠিক উত্তর: (গ)

৪১. Kspresd কী ধরনের সফটওয়্যার?
 ক) গান শোনার
 খ) ছবি আঁকার
 গ) হিসাব করার
 ঘ) লেখালেখির
সঠিক উত্তর: (গ)

৪২. টাইটেল বারের অবস্থান কোথায়?
 ক) স্ক্রিনের সবার নিচে
 খ) স্ক্রিনের সবার উপরে
 গ) ওয়ার্কশিটের ডানে
 ঘ) ওয়ার্কশিটের রামে
সঠিক উত্তর: (খ)

৪৩. এক্সেল প্রোগ্রামে যোগ করার পদ্ধতি কয়টি?
 ক) ১টি
 খ) ৩টি
 গ) ২টি
 ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)

৪৪. একেকটা ওয়ার্কশিটে কী থাকে?
 ক) ওয়ার্কবুক
 খ) সারি ও কলাম
 গ) ইমেজ থাকে
 ঘ) কমান্ড ও বক্স
সঠিক উত্তর: (খ)

৪৫. নিচের কোনটি এক্সেল উইন্ডোর উপাদান?
 ক) ডেটাবেজ
 খ) ম্যাক্রো
 গ) ফরমুলা বার
 ঘ) ফর্ম
সঠিক উত্তর: (গ)

৪৬. চার্ট তৈরির সহজ উপায় কোনটি?
 ক) চার্ট উইজার্ড ব্যবহার করে
 খ) কী-বোর্ড ব্যবহার করে
 গ) মেনু কমান্ড ব্যবহার করে
 ঘ) মাউস ব্যবহার করে
সঠিক উত্তর: (ক)

৪৭. রিবনের ঠিক নিচে কোনটির অবস্থান?
 ক) টাইটেল বার
 খ) ফরমুলা বার
 গ) শিট ট্যাব
 ঘ) অফিস বাটন
সঠিক উত্তর: (খ)

৪৮. File Edit ইত্যাদি শব্দগুলো মূলত কি নির্দেশ করে?
 ক) ফাইলের নাম
 খ) শিরোনাম
 গ) অফিস বাটন অপশন
 ঘ) মেনুর নাম
সঠিক উত্তর: (ঘ)

৪৯. সহজে পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি?
 ক) MS Excel
 খ) Ms Access
 গ) MS Word
 ঘ) MS Publisher
সঠিক উত্তর: (ক)

৫০. এক্সেল প্রোগ্রামে যোগ করা যায়- i. স্বয়ংক্রিয়ভাবে ii. ম্যানুয়ালি iii. ক্লিক করে নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ প্রশ্ন ও উত্তর পেতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

? সাইজঃ- 388 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

অষ্টম শ্রেণির ৩য় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

জে.এস.সি আইসিটি

অধ্যায় – ৩য় :

 নিরাপদ ও নৈতিক ব্যবহার

১. এ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ভেদে বিভিন্ন রকম হয়?
ক) আকারভেদে
খ) ব্যবহারকারী ভেদে
গ) কম্পিউটার ভেদে
ঘ) কাজ ভেদে
সঠিক উত্তর: (ঘ)

২. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি?
ক) ওয়ার্ম
খ) মজিলা
গ) ভাইরাস
ঘ) স্কাইপি
সঠিক উত্তর: (ক)

৩. বর্তমানে অধিকাংশ তথ্যের জন্য আমরা কীসের ওপর নির্ভর করি?
ক) কম্পিউটার
খ) রোবট
গ) ইন্টারনেট
ঘ) মোবাইল
সঠিক উত্তর: (গ)

৪. ইন্টারনেটে যারা হ্যাকিং করে তাদেরকে কী বলে?
ক) হ্যাকার
খ) ফায়ারওয়াল
গ) নেটওয়ার্ক
ঘ) ভাইরাস
সঠিক উত্তর: (ক)

৫. রুটকিটস কী?
ক) এক ধরনের নেটওয়ার্ক
খ) ইন্টারনেট ব্রাউজার
গ) এক ধরনের ম্যালওয়্যার
ঘ) হার্ডওয়্যার
সঠিক উত্তর: (গ)

৬. বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার হলো- i. Lastpass ii. Lastic iii. Keepass নিচের কোনটি সঠ্কি?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭. কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
ক) মাইক্রোসফট ওয়ার্ড
খ) ট্রোজান হর্স
গ) গুগল ক্রোম
ঘ) মজিলা ফায়ারফক্স
সঠিক উত্তর: (খ)

৮. নেটওয়ার্ক কিছুক্ষণের জন্য অচল হয়ে গেলে পৃথিবীতে-
i. বিপর্যয় নেমে আসবে
ii. ভাইরাসের বিস্তার হবে
iii. নিয়ন্ত্রণহীন অবস্থা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৯. মেলিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে কী বলা হয়?
ক) ভাইরাস
খ) ম্যালওয়্যার
গ) নেটওয়ার্ক
ঘ) ইন্টারফেস
সঠিক উত্তর: (খ)

১০. কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে আমরা যে এন্টিভাইরাস ব্যবহার করতে পারি তা হলো-
i. নরটন
ii. অ্যাভাস্ট
iii. ক্যাসপারেস্কি
নিচের কোনটি সঠ্কি?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. স্প্যাম-এর আঘাত থেকে রাক্ষা করতে অপচয় হয়- i. সময় ii. সম্পদ iii. মেধা নিচের কোনটি সঠ্কি?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১২. নিচের কোনটি এন্টিভাইরাস?
ক) নিমডা
খ) পিংপং
গ) ক্যাসপারস্কি
ঘ) এডওয়্যার
সঠিক উত্তর: (গ)

১৩. চেরনোবিল ভাপইরাসের অপর নাম কী?
ক) ওয়ার্ম
খ) জেরুজালেম
গ) ভিয়েনা
ঘ) সিআই এইচ
সঠিক উত্তর: (ঘ)

১৪. লিবরা অফিস কী ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়?
ক) ব্যবসায়
খ) অফিস ব্যবস্থাপনায়
গ) কলকারখানায়
ঘ) কথা বলায়
সঠিক উত্তর: (খ)

১৫. বর্তমানে কোনটির ব্যবহার সবাইকে একসাথে যুক্ত করেছে?
ক) তথ্য
খ) নেটওয়ার্ক
গ) সার্ভার
ঘ) ইন্টারকম
সঠিক উত্তর: (খ)

১৬. কিছু বিজ্ঞানী কম্পিউটার হ্যাকারদের কী নামে চিহ্নিত করে?
ক) হ্যাকিং
খ) হ্যাকার
গ) ক্র্যাকার
ঘ) ক্র্যাক
সঠিক উত্তর: (গ)

১৭. সাধারণত কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রামগুচ্ছ থাকে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (খ)

১৮. বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম কী?
ক) মরিসওয়ার্ম
খ) ট্রোজেন হর্স
গ) ভাইরাস
ঘ) ব্রেইন
সঠিক উত্তর: (ক)

১৯. সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে?
ক) মোবাইল
খ) রাউটার
গ) নেটওয়ার্ক
ঘ) মোবাইল ফোন
সঠিক উত্তর: (খ)

২০. শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না কোথায়?
ক) ব্যক্তি পরিচয়ে
খ) ইন্টারনেটে
গ) মোবাইলে
ঘ) ভিডিও চ্যাটিংয়ে
সঠিক উত্তর: (গ)

২১. নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলা হয়?
ক) ফয়ারওয়ার
খ) ফায়ারওয়াল
গ) ফায়ারফক্স
ঘ) ফায়ার
সঠিক উত্তর: (খ)

২২. ম্যালওয়্যার কী?
ক) ভালো সফটওয়্যার
খ) হার্ডওয়্যার
গ) গুগল
ঘ) ব্যবহারকারী
সঠিক উত্তর: (খ)

২৩. যেকোনো ব্যক্তি তার অন্যলাইন পরিচয় প্রকাশ করে-
i. ওয়েবসাইটে
ii. ব্লগে
iii. কম্পিউটারে
নিচের কোনটি সঠ্কি?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৪. ডাটা সেন্টারগুলোকে যে সকল দিক থেকে রক্ষা করা হয়-
i. যান্ত্রিক গোলযোগ
ii. আগুন
iii. ভূমিকম্প
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অষ্টম শ্রেনির সকল বিষয়ের সাজেশন ও নোট একসাথে পেতে এখানে ক্লিক করুন

২৫. বড় বড় তথ্যভান্ডারগুলোকে কী বলা হয়?
ক) ড্রপবক্স
খ) নেটওয়ার্ক
গ) ডেটা সেন্টার
ঘ) টপোলজি
সঠিক উত্তর: (গ)

২৬. ওরাকল কী ধরনের সফটওয়্যার?
ক) মাঠ্টিমিডিয়া
খ) ডেটাবেজ
গ) অফিস
ঘ) গান শোনার
সঠিক উত্তর: (খ)

২৭. ১৯৮২ সালে কোন বাইরাসটি তার জন্ম স্থান ছেড়ে বেরিয়ে পড়ে?
ক) ব্রেইন
খ) ভিয়েনা
গ) নিমডা
ঘ) এলক ক্লোজার
সঠিক উত্তর: (ঘ)

২৮. সত্তর দশকে চিহ্নিত হওয়া ভাইরাস কোনটি?
ক) এডওয়্যার
খ) ক্রিপার
গ) রুটকিটস
ঘ) ডায়ালার
সঠিক উত্তর: (খ)

২৯. প্রতিবছর ২৬ এপ্রিল সক্রিয় হওয়া ভাইরাসের নাম কী?
ক) এডওয়্যার
খ) রুটকিটস
গ) সিআইএস
ঘ) ওয়ার্ম
সঠিক উত্তর: (গ)

৩০. ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত হলো-
i. এন্টিভাইরাস
ii. ট্রোজান হর্সে
iii. স্পাইওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩১. ম্যালওয়্যার প্রকাশিত হতে পারে-
i. প্রোগ্রামিং কোডে
ii. স্ক্রিপ্টে
iii. সক্রিয় তথ্যাধারে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. কম্পিউটারে কোনো ধরনের কাজ করতে হলে কীসের মাধ্যমে করতে হয়?
ক) প্রসেস
খ) প্রোগ্রামিং
গ) ইনপুট
ঘ) মাল্টিমিডিয়া
সঠিক উত্তর: (খ)

৩৩. অনলাইনে সংঘটিত অপরাধকে কী বলে?
ক) হ্যাকিং
খ) হ্যাকার
গ) ক্রাকার

ঘ) সাইবরা
সঠিক উত্তর: (ঘ)

৩৪. অনেকেই ব্যবহার করে এমন সিস্টেম হলো-
i. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
ii. কলসেন্টার
iii. সাইবার ক্যাফে
নিচের কোনটি সঠ্কি?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. নিচের কোনটি ম্যালওয়্যার নয়?
ক) পিংপং
খ) সিআইএইচ
গ) রিপার
ঘ) নিমডা
সঠিক উত্তর: (গ)

৩৬. বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর সংখ্যা বেশি?
ক) ইউনিক্স
খ) উইন্ডোজ
গ) ম্যাক ওয়েস
ঘ) লিনাক্স
সঠিক উত্তর: (খ)

৩৭. নিচের কোনটি ম্যালওয়্যার?
ক) কম্পিউটার ভাইরাস
খ) কম্পিউটার ওয়ার্ম
গ) স্পাইওয়্যার
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ইন্টারনেট ব্যবহার করে সংঘটিত অপরাধকে কী বলে?
ক) হ্যাকিং
Ο খ) হ্যাকার
গ) ক্রাকার
ঘ) সাইবার
সঠিক উত্তর: (ঘ)

৩৯. নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
ক) ম্যাকএফি
খ) ভিয়েনা
গ) ডার্ক এভেঙ্কার
ঘ) নিমডা
সঠিক উত্তর: (ক)

৪০. কম্পিউটার ভাইরাস হলো- i. রিপার ii. কোড রেড ওয়ার্ম iii. তাপরোসি ওয়ার্ম নিচের কোনটি সঠ্কি?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪১. আমাদের দেশে হ্যাকিংকে কী হিসেবে অভিহিত করা হয়?
ক) উপকার
খ) অপকার
গ) ক্র্যাকার
ঘ) অপরাধ
সঠিক উত্তর: (ঘ)

৪২. সিস্টেম সফটওয়্যার হলো- i. লিবরা অফিস ii. উইন্ডোজ iii. লিনাক্স নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৩. কোন ক্ষতিকারক সফটওয়্যারের সংখ্যা সবচেয়ে বেশি?
ক) রুটকিটস
খ) ট্রোজান হর্স
গ) ওডওয়ার
ঘ) স্পাইওয়্যার
সঠিক উত্তর: (খ)

৪৪. ম্যালওয়্যারের কোন জিনিসগুলেঅ থাকে?
ক) প্রোগ্রামিং কোড
খ) স্ক্রিপ্ট
গ) সক্রিয় তথ্যাধার
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কাজের ধরনের ভিত্তিতে ভাইরাস কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

৪৬. ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত কোন সফটওয়্যার?
ক) কপার
খ) ডায়ালার
গ) রুটকিটস
ঘ) রিপার
সঠিক উত্তর: (ঘ)

৪৭. ফেসবুকে ঢোকার সময় কোন সতর্কতা পদক্ষেপটি থাকে?
ক) পাসওয়ার্ড
খ) captcha
গ) নাম
ঘ) ঠিকানা
সঠিক উত্তর: (ক)

৪৮. ইন্টারনেটে বিদ্বেষ ছড়ানোর জন্য বাংলাদেশে বন্ধ করা হয়েছিল-
i. ইয়াহু
ii. ফেসবুক
iii. ইউটিউব
নিচের কোনটি সঠ্কি?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৯. আরপানেট ক্রিপার কী?
ক) একটি ভাইরাস
খ) একটি সার্ভার
গ) root কম্পিউটার
ঘ) একটি ওয়ার্ম
সঠিক উত্তর: (ক)

৫০. ব্রাউজার সফটওয়্যার হলো-
i. ইন্টারনেট এক্সপ্লোরার
ii. মজিলা ফায়ারফক্স
iii. গুগলক্রম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ প্রশ্ন ও উত্তর পেতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

? সাইজঃ- 321 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

অষ্টম শ্রেণির অধ্যায় -২য় : কম্পিউটার নেটওয়ার্ক এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

জে.এস.সি আইসিটি

অধ্যায় -২য় 

কম্পিউটার নেটওয়ার্ক

১. টপোলজি কোনটি?
 ক) সার্ভার
 খ) মেশ
 গ) মিডিয়া
 ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (খ)

২. সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?
 ক) ক্লায়েন্ট
 খ) প্রোটোকল
 গ) ই-মেইল
 ঘ) রির্সোস
সঠিক উত্তর: (ক)

৩. সবচেয়ে কম তার প্রয়োজন হয় কোন টপোলজিতে?
 ক) মেশ
 খ) ট্রি
 গ) হাইব্রিড
 ঘ) বাস
সঠিক উত্তর: (ঘ)

৪. সার্ভার কিসের সাথে সম্পর্কিত?
 ক) রেডিও
 খ) ইন্টারনেট
 গ) কম্পিউটার নেটওয়ার্ক
 ঘ) অনলাইন
সঠিক উত্তর: (গ)

৫. স্টার টপোলজি কোনটির সাথে সম্পর্কিত?
 ক) বস
 খ) মেশ
 গ) রিং
 ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (ঘ)

৬. কোন টপোলজিতে একটা মূল লাইনের সাথে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
 ক) স্টার টপোলজি
 খ) মেশ টপোলজি
 গ) বাস টপোলজি
 ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর: (গ)

৭. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
 ক) ১টি
 খ) ২টি
 গ) ৩টি
 ঘ) অনেক
সঠিক উত্তর: (ঘ)
৮. তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
 ক) নেটওয়ার্ক
 খ) ডেটা
 গ) উপাত্ত
 ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)
৯. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগকে কী বলা হয়?
 ক) ট্যারেক্স
 খ) মডেম
 গ) নেটওয়ার্ক
 ঘ) হাইওয়ে
সঠিক উত্তর: (গ)

১০. ক্লাউড কম্পিউটিং-েএর জন্য প্রয়োজন হয় না-
i. নিজস্ব সার্ভার
ii. নিজস্ব দক্ষ লোক
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১১. রিসোর্স কোনটি?
 ক) প্রিন্টার
 খ) নেটওয়ার্ক অ্যাডাপ্টর
 গ) ফাইবার অপটিকস
 ঘ) প্রোটোকল
সঠিক উত্তর: (ক)

১২. নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিতে নেটওয়ার্ক পুরো নষ্ট হয় না?
 ক) রিং
 খ) স্টার
 গ) মেশ
 ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (খ)

১৩. NIC কোনটির সাথে সম্পর্কিত?
 ক) হাবের সাথে
 খ) ইউজারের সাথে
 গ) রিসোর্সের সাথে
 ঘ) নেটওয়ার্কের সাথে
সঠিক উত্তর: (ঘ)

১৪. কান ব্যবস্থাটির মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে ব্যক্তিগত কম্পিউটারের প্রয়োজন হয় না?
 ক) কম্পিউটার
 খ) মোবাইল
 গ) ড্রপবক্স
 ঘ) রেডিও
সঠিক উত্তর: (গ)

১৫. নিচের কোনটি রিসোর্স হিসেবে কাজ করতে পারে?
 ক) প্রিন্টার
 খ) কম্পিউটার
 গ) ফ্যাক্স
 ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৬. মানুষ কোন ধরনের জীব?
 ক) সামাজিক
 খ) অসামাজিক
 গ) বৈষয়িক
 ঘ) আবাসিক
সঠিক উত্তর: (ক)

১৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?
 ক) রিসোর্স নেওয়া
 খ) রিসোর্স দেওয়া
 গ) রিসোর্স ভাগাভাগি করা
 ঘ) রিসোর্স বিক্রি করা
সঠিক উত্তর: (গ)

১৮. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে?
 ক) ড্রপবক্স
 খ) কম্পিউটার
 গ) টপোলজি
 ঘ) প্রটোকল
সঠিক উত্তর: (ক)

১৯. যুদ্ধে গোলাবুদ পাঠানোর জন্য কোনটি প্রথমে তৈরি করে নিতে হয়?
 ক) নেটওয়ার্ক
 খ) কামান
 গ) যুদ্ধবিমান
 ঘ) ট্রাক
সঠিক উত্তর: (ক)

২০. নিম্নের কোনটি টপোলজি?
 ক) ডেটা
 খ) মেশ
 গ) প্রোগ্রাম
 ঘ) রাউটার
সঠিক উত্তর: (খ)

২১. ক্লাউড কম্পিউটিং -এ ব্যবহৃত হয়েছে- i. hotmail ii. yahoo iii. gmail নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযুক্তির মানচিত্রকে কী বলা হয়?
 ক) প্রোটোকল
 খ) টপোলজি
 গ) ল্যান
 ঘ) এফটিপি
সঠিক উত্তর: (খ)

২৩. কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?
 ক) সার্ভার
 খ) কম্পিউটার
 গ) সুইচ
 ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

২৪. কোন টপোলজিতে ডাটা ট্রান্সফার হয় একটি নির্দিষ্ট দিকে?
 ক) রিং
 খ) মেশ
 গ) ট্রি
 ঘ) স্টার
সঠিক উত্তর: (ক)

২৫. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
 ক) বাস
 খ) স্টার
 গ) ট্রি
 ঘ) রিং
সঠিক উত্তর: (ঘ)

২৬. কোন টপোলজিতে অনেক স্টার টপোলজি ব্যবহৃত হয়?
 ক) বাস
 খ) ট্রি
 গ) মেশ
 ঘ) রিং
সঠিক উত্তর: (খ)

২৭. নিচের কোনটি রিসোর্সের উদাহরণ?
 ক) ফ্যাক্স
 খ) রেডিও
 গ) অপটিক্যাল ফাইবার
 ঘ) কো-এক্সিয়াল ক্যাবল
সঠিক উত্তর: (ক)

২৮. কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়?
 ক) স্টার
 খ) বাস
 গ) ট্রি
 ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)

২৯. মানুষের বিনোদনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
 ক) টুইটার
 খ) ইয়াহু
 গ) জি-মেইল
 ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ক)

৩০. পৃথিবীর তথ্য ভান্ডার কেমন?
 ক) সীমিত
 খ) অল্প
 গ) বিশাল
 ঘ) সংরক্ষিত
সঠিক উত্তর: (গ)

৩১. নেটওয়ার্ক কিসের অবদান?
 ক) তথ্য প্রযুক্তির
 খ) সমাজের
 গ) সভ্যতার
 ঘ) তথ্যের
সঠিক উত্তর: (ক)

৩২. কোন টপোলজিতে হাব ব্যবহার করা হয়?
 ক) স্টার
 খ) মেশ
 গ) বাস
 ঘ) রিং
সঠিক উত্তর: (ক)

৩৩. নেটওয়ার্ক মিডিয়া হলো-
i. কো-এক্সিয়েল ক্যাবল
ii. অপটিক্যাল ফাইবার
iii. এনআইসি
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

 
৩৪. কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় কোন টপোলজিতে?
 ক) মেশ
 খ) হাইব্রিড
 গ) স্টার
 ঘ) রিং
সঠিক উত্তর: (গ)
 
৩৫. কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন?
 ক) ১টি
 খ) ২টি
 গ) ৩টি
 ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
 
৩৬. বাস্তাবায়নে সহজ ও ব্যয় অত্যন্ত কম কোন টপোলজির?
 ক) মেশ
 খ) স্টার
 গ) বাস
 ঘ) ট্রি
সঠিক উত্তর: (গ)

 

৩৭. ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে?
 ক) রিপিটার
 খ) হাব
 গ) রাউটার
 ঘ) ব্রিজ
সঠিক উত্তর: (খ)

৩৮. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
 ক) সার্ভার
 খ) ক্লায়েন্ট
 গ) প্রোটোকল
 ঘ) টার্মিনাল
সঠিক উত্তর: (ক)

৩৯. তুলনামূলক সহজ টপোলজি কোনটি?
 ক) স্টার
 খ) রিং
 গ) বাস
 ঘ) মেশ
সঠিক উত্তর: (ক)

৪০. পৃথিবীর তথ্য ভান্ডার কাদের অধিকার রয়েছে?
 ক) সবার
 খ) সাধারণ মানুষের
 গ) ক্ষমতাশীল মানুষের
 ঘ) বিশেষ পতিষ্ঠানের
সঠিক উত্তর: (ক)

৪১. নিচের কোনটি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত?
 ক) ডেটা
 খ) ক্লায়েন্ট
 গ) উপাত্ত
 ঘ) প্রোগ্রাম
সঠিক উত্তর: (গ)

৪২. একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয় কোনটি?
 ক) এনআইসি
 খ) প্রোটোকল
 গ) ইউজার
 ঘ) সার্ভার
সঠিক উত্তর: (ক)

৪৩. বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কীসে?
 ক) বইয়ে
 খ) ডাটাবেজে
 গ) কাগজে
 ঘ) পোস্টারে
সঠিক উত্তর: (খ)

 
৪৪. স্টার টপোলজিতে ব্যবহৃত হয়- i. হাব ii. সুইচ iii. টারমিনেটর নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

 

৪৫. উক্ত টেকনোলজিতে ব্যবহৃত হয়েছে- i. hotmail ii. yahoo iii. google নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. একসময় তথ্য ছিল কীসের মতো?
 ক) সম্পদের মতো
 খ) টাকার মতো
 গ) গোলাকার
 ঘ) উন্মুক্ত
সঠিক উত্তর: (ক)

৪৭. কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারে দুটি সংযোগ থাকে?
 ক) বাস
 খ) রিং
 গ) স্টার
 ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)

 
৪৮. ডেটাবেশ কোথায় থাকে?
 ক) কম্পিউটারে
 খ) উপাত্তে
 গ) মডেমে
 ঘ) হাবে
সঠিক উত্তর: (ক)

 

৪৯. নিচের কোন পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটারের প্রয়োজন হয় না?
 ক) রিং
 খ) ট্রি
 গ) স্টার
 ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (ক)

 
৫০. কোন টপোলজিতে যেকোনা একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
 ক) রিং
 খ) বাস
 গ) ট্রি
 ঘ) মেশ
সঠিক উত্তর: (ক)

 

এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ প্রশ্ন ও উত্তর পেতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

? সাইজঃ- 379 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ6

Download From Google Drive

Download

Direct Download 

Download

অষ্টম শ্রেণির অধ্যায় -১ম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

জে.এস.সি আইসিটি

অধ্যায় -১ম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

১. একমুখী পদ্ধতিকে ইংরেজিতে কী বলে?
 ক) ব্রডকাস্ট
 খ) মাল্টিকাস্ট
 গ) ইউনিকাস্ট
 ঘ) duplex
সঠিক উত্তর: (ক)

২. ইন্টারনেট সেবা পাওয়া যায় নিচের কোনটি যন্ত্রটির সাহায্যে?
 ক) টেলিভিশন
 খ) ফ্যাক্স
 গ) মডেম
 ঘ) রোবট
 সঠিক উত্তর: (গ)

৩. পণ্য বিক্রয়ের সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাকে কী বলে?
 ক) GS
 খ) GPS
 গ) GPRS
 ঘ) EPOS
সঠিক উত্তর: (ঘ)

৪. সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ব্যবহার করা হয়-
i. একমুখী ব্রডকাস্ট
ii. দ্বিমুখী ব্যক্তিগত যোগাযোগ
iii. দ্বিমুখী ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো?
 ক) মোবাইলে
 খ) ওয়েবপেজে 
 গ) সংবাদপত্রে
 ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (গ)

 ৬. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা যায় নিচের কোনটির সাহায্যে?
 ক) CCTV কামেরা
 খ) ক্যামেরা
 গ) Setup box
 ঘ) ডিজিটাল ক্যামেরা
সঠিক উত্তর: (ক)

৭. তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে-
i. কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে
ii. কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে
iii. অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. মোবাইল ফোনের বিস্তারের কারণে যে সকল নতুন খাতের সৃষ্টি হয়েছে তা হলো-
i. সফটওয়্যার কোম্পানি
ii. মোবাইল ব্যাংকিং
iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৯. মোবাইল ফোনের মাধ্যমে কী ধরনের যোগাযোগ করা সম্ভব?
 ক) মৌখিক যোগাযোগ
 খ) লিখিত যোগাযোগ
 গ) একমুখী যোগাযোগ
 ঘ) ব্রডকাস্ট যোগাযোগ
সঠিক উত্তর: (ক)

১০. কীসের মাধ্যমে দ্রুত লিখিত যোগযোগ করা যায়?
 ক) মোবাইল
 খ) রোবট
 গ) ই-মেইল
 ঘ) স্যাটেলাইট
 সঠিক উত্তর: (গ)

১১. বাংলাদেশে বর্তমানে মুক্ত পেশাবীজীর সংখ্যা কত?
 ক) দশ সহস্রাধিক
 খ) বিশ সহস্রাধিক
 গ) ত্রিশ সহস্রাধিক
 ঘ) চল্লিশ সহস্রাধিক
সঠিক উত্তর: (গ)

১২. বর্তমানে চিকিৎসা মূলত কী নির্ভর?
 ক) সার্জারি নির্ভর
 খ) ইন্টারনেট নির্ভর
 গ) প্রযুক্তি নির্ভর
 ঘ) মোবাইল নির্ভর
 সঠিক উত্তর: (গ)

১৩. যে যন্ত্রের মাধ্যমে ইন্টারনেট সেবা পাওয়া যায় তা হলো-
i. ফ্যাক্স
ii. মডেম
iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

 ১৪. বর্তমানে অনলাইনে নিচের কোন ক্ষেত্রের বিল প্রদান করা যায়?
 ক) বিদ্যুৎ
 খ) পানি
 গ) গ্যাস
 ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৫. শিশুদের টিকা দেওয়া হয় কেন?
 ক) রোগ প্রতিকারের জন্য
 খ) রোগ সারার জন্য
 গ) রোগ মুক্তির জন্য
 ঘ) রোগ প্রতিরোধের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

১৬. প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়?
 ক) ৭৫
 খ) ৮০
 গ) ৮৫
 ঘ) ৯০
সঠিক উত্তর: (খ)

১৭. যোগাযোগ করার ২য় পদ্ধতিটি কী?
 ক) একমুখী
 খ) বহুমুখী
 গ) ব্রডকাস্ট
 ঘ) দ্বিমুখী
সঠিক উত্তর: (ঘ)

১৮. নিচের কোন উপাদানটি দ্বারা বর্তমানে শিল্পোৎপাদন ব্যবস্থা প্রায় অচল?
 ক) ইন্টারনেট
 খ) ফ্যাক্স
 গ) মোবাইল ফোন
 ঘ) ইন্ট্রানেট
সঠিক উত্তর: (ক)

১৯. তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কীসের মাধ্যমে?
 ক) কম্পিউটার
 খ) ডেটা
 গ) ইন্টারনেট
 ঘ) ওয়েবসাইট
 সঠিক উত্তর: (ক)

২০. সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে-
i. আইন ও নীতি প্রণয়ন
ii. আইনের বাস্তবায়ন
iii. বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?
 ক) টেলিভিশন
 খ) ফ্যাক্স
 গ) মোবাইল
 ঘ) রোবট
সঠিক উত্তর: (গ)

২২. যিনি গবেষণা কর্মের সাথে জড়িত তাকে কী বলে?
 ক) চিকিৎসক
 খ) গবেষক
 গ) শিক্ষক
 ঘ) রোবট
সঠিক উত্তর: (খ)

 ২৩. তথ্যের সুন্দর করে প্রদর্শন করতে কয়টি ধাপ পার করতে হয়?
 ক) ৪টি
 খ) ৫টি
 গ) ৭টি
 ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)

২৪. বর্তমানে শিল্প কারখানায় মানুষের প্রধান সহযোগী কোনটি?
 ক) যন্ত্রপাতি
 খ) কাঁচামাল
 গ) কম্পিউটার
 ঘ) মেশিনারি
সঠিক উত্তর: (গ)

 ২৫. ইন্টারনেট বিকাশের আগে সরকারি নোটিশ বোর্ডে যা প্রকাশ করা হতো-
i. নিয়োগ বিজ্ঞপ্তি
ii. বিভিন্ন দরপত্র
iii. বিভিন্ন দিকনির্দেশনা
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. সরকার মোবাইল ফোনের কোন সুবিধাটি ব্যবহার করে জনগণের নিকট সরাসরি গুরুত্বপূর্ণ ঘোষণা পৌঁছে দিচ্ছে?
 ক) SMS
 খ) MMS
 গ) 3G
 ঘ) 4G
সঠিক উত্তর: (ক)
 ২৭. টেলিফোনে কী ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?
 ক) একমুখী
 খ) দ্বিমুখী
 গ) ত্রিমুখী
 ঘ) চতুর্মুখী
 সঠিক উত্তর: (খ)

২৮. তথ্যপ্রযুক্তির কারণে কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে?
 ক) শিক্ষা
 খ) বাসস্থান
 গ) চিকিৎসা
 ঘ) খেলাধুলা
 সঠিক উত্তর: (গ)

২৯. বিভিন্ন দেশে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের জন্য কী প্রয়োজন?
 ক) মোবাইল
 খ) রোবট
 গ) ফ্যাক্স
 ঘ) মেমোরি কার্ড
সঠিক উত্তর: (গ)

৩০. তথ্যপ্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে-
i. উৎপাদনশীলতা বাড়ে
ii. নতুন কর্মোদ্যোগ তৈরি হয়
iii. নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৩১. লিখিত তথ্য ও ছবি প্রেরণ করার জন্য ব্যবহার করা হয়-
i. রোবট
ii. ফ্রাক্স
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩২. ব্যবসায়ীরা ব্যবসার হিসাব সংরক্ষণ করার জন্য ব্যবহার করেন-
i. মোবাইল
ii. স্প্রেডশিট প্রোগ্রাম
iii. ডাটাবেজ সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) ii ও iii
 ঘ) iii
সঠিক উত্তর: (গ)

 ৩৩. বর্তমানে সরকারি দপ্তরগুলো জনগণের মতামত গ্রহণ করে কীসের মাধ্যমে?
 ক) কলসেন্টার
 খ) ইন্টারনেট
 গ) ফ্যাক্স
 ঘ) ইন্ট্রানেট
 সঠিক উত্তর: (খ)

৩৪. একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি?
 ক) রেডিও
 খ) কম্পিউটার
 গ) ই-মেইল
 ঘ) মোবাইল ফোন
সঠিক উত্তর: (ক)

৩৫. জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিল হলো-
i. এসএ
ii. বিএস
iii. বিআরএস
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৩৬. কীসের কল্যাণে ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হচ্ছে?
 ক) মোবাইল
 খ) স্ক্যানার
 গ) তথ্য প্রযুক্তির
 ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)

৩৭. মানুষের নামের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় কী?
 ক) মোবাইল নম্বর
 খ) ফ্যাক্স নম্বর
 গ) ওয়েব অ্যাড্রেস
 ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ঘ)

৩৮. পণ্য বা সেবার বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করা যায়-
i. ব্লগে
ii. ওয়েবসাইটে
iii. সামাজিক যোগাযোগ সাইটে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. মানুষের একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতি কত প্রকার?
 ক) এক
 খ) দুই
 গ) তিন
 ঘ) চার
 সঠিক উত্তর: (খ)
৪০. কী আবিষ্কারের ফলে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব শুরু হয়েছে?
 ক) রোগ প্রতিরোধ টিকা
 খ) জিনোম রহস্যভেদে
 গ) টেলি-মেডিসিন
 ঘ) ই-মেডিসিন
 সঠিক উত্তর: (খ)
৪১. রফিক সাহেব তার লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করবে কী ব্যবহার করে?
 ক) টেলিভিশন
 খ) মোবাইল
 গ) ফ্যাক্স
 ঘ) ওয়েবসাইট
সঠিক উত্তর: (গ)

৪২. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়?
 ক) লেখালেখি করা
 খ) গান ও খবর শোনা
 গ) ছবি দেখা
 ঘ) কথা বলা
সঠিক উত্তর: (খ)

 ৪৩. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
 ক) কম্পিউটার
 খ) ইন্টারনেট
 গ) মোবাইল ফোন
 ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (খ)
৪৪. ঔষধের প্রেসক্রিপশন সঠিক হওয়ার পেছনে কারণ কী?
 ক) ভালো ডাক্তার
 খ) সঠিক ওষুধ
 গ) তথ্য প্রযুক্তি
 ঘ) টেলিমেডিসিন
সঠিক উত্তর: (গ)

৪৫. wwwxbdjobs.com-এটি কী ধরনের ওয়েব সাইট?
 ক) চাকরি সম্পর্কিত
 খ) Outsoureing সম্পর্কিত
 গ) e-mail সম্পর্কিত
 ঘ) বেচা-কেনা সম্পর্কিত
 সঠিক উত্তর: (ক)

৪৬. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়-
i. মোবাইলে
ii. টিভি চ্যানেলে
iii. টেলিকনফারেন্সে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) i ও iii
 গ) ii

 ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৭. পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার মাধ্যম হলো-
i. অনলাইন
ii. কলসেন্টার
iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) i ও iii
 গ) ii
 ঘ) iii
সঠিক উত্তর: (খ)

 ৪৮. রুদ্র আউটসোসিং করতে চায়। তার প্রেয়োজন-
i. কাজের দক্ষতা
ii. ভাষার দক্ষতা
iii. কম্পিউটার ও ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. যোগাযোগ করার পদ্ধতি কয়ভাগে বিভক্ত?
 ক) ১
 খ) ২
 গ) ৩
 ঘ) ৪
সঠিক উত্তর: (খ)

৫০. মানুষের বৃদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে কী বলে?
 ক) গবেষণা
 খ) তথ্য
 গ) ডেটা
 ঘ) উপাত্ত
 সঠিক উত্তর: (ক)

এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ প্রশ্ন ও উত্তর পেতে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

? সাইজঃ- 468 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ7

Download From Google Drive

Download

Direct Download 

Download

জে.এস.সি বিজ্ঞান ১৪তম অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

 অধ্যায় – ১৪তম :

পরিবেশ এবং বাস্তুতন্ত্র (Environment and ecology)

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

p style=”text-align: left”>১.একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়?
ক) খাদ্যশৃঙ্খল
খ) খাদ্যজাল
গ) খাদ্য পিরামিড
ঘ) খাদ্য ভান্ডার
সঠিক উত্তর: (খ)
২. কোনটি পরিবেশের একটি স্বয়ংসম্পূর্ণ একক?
ক) উৎপাদক
খ) বাস্তুতন্ত্র
গ) পুষ্টিদ্রব্য
ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (খ)

৩. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিরূপ?
ক) একমুখী
খ) উভমুখী
গ) ত্রিমুখী
ঘ) চক্রাকার
সঠিক উত্তর: (ক)

৪. নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
ক) শাল
খ) মেহগনি
গ) সুন্দরী
ঘ) কড়ই
সঠিক উত্তর: (গ)

৫. বাস্তুতন্ত্রের জীব উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (খ)

৬. পুকুরের বাস্তুসংস্থানে অজীব উপাদান কোনটি?
ক) পানি
খ) উৎপাদাক
গ) ফািইটোপ্লাঙ্কটন
ঘ) শাপলা
সঠিক উত্তর: (ক)

৭. ভূমন্ডলের পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৮. সবুজ উদ্ভিদ কী নামে পরিচিত?
ক) উৎপাদক
খ) খাদক
গ) বিয়োজক
ঘ) পরিবর্তক
সঠিক উত্তর: (ক)

৯. জুয়োপ্লাঙ্কটন কী?
ক) আণুবীক্ষণিক প্রাণী
খ) অাণুবীক্ষীণিক উদ্ভিদ
গ) উৎপাদক
ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (ক)

১০. উৎপাদক থেকে শক্তি প্রথমে কোনটিতে যায়?
ক) সর্বোচ্চ খাদক
খ) বিয়োজক
গ) তৃণভোজী প্রাণী
ঘ) মাংসাশী প্রাণী
সঠিক উত্তর: (গ)

১১. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
ক) খাদক
খ) বিয়োজক
গ) সর্বভূক
ঘ) মানুষ
সঠিক উত্তর: (গ)

১২. বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত?
ক) খাদক
খ) উৎপাদক
গ) অজীব
ঘ) জীব
সঠিক উত্তর: (গ)

১৩. তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) ছাগল
খ) গরু
গ) বক
ঘ) ছোট মাছ
সঠিক উত্তর: (গ)

১৪. সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত-
ক) রাজশাহী
খ) বগুড়া
গ) মাগুরা
ঘ) খুলনা
সঠিক উত্তর: (ঘ)

১৫. ছাগল কোন স্তরের খাদক?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়

<

p style=”text-align: left”> ঘ) সর্বভুক
সঠিক উত্তর: (ক)

১৬. নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক?
ক) কচ্ছপ
খ) পাখি
গ) গরু
ঘ) ব্যাঙ
সঠিক উত্তর: (ক)

১৭. বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্য কীভাবে প্রবাহিত হয়?
ক) একমুখীভাবে
খ) দ্বিমুখীভাবে
গ) চক্রাকারে
ঘ) আড়াআড়ি
সঠিক উত্তর: (গ)

১৮. প্রথম স্তরের খাদকেরা তৃণভোজী নামে নামে পরিচিত কেন?
ক) খাদ্যশৃঙ্খলের শুরুতে তৃণ থাকে
খ) এরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে
গ) এরা খাদ্যশৃঙ্খলে আবদ্ধ থাকে
ঘ) এরা খাদ্যজালে আবদ্ধ থাকে
সঠিক উত্তর: (খ)

১৯. প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে কোনটি সচল থাকে?
ক) খাদ্যশৃঙ্খল
খ) খাদ্যজাল
গ) বাস্তুসংস্থান
ঘ) শক্তি প্রবাহ
সঠিক উত্তর: (গ)

২০. সূর্যের আলো থেকে আগত শক্তির কতটুকু সবুজ উদ্ভিদ ব্যবহার করে?
ক) ১%
খ) ২%
গ) ৩%
ঘ) ৪%
সঠিক উত্তর: (খ)

২১. সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে ওঠে কেন?
ক) বনের মাটি কর্দমাক্ত
খ) মাটিতে বাতাস চলে না
গ) বাতাস থেকে অক্সিজেন নেয়ার জন্য

<

p style=”text-align: left”> ঘ) বাতাস থেকে কার্বনডাই অক্সাইড নেয়ার জন্য
সঠিক উত্তর: (গ)

২২. কোনটি প্রথম স্তরের খাদক?
ক) গরু
খ) পাখি
গ) মানুষ
ঘ) বক
সঠিক উত্তর: (ক)

২৩. তৃতীয় স্তরের খাদক হল- i. মানুষ ii. বক iii. কচ্ছপ নিচের কোনটি সঠিক?

<

p style=”text-align: left”> ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. পুকুরে বিয়োজিত দ্রব্যাদিকে কারা খাদ্য হিসাবে গ্রহণ করে?
ক) উৎপাদক
খ) প্রথম স্তরের খাদক
গ) দ্বিতীয় স্তরের খাদক
ঘ) সর্বোচ্চ খাদক
সঠিক উত্তর: (ক)

২৫. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
ক) খাদক
খ) বিয়োজক
গ) সর্বভূক
ঘ) মানুষ
সঠিক উত্তর: (গ)

২৬. সুন্দরবনের বনভূমির মাটি-
ক) বেলে
খ) কর্দমাক্ত
গ) বেলে-দোআঁশ
ঘ) দোআঁশ
সঠিক উত্তর: (খ)

২৭. বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্যের প্রবাহ কেমন?
ক) একমুখী
খ) দ্বিমুখী
গ) চক্রাকার
ঘ) বহুমুখী
সঠিক উত্তর: (গ)

২৮. প্ল্যাঙ্কটন জাতীয় ক্ষুদে উদ্ভিদকে কী বলে?
Ο ক) জুওপ্ল্যাঙ্কটন
খ) ফাইটোপ্ল্যাঙ্কটন
গ) শৈবাল
ঘ) জলজ উদ্ভিদ
সঠিক উত্তর: (খ)

২৯. অজীব উপাদান কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৬
সঠিক উত্তর: (খ)

৩০. ফাইটোপ্লাঙ্কটন কোনটি?
ক) ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল
খ) ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা
গ) ছোট ছোট মাছ
ঘ) বিভিন্ন ধরনের জলজ উদ্ভিজ
সঠিক উত্তর: (ক)

৩১. বাংলাদেশের বনভূমি অঞ্চলকে কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৩২. অজৈব উপাদান হলো-
ক) অক্সিজেন
খ) জলবায়ু
গ) ইউরিয়া
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)

৩৩. সৌরশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি কোনটির মাধ্যমে বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়?
ক) খাদ্যশৃঙ্খল
খ) খাদ্যজাল
গ) খাদক
ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (ক)

৩৪. আণুবীক্ষণিক উদ্ভিদকে কী বলা হয়?
ক) খাদক
খ) উদ্ভিদ প্ল্যাঙ্কটন
গ) প্রাণী প্ল্যাঙ্কটন
ঘ) উপাদান
সঠিক উত্তর: (খ)

৩৫. বাস্তুতন্ত্রের অজীব উপাদান- i. পানি ii. ব্যাক্টেরিয়া iii. আর্দ্রতা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৬. মাংসাশী প্রাণী- i. পাখি ii. হরিণ iii. মানুষ নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৭. জীবজগতের সকল শক্তির মূল উৎস কোনটি?
ক) চাঁদ
খ) তারা
গ) সূর্য
ঘ) উল্কা
সঠিক উত্তর: (গ)

৩৮. পুকুরের ৩য় স্তরের খাদক কোনটি?
ক) ছোট মাছ
খ) বোয়াল
গ) চিংড়ি
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (খ)

৩৯. কোনটি তৃণভোজী প্রাণী?
ক) কচ্ছপ
খ) বক
গ) ব্যাঙ
ঘ) ছাগল
সঠিক উত্তর: (ঘ)

৪০. বাস্তুতন্ত্র প্রধান কয়টি উপাদান নিয়ে গঠিত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৪১. বাস্তুতন্ত্রকে অন্য কী নামে আখ্যায়িত করা হয়?
ক) বাস্তুসংস্থান
খ) প্রকৃতি
গ) স্থিতাবস্থা
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)

৪২. বাস্তুতন্ত্রের উৎপাদক নিচের কোনটি ব্যবহার করে?
ক) O2
খ) CO2
গ) সূর্যের আলো
ঘ) N2
সঠিক উত্তর: (গ)

৪৩. সর্বোচ্চ স্তরের খাদক কোনটি?
ক) মানুষ
খ) পাখি
গ) গরু
ঘ) তিমি
সঠিক উত্তর: (ক)

৪৪. সুন্দরবনের বনাঞ্চল কী নামে পরিচিত?
ক) ম্যানগ্রোভ বন
খ) শালবন
গ) চিরহরিৎ বন
ঘ) পত্রঝরা বন
সঠিক উত্তর: (ক)

৪৫. পৃথিবীতে বসবাসকারী সকল জীব নিচের কোনটির উপর নির্ভরশীল?
ক) পানি
খ) বাতাস
গ) সূর্যের আলো
ঘ) মাটি
সঠিক উত্তর: (গ)

৪৬. যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাকে কী বলা হয়?
ক) বিয়োজক
খ) ছত্রাক
গ) ব্যাক্টেরিয়া
ঘ) মৃতজীবী
সঠিক উত্তর: (ক)

৪৭. বাস্তুতন্ত্রের অজীব উপাদান কয় ধরনের?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের
ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (ক)

৪৮. খাদক স্তরকে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

৪৯. বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি?
ক) ছত্রাক
খ) ব্যাপকটেরিয়া
গ) খাদক
ঘ) সবুজ উদ্ভিদ
সঠিক উত্তর: (ঘ)

৫০. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?
ক) ফাইটোপ্ল্যাঙ্কটন
খ) শামুক
গ) বাঘ
ঘ) বক
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

? সাইজঃ- 414 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 12

Download From Google Drive

Download

Direct Download 

Download

জে.এস.সি বিজ্ঞান ১৩তম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

 অধ্যায় – ১৩তম :

খাদ্য ও পুষ্টি(Food and Nutrition)

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. যে জৈব উপাদান জীবের দেহ গঠন, শক্তি উৎপাদন ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক) পুষ্টি
খ) খাদ্য
গ) আমিষ
ঘ) শ্বেতসার
সঠিক উত্তর: (খ)

২. কোন খাদ্য উপাদানটি দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়?
ক) আমিষ
খ) ভিটামিন
গ) খনিজ লবণ
ঘ) পানি
সঠিক উত্তর: (গ)

৩. কোনটি রাফেজ?
ক) চিড়া
খ) মাছ
গ) শস্যদানা
ঘ) চকলেট
সঠিক উত্তর: (গ)

৪. হাউপোগ্লাইসমিয়ার লক্ষণ হলো-
i. ক্ষুদা অনুভব করা
ii. বমি বমি ভাব
iii. অতিরিক্ত ঘামানো
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর অপরিহার্য উপাদান কোনটি?
ক) বাসস্থান
খ) শিক্ষা
গ) খনিজ লবণ
ঘ) খাদ্য
সঠিক উত্তর: (ঘ)

৬. আমিষে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ১৫
খ) ১৬
গ) ১৮
ঘ) ২০
সঠিক উত্তর: (খ)

৭. সিদ্ধ চাল কোন জাতীয় পদার্থ?
ক) ভিটামিন
খ) স্নেহ
গ) আমিষ
ঘ) শ্বেতসার
সঠিক উত্তর: (ঘ)

৮. শক্তি যানবাহনকে কী দান করে?
ক) গতি
খ) পুষ্টি
গ) সরণ
ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

৯. কোনটিতে শর্করা ছাড়া অন্য কোনো উপাদান নাই?
ক) ডিম
খ) দুধ
গ) চিনি
ঘ) মাছ
সঠিক উত্তর: (গ)

১০. আমিষ বা প্রোটিনের কাজ-
i. ক্ষয়পূরণ
ii. বৃদ্ধি সাধন
iii. তাপ উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১১. যা জীববের দেহগঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় তাই-
ক) খাদ্য
খ) ভিটামিন
গ) পুষ্টি
ঘ) খনিজ পদার্থ
সঠিক উত্তর: (ক)

১২. কোনটি উৎপাদক?
ক) মানুষ
খ) ছত্রাক
গ) সবুজ উদ্ভিদ
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (গ)

১৩. চালে কোন খাদ্য উপাদান বেশি থাকে?
ক) আমিষ
খ) ভিটামিন
গ) শ্বেতসার
ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর: (গ)

১৪. নিচের কোনটির সহজপাচ্যতার গুণক?
ক) মাছ
খ) মাংস
গ) ডিম
ঘ) তেল
সঠিক উত্তর: (গ)

১৫. জ্বালানি পুড়ে কী উৎপন্ন হয়?
ক) গতি
খ) শক্তি
গ) বেগ
ঘ) আলো
সঠিক উত্তর: (খ)

১৬. খাদ্যের কোন উপাদানকে শক্তি উৎপাদনকারী উপাদান বল হয়?
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ
ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (গ)

১৭. খাদ্যে তাপশক্তি পরিমাপের একক কোনটি?
ক) ক্যালরি
খ) থার্মোমিটার
গ) কিলোক্যালরি
ঘ) কিলোজুল
সঠিক উত্তর: (গ)

১৮. ফ্যাটি এসিড ও গ্লিসারল কীসের মাধ্যমে শোষিত হয়?
ক) খাদ্যানালি
খ) বৃহদন্ত্র
গ) লসিকানালি
ঘ) ডিওডেনাম
সঠিক উত্তর: (গ)

১৯. সম্পূর্ণটাই দেহে বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে-
i. সামুদ্রিক মাছ
ii. মায়ের দুধ
iii. ডিম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২০. নিচের কোনটি সহজপাচ্য?
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ
ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর: (ক)

২১. আমিষের গঠনে থাকে-
i. কার্বন ও হাইড্রোজেন
ii. ফসফরাস ও নাইট্রোজেন
iii. অক্সিজেন ও ক্লোরিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২২. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডগুলো আমরা কী থেকে পাই?
ক) অগ্ন্যাশয়
খ) খাদ্য
গ) পাকস্থলী
ঘ) পিত্তথলী
সঠিক উত্তর: (খ)

২৩. দেহের কোন অংশ চর্বি জাতীয় এসিড তৈরি হয়?
ক) অগ্ন্যাশয়ে
খ) পিত্তে
গ) যকৃতে
ঘ) পাকস্থলিতে
সঠিক উত্তর: (গ)

২৪. উপাদান অনুযায়ী খাদ্যবস্তু কয়ভাগে বিভক্ত
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
সঠিক উত্তর: (ক)

২৫. সুন্দরবনের মাটিতে-
i. জোয়ার ভাটার পানি প্রবেশ করে
ii. বাতাস চলাচল করে না
iii. লবণের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. মেরাসমাস রোগের লক্ষণ হলো-
i. তাপ উৎপাদন
ii. শক্তি উৎপাদন
iii. দেহ গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৭. উৎকৃষ্টতর স্নেহজাতীয় খাদ্য- i. মেয়নিজ ii. ডালডা iii. কাসুন্দি নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৮. শর্করার কোন উপাদানটি রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে?
ক) গ্লুকোজ
খ) ফ্রুকেটোজ
গ) গ্যালকটোজ
ঘ) মলটোজ
সঠিক উত্তর: (ক)

২৯. সিদ্ধ চালে খাদ্যের কোন উপাদান অনুপস্থিত?
ক) আমিষ
খ) ভিটামিন
গ) শ্বেতসার
ঘ) স্নেহ
সঠিক উত্তর: (ঘ)

৩০. অসম্পৃক্ত চর্বি জাতীয় এসিড বেশি পাওয়া যায়-
i. সয়াবিন তেলে
ii. তিলের তেলে
iii. ভুট্টার তেলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) ভিটামিন ডি
ঘ) ভিটামিন ই
সঠিক উত্তর: (গ)

৩২. সিদ্ধ চালে বিদ্যমান উপাদানগুলো হলো-
i. শ্বেতসার ও আমিষ
ii. আমিষ ও ভিটামিন
iii. খনিজ লবণ ও ভিটামিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৩. কোনটি বিশুদ্ধ খাদ্য?
ক) দুধ
খ) খিচুড়ি
গ) পেয়ারা
ঘ) চিনি
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে?
ক) পানি
খ) ভিটামিন
গ) স্নেহপদার্থ
ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর: (গ)

৩৫. অ্যামাইনো এসিড কত প্রকার?
ক) ২২
খ) ২৪
গ) ৩০
ঘ) ৩২
সঠিক উত্তর: (ক)

৩৬. নিচের কোনটি অ্যামাইনো এসিডের জটিল যৌগ?
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ

ঘ) স্কার্ভি
ঠিক উত্তর: (খ)

৩৭. অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় এসিডের অভাবে শিশুদের কোন রোগ হয়?
ক) স্কার্ভি
খ) রিকেটাস
গ) রাতকারনা
ঘ) একজিমা
সঠিক উত্তর: (ঘ)

৩৮. পুষ্টি কী?
ক) খাদ্য
খ) এক প্রকার শর্করা
গ) একটি প্রক্রিয়া
ঘ) জৈব যৌগ
সঠিক উত্তর: (গ)

৩৯. দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিন কয় প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৪০. বিশুদ্ধ খাদ্যে কয়টি উপাদান থাকে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (ক)

৪১. একমাত্র কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে?
ক) শর্করা
খ) খনিজ লবণ
গ) আমিষ
ঘ) স্নেহ
সঠিক উত্তর: (গ)

৪২. মিশ্র খাদ্যে কী পরিমাণ পুষ্টি উপাদান থাকে?
ক) চারের অধিক
খ) তিনের অধিক
গ) দুইয়ের অধিক
ঘ) একের অধিক
সঠিক উত্তর: (ঘ)

৪৩. আমিষ পরিপাক হয়ে কীসে পরিণত হয়?
ক) নাইট্রিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অ্যামাইনো এসিড
ঘ) ফ্যাটি এসিড
সঠিক উত্তর: (গ)

৪৪. আমরা কোথা থেকে খাদ্য পাই?
ক) মাটি থেকে
খ) বায়ু থেকে
গ) প্রাণী থেকে
ঘ) উদ্বিদ ও প্রাণী থেকে
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কোন উপাদান ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত?
ক) স্নেহ
খ) আমিষ
গ) ভিটামিন
ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর: (ক)

৪৬. স্নেহ পদার্থ পরিপাক হয়ে পরিণত হয়-
i. ফ্যাটি এসিডে
ii. গ্লিসারলে
iii. গ্লাইকোজেনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৭. মানবদেহে পুষ্টির জন্য কোন ধরনের শর্করা বেশি প্রয়োজন?
ক) জটিল
খ) সরল
গ) কঠিন
ঘ) যৌগিক
সঠিক উত্তর: (খ)

৪৮. কোনটির অভাব ঘটলে দেহে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়?
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ
ঘ) পানি
সঠিক উত্তর: (গ)

৪৯. স্নেহবহুল খাদ্য- i. মাংস ii. পনির iii. বাদাম নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন ক্রিয়ার সমস্যা হয়?
ক) শ্বসন
খ) শোষণ
গ) বিপাক
ঘ) পরিপাক
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

? সাইজঃ- 374 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 13

Download From Google Drive

Download

Direct Download 

Download

জে.এস.সি বিজ্ঞান ১২তম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

১২তম

মহাকাশ ও উপগ্রহ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞান অধ্যায় – ১২তম : মহাকাশ ও উপগ্রহ

১.বিগব্যাঙ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
ক) জেরার্ড
খ) গ্যালিলিও
গ) টলেমি
ঘ) হকিং
সঠিক উত্তর: (ঘ)

২. যা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদের কী বলে?
ক) উপগ্রহ
খ) নক্ষত্র
গ) ধূমকেতু
ঘ) উল্কা
সঠিক উত্তর: (ক)

৩. শনির উপগ্রহ কয়টি?
ক) ৬৩
খ) ৩৪
গ) ২৭
ঘ) ১৩
সঠিক উত্তর: (খ)

৪.ইউরেনাসের উপগ্রহ কয়টি?
ক) ৬৩
খ) ৩৪
গ) ২৭
ঘ) ১৩
সঠিক উত্তর: (গ)

৫. সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
ক) বুধ
খ) শুক্র
গ) টাইটান
ঘ) শনি
সঠিক উত্তর: (গ)

৬. কোনটির নিজস্ব আলো ও উত্তাপ আছে?
ক) গ্রহ
খ) নক্ষত্র
গ) উপগ্রহ
ঘ) কৃত্রিম উপগ্রহ
সঠিক উত্তর: (খ)

৭. পৃথিবীর চারদিকে ঘোরার জন্য প্রয়োজন হয়-
i. কেন্দ্রমুখী বল
ii. আকর্ষণ বল
iii. অভিকর্ষ বল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
ক) ১৩টি
খ) ২৭টি
গ) ৩৪টি
ঘ) ৬৩টি
সঠিক উত্তর: (ঘ)

৯. দেখা না দেখা সবকিছু নিয়ে কী গঠিত?
ক) পৃথিবী
খ) গ্রহ
গ) মহাবিশ্ব
ঘ) ছায়াপথ
সঠিক উত্তর: (গ)

১০. এক সময় মানুষ মহাকাশকে কিরূপ আকৃতির মনে করত?
ক) চৌকোণা আকৃতির
খ) বর্গাকৃতির
গ) সরল রৈখিক আকৃতির
ঘ) বক্রাকৃতির
সঠিক উত্তর: (ঘ)

১১. কৃত্রিম উপগ্রহগুলোর নির্দিষ্ট কক্ষপথে ঘোরা জন্য কোনটি প্রয়োজন?
ক) দ্রুতি
খ) বল
গ) ত্বরণ
ঘ) বায়ুমন্ডলীয় চাপ
সঠিক উত্তর: (ক)

১২. ছোট নক্ষত্রগুলো কী রংয়ের হয়?
ক) লাল
খ) নীল
গ) হলুদ
ঘ) সবুজ
সঠিক উত্তর: (খ)

১৩. কৃত্রিম উপগ্রহকে কিসের সাহায্যে উৎক্ষেপণ করা হয়?
ক) রকেট
খ) ক্রেন
গ) বিমান
ঘ) স্থলযান
সঠিক উত্তর: (ক)

১৪. কোন গ্রহ তার উপগ্রহসহ জ্বলতে থাকে?
ক) বুধ
খ) শুক্র
গ) মঙ্গল
ঘ) বৃহস্তপতি
সঠিক উত্তর: (ঘ)

১৫. মহাকাশে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়-
ক) গ্রহ
খ) উপগ্রহ
গ) গ্যালাক্সি
ঘ) ধূমকেতু
সঠিক উত্তর: (গ)

১৬. নভোমন্ডলীয় বস্তু বলতে বুঝায়-
i. চন্দ্র
ii. নক্ষত্র
iii. দেকা না দেখা সকল বস্তু
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. সর্বাধিক উপগ্রহ আছে কোন গ্রহের?
ক) পৃথিবীর
খ) মঙ্গললের
গ) বৃহস্পতির
ঘ) শনির
সঠিক উত্তর: (গ)

১৮. মহাকাশের ফাঁকা জায়গা দিয়ে চলাচল করে- i. পৃথিবী ii. চাঁদ iii. সূর্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. কোনটির উপগ্রহ নেই?
ক) মঙ্গল
খ) নেপচুন
গ) ইউরেনাস
ঘ) বুধ
সঠিক উত্তর: (ঘ)

২০. পৃথিবী, সূর্য, চাঁদ, তারারা যে ফাঁকা জায়গা দিয়ে চলে তাকে কী বলে?
ক) ছায়াপথ
খ) মহাশূন্য
গ) মহাবিশ্ব
ঘ) গ্যালাক্সি
সঠিক উত্তর: (খ)

২১. মঙ্গলের উপগ্রহ কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

২২. মহাকাশের অংশ বলে মনে করা হয় না কোনটিকে?
ক) পৃথিবী
খ) ছায়াপথ
গ) বায়ুমন্ডল
ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (গ)

২৩. মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বেশি ঘণীভূত হয়েছে তাকে কী বলে?
ক) ছায়াপথ
খ) গ্যালাক্সি
গ) মহাকাশ
ঘ) মহাশূন্য
সঠিক উত্তর: (খ)

২৪. ছায়াপথে রয়েছে- i. সূর্য ii. গ্রহ iii. কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
ক) মঙ্গল
খ) বৃহস্পতি
গ) শনি
ঘ) ইউরেনাস
সঠিক উত্তর: (খ)

২৬. যেসব মহাযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদের কী বলে?
ক) গ্রহ
খ) উপগ্রহ
গ) চাঁদ
ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (খ)

২৭. পৃথিবী পৃষ্ঠের নিকটবর্তী বায়ুমন্ডল কেমন থাকে?
ক) তরল
খ) ঘন
গ) গ্যাসীয়
ঘ) হালকা
সঠিক উত্তর: (খ)

২৮. পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কী?
ক) ছায়াপথ
খ) মহাকাশ
গ) মহাবিশ্ব
ঘ) নক্ষত্রমন্ডল
সঠিক উত্তর: (ক)

২৯. সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান বস্তুকে কী বলা হয়?
ক) গ্রহ
খ) উপগ্রহ
গ) নক্ষত্র
ঘ) গ্যালাক্সি
সঠিক উত্তর: (ক)

৩০. তেরেসকোভা কোন দেশের মহাকাশচারী ছিলেন?
ক) সোভিয়েত
খ) যুক্তরাজ্য
গ) মার্কিন
ঘ) জার্মান
সঠিক উত্তর: (ক)

৩১. গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দলকে কী বলা হয়?
ক) গ্যালাক্সি
খ) নক্ষত্র
গ) উপগ্রহ
ঘ) নেপচুন
সঠিক উত্তর: (ক)

৩২. সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত?
ক) ছায়াপথ
খ) ধূমকেতু
গ) নেরাইড
ঘ) পটেস্টার
সঠিক উত্তর: (ক)

৩৩. স্টিফেন হকিং একজন-
ক) রসায়নবিজ্ঞানী
খ) পদার্থবিজ্ঞানী

গ)  জীববিজ্ঞানী
ঘ) চিকিৎসাবিজ্ঞানী
সঠিক উত্তর: (খ)

৩৪. সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত?
ক) ছায়াপথ
খ) আলফা সেন্টোরি
গ) ল্যাসেট
ঘ) এক্সপ্লোরার
সঠিক উত্তর: (ক)

৩৫. সূর্য ও তার পরিবারকে কী বলা হয়?
ক) জ্যোতিষ্ক
খ) ছায়াপথ
গ) সৌরগৎ
ঘ) গ্রহাণুপুঞ্জ
সঠিক উত্তর: (গ)

৩৬. সবুজ গ্রহ বলা হয় কাকে?
ক) নেপচুনকে
খ) বুধকে
গ) বৃহস্পতিকে
ঘ) ইউরেনাসকে
সঠিক উত্তর: (ঘ)

৩৭. বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন কে?
ক) আইনস্টাইন
খ) আর্কিমিডিস
গ) স্টিফেন হকিং
ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)

৩৮. ইউরি গ্যাগারিন কোন দেশের অধিবাসী ছিলেন?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর: (ঘ)

৩৯. সূর্য একটি-
ক) গ্রহ
খ) ছায়াপথ
গ) নক্ষত্র
ঘ) জ্যোতিষ্ক
সঠিক উত্তর: (গ)

৪০. সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিন্ড কোনটি?
ক) সূর্য
খ) চাঁদ
গ) বুধ
ঘ) নেপচুন
সঠিক উত্তর: (ক)

৪১. পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বেশি হলে দ্রুতি কেমন হবে?
ক) একই
খ) কম
গ) বেশি
ঘ) ভরের উপর নির্ভরশীল
সঠিক উত্তর: (খ)

৪২. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ
খ) শুক্র
গ) পৃথিবী
ঘ) মঙ্গল
সঠিক উত্তর: (গ)

৪৩. মহাকাশে ঘুরছে- i. পৃথিবী ii. বায়ুমন্ডল iii. গ্যালাক্সি নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪. মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত বহুল প্রচলিত তত্ত্ব হলো-
i. বিগব্যাঙ তত্ত্ব
ii. মহাজাগতিক তত্ত্ব
iii. মহাবিস্ফোরণ তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৫. এক সেকেন্ডে আলো কত কিলোমিটার যেতে পারে?
ক) ১ লক্ষ
খ) ২ লক্ষ
গ) ৩ লক্ষ
ঘ) ৪ লক্ষ
সঠিক উত্তর: (গ)

৪৬. নক্ষত্রের ক্ষেত্রে-
i. বৃহৎ নক্ষত্রগুলো লাল
ii. মাঝারি নক্ষত্রগুলো হলুদ
iii. ছোট নক্ষত্রের রং নীল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. মাঝারি নক্ষত্রের রং কী?
ক) লাল
খ) নীল
গ) হলুদ
ঘ) সবুজ
সঠিক উত্তর: (গ)

৪৮. আলোর তীব্রতা অনুসারে নক্ষত্র কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

৪৯. পৃথিবীর উপগ্রহ কোনটি?
ক) ডিপোস
খ) নেরাইড
গ) টাইট্রন
ঘ) চাঁদ
সঠিক উত্তর: (ঘ)

৫০. গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুকে কী বলে?
ক) নক্ষত্র
খ) উল্কাপিন্ড
গ) উপগ্রহ
ঘ) প্রক্সিমাসেন্টারাই
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

? সাইজঃ- 276 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ7

Download From Google Drive

Download

Direct Download 

Download

জে.এস.সি বিজ্ঞান ১১তম অধ্যায় আলো এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ১১তম :

আলো

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.অপটিক্যাল ফাইবার কী?
ক) সরু কাঁচ
খ) মোটা কাঁচ
গ) একগুচ্ছ তার
ঘ) খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু
সঠিক উত্তর: (ঘ)
২. চোখের আকৃতি ঠিক রাখে?
ক) অক্ষিগোলক
খ) শ্বেতমন্ডল
গ) কর্নিয়া
ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)

৩.মানব চক্ষুর সাথে নিচের কোনটির কার্যপ্রণালির মিল আছে?
ক) রেটিনা
খ) শ্বেতমন্ডল
গ) কর্নিয়া
ঘ) অক্ষিগোলক
সঠিক উত্তর: (ঘ)

৪.আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায় অংশগুলো হলো-
i. স্লাইড
ii. সাটার
iii. আলোক চিত্রগাহী প্লেট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. সংকট কোণের অপর নাম কী?
ক) ক্রান্তি কোণ
খ) পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
গ) প্রতিসরণ কোণ
ঘ) প্রতিফলন কোণ
সঠিক উত্তর: (ক)

৬. কোনটি চোখকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
ক) কর্নিয়া
খ) মণি
গ) কৃষ্ণমন্ডল
ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৭. আলোক রশ্মিকে বহনের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) পেরিস্কোপ
খ) দূরবীক্ষণ যন্ত্র
গ) অণুবীক্ষণ যন্ত্র
ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)

৮. মানবচক্ষুর আইরিস স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয় যেমন-
i. নীল
ii. বাদামী
iii. কালো হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
ক) তারারন্ধ্র
খ) আইরিস
গ) রেটিনা
ঘ) স্ফটিক উত্তল লেন্স
সঠিক উত্তর: (ক)

১০. নিচের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
ক) কোরয়েড
খ) স্ফটিক উত্তল লেন্স
গ) রেটিনা
ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)

১১. মাংসপেশির সংকোচন ও প্রসারণে কোনটির আকার পরিবর্তিত হয়?
ক) কোরয়েড
খ) মণি
গ) রেটিনা
ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (খ)

১২. অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কোনটি অনেকগুলো সিগনাল বহন করতে পারে?
ক) এগ্রিকালচার
খ) টেলিকমিউনিকেশন্স
গ) পাকস্থলী
ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)

১৩. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাটি-
i. আইরিস নামে পরিচিত
ii. গাঢ় রঙের হয়ে থাকে
iii. শ্বেতমন্ডল নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৪. বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
ক) কাচ
খ) পানি
গ) গ্লিসারিন
ঘ) কেরোসিন
সঠিক উত্তর: (ক)

১৫. আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো যায়-
i. দূরবীক্ষণ যন্ত্রে
ii. প্রজেক্টরে
iii. ক্যামেরায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
ক) পঠন কাচ
খ) ভোল্টমিটার
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) টেলিস্কোপ
সঠিক উত্তর: (ক)

১৭. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত?
ক) মণি
খ) আইরিশ
গ) কোরয়েড
ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)

১৮. প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি এর বেশি হতে পারে না?
ক) ৪০০
খ) ৬০০
গ) ৯০০
ঘ) ১২০০
সঠিক উত্তর: (গ)

১৯. কোন মাধ্যমে আলোক রশ্মি সরলপথে চলে?
ক) স্বচ্ছ মাধ্যম
খ) অস্বচ্ছ মাধ্যম
গ) ঈষদচ্ছ মাধ্যম
ঘ) কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (ক)

২০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

২১. কোনটিতে প্রতিসরণের নীতি ব্যবহৃত হয়?
ক) দর্পণে
খ) আয়নায়
গ) হ্যারিকেনে
ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)

২২. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
ক) হাইগেন
খ) রোমার
গ) গিলবার্ট
ঘ) স্নেল
সঠিক উত্তর: (ঘ)

২৩. r দ্বারা বুঝায়-
ক) আপতন কোণ
খ) প্রতিসরণ কোণ
গ) নির্গমন কোণ
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

২৪. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
ক) অক্ষিগোলক
খ) শ্বেতমন্ডল
গ) তারারন্ধ্র
ঘ) রেটিনা
সঠিক উত্তর: (খ)

২৫. নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
ক) টেলিস্কোপ
খ) ম্যাগনেফাইং গ্লাস
গ) অ্যামিটার
ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ঘ)

২৬. উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে স্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
ক) উল্টো
খ) খর্বিত
গ) বাস্তব
ঘ) অবাস্তব
সঠিক উত্তর: (ঘ)

২৭. চোখের শ্বেতমন্ডল মূলত হলো-
ক) আলোকগ্রাহী পর্দা
খ) গোলাকার ছিদ্রপথ
গ) অস্বচ্ছ আবরণ
ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (গ)

২৮. সংকট কোণের জন্যে প্রতিসরণ কোণের মান কত?
ক) ০০
খ) ৪৫০
গ) ৬০০
ঘ) ৯০০
সঠিক উত্তর: (ঘ)

২৯. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
ক) কর্নিয়া
খ) রেটিনা
গ) কোরয়েড
ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)

৩০. কোনটিকে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরানো যায়?
ক) শ্বেত মন্ডলকে
খ) তারা রন্দ্রকে
গ) অক্ষি গোলককে
ঘ) অক্ষিপটকে
সঠিক উত্তর: (গ)

৩১. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
ক) অবাস্তব প্রতিবিম্ব
খ) বাস্তব প্রতিবিম্ব
গ) সদ প্রতিবিম্ব
ঘ) অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)

৩২. পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। সংকট কোণ কত?
ক) ০০
খ) ৪৫০
গ) ৮৯০
ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)

৩৩. মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?
ক) দৃষ্টিক্রান্তি
খ) মরিচা
গ) মরীচিকা
ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (গ)

৩৪. আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রূপ জমা হয়?
ক) লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে
খ) প্রতিবিম্বের ঝাপসা অংশে
গ) ডেভেলপারে
ঘ) স্লাইডের মুখে
সঠিক উত্তর: (ক)

৩৫. নিচের কোনটিতে রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে?
ক) ট্রানজিস্টরে
খ) রেডিওতে
গ) থার্মোমিটারে
ঘ) ক্যামেরায়
সঠিক উত্তর: (ঘ)

৩৬. মানবদেহে পাকস্থলী দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক) টেলিস্কোপ
খ) আলোক নল
গ) ম্যাগনেফাইং গ্লাস
ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (খ)

৩৭. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
ক) প্রকৌশল কাজে
খ) চিকিৎসার কাজে
গ) গাড়ির কাজে
ঘ) দর্পণে
সঠিক উত্তর: (খ)

৩৮. কাচ কোন ধরনের মাধ্যম?
ক) স্বচ্ছ মাধ্যম
খ) হালকা মাধ্যম
গ) অস্বচ্ছ মাধ্যম
ঘ) ঈষদচ্ছ মাধ্যম
সঠিক উত্তর: (ক)

৩৯. কোনটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
ক) শ্বেতমন্ডল
খ) আইরিস
গ) কৃষ্ণমন্ডল
ঘ) মণি
সঠিক উত্তর: (ক)

৪০. টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) একই সাথে অনেকগুলো
সঠিক উত্তর: (ঘ)

৪১. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
ক) আলোর প্রতিসরণ
খ) আলোর প্রতিফলন
গ) আপতন কোণ
ঘ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর: (ঘ)

৪২. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে?
ক) কর্নিয়া
খ) রেটিনা
গ) কোরয়েড
ঘ) আইরিস
সঠিক উত্তর: (গ)

৪৩. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
ক) কৃষ্ণমন্ডল
খ) শ্বেতমন্ডল
গ) কর্ণিয়া
ঘ) আইরিস
সঠিক উত্তর: (ক)

৪৪. অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
ক) 00
খ) 300
গ) 600

ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কৃষ্ণমন্ডল কোন রঙের ঝিল্লি দ্বারা গঠিত?
ক) লাল
খ) কালো
গ) সাদা
ঘ) নীল
সঠিক উত্তর: (খ)

৪৬. চোখের কোন অংশটি চোখের আকৃতি ঠিক রাখে?
ক) কোরয়েড
খ) ভিট্রিয়াস হিউমার
গ) অক্ষিগোলক
ঘ) শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৪৭. অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্রে হলো-
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগ কাজে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৮. বায়ু কোন ধরনের মাধ্যম?
ক) অস্বচ্ছ
খ) স্বচ্ছ
গ) কঠিন
ঘ) অস্বচ্ছ ও স্বচ্ছ
সঠিক উত্তর: (খ)

৪৯. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণে-
i. আপতন কেণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে
ii. প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যাবে
iii. এর আলোকে রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৫০. বিবর্ধক কাচে গঠিত বিম্ব-
ক) উল্টা
খ) খর্বিত
গ) বিবর্ধিত
ঘ) বাস্তব
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

? সাইজঃ- 284 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

জে.এস.সি বিজ্ঞান ১০ম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় -১০ম

অম্ল, ক্ষারক ও লবণ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. Mg(OH)2 এর সাসপেনশানকে কী বলে?
ক) মিল্ক অফ লাইম
খ) মিল্ক অফ ম্যাগনেসিয়া
গ) লাইম ওয়াটার
ঘ) কুইক লাইম
সঠিক উত্তর: (খ)
২. লবণ উৎপাদনে ক্ষারকের সাথে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়?
ক) ক্ষার
খ) এসিড
গ) পানি
ঘ) গ্যাস
সঠিক উত্তর: (খ)

৩. সাবান তৈরির মূল উপাদান কোনটি?
ক) ক্ষারক
খ) এসিড
গ) নির্দেশক
ঘ) লবণ
সঠিক উত্তর: (ক)

৪. কোন যৌগিক পদার্থটি নীল লিটমাসকে লাল করে?
ক) NaOH
খ) NCI
গ) KOH
ঘ) CuO
সঠিক উত্তর: (খ)

৫. অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
ক) ট্যানিক
খ) ম্যালিক
গ) সাইট্রিক
Ο ঘ) টারটারিক
সঠিক উত্তর: (খ)

৬. নিচের কোনটি নিরপেক্ষ পদার্থের উদাহারণ?
ক) এসিড
খ) ক্ষার
গ) লবণ
ঘ) ক্ষারক
সঠিক উত্তর: (গ)

৭.কানটিতে এসিটিক এসিড থাকে?
ক) লেবুতে
খ) তেঁতুলে
গ) দইয়ে
ঘ) ভিনেগারে
সঠিক উত্তর: (ঘ)

৮. নিচের কোনটি ক্ষারীয় যৌগ?
ক) ইথানল
খ) চুনের পানি
গ) খাবার সোডা
ঘ) ভিনেগার
সঠিক উত্তর: (খ)

৯. লিচেন উদ্ভিদ থেকে প্রাপ্ত রং এর সাহায্যে কোনটি তৈরি করা হয়?
ক) লিটমাস পেপার
খ) অ্যাসবেসটস
গ) ফিল্টার পেপার
ঘ) মিথাইল রেড
সঠিক উত্তর: (ক)

১০. এসিডের মধ্যে ফেনোফথ্যালিনের রং-
ক) লাল
খ) নীল
গ) বর্ণহীন
ঘ) গোলাপি
সঠিক উত্তর: (গ)

১১. লিটমাসকে ক্ষার দ্বারা গাঁজন করলে কোন বর্ণ ধারণ করে?
ক) নীল
খ) লাল
গ) সবুজ
ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ক)

১২. ল্যাকটিক এসিড থাকে কোনটিতে?
ক) দইয়ে
খ) লেবুতে
গ) তেঁতুলে
ঘ) ভিনেগারে
সঠিক উত্তর: (ক)

১৩. নিচের কোনটি লবণ জাতীয় পদার্থ?
ক) দই
খ) চুনের পানি
গ) খাবার সোডা
ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর: (গ)

১৪. লিটমাস কাগজের উৎস কী?
ক) সালফার যৌগ
খ) লিচেন গাছ
গ) নাইট্রিক এসিড
ঘ) ক্ষার
সঠিক উত্তর: (খ)

১৫. কোন যৌগ অম্লীয় কিনা তা সনাক্তকরণের প্রয়োজনীয় উপকরণ কোনপি?
ক) চুন
খ) পানি
গ) লিটমাস পেপার
ঘ) স্পেচুলা
সঠিক উত্তর: (গ)

১৬. কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্বক ক্ষতি হয়?
ক) প্রাকৃতিক এসিড
খ) খনিজ এসিড
গ) ম্যালিক এসডি
ঘ) ট্যাননিক এসিড
সঠিক উত্তর: (খ)

১৭. H2CO3 একটি খনিজ এসিড। কারণ এটি-
i. শক্তিশালী তাই ক্ষয়কারক
ii. অজৈব পদার্থ থেকে তৈরি হয়
iii. জীব দেহে তৈরি হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৮. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং-
ক) লাল
খ) নীল
গ) হলুদ
ঘ) গোলাপী
সঠিক উত্তর: (খ)

১৯. যে সকল রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজকে লাল করে তাকে কী বলে?
ক) ক্ষার
খ) লবণ
গ) এসিড
ঘ) নির্দেশক
সঠিক উত্তর: (গ)

২০. কাপড় কাচার সোডার অণুতে কয় অণূ পানি থাকে?
ক) ৩
খ) ৪
গ) ৭
ঘ) ১০
সঠিক উত্তর: (ঘ)

২১. পানি কী ধরনের যৌগ?
ক) এসিড
খ) ক্ষারক
গ) নিরপেক্ষ
ঘ) মৃদু অ্যালকোহলীয়
সঠিক উত্তর: (গ)

২২. লিচেন গাছের রং থেকে প্রাপ্ত লিটমাসের রং কী?
ক) সোনালী হলুদ
খ) বাদামি
গ) রক্তবর্ণ
ঘ) হালকা গোলাপী
সঠিক উত্তর: (গ)

২৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. আঙ্গুরে পাওয়া যায়
ii. নীল লিটমাসকে লাল করে
iii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষারকটির রাসায়নিক নাম কী?
ক) চর্বি
খ) সোডিয়াম হাইড্রোঅক্সাইড
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) পটাসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (খ)

২৫. আঙ্গুর, টমেটোতে কোন ধরনের এসিড বিদ্যমান?
ক) অজৈব এসিড
খ) তীব্রএসিড
গ) জৈব এসিড
ঘ) সাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)

২৬. অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কী রকম হয়?
ক) সবুজ
খ) সাদা

গ) লাল
ঘ) বেগুনি
সঠিক উত্তর: (গ)

২৭. টকস্বাদ বিশিষ্ট ফলসমূহের রস-
i. এসিডীয় প্রকৃতির
ii. লাল লিটমাসের সংস্পর্শে বর্ণহীন হয়
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৮. যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাকে কী বলে?
ক) ক্ষারক
খ) এসিড
গ) লবণ
ঘ) নির্দেশক
সঠিক উত্তর: (ক)

২৯. অানারসে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এসকরবিক এসিড
ii. নীল লিটমাসকে লাল করে
iii. টক স্বাদবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩০. জিংক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটানো হলো। এতে উৎপন্ন যৌগ-
i. ক্যালসিয়াম অ্যাসিটট
ii. ক্যালসিয়াম কার্বনেট
iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. মিথেন কতটি ‘H’ পরমাণু রয়েছে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

৩২. টমেটোতে কোন এসিড থাকে?
ক) এসিটিক এসিড
খ) অক্সালিক এসিড
গ) ম্যালিক এসিড
ঘ) সাইট্রিক এসিড
সঠিক উত্তর: (খ)

৩৩. ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডেকে কী বলে?
ক) ক্ষার
খ) ক্ষারক
গ) অম্ল
ঘ) লবণ
সঠিক উত্তর: (খ)

৩৪. চুনাপাথর সবধরনের এসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করবে?
ক) H2
খ) CO2
গ) SO2
ঘ) O2
সঠিক উত্তর: (খ)

৩৫. নিচের কোন ফলটির মধ্যে ট্যানিক এসিড বিদ্যমান?
ক) তেঁতুল
খ) চা
গ) কমলা
ঘ) আমলকি
সঠিক উত্তর: (খ)

৩৬. CuO যৌগটির বৈশিষ্ট্য কোনটি?
ক) পিচ্ছিল
খ) পানিতে দ্রবীভূত হয়
গ) নীল লিটমাসকে লাল করে
ঘ) টক স্বাদ বিশিষ্ট
সঠিক উত্তর: (ক)

৩৭. চুনের পানিতে বিদ্যমান পদার্থটি-
i. একটি ক্ষারক
ii. NaOH এর বিপরীতধর্মী
iii. লাল লিটমাসকে নীল করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৮. ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কোন বর্ণে পরিবর্তিত করে?
ক) নীল
খ) হলুদ
গ) বেগুনি
ঘ) গোলাপি
সঠিক উত্তর: (ক)

৩৯. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি তৈরি হয়?
ক) সালফিউরিক এসিড

খ) মিল্ক অফ লাইম
গ) ব্লিচিং পাউডার
ঘ) এন্টাসিড
সঠিক উত্তর: (গ)

৪০. পানিতে দ্রবীভূত ধাতব অক্সাইডকে কী বলে?
ক) নির্দেশক
খ) অম্ল
গ) লবণ
ঘ) ক্ষার
সঠিক উত্তর: (ঘ)

৪১. চুনের পানিতে সালফিউরিক এসিড যোগ করলে কোন লবণটি উৎপন্ন হবে?
ক) ক্যালসিয়াম সালফ্টে
খ) ক্যালসিয়াম ক্লোরাইড
গ) সোডিয়াম সালফেট
ঘ) জিঙ্ক সালফেট
সঠিক উত্তর: (ক)

৪২. লেবুর রস কোন প্রকৃতির?
ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নির্দেশক
ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ক)

৪৩. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড পদার্থটি-
i. চুনের পানি
ii. অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে
iii. হাইড্রোক্লোরিক এসিড বিপরীতধর্মী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪. এসিড বা ক্ষারকের সংস্পর্শে নির্দেশকের কোনটি ঘটে?
ক) আয়তন বাড়ে
খ) তাপমাত্রা বাড়ে
গ) রং পরিবর্তিত হয় ঘ) রং অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)

৪৫. যে সকল পদার্থে এসিড ও ক্ষারক বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাকে কী পদার্থ বলে?
ক) যৌগিক
খ) হাইড্রোফিলিক
গ) উভধর্মী
ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ঘ)

৪৬. HCI রাসায়নিক যৌগটি-
i. খাওয়ার উপযোগী
ii. খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে
iii. ঔষধ, চামড়াশিল্পে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৭. নির্দেশক কী?
ক) এক ধরনের পেপার
খ) একটি রাসায়নিক পদার্থ
গ) ছক টেবিল
ঘ) একটি নির্দেশিকা
সঠিক উত্তর: (খ)

৪৮. খাবার সোডায় ভিনেগার যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে?
ক) CI2
খ) CO2
গ) SO2
ঘ) H2
সঠিক উত্তর: (খ)

৪৯. কোন এসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?
ক) এসিটিক এসিড
খ) ট্যানিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) এসকরবিক এসিড
সঠিক উত্তর: (ঘ)

৫০. NH3 গ্যাসীয় পদার্থটি-
i. ক্ষারকীয়
ii. পানিতে OH তৈরি করে
iii. নীল লিটমাসকে লাল করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

? সাইজঃ- 303 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

জে.এস.সি বিজ্ঞান ৯ম অধ্যায় – বর্তনী ও চলবিদ্যুৎ এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৯ম

বর্তনী ও চলবিদ্যুৎ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায়?
ক) সমান্তরাল
খ) সিরিজ
গ) পর্যায়ক্রমিক
ঘ) সিরিজ ও প্যারালাল
সঠিক উত্তর: (ক)

২.অ্যামিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
ক) তড়িৎ প্রবাহ
খ) বিভব পার্থক্য
গ) চৌম্বক প্রবাহ
ঘ) আলোক তীব্রতা
সঠিক উত্তর: (ক)

৩. নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত হয়?
ক) ব্যাটারি
খ) ভোল্টমিটার
গ) অ্যামিটার
ঘ) গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (খ)

৪. পর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে সঠিক-
i. এটি উৎপন্ন করা সহজ
ii. এটি সরবরাহ করা সহজ
iii. এটি অত্যন্ত সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. কোন সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে তড়িৎ ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয়?
ক) শ্রেণী ও সমান্তরাল
খ) সিরিজ
গ) সমান্তরাল
ঘ) পর্যায়ক্রমিক
সঠিক উত্তর: (গ)

৬. যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) অ্যামিটার
খ) ফিউজ
গ) ভোল্টমিটার
ঘ) গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (গ)

৭. কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়?
ক) একমুখী প্রবাহ
খ) পরিবর্তী প্রবাহ
গ) সমপ্রবাহ
ঘ) সম ও পর্যাবৃত্ত প্রবাহ
সঠিক উত্তর: (খ)

৮. কোনটি ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয়?
ক) এয়ার কুলার
খ) এনার্জি সেভিং বাল্ব
গ) বড় সাইজের ফ্রিজ
ঘ) বৈদ্যুতিক ফ্যান
সঠিক উত্তর: (খ)

৯. ভোল্টমিটারের ধনাত্মক প্রান্তের রং কী?
ক) লাল
খ) কালো
গ) সবুজ
ঘ) নীল
সঠিক উত্তর: (ক)

১০. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ রোধের কীরূপ পরিবর্তন ঘটবে?
ক) এক চতুর্থাংশ
খ) অর্ধেক
গ) দ্বিগুণ
ঘ) চারগুণ
সঠিক উত্তর: (খ)

১১. অ্যামিটার ধনাত্মক সংযোগ প্রান্ত কোন রঙের হয়?
ক) লাল
খ) কালো
গ) নীল
ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)

১২. নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরকা?
ক) রবার
খ) পিতল
গ) তামা
ঘ) লোহা
সঠিক উত্তর: (ক)

১৩. অ্যামিটারের সংযোগ প্রান্তের বর্ণ- i. লাল ii. নীল iii. কালো নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৪.ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়?
ক) সমান্তরালভাবে
খ) আড়াআড়িভাবে
গ) অনুক্রমিকভাবে
ঘ) পাশাপাশিভাবে
সঠিক উত্তর: (ক)

১৫. ভোল্টমিটারকে রোধকের দুই প্রান্তের সাথে কীভাবে যুক্ত করা হয়?
ক) শ্রেণীতে
খ) সমান্তরালে
গ) পর্যায়ক্রমে
ঘ) শ্রেণী ও সমান্তরালে
সঠিক উত্তর: (খ)

১৬. কোনটির ব্যবহারে স্ব-উদ্যোগী হওয়া প্রয়োজন?
ক) এয়ার কুলার
খ) বৈদ্যুতিক ফ্যান
গ) সোলার বিদ্যুৎ
ঘ) বন্য পশু নিধনে
সঠিক উত্তর: (গ)

১৭. বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত কীসের প্রবাহ?
ক) শক্তির
খ) ইলেকট্রনের প্রবাহ
গ) নিউট্রনের
ঘ) প্রোটনের প্রবাহ
সঠিক উত্তর: (খ)

১৮. কোনটিকে বর্তনীর উপকরণের সাথে শ্রেণিতে যুক্ত করা হয়?
ক) ভোল্টমিটার
ক) অ্যামিটার
গ) পটেনশিওমিটার
ঘ) রোধ
সঠিক উত্তর: (খ)

১৯. কোনটি দ্বারা বর্তনীর তড়িৎযন্ত্র ও উপকরণসমূহকে যুক্ত করা হয়?
ক) ছয়টি
খ) পাঁচটি
গ) তিনটি
ঘ) দুইটি
সঠিক উত্তর: (ঘ)

২০. বর্তমানে পৃথিবীর সকল দেশে কোন ধরনের তড়িৎপ্রবাহ ব্যবহৃত হয়?
ক) পর্যাবৃত্ত প্রবাহ
খ) অপর্যাবৃত্ত প্রবাহ
গ) একমুখী প্রবাহ
ঘ) সমপ্রবাহ ও পরিবর্তী প্রবাহ
সঠিক উত্তর: (ক)

২১. রোধের এস, আই, একক কোনটি?
ক) ভোল্ট
খ) কুলম্ব
গ) ওহম
ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (গ)

২২. বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) পটেনশিওমিটার
খ) ভোল্টমিটার
গ) অ্যামিটার
ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)

২৩. অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

২৪. কোনটির সাহায্যে বর্তনী খোলা ও বন্ধ করা যায়?
ক) রেগুলেটরের
খ) সুইচের
গ) সার্কিটের
ঘ) রোধের
সঠিক উত্তর: (খ)

২৫. বিদ্যুৎ প্রবাহ হলো মূলত-
ক) পর্যাবৃত্ত প্রবাহ
খ) পরিবর্তী প্রবাহ
গ) ইলেকট্রন প্রবাহ
ঘ) সমপ্রবাহ
সঠিক উত্তর: (গ)

২৬. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
ক) জেনারেটর
খ) ট্রান্সমিটার
গ) পাওয়ার প্ল্যান্ট
ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (ঘ)

২৭. পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
ক) ব্যাটারি
খ) ডি সি জেনারেটর
গ) জেনারেটর
ঘ) বিদ্যুৎ কোষ
সঠিক উত্তর: (গ)

২৮. কোনটির সাহায্যে দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবর্তী প্রবাহ উৎপন্ন হয়?
ক) বৈদ্যুতিক মোটর
খ) জেনারেটর
গ) বৈদ্যুতিক বাতি
ঘ) ট্রান্সফরমার
সঠিক উত্তর: (খ)

২৯. তড়িৎ প্রবাহ-
i. বিভব-পার্থক্যের ফলে সৃষ্টি হয়ে থাকে
ii. বর্তনী উপাদানের মধ্য দিয়ে অতিক্রমকালে বাধাপ্রাপ্ত হয়
iii. বস্তুর গঠন প্রকৃতির ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩০. কোনটির সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়?
ক) ভোল্টমিটার
খ) অ্যামিটার
গ) পটেনশিওমিটার
ঘ) গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (খ)

৩১. কোনটির সাহায্যে অপর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা হয়?
ক) জেনারেটর
খ) ডিসি জেনারেটর
গ) এসি জেনারেটর

ঘ) বৈদ্যুতিক মোটর
সঠিক উত্তর: (খ)

৩২. কোনটিকে সহজে সরবরাহ করা যায়?
ক) অপর্যাবৃত্ত প্রবাহ
খ) চৌম্বক প্রবাহ
গ) ডিসি প্রবাহ
ঘ) পরিবর্তী প্রবাহ
সঠিক উত্তর: (ঘ)

৩৩. অপর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায়-
i. ব্যাটারি থেকে
ii. ডিসি জেনারেটর থেকে
iii. ডায়নামো থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৪. ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়?
ক) চার্জ
খ) বিদ্যুৎ প্রবাহ
গ) বিভব পার্থক্য
ঘ) রোধ
সঠিক উত্তর: (গ)

৩৫. কোনটির ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়?
ক) অ্যামিটারের
খ) পটেনশিওমিটারের
গ) থার্মোমিটারের
ঘ) গ্যালভানোমিটারের
সঠিক উত্তর: (ক)

৩৬. কোন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে?
ক) আধুনিক ইলেকট্রন তত্ত্ব
খ) আধুনিক তত্ত্ব
গ) আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
ঘ) আধুনিক নিউট্রন তত্ত্ব
সঠিক উত্তর: (ক)

৩৭. জর্জ সাইমন ওহমের জন্ম কত সালে?
ক) ১৭৮৩
খ) ১৮৯৭
গ) ১৯৮৭
ঘ) ১৮৮৮
সঠিক উত্তর: (ক)

৩৮. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) কুলম্ব
খ) অ্যাম্পিয়ার
গ) ভোল্ট
ঘ) ও’ম
সঠিক উত্তর: (খ)

৩৯. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) কুলম্ব
খ) অ্যাম্পিয়ার
গ) ভোল্ট
ঘ) ওহম
সঠিক উত্তর: (খ)

৪০. কোনটি থেকে ডিসি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়?
ক) বিদ্যুৎ কোষ
খ) ডায়নামো
গ) জেনারেটর
ঘ) ফ্রিজ
সঠিক উত্তর: (ক)

৪১. নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না?
ক) রবার
খ) তামা
গ) লোহা
ঘ) পিতল
সঠিক উত্তর: (ক)

৪২. ভোল্টমিটার দ্বারা কী পরিমাপ করা হয়?
ক) তড়িৎ প্রবাহ
খ) বিভব পার্থক্য
গ) চৌম্বক প্রবাহ
ঘ) বিদ্যুৎ বিল
সঠিক উত্তর: (খ)

৪৩. কোন পরিবাহির দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে-
i. ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়
ii. বিদ্যুৎ প্রবাহ বাধামুক্ত হয়
iii. বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৪. দুটি সমধর্মী চার্জ পরস্পরকে কী করে?
ক) আকর্ষণ
খ) বিকর্ষণ
গ) আকর্ষণ ও বিকর্ষণ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৪৫. ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
ক) রোধ
খ) বিদ্যুৎপ্রবাহ
গ) বিভব পার্থক্য
ঘ) চার্জ
সঠিক উত্তর: (গ)

৪৬. যুক্তরাষ্ট্রে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক বদলায়?
ক) ৫০
খ) ৬০
গ) ৮০
ঘ) ১০০
সঠিক উত্তর: (খ)

৪৭. বিদ্যুৎ প্রবাহ চালু রাখতে হলে দুটি বস্তুর মধ্যে কী বজায় রাখতে হবে?
ক) রোধ
খ) বিভবপার্থক্য
গ) চার্জের পরিমাপ
ঘ) বৈদ্যুতিক ক্ষমতা
সঠিক উত্তর: (খ)

৪৮. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
i. তড়িৎ কোষ বা ব্যাটারি
ii. ডায়নামো
iii. ডিসি জেনারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৯. বিভব পার্থক্যের একক কোনটি?
ক) অ্যাম্পিয়ার
খ) কুলম্ব
গ) ভোল্ট
ঘ) ওহম
সঠিক উত্তর: (গ)

৫০. অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে?
ক) তিনটি
খ) একটি
গ) দুটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

? সাইজঃ- 292 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 8

Download From Google Drive

Download

Direct Download 

Download

error: Content is protected !!