Sunday, May 5, 2024
Home Blog Page 20

জ্যামিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

জ্যামিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

❑ সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (৯০°) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।

❑ সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ= ৯০°

❑ স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।

❑ প্রবৃদ্ধ কোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ

অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ ৩৬০° > x ১৮০° হলে x একটি প্রবৃদ্ধ কোণ।

❑ সরল কোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০°।

❑ বিপ্রতীপ কোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোন একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।

❑ সম্পূরক কোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

❑ পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

❑ একান্তর কোণ : দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।

❑ অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।

❑ সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।

❑ ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।

❑ সুক্ষ্মকোণী ত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(৯০° ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।

❑ স্থূলকোণী ত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজের একের অধিক স্থূলকোণ থাকতে পারে না।

❑ সমকোণী ত্রিভূজ (Right angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।

❑ পরিবৃত্ত : তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

❑ পরিকেন্দ্র : পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)।

❑ চতুর্ভুজ : চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে।

বিকল্প সংজ্ঞা: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।

❑ কর্ণঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।

❑ চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°।

❑ সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়), তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

❑ আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।

❑ বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।

❑ রম্বসঃ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে।রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।(রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।)

❑ ট্রাপিজিয়াম (Trapezium) :  যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে।

❑ বহুভুজঃ একই সমতলে অবস্থিত কতকগুলো রেখাংশ তাদের প্রান্তবিন্দুতে পরস্পর যুক্ত হয়ে যে বদ্ধ সমতলীয় আকৃতি তৈরি করে তাকে বহুভুজ বলে।

(সরলরেখা দ্বারা সীমাবদ্ধ বহুভুজ হয়, বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ বহুভুজ নয়)

যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।

❑ বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে।

❑ গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে।

❑ প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে।

❑ সমান্তরাল রেখাঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে।

❑ ছেদকঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে।

❑ অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।

❑ পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।

❑ ভরকেন্দ্রঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।

❑ লম্ব কেন্দ্রঃ ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র (Orthocenter )

❑ লম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু।

❑ সর্বসমঃ দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায়। সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায়।

❑ বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে।

❑ স্পর্শকঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়।

❑ সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয়।

❑ আয়তিক ঘনবস্তুঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক ঘনবস্তু বলে।

❑ ঘনকঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে।

❑ কোণকঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে।

❑ সিলিন্ডার বা বেলুনঃ একটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলুন বলে।

❑বাহু :

❑ ত্রিভুজের বাহু = ৩টি,

❑ চতুর্ভুজের বাহু = ৪টি

❑ বৃত্তের বাহু = নাই,

❑ ঘনকের বাহু = ৮টি

❑ ঘনবস্তুর বাহু = ১২টি

❑ কিছু প্রাসঙ্গিক ইংরেজী শব্দ

Geometry-জ্যামিতি,

Point-বিন্দু্,

Line-রেখা,

Solid-ঘনবস্ত

Angle-কোণ,

Adjacent angle-সন্নিহিত কোণ,

Vertically opposite angles-বিপ্রতীপকোন,

Straight angles-সরলরেখা,

Right angle-সমকোণ,

Acute angle সূক্ষকোণ,

Obtuse angle- স্থুলকোণ ,

Reflex angle –প্রবিদ্ধ কোন,

Complementary angle-পূরক কোণ,

Supplementary angle-সম্পুরক কোণ,

Parallel line-সমান্তরাল রেখা,

Transversal-ছেদক,

Alternate angle-একান্তর কোণ,

Corresponding angle-অনুরূপ কোণ,

In-center – অন্ত-কেন্দ্র,

Circumcenter – পরিকেন্দ্র,

Centroid –ভরকেন্দ্র,

Orthocenter- লম্ববিন্দু,

Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,

Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,

Scalene angle –বিষমবাহু ত্রিভুজ,

Right angled triangle- সমকোণী ত্রিভুজ,

Acute angled triangle-সূক্ষকোণী ত্রিভুজ,

Obtuse angled triangle-স্থুলকোণী ত্রিভুজ,

Congruent – সর্বসম,

Equiangular triangles-সদৃশকোণী ত্রিভুজ,

Quadrilateral- চতুভুজ,

Diagonal-কর্ণ,

Parallelogram- সামন্তরিক,

Rectangle-আয়তক্ষেত্র ,

Square-বর্গ, Rhombus-রম্বস,

Mensuration -পরিমিতি

উল্লেখ্য, বিভিন্ন শ্রেণির পরীক্ষা ছাড়াও প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষায় জ্যামিতি থেকে প্রশ্ন থাকেই। ভালো লাগলে শেয়ার করুন।

সংগৃহীত

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক

পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ- জুনিয়র শিক্ষক

পরীক্ষার তারিখঃ- ৬ মার্চ ২০২১

বাংলা অংশ সমাধানঃ-

১. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তরঃ ১৯০৭ সালে

২. ‘আপনা মাংসে হরিণা বৈরী’ কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? উত্তরঃ চর্যাপদ

৩. ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উত্তরঃ উজানী নগরের

৪. ”নদের চাঁদ” কোন পালা গানের চরিত্র? উত্তরঃ মহুয়া

৫. ”তাম্বুল” শব্দের অর্থ কি? উত্তরঃ পান

৬. ”শিখা পত্রিকা” কোন সংগঠনের সঙ্গে যুক্ত? উত্তরঃ মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬)

৭. ”এ যে আমাদের চেনা লোক”- বাক্যে চেনা কোন পদ? উত্তরঃ বিশেষণ

৮.” শ্বশ্রু অর্থ কি? উত্তরঃ শাশুড়ি

৯. কোনটি নিত্য সমাস? উত্তরঃ কালসাপ

১০. ”বাবা বাড়ি নেই” এ বাক্যে “নেই” কোন পদ? উত্তরঃ ক্রিয়া

ইংরেজি অংশ সমাধানঃ-

১১. Which is in masculine form? উত্তরঃ- Drake

১২. Rahim is the third child of his family. Here ‘third’ is- উত্তরঃ- Ordinal numeral

১৩.     It costs relatively ___ and you can save more. উত্তরঃ- a little

১৪. It was ___ expensive than I thought. উত্তরঃ- more

১৫. I had to run to ___ the rickshaw. উত্তরঃ- keep up

১৬. He said nothing ___ a long time. উত্তরঃ- since

১৭. They ___ to a concert tomorrow. উত্তরঃ- are going

১৮. My aunt (to be) ill for nearly a weak. উত্তরঃ- has been

১৯. If you lent me some money- উত্তরঃ I would be grateful to you

২০. The people in the room stood up to greet him. Here “ in the room’ is____উত্তরঃ An adjective phrase

গণিত অংশ সমাধানঃ-

২১. একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আাঁকা গেলে দুটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আাঁকা যাবে? উত্তরঃ- অসংখ্য

২২. পনির ও তপনের আয়ের অনুপাত 4 : 3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5 : 4। পনিরের আয় 120 টাকা, আয় কত? উত্তরঃ- ৭২ টাকা

২৩. x4-x2+1=0 হলে, x3+1/x3=? উত্তরঃ- 0

২৪. 19, 33, 51, 73 …….. পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ- 99

২৫. ১ একরের ৫% সমান কত বর্গগজ? উত্তরঃ- ২৪২

২৬. কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত 1:2:2:3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত? উত্তরঃ- ১৩৫°

২৭. দুটি সংখ্যার গুনফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে, গসাগু কত? উত্তরঃ- 16

২৮. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১ । তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৩ । বৃহত্তম সংখ্যাটি কত? উত্তরঃ- ৭৭

২৯. 0.10.010.001/0.20.020.002 এর মান কত? উত্তরঃ- 1/80

৩০. একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে? উত্তরঃ- ৬৭৫

সাধারণ অংশ সমাধানঃ-

৩১. গ্রীন হাউজ কি? উত্তরঃ- কাঁচ নির্মিত

৩২. কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তরঃ ৫ জুন

৩৩. SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? উত্তরঃ ১৭ টি

৩৪. UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস

৩৫. যুক্তরাষ্ট্রের নির্বাচন Electoral College ভোটের সংখ্যা কতটি? উত্তরঃ ৫৩৮

৩৬. বারো ভূঁইয়া বলা হতো কোন আমলে জমিদারদেরকে? উত্তরঃ মোঘল আমল

৩৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ ক্যাপ্টেন এম মনসুর আলী

৩৮.”আমার কিছু কথা” গ্রন্থটির লেখক কে? উত্তরঃ শেখ মুজিবুর রহমান

৩৯. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? উত্তরঃ বিজয় কেতন

৪০. ”মেছতা” একজাতীয়? উত্তরঃ পাট

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস করণিক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস

করণিক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

Office of the Chief Administrative Officer Exam Question Solution 2021

বাংলা অংশ সমাধানঃ-

১. সন্ধি বিচ্ছেদ করুন।

  • অত্যন্ত = অতি + অন্ত
  • ইত্যাদি = ইতি + আদি
  • প্রত্যুষ = প্রতি + ঊষ
  • স্বল্প = সু + অল্প
  • অন্বেষণ = অনু + এষণ

২. বাগধারা গুলোর অর্থ লিখুন।

  • অগ্নিশর্মা = ক্ষিপ্ত
  • আদায় কাঁচকলায় = ভীষণ শত্রুতা
  • ইতর বিশেষ = পার্থক্য
  • উত্তম-মধ্যম = প্রহার
  • কথার কথা = গুরুত্বহীন কথা

৩. এক কথায় প্রকাশ করুন।

  • ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি
  • মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু
  • যা নিবারন করা কষ্টকর = দুর্নিবার
  • যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
  • যা পুর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর্ব

৪. বিপরীত শব্দ লিখুন।

  • বাদী = বিবাদী
  • অগ্র = পশ্চাৎ
  • অনুকূল = উপকূল
  • অনুরাগ = বিরাগ
  • গরিষ্ঠ = লঘিষ্ঠ

৫. বানান শুদ্ধ করে লিখুন।

  • শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
  • সমিচিন = সমীচীন
  • দন্দ = দ্বন্দ্ব
  • চাকরিজিবী = চাকরিজীবী
  • নুনতম = ন্যূনতম

৬. ভাবসম্প্রসারণ লিখ: ”কীর্তিমানের মৃত্যু নেই”

মূলভাবঃ  মানবজীবন সংক্ষিপ্ত কিন্তু এ সংক্ষিপ্ত জীবনে কিছু মানুষ এমন কিছু কীর্তি করে যায় যার জন্য সে সারাজীবন মানুষের মনে বেচে থাকে। যে কারণে দৈহিক বিনাশ ঘটলেও কীর্তিমান ব্যক্তি মানুষের মনে অমরত্ব লাভ করে।

ভাব-সম্প্রসারণ: মানবজীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মময়। জীবনে প্রকৃত সুখ ও সব কার্যাবলি,এ কর্মের মধ্যেই নিহিত। ধরিত্রীর অবারিত আলো বাতাসের সাথে মিলে যথাসাধ্য কাজ করে চলাই তার কাজ। এ সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তিনি কখনো মানুষকে বিপথগামী করেন নি, মানুষকে এ সুন্দর সুশৃঙ্খল ও মহৎ উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ কর্মের মাধ্যমেই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করবে। কিন্ত এ কর্ম হবে সত্য ও সুন্দরের পথে। কীর্তিমান মানুষ জগতের জ্যোতি হয়ে বেঁচে থাকেন যুগ-যুগান্তর ধরে। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বহু জ্ঞানের অধিকারী করেছেন। তারা যদি এ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে অমরত্ব লাভ করবে। যেসব লোক সুপথে কর্মের মধ্য দিয়ে জীবনকে পরিচালিত করে তারা জীবনে অনেক সুখী সমৃদ্ধশালী হতে পারে; ফলে কর্মময় ক্ষণস্থায়ী জীবন হয় সার্থক ও সত্য। কর্মবিমুখ ব্যক্তিকে সাধারণত সবাই অলস বলে আখ্যায়িত করে। অলস মানুষ ঘুণে ধরা কাঠ ও মরিচা ধরা লোহার মতো। তারা সমাজে অপাংক্তেয় হিসেবেই চিহ্নিত। হাদিসে রয়েছে, “অলস মানুষের মাথা শয়তানের আড্ডাভূমি।” কর্মবিমুখতার জন্য বর্তমান সমাজে অনেক যুবক কালোবাজারি, মদ্যপায়ী, সন্ত্রাসী হয়ে পড়েছে। তাদেরকে কর্মসাগরে উদ্বুদ্ধ করা একান্ত প্রয়োজন। লেখকের ভাষায় “কর্মের গভীর মন্ত্রে উদ্ভাসিত হয়ে মানুষের কল্যাণার্থে জীবনকে পরিচালিত করাই জীবনের প্রকৃত সুখ।” অনেক সাধারণ ঘরের সন্তান কর্মগুণে পৃথিবীর বুকে অমর হয়ে আছেন। মানুষ তার বয়সের ওপর ভিত্তি করে বাঁচে না। কর্মের মধ্যেই তার বেঁচে থাকা সার্থক হয়। সাধনায় সফল কৃতিত্ব লাভ করা যায়। মহান আল্লাহ্ তা’আলা বলেন, “তোমাদের কর্মফল তোমরা একদিন ভোগ করবেই।” এ বাণীটি কর্মকেই বড় করে, কেননা বয়সে মানুষ স্মরণীয় হয় না। বড় হওয়া এবং স্মরণীয় হওয়ার মাধ্যম হলো কর্ম। কর্মই মানবজীবনের সুখ ও সমৃদ্ধি এনে দিতে পারে।

মন্তব্য: আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে কাজে লাগানো দরকার। পৃথিবীতে কিছু কীর্তি রাখার প্রচেষ্টা করা মানবতার সত্যিকারের প্রকাশ।কারন মানুষ বাচে তার কর্মের মধ্যে।

ইংরেজি অংশ সমাধানঃ-

৭. Fill in the gap with appropriate prepositions:

(a) Karim is too weak –walk.                    উত্তরঃ to

(b) He abides–me.                                          উত্তরঃ by

(c) Suddenly he burst –tears.                    উত্তরঃ into

(d) He brought a charge –me.                   উত্তরঃ against

(e) The tiger is fond –meat.                        উত্তরঃ of

৮. Write the meaning of the following Idioms and phrases:

By book or by crook     = যে কোন উপায়ে

Heart and soal                  = প্রাণ পনে

In the long run.                 = পরিণামে

Jack of all trades              = সর্ব বিষয়ে পন্ডিত

Red letters day                 = স্মরণীয় দিন

৯. ইংরেজিতে অনুবাদ করুন।

সে নাচতে নাচতে ঢলে গেল           = She leaned down to dance.

তিনি গতকাল ঢাকা এসেছেন          = He came Dhaka yesterday.

তার ঠান্ডা লেগেছে            = She has a cold.

মানুষ মরণশীল               = Man is mortal.

ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও       = Let the sleeping baby sleep.

১০. Change the gender:

Nephew = Niece

Fox = Vixen

Ram = ewe

Horse = Mare

Bachelor = Spinster

১১. Write a paragraph on “Internet”.

The Internet utilizes the standard web convention suite to serve a few billion clients worldwide. As it were, it might be known as a system of correspondence using PCs everywhere throughout the world. Anybody with a PC may sign on to the web. In any case, one must have specific programming. The Internet has many focal points. One may get any data one needs on the net. Getting data on absolutely any topic is of incredible favorable position to understudies in their examinations, particularly when planning reports. Individuals occupied with research advantage incredibly because they can find out about examination everywhere throughout the world and apply it.

Consequently, it is foreseen that science and innovation will progress at a different speed. The basic man may have numerous questions. One can go after a position, and one can get applications, one can shop, and one can promote. One can monitor one’s financial balance. Along these lines, the web has made ready for huge favorable circumstances.

However, there can be some disadvantages of the Internet too, like, one of the biggest being it’s very easy to transfer misinformation. But, if used wisely, the web can prove to be of great help.

গণিত অংশ সমাধানঃ-

১২. কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।

উত্তরঃ আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%

১৩. কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় কর?

উত্তরঃ ৩/৫

১৪. উৎপাদকে বিশ্লেষণ কর:  a2-2ab + 2b -1

উত্তরঃ (a – b + 1) (a – b – 1)

১৫. সংজ্ঞা লিখুন।

বৃত্ত = একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।

ট্রাপিজিয়াম = যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১৬. পূর্নরূপ লিখুন। 

UNHCR = United Nations High Commissioner for Refugees.

BRTC = Bangladesh Road Transport Corporation

SDG = Sustainable Development Goals

RAM = Random Access Memory

ROM = Read-Only Memory

CPU = Central Processing Unit

WWW =World Wide Web

১৭. বাংলাদেশের বিখ্যাত স্থান গুলো কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ

রামসাগর = দিনাজপুর

নীলাচল = বান্দরবান

সাজেক = রাঙামাটি

১৮. নুরুলদীনের সারাজীবন, জন্ম যদি তব বঙ্গে, একাত্তরের ডায়েরী  গ্রন্থ ৩টির লেখক এর নাম লেখ?

উত্তরঃ

নুরুলদীনের সারাজীবন = সৈয়দ শামসুল হক

জন্ম যদি তব বঙ্গে = শওকত ওসমান

একাত্তরের ডায়েরী = সুফিয়া কামাল।

১৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন  উপজেলা অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী, পাবনা

২০. ব্লু ইকোনমি বলতে কী বোঝো? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি।  বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

২১. ডেঙ্গু রোগ হলে রক্তের কোন উপাদান কমে যায়? ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী?

উত্তরঃ ডেঙ্গু রোগ হলে রক্তের  প্লাটিলেট (অনুচক্রিয়া) কমে যায়। ডেঙ্গু রোগের জন্য এডিস মশা দায়ী।

২২. বাংলাদেশে কয়টি পার্বত্য জেলা আছে? আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি

উত্তরঃ বাংলাদেশে কয়টি পার্বত্য জেলা আছে ৩ টি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি।

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সহকারী পরিদর্শক লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সহকারী পরিদর্শক

লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- সহকারী পরিদর্শক
পরীক্ষার তারিখঃ- ১৬/০৬/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size5.46 MB
Number of Pages8
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 5.46 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 8

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

নিরাপদ খাদ্য অধিদপ্তর এর বিভিন্ন পদের লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

নিরাপদ খাদ্য অধিদপ্তর এর বিভিন্ন পদের লিখিত নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- বিভিন্ন পদ
পরীক্ষার তারিখঃ- ২৮/০৬/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size1.31 MB
Number of Pages1
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 1.31 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 1

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে লিখিত

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- সাব-ইন্সপেক্টর
পরীক্ষার তারিখঃ- ১৭/০৬/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size3.18MB
Number of Pages5
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 3.18 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 5

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর লিখিত নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- তৃতীয় শ্রেণির জনবল
পরীক্ষার তারিখঃ- ০১/-২/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size4.73 MB
Number of Pages6
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 4.73 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 6

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় (বস্ত্র অধিদপ্তর) অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

বস্ত্র ও পাট মন্ত্রণালয় (বস্ত্র অধিদপ্তর) অফিস সহায়ক পদের

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ১২/০৫/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size1.6 MB
Number of Pages2
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 
 

সাইজঃ- 1.96 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 2

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

সাধারণ বীমা কর্পোরেশন এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

সাধারণ বীমা কর্পোরেশন এর উচ্চমান সহকারী পদের

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- উচ্চমান সহকারী
পরীক্ষার তারিখঃ- ১৯/০৭/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size5.24 MB
Number of Pages7
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 5.25 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 7

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডাটা এন্ট্রি অপারেটর পদের

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- ডাটা এন্ট্রি অপারেটর
পরীক্ষার তারিখঃ- ০৫/০৭/২০১৯

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size2.6 MB
Number of Pages4
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 2.6 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 4

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

error: Content is protected !!