পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০১১

পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০১১

Assistant Director at Department Of Environment Recruitment Exam Question and Solution 2011

পদের নামঃ- সহকারী পরিচালক

পরীক্ষার তারিখঃ- ০৬.০৫.২০১১

বাংলা প্রশ্ন সমাধান

১. ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ শে ফেব্রুয়ারী’ রচয়িতা কে?

ক) শামসুর রাহমান

খ) আলতাফ মাহমুদ

গ) হাসান হাফিজুর রহমান

ঘ) আবদুল গাফফার✔

২. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?

ক) জিঞ্জিরা

খ) সাত সাগরের মাঝি✔

গ) দিলরুবা

ঘ) নুরনামা

৩. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) রাজশেখর বসু

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) বিহারীলাল চক্রবর্তী✔

৪. ‘কবিকঙ্কন’ কার উপাধি?

ক) মালাধর বসু

খ) মুকুন্দরাম চক্রবর্তী✔

গ) মাইকেল মধুসুদন দত্ত

ঘ) মানিক বন্দোপাধ্যায়

৫. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?

ক) ফারসি

খ) ব্রজবুলি✔

গ) মারাঠী

ঘ) হিন্দী

৬. যুগসন্ধিক্ষণের কবি কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) ঈশ্বর গুপ্ত✔

গ) ঈশ্বর প্রসাদ

ঘ) সহদেব চক্রবর্তী

৭. ‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি’- কার লেখা?

ক) কাজী নজরুল ইসলাম

খ) কাজী ইমদাদুল হক

গ) আবদুল হাকিম✔

ঘ) শেখ আবদুল রহিম

৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস ?

ক) শেষের কবিতা

খ) গোরা✔

গ) নৌকাডুবি

ঘ) চোখের বালি

৯. ‘সোনালি কাবিন’ এর রচয়িতা কে?

ক) হাসান হাফিজুর রহমান

খ) আল মাহমুদ✔

গ) হুমায়ন আজাদ

ঘ) শক্তি চট্টোপাধ্যায়

১০. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- রচনাটি কার কাব্য থেকে নেয়া?

ক) মুকুন্দরাম চক্রবর্তী

খ) ভারতচন্দ্র রায়গুণাকর✔

গ) কামিনী রায়

ঘ) শামসুর রাহমান

১১. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?

ক) নাটক

খ) ছোটগল্প

গ) প্রবন্ধ

ঘ) গীতিকবিতা✔

১২. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?

ক) সিন্ধু হিন্দোল

খ) বিয়ের বাঁশি

গ) অগ্নিবীণা✔

ঘ) সর্বহারা

১৩. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?

ক) জোহরা

খ) সুলতানার স্বপ্ন✔

গ) আনোয়ারা

ঘ) হামেলা

১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

ক) ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়✔

খ) বাধা বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে

গ) প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী

ঘ) ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

১৫. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এর লেখক –

ক) রাবেয়া খাতুন

খ) সেলিনা হুসেন✔

গ) রিজিয়া বেগম

ঘ) হুমায়ুন আহমেদ

১৬. ‘সূর্যদীঘল বাড়ী’ কার লেখা?

ক) আবুল ফজল

খ) আল মাহমুদ

গ) আবু ইসহাক✔

ঘ) আবুল মনসুর

১৭. ‘সবুজপত্র’ বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রনী ভূমিকা রেখেছে?

ক) সাধুভাষা

খ) চলিত ভাষা✔

গ) আঞ্চলিক ভাষা

ঘ) উপভাষা

১৮. ‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি কোন উপন্যাসের ?

ক) দিবারাত্রির কাব্য

খ) পথের পাঁচালি✔

গ) বোবা কাহিনী

ঘ) নৌকা ডুবি

১৯. ‘ময়মনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন

ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

খ) ড. আলাউদ্দীন আল আজাদ

গ) ড. দ্বীনেশ চন্দ্র সেন✔

ঘ) ড. আনিসুজ্জামান

২০. ‘খোয়াব নামা’ গ্রন্থের রচয়িতা

ক) আনোয়ার পাশা

খ) আখতারুজ্জামান ইলিয়াস✔

গ) আবুল ফজল

ঘ) আবদুল গাফফার চৌধুরী

২১. অর্থবোধক ধ্বনিকে বলা হয়-

ক) বাক্য

খ) উপসর্গ

গ) শব্দ✔

ঘ) প্রত্যয়

২২. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-

ক) অপদার্থ

খ) অদ্ভুত

গ) চুরি

ঘ) অলিক কল্পনা✔

২৩. কোনটি নাট্যগ্রন্থ?

ক) ঘরে বাইরে

খ) সুলতানার স্বপ্ন

গ) যাবত জীবন

ঘ) রক্ত করবী✔

২৪. ‘ক্রীতদাসের হাসি’ এর রচয়িতা কে?

ক) আব্দুল্লাহ আল মামুন

খ) শওকত আলী

গ) মাহমুদুল হক

ঘ) শওকত ওসমান✔

২৫. ২৫ শে বৈশাখ কার জন্মদিন ?

ক) কাজী নজরুল ইসলাম

খ) শামসুর রাহমান

গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর✔

ইংরেজি প্রশ্ন সমাধান 

  1. “Ode to the west wind” – is by-

ক) Keats

খ) Shelley✔

গ) Coleridge

ঘ) Wordsworth

  1. Someones who writes plays is called a –

ক) play writer

খ) dramataizer

গ) Playwright✔

ঘ) playwrite

  1. The synonym of ‘insane’ is –

ক) Stupid

খ) Crazy✔

গ) Senseless

ঘ) indolent

  1. The antonym of ‘different’ is –

ক) indifferent

খ) callous

গ) Seperate

ঘ) Similar✔

  1. Which one is the correct sentence ?

ক) I have bought a soap yesterday

খ) I have bought a bar of of soap yestarday

গ) I bought a bar of soup yesterday✔

ঘ) I had bought a soap yesterday

  1. What kind of noun is “Fun”?

ক) Countable

খ) Uncountable✔

গ) Common

ঘ) Material

  1. The translation of ‘কখন থেকে বৃষ্টি হচ্ছে’ ?

ক) When has it been raining ?

খ) Since when has it been raining?

গ) How long has it been raining? ✔

ঘ) From when has it been raining ?

  1. The greeting to be used at 11.30 PM is –

ক) Good evening✔

খ) Good night

গ) Good afternoon

ঘ) Good bye

  1. Which is the correct speeling ?

ক) Newmonia

খ) pneumonia✔

গ) Penwmania

ঘ) neumonia

  1. The door opened automatically.The verb in this sentence is –

ক) Transative verb

খ) intransitive verb✔

গ) neither Transative and nor intransitive

ঘ) linking

  1. The meaning of ‘Turn down’ is-

ক) Refuse to consider✔

খ) Throw away

গ) Deny

ঘ) Expel

  1. At 8.45how would you tell the time?

ক) It is a quarter before nine

খ) It is quater to nine

গ) It is a quater to nine✔

ঘ) It is a quater for nine

  1. Which form of the word is adjective ?

ক) Defy

খ) Defiant✔

গ) defiance

ঘ) None

  1. Geoffrey Chaucer wrote-

ক) Canterbury Tales✔

খ) Piers plowman

গ) Morte d ‘ Arthur

ঘ) The maids Tragedy

  1. The right preposition for the gaps are; We went–a party– Rita’s house on Sunday-

ক) For,To

খ) to, at✔

গ) On.At

ঘ) To,To

  1. He is named _______ his father

ক) To

খ) Of

গ) With

ঘ) After✔

  1. Who wrote ‘pride and prejudice’ ?

ক) Shakespeare

খ) Thomas Hardy

গ) Jane Austin✔

ঘ) John milton

  1. Would you mind ________?

ক) To open the door

খ) Opened the door

গ) Opens the door

ঘ) Opening the door✔

  1. Usually ‘Excuse me’ is used in order to-

ক) Seek permission

খ) Draw attention✔

গ) Ask question

ঘ) Get pardon

  1. What is the time _______your watch?

ক) In

খ) To

গ) By✔

ঘ) Of

  1. He is _____ FRCS

ক) An✔

খ) A

গ) The

ঘ) no article

  1. The passive form of ” Who had done the work?” is –

ক) By whom has the work been done✔

খ) Who has been done the work ?

গ) By Whom has been done the work ?

ঘ) Whom has done the work ?

  1. He said to me,” Do you like music?” -The indirect form of this sentence

ক) He said if I like music

খ) He asked me do I like music

গ) He asked me if I liked music

ঘ) he asked me if I liked the music✔

  1. He asked me ”Why I was late ?” The inverted clause is –

ক) Principal clause

খ) Noun clause✔

গ) Adjective Clause

ঘ) Adverbial clause

গণিত প্রশ্ন সমাধান

১. নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভূল?

ক) ভাজ্য=(ভাজকxভাগফল)+ভাগশেষ

খ) ভাজ্য= (ভাজক+ভাগশেষ) +ভাগফল

গ) ভাজ্য=(ভাগশেষxভাগফল) + ভাজক

ঘ) কোনটিই নয়✔

২. পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০বছর । পিতার বয়স কন্যার বয়সের ৪গুন হলে, কন্যার বয়স কত?

ক) ১২বছর

খ) ১৪বছর

গ) ১৬বছর✔

ঘ) ২০বছর

৩. ৩৭+৩৬+৩৫+…………+২১ = কত?

ক) ৪৯১

খ) ৪৯৩✔

গ) ৪৯৪

ঘ) ৪৯৫

৪. কোনস্থানে যত লোক ছিলো প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। কতজন লোক ছিল?

ক) ৭৫০

খ) ৯০০✔

গ) ৮০০

ঘ) কোনটিই নয়

৫. ২৪,৩০ এবং ৭৭ এর গ.সা.গু কত?

ক) ১✔

খ) ২

গ) ৩

ঘ) ৫

৬. ২০ বর্গ মিটার ২ একরের কত অংশ?

ক) ১/৫✔

খ) ১/৮

গ) ১/১০

ঘ) ১/১২

৭. কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

ক) ৫০%

খ) ১০০%

গ) ১২৫%✔

ঘ) ১৫০%

৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি

ক) সরল কোণ

খ) পূরক কোণ

গ) সূক্ষ্মকোণ✔

ঘ) স্থূলকোণ

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান 

১. বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?

ক) ইয়াজউদ্দিন আহমেদ

খ) লতিফুর রহমান

গ) মোহাম্মদ হাবিবুর রহমান

ঘ) সাহাবুদ্দিন আহাম্মেদ✔

২. ১৯৭১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষন কোথায় দেন?

ক) মানিক মিয়া এভিনিউতে

খ) পল্টন মদনে

গ) লালদীঘি ময়দানে

ঘ) সোহরাওয়ার্দী উদ্যানে✔

৩. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ) সৈয়দ নজ্রুল ইসলাম

গ) ক্যাপ্টেন মনসুর আলী

ঘ) তাজউদ্দীন আহমেদ✔

৪. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি ?

ক) ভূটান

খ) যুক্তরাজ্য

গ) ভারত✔

ঘ) জাপান

৫. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্টে মর্যাদা পায়?

ক) ২০০০✔

খ) ২০০৩

গ) ২০০৪

ঘ) ২০০৫

৬. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান✔

খ) জয়ানল আবেদীন

গ) কামরুল হাসান

ঘ) কাইয়ূম চৌধুরী

৭. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

ক) আটলান্টিক ও ভূমধ্যসাগর

খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর✔

গ) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

ঘ) প্রশান্ত ও উত্তর মহাসাগর

৮. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯১১

খ) ১৯২১✔

গ) ১৯২৪

ঘ) ১৯৩১

৯. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক) ১৯৭২

খ) ১৯৭৪✔

গ) ১৯৭৫

ঘ) ১৯৭৬

১০. কত সালে থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে?

ক) ১৯৯৯

খ) ২০০০✔

গ) ২০০১

ঘ) ২০০২

১১. বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম কি?

ক) বাংলাদেশ বর্ডার গার্ড

খ) বর্ডার গার্ড বাংলাদেশ✔

গ) বাংলাদেশ সিকিউরিটির গার্ড

ঘ) সিকিউরিটি গার্ড অব বাংলাদেশ

১২. সম্প্রতি সোমালিয়ায় জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করেছে তার নাম কি?

ক) এমভি বাংলার মনি

খ) এমভি জাহান মনি✔

গ) এমভি বাংলার সৌরভ

ঘ) এমভি বাংলার গৌরব

১৩. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

ক) আকরাম খান কমিশন

খ) শরীফ কমিশন✔

গ) সামসুল হক কমিশন

ঘ) কুদরতই-খুদা কমিশন

১৪. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) ১২৯ তম

খ) ১৩৬ তম✔

গ) ১৪২ তম

ঘ) ১৩৪ তম

১৫. বর্তমানে বাংলাদেশে চালুকৃত সরকারী বিশ্ববিদ্যালয় কতটি?

ক) ২৪টি

খ) ২৫টি

গ) ৩০টি

ঘ) ৩৪টি✔

১৬. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষে যোগ দেয়?

ক) নিউ ইয়ার্ক

খ) ফ্লোরিডা

গ) হাওয়াই✔

ঘ) দেলওয়ার

১৭. কোন দেশে সেনাবাহিনী নেই?

ক) জার্মানী

খ) সুইজারল্যান্ড

গ) মালদ্বীপ✔

ঘ) জাপান

১৮. ২০১১ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় কতটি দেশ অংশগ্রহন করে?

ক) ১২✔

খ) ১৪

গ) ১৬

ঘ) ১৮

১৯. ইউরোপীয় ইউনিয়নের সাধারন মুদ্রার নাম কি?

ক) ডলার

খ) ইউরো✔

গ) পাউন্ড

ঘ) ক্রোনা

২০. সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন দেশে?

ক) এশিয়া✔

খ) ইউরোপ

গ) আফ্রিকা

ঘ) আমেরিকা

২১. কততারিখ বিশ্ব নারী দিবস হিসাবে পালিত হয়?

ক) ৮ মার্চ✔

খ) ১০ এপ্রিল

গ) ১০ অক্টোবর

ঘ) ১৪ আগষ্ট

২২. হোচিমিন নগরীর পূর্বনাম কি?

ক) হ্যানয়

খ) সায়গন✔

গ) ভিয়েতনাম

ঘ) ভিয়েনতিয়েন

২৩. বীরমুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায়?

ক) ঢাকা সেনানিবাস✔

খ) চট্টগ্রাম সেনানিবাস

গ) কুমিল্লা জেলে

ঘ) ঢাকা জেলে

২৪. বাংলাদেশের সর্ববৃহত ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়?

ক) জাতীয় ঈদ্গাহ ঢাকা

খ) বায়তুল মোকাররম মসজিদ

গ) লালদিঘী ময়দান

ঘ) কিশোরগঞ্জের সোলাকিয়া✔

২৫. কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম?

ক) লাল

খ) বেগুনি✔

গ) নীল

ঘ) কমলা

২৬. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরী ?

ক) তামা

খ) টাংস্টেন✔

গ) সীসা

ঘ) ইস্পাত

২৭. কোন মৌলে নিউট্রন নেই?

ক) লিথিয়াম

খ) অক্সিজেন

গ) হাইড্রোজেন✔

ঘ) হিলিয়াম

২৮. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?

ক) ডি এন এ

খ) আর এন এ

গ) প্রোটিন

ঘ) লিপিড✔

২৯. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ?

ক) যকৃত

খ) থাইরয়েড

গ) অগ্ন্যাশয়✔

ঘ) পিটুইটারি গ্রন্থ

৩০. পেনিসিলিনের আবিষ্কারক কে?

ক) এডিসন

খ) পিয়েরে কুরী

গ) আলেকজান্ডার ফ্লেমিং✔

ঘ) রবার্ট রস

৩১. বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না?

ক) ৩%

খ) ১০%

গ) ১২%

ঘ) ২৫%✔

৩২. বিশ্বে ঘাতক রোগ কোনটি ?

ক) ক্যান্সার

খ) যক্ষা

গ) এইডস✔

ঘ) ডায়াবেটিস

৩৩. ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলে?

ক) নিঃশ্বাস

খ) প্রশ্বাস✔

গ) শ্বাস ত্যাগ

ঘ) কোনটিই নয়

৩৪. ইস্ট কি?

ক) ভাইরাস

খ) ব্যাক্টেরিয়া

গ) ছত্রাক✔

ঘ) প্রটোজয়া

৩৫. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

ক) মাটির পাত্র পানি হতে বেশি তাপ শোষন করে

খ) মাটির পাত্র ভাল তাপ পরিবাহি

গ) মাটির পাত্র পানির বাষ্পী ভবনে সাহায্য করে✔

ঘ) মাটির পাত্র তাপ কুপরিবাহী

৩৬. টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি ?

ক) সোডিয়াম বাইকার্বোনেট

খ) সোডিয়াম অক্সাইড

গ) পটাসিয়াম বাইকার্বোনেট

ঘ) মনোসোডিয়াম গ্লুটামেট✔

৩৭. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –

ক) কম হয়

খ) বেশি হয়

গ) একই হয়✔

ঘ) খুবই কম হয়

৩৮. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক) এইডস

খ) জলাতংক

গ) ডিপথেরিয়া✔

ঘ) পোলিও

৩৯. বিল্রুবিন তৈরি হয় শরীরের কোথায় থেকে?

ক) যকৃত✔

খ) কিডনিতে

গ) হৃদপিন্ডে

ঘ) হাড়ে

৪০. বলের একক কোনটি?

ক) জুল

খ) অশ্বশক্তি

গ) ক্যালরি

ঘ) নিউটন✔

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

? প্রয়োজনীয় মূর্হুতে ?খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here