২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর একসাথে জেনে নিন

একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব, আমাদের অহংকার। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে পাওয়া এই একুশের জন্য। তাই নিজেদের জানার জন্য কিংবা  প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাই চলুন জেনে নেই একুশ নিয়ে সকল প্রশ্ন এবং উত্তর।

আরো পড়ুন:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২১ শে ফেব্রুয়ারি বিষয়ক রচনা

মহান একুশে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষণ

🎯 পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।

🎯 উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

🎯 কখন শহীদ স্মরণে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়?
উঃ ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা ২৩ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনার তৈরির কাজ শুরু করে। কাজ শেষ হয় ২৪ তারিখ ভোরে। তাতে একটি হাতে লেখা কাগজ গেঁথে দেয়া হয়, যাতে লেখা ছিল ‘শহীদ স্মৃতিস্তম্ভ’।

🎯 শহীদ মিনারের উচ্চতা কত ছিল?
উঃ ১৪ মিটার (৪৬ফুট)

🎯 শহীদ মিনারের স্থপতি কে?
উঃ হামিদুর রহমান

🎯 তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?
উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।

🎯 উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।

🎯 ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ নুরুল আমিন।

🎯 ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ খাজা নাজিমউদ্দিন।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

🎯 প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?
উঃ শহীদ শফিউরের পিতা।

🎯 ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?
উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।

🎯 কখন স্বতস্ফুর্তভাবে  ২১ ফেব্রুয়ারি পালন করা হয়েছিল?
উঃ শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার কর্তৃক ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়

🎯 উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

🎯 কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
উঃ ১৯৫৬ সালে।

🎯 পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।

🎯 উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

🎯 ভাষা আন্দোলনের প্রথম গান ও রচয়িতা?
উঃ “রাষ্ট্রভাষা”। রচয়িতা বাগেরহাটের চারণ কবি শামসুদ্দিন আহমেদ

🎯 ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা এবং সুরকার হলেন –
উঃ আবদুল গাফফার চৌধুরী এবং আলতাফ মাহমুদ

🎯 কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, কবিতাটির রচয়িতা কে?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ

🎯 ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন-
উঃ আব্দুল লতিফ

🎯 ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?
উঃশামসুর রহমান

🎯 তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?
উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।

🎯 উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।

🎯 ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ নুরুল আমিন।

🎯 ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ?
উঃ খাজা নাজিমউদ্দিন।

এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে Like দিয়ে রাখুন

🎯 প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?
উঃ শহীদ শফিউরের পিতা।

🎯 ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?
উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।

🎯 উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

🎯 কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
উঃ ১৯৫৬ সালে।

🎯 ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল এবং বাংলা সনের কত তারিখ ছিল?
উঃ সেদিন বাংলা ১৩৫৮সালের ৮ ফাল্গুন ছিল। দিনটি ছিল বৃহস্পতিবার ।

🎯 একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য আবেদন করা হয় কখন?
উঃ জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ সালে প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম

🎯 একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কখন?
উঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

🎯 সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান হয় কোন সময় থেকে?
উঃ অবশেষে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালে সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।

🎯 ফেব্রুয়ারি মাসটি কিভাবে উদযাপিত হয়?
ফেব্রুয়ারি মাসটি নানাভাবে উদযাপিত হয় যার মধ্যে আছে, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদযাপন, যা একুশে বইমেলা নামে সমধিক পরিচিত। এছাড়াও ভাষা আন্দোলনে আত্মত্যাগকারীদের ত্যাগের সম্মানে এ মাসেই ঘোষণা করা হয় বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বেসামরিক পদক ‘একুশে পদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here