সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) – সংক্ষেপে পৃথিবী

 সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) – সংক্ষেপে পৃথিবী 

পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন

আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি
সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)
(প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি
মোট মহাসাগর- ৫টি
মোট মহাদেশ- ৭টি
মোট রাষ্ট্র- ২০৪টি
মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)
সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান

 মহাদেশরাষ্ট্র (আয়তন)রাষ্ট্র (জনসংখ্যা)মহাসাগর
বৃহত্তমএশিয়ারাশিয়াচীনপ্রশান্ত বা প্যাসিফিক
ক্ষুদ্রতমওশেনিয়াভ্যাটিকানভ্যাটিকানউত্তর বা আর্কটিক

দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া
দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল
যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন

শীর্ষ ও নিম্নস্থানীয় দেশ 

রাষ্ট্র (আয়তনে)বৃহত্তমরাশিয়া
ক্ষুদ্রতমভ্যাটিকান
রাষ্ট্র (জনসংখ্যা)বৃহত্তমচীন
ক্ষুদ্রতমভ্যাটিকান
ঘনবসতিতেসর্বোচ্চবাংলাদেশ
সর্বনিম্নমঙ্গোলিয়া
স্বাক্ষরতার হারেসর্বোচ্চস্লোভাকিয়া
সর্বনিম্ন 
মাথাপিছু আয়ের ভিত্তিতেসর্বোচ্চলুক্সেমবার্গ
সর্বনিম্নমোজাম্বিক
গড় আয়ুতেসর্বোচ্চজাপান
সর্বনিম্নসোয়াজিল্যান্ড
উচ্চতম অট্টালিকাসর্বোচ্চবুর্জ দুবাই (দুবাই, সংযুক্ত আরব আমিরাত)
বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ 
 
মহাদেশদেশসমূহমোট
এশিয়ানেপাল
ভুটান
আফগানিস্তান
লাওস
মঙ্গোলিয়া
কাজাকিস্তান
কিরগিস্তান
উজবেকিস্তান
তাজাকিস্তান
তুর্কমেনিয়া
আজারবাইজান
১১ টি
আফ্রিকামালি
নাইজার
উগান্ডা
বতসোয়ানা
জিম্বাবুই
রুয়ান্ডা
বুরুন্ডি
মালাবি
জাম্বিয়া
সোয়াজিল্যান্ড
চাঁদ
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
বারকিনা ফাসো
লেসোথো
ইথিওপিয়া
১৫ টি
ইউরোপঅস্ট্রিয়া
সুইজারল্যান্ড
মালদোভা
শ্লোভাকিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
বেলারুশ
লুক্সেমবার্গ
আর্মেনিয়া
সার্বিয়া
১০ টি
দক্ষিণ আমেরিকাপ্যারাগুয়ে
বলিভিয়া
২ টি
সর্বমোট
৪৪ টি
একনজরে মহাদেশ পরিচিতি
 
 মহাদেশআয়তন (বর্গ কিমি)লোকসংখ্যাদেশ সংখ্যা (স্বাধীন দেশ)জাতিসংঘ
ভুক্ত দেশ 
সর্বোচচ স্থান (মিটার)
এশিয়া৪,৪৪,৯৩,০০০৪১২ কোটি ১১ লাখ ৫৪ ৪৮মাউন্ট এভারেস্ট (৮৮৫০)
আফ্রিকা২,৯৮,০০,৪৫০১০০কোটি ৯৯ লাখ ৫৬ ৫৪কিলিমাঞ্জারো (৫৯৬৩)
উত্তর আমেরিকা২,৪৩,২০,১০০৫৩ কোটি ৩৩ লাখ ২৩ ২৩ম্যাককিনলে (৬১৯৪)
দক্ষিন আমেরিকা১,৭৫,৯৯,০৫০৩৮ কোটি ২ লাখ ১২ ১২আকাঙ্গাগুয়া (৬৯৫৯)
ইউরোপ১,০৫,৩০,৭৫০৭৩ কোটি ২২ লাখ ৪৮ ৪৬মাউন্ট এলবুর্জ (৫৬৩৩)
ওশেনিয়া৭৬,৮৭,১২০৩ কোটি ৫৪ লাখ ১৪ ১৪পুঁসাক জায়া (৪৮৮৪)
এন্টার্কটিকা১,৫২,০৪,৫০০৪ হাজার  –  –ভিনসন মাসিক (৪৮৯৭)
মোট১৪,৮৯,৫০,৩২০৬৮২ কোটি ৯৮ লাখ ২০৪ ১৯৩ 

 

পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি

প্রশান্ত মহাসাগরে ওশেনিয়ায় ৩টি বিশেষ অঞ্চল রয়েছে-

অঞ্চলের নামঅন্তর্গত দেশসমূহ
মাইক্রোনেশিয়াক্যারোলিন দ্বীপপুঞ্জ
মার্শাল দ্বীপপুঞ্জ
মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ)
কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ)
নাউরু
পালাউ
মেলোনেশিয়াপাপুয়া নিউগিনি
ফিজি
সলোমন দ্বীপপুঞ্জ
ভানুয়াতু
মালুকু দ্বীপপুঞ্জ (ইন্দোনেশিয়া)
নিউ ক্যালিডোনিয়া (ফ্রান্স)
নিউগিনি (ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি)
বিসমার্ক (পাপুয়া নিউগিনি)
সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ (সলোমন দ্বীপপুঞ্জ)
পলিনেশিয়াসামোয়া
আমেরিকান সামোয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)
হাওয়াই (মার্কিন যুক্তরাষ্ট্র)
টুভ্যালু
টোঙ্গা
মারকুয়েজ আইল্যান্ড
ইস্টার আই্ল্যান্ড (চিলি)
নিউজিল্যান্ড
কুক দ্বীপপুঞ্জ (নিউজিল্যান্ড)
নিউ (নিউজিল্যান্ড)
তোকেলউ (নিউজিল্যান্ড)
ফ্রেঞ্চ পলিনেশিয়া (ফ্রান্স)
নরফোক আইল্যান্ড (অস্ট্রেলিয়া)
পিটকেয়ার্ন আইল্যান্ড (বৃটেন)

রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল

অঞ্চলের নামঅন্তর্গত দেশসমূহঅন্যান্য তথ্য
আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহসৌদি আরব
কুয়েত
কাতার
সংযুক্ত আরব আমিরাত
ওমান
বাহরাইন
ইয়েমেন
 
বাল্টিক রাষ্ট্রসমূহএস্তোনিয়া
লাটভিয়া
লিথুয়ানিয়া
(ফিনল্যান্ড)
প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী ৩ রাষ্ট্র এবং প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে স্বাধীনতা লাভকারী ফিনল্যান্ড (১৯২০)
স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহডেনমার্ক
নরওয়ে
সুইডেন
আইসল্যান্ড
ফিনল্যান্ড
ফ্যারো আইল্যান্ড
গ্রিনল্যান্ড
মূলত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন; স্ক্যান্ডিনেভিয়ান ভাষা ও সংস্কৃতি অধ্যূষিত অঞ্চল
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জঅ্যান্টিগুয়া এন্ড বারবুডা
বাহামা
বার্বাডোজ
কিউবা
ডোমিনিকা
ডোমিনিক প্রজাতন্ত্র
গ্রেনাডা
হাইতি
জ্যামাইকা
সেন্ট কিটস এন্ড নেভিস
সেন্ট লুসিয়া
সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডিয়ান্স
ত্রিনিদাদ ও টোবাগো
দুই আমেরিকা মহাদেশের মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রগুলোর এই নামকরণ করেন আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস । তিনি মনে করেছিলেন দ্বীপগুলো ভারতের দক্ষিণে । এই অঞ্চলে এই ১৩টি দ্বীপরাষ্ট্র ছাড়াও ১৭টি কলোনি বা পরাধীন উপনিবেশ/দেশ আছে ।
সাবেক সোভিয়েত ইউনিয়নরাশিয়া
ইউক্রেন
কাজাখস্তান
উজবেকিস্তান
বেলারুশ
আজারবাইজান
মলদোভা
জর্জিয়া
লিথুয়ানিয়া
কিরঘিজিস্তান
তাজিকিস্তান
আর্মেনিয়া
লাটভিয়া
তুর্কমেনিস্তান
এস্তোনিয়া
১৯৯১ সালে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়
সি আই এস ভুক্ত (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস)আর্মেনিয়া
আজারবাইজান
বেলারুশ
কাজাখস্তান
কিরঘিজিস্তান
মোলদোভা
রাশিয়া
তাজিকিস্তান
তুর্কমেনিস্তান
উজবেকিস্তান
(ইউক্রেন)
পূর্বে জর্জিয়া সি আই এস-র সদস্য থাকলেও সম্প্রতি সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে । আর ইউক্রেন শুরু থেকেই (১৯৯১) এর সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও সদস্য হয়নি ।
সাবেক চেকোশ্লোভাকিয়াচেক প্রজাতন্ত্র
শ্লোভাকিয়া
১ জানুয়ারি ১৯৯৩ সালে ভেঙ্গে চেক প্রজাতন্ত্র ও শ্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়
সাবেক যুগোশ্লাভিয়াার্বিয়া
ক্রোয়েশিয়া
শ্লোভেনিয়া
মন্টিনিগ্রো
বসনিয়া এন্ড হার্জেগোভিনা
মেসিডোনিয়া
কসোভো
১৯৯২ সালে ভেঙ্গে ৪টি পৃথক প্রজাতন্ত্র হয়- ক্রোয়েশিয়া, শ্লোভেনিয়া, মেসিডোনিয়া এবং বসনিয়া এন্ড হার্জেগোভিনা । পরবর্তীতে ২০০৬ সালে চূড়ান্তভাবে যুগোশ্লাভিয়া ভেঙে যায়, সার্বিয়া ও মন্টিনিগ্রো আলাদা হয়ে গেলে । ২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে ।
ইন্দোচীনলাওস
কম্বোডিয়া
ভিয়েতনাম
 

বিভিন্ন বিখ্যাত অঞ্চল (region)

নামঅন্তর্ভূক্ত অঞ্চল বা দেশবিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য
সেভেন সিস্টারসআসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ডভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়
গোল্ডেন ট্রায়াঙ্গলমায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিতআফিম মাদক উৎপাদনকারী অঞ্চল
গোল্ডেন ক্রিসেন্টআফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিতআফিম মাদক উৎপাদনকারী অঞ্চল
গোল্ডেন ওয়েজবাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিতমাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত
গোল্ডেন ভিলেজবাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামগাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত

বিভিন্ন বিখ্যাত অর্থনৈতিক জোট/ (দেশ)

জোটদেশ
3-Tigersজাপান, জার্মানি, ইতালি
4-Tigersদক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং
সুপার সেভেনমালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড + ফোর টাইগারস (দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
ইস্ট এশিয়ান মিরাকলজাপান + সুপার সেভেন (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
  • PDF File Download From Here

    📝 সাইজঃ- 356 KB

    📝 পৃষ্ঠা সংখ্যাঃ 5

    Download From Google Drive

    Download

    Download From Yandex

    Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here