নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ৯: এসিড-ক্ষার সমতা এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও ও MCQ সাজেশন পিডিএফ ডাউনলোড

এস.এস. সি.রসায়ন বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৯ : এসিড-ক্ষার সমতা

১. পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক) ৫০ বছরে
খ) ৫০০ বছরে
গ) ১০০ বছরে
ঘ) ২০০ বছরে
সঠিক উত্তর: (গ)

২. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?
ক) ক্ষারকীয়
খ) এসিডিক
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত অবস্থা
সঠিক উত্তর: (ক)

৩. রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?
ক) সচেতনতা
খ) পরিমিত ব্যবহার
গ) পদার্থের গুণাগুণ
ঘ) সুস্পষ্টজ্ঞান
সঠিক উত্তর: (খ)

৪. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
ক) NH3
খ) Ca(OH)2
গ) NaOH
ঘ) HCI
সঠিক উত্তর: (গ)

৫. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কত সালে প্রথম ব্যবহৃত হয়েছিল?
ক) ১৮৪৬
খ) ১৯৪৬
গ) ১৮৬৬
ঘ) ১৯৩৬
সঠিক উত্তর: (খ)

৬. কাপড় তৈরির মূল উপাদান কোনটি?
ক) সুতা
খ) তন্তু
গ) রঙ
ঘ) রেশম
সঠিক উত্তর: (খ)

৭. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের রাসায়নিক পরিবর্তন-
ক) তাপ
খ) চাপ
গ) অণুজীব
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৮. মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত যৌগ?
ক) N2 ও H2
খ) S ও O2
গ) C ও H2
ঘ) O2 ও C
সঠিক উত্তর: (গ)

৯. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াগুলো দেওয়া হল, তা লক্ষ্য কর-
i. ক্লোরিনেশন
ii. ফুটানো, থিতানো
iii. ছাঁকন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. বেকিং পাউডারের মিশ্রণে ক্ষার জাতীয় পদার্থ কোনটি?
ক) অ্যাসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) টারটারিক এসিড
ঘ) অক্সালিক এসিড
সঠিক উত্তর: (গ)

১১. কোনটি ভঙ্গুর?
ক) লোহা
খ) মরিচা
গ) রাবার
ঘ) স্বর্ণ
সঠিক উত্তর: (খ)

১২. বৃস্টি পানিতে কোন গ্যাস দ্রবীভূত থাকে?
ক) CO2
খ) NO2
গ) CO2 ও NO2
ঘ) CO
সঠিক উত্তর: (গ)

১৩. কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?
ক) তত্ত্বীয় জ্ঞানার্জন
খ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্ক
গ) পরমাণুর গঠন ব্যাখ্যা
ঘ) মূলনীতির ব্যাখ্যা
সঠিক উত্তর: (গ)

১৪. ক্ষণস্থায়ী এসিড কোনটি?
ক) HNO2
খ) HNO3
গ) H3PO4
ঘ) HCI
সঠিক উত্তর: (ক)

১৫. যে সকল পদার্থ এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে তাকে কি বলে?
ক) এসিড
খ) ক্ষারক
গ) লবণ
ঘ) pH
সঠিক উত্তর: (খ)

১৬. অম্লীয় লবণ কোনটি?
ক) FeCI2
খ) KCI
গ) MgO
ঘ) MgSO4
সঠিক উত্তর: (ক)

১৭. দেহ ত্বকের জন্য আদর্শ pH মান কত হওয়া প্রয়োজন?
ক) 6
খ) 5.5-6.35
গ) 5.5
ঘ) 4-6
সঠিক উত্তর: (গ)

১৮. ‘অনুমিত সিদ্ধান্ত’-এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক) Decision
খ) Inference
গ) Hypothesis
ঘ) Analysis
সঠিক উত্তর: (গ)

১৯. রসায়নের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-
(i) রসায়নের সাথে গণিত, পদার্থবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের যোগসূত্র রয়েছে
(ii) রসায়ন অন্যান্য বিজ্ঞানের ওপর নির্ভরশীল নয়
(iii) রসায়ন হলো প্রধান বিজ্ঞানগুলোর অন্যতম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০. রাসায়নিক প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে-
(i) ফল পাকা
(ii) বরফ গলা
(iii) মোমের দহন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২১. গাঢ় নাইট্রিক এসিড কি রংয়ের বোতলে সংরক্ষণ করা হয়?
ক) সাদা
খ) হলুদ
গ) স্বচ্ছ
ঘ) বাদামি
সঠিক উত্তর: (ঘ)

২২. লেবুতে কোন ভিটামিন বেশি রয়েছে?
ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-সি
গ) ভিটামিন-বি
ঘ) ভিটামিন-ডি
সঠিক উত্তর: (খ)

২৩. ডিটারজেন্ট কী ধরনের পদার্থ?
ক) পরিষ্কারক
খ) জীবাণুনাশক
গ) রোগ-প্রতিরোধক
ঘ) বিস্ফোরক
সঠিক উত্তর: (খ)

২৪. HCI গ্যাস পানিতে দ্রবীভূত হলে কোনটি উৎপন্ন হয়?
ক) HCI এসিড
খ) H2SO4
গ) HNO3
ঘ) CH3COOH
সঠিক উত্তর: (ক)

২৫. নিচের কোনটি শক্তিশালী এসিড?
ক) এসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক এসিড
ঘ) নাইট্রিক এসিড
সঠিক উত্তর: (ঘ)

২৬. কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে উৎপন্ন হয়-
(i) CO
(ii) Heat
(iii) C কণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. এসিডের ধর্ম হলো-
(i) এসিড টক স্বাদযুক্ত
(ii) এসিড নীল লিটমাস পেপারকে লাল করে
(iii) এসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮. মানুষের মুখে প্রচুর কি থাকে?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) শৈবাল
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

২৯. খাবার খেলে তা থেকে আমরা শক্তি পাই কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক) শ্বসন প্রক্রিয়া
খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
গ) বিপাক প্রক্রিয়া
ঘ) তাপীয় প্রক্রিয়া
সঠিক উত্তর: (গ)

৩০. খাবার পানিতে কী থাকে?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) খনিজ
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৩১. নিচের কোনটি রাসায়নিক পদার্থ নয়?
ক) কীটনাশক
খ) আলো
গ) অজৈব সার
ঘ) অ্যারোসল
সঠিক উত্তর: (খ)

৩২. কখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়?
ক) গ্যাস পোড়ালে
খ) কারখানায়
গ) কাঠপোড়ালে
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৩৩. লোহা+অক্সিজেন জলীয় বাষ্প?
ক) কার্বন ডাই অক্সাইড
খ) মরিচা
গ) ভেজা লোহা
ঘ) পারঅক্সাইড
সঠিক উত্তর: (খ)

৩৪. উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে 68g NH3 প্রস্তুত করতে কত গ্রাম H2 প্রয়োজন হবে?
ক) 6g
খ) 12g
গ) 24g
ঘ) 28g
সঠিক উত্তর: (খ)

৩৫. নিম্নের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান-
ক) খাদ্য লবণ
খ) সালফিউরিক এসিড
গ) কাঠ
ঘ) পানি
সঠিক উত্তর: (গ)

৩৬. সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি মিশ্রিত হয়ে ঘন কুয়াশার মত অবস্থা সৃষ্টি করে?
ক) H2O
খ) NO
গ) NO2
ঘ) SO2
সঠিক উত্তর: (ক)

৩৭. লেড ও জিঙ্ক সালফেটের বিক্রিয়াতে-
ক) লেড জারিত হয়
খ) লেড বিজারিত হয়
গ) জিঙ্ক সালফেট তৈরি হয়
ঘ) কোনো উৎপাদ পাওয়া যায় না
সঠিক উত্তর: (ঘ)

৩৮. খর পানির ক্ষেত্রে-
i. আয়রন আয়ন একটি উপাদান
ii. সাবানের ফেনা উৎপন্ন হয় না
iii. বৃষ্টির পানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. কাপড় তৈরির মূল উৎপাদন কোনটি?
ক) সুতা
খ) তন্তু
গ) রঙ
ঘ) রেশম
সঠিক উত্তর: (খ)

৪০. ব্যাকটেরিয়া যখন মানুষের মুখে লেগে থাকা খাবার খায় তখন কি উৎপন্ন হয়?
ক) ক্ষারক
খ) লবণ
গ) এসিড
ঘ) জীবাণু
সঠিক উত্তর: (গ)

৪১. অতিরিক্ত NaOH এ দ্রবীভূত হয় নিচের কোন আয়নগুলোর অধঃক্ষেপ?
i. অ্যালুমিনিয়াম আয়ন
ii. ফেরাস আয়ন
iii. কিউপ্রিক আয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪২. এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির pH কত হয়?
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
সঠিক উত্তর: (ক)

৪৩. আমাদের পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে কোনটি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত?
ক) পদার্থ
খ) গণিত
গ) জীববিজ্ঞান
ঘ) রাসায়নিক
সঠিক উত্তর: (ঘ)

৪৪. এসিড বৃষ্টির ফলে-
i. জলীয় ও মাটির pH মান 4 এর চেয়ে কমে যায়
ii. মাটি ও এসিডিক হয়
iii. জীব বিলুপ্ত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৫. সমস্যা চিহ্নিতকরণ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) সর্বশেষ
সঠিক উত্তর: (ক)

৪৬. HNO2-
i. ক্ষণস্থায়ী
ii. NO2  ও H2O
iii. একটি এসিডীয় লবণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৭. বৃষ্টির পানিতে উপস্থিত থাকে?
ক) NaOH
খ) Ca(OH)2
গ) CaO
ঘ) H2CO3
সঠিক উত্তর: (ঘ)

৪৮. pH মানের সাথে লিটমাস পেপারের বর্ণ হচ্ছে-
i. pH < 7 হলে বর্ণ লাল
ii. pH > 7 হলে বর্ণ নীল
iii. pH = 7 হলে বর্ণ নীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৯. ধাতু ও লঘু এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়?
ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) অক্সিজেন
ঘ) ক্লোরিন
সঠিক উত্তর: (খ)

৫০. স্বর্ণের ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লক্ষ কর-
(i) অভিজাত ও মল্যবান ধাতু
(ii) খনি থেকে এ ধাতু সংগ্রহ করা হয়
(iii) খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে ভারতীয়রা খনি থেকে স্বর্ণ আহরণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 286 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here