নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ২: পদার্থের অবস্থা এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও MCQ সাজেশন পিডিএফ ডাউনলোড

এস.এস. সি.রসায়ন বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ২ : পদার্থের অবস্থা

১. সাধারণ চাপ ও উষ্ণতায় নিম্নের কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে?
ক) চিনি
খ) অক্সিজেন
গ) সয়াবিন তেল
ঘ) পানি
সঠিক উত্তর: (ক)

২. মিথেন (CH4), অক্সিজেন (O2), নাইট্রোজেনের (N2), কার্বন (C), গ্যাসগুলোর কোনটি নিঃসরণের হার কম?
ক) CH4
খ) O2
গ) N2
ঘ) C
সঠিক উত্তর: (খ)

৩. কোনটি উদ্বায়ী পদার্থ?
ক) মোম
খ) বালি
গ) ইথার
ঘ) লবণ
সঠিক উত্তর: (গ)

৪. 8010C গলনাঙ্ক বিশিষ্ট পদার্থটির ক্ষেত্রে-
i. চাপ ও তাপমাত্রা স্থির থাকলে এর আকার বা আয়তন অপরিবর্তিত থাকে
ii. স্থির চাপে তাপমাত্রা বাড়ালে পদার্থটি একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলে পরিণত হয়
iii. চাপে সংকোচন ও প্রসারণশীলতা খুব বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)

৫. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবো?
ক) আকার সংকুচিত হবে
খ) চলাচল করতে থাকবে
গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
ঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
সঠিক উত্তর: (ঘ)

৬. কোন দ্রবণের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?
ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) মৌলিক
সঠিক উত্তর: (ক)

৭. আন্তঃকণা সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
i. আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম হলে তা গ্যাসীয়
ii. আন্তঃকণা শক্তির কারণে অণুসমূহ পরস্পরের সন্নিকটে থাকতে চায়
iii. আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হলে পদার্থটি তরল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)

৮. মোমবাতির দহনের সময় মোম কোনটির সাথে বিক্রিয়া করে?
ক) CO2
খ) O2
গ) H2O
ঘ) Fe3O4
সঠিক উত্তর: (খ)

৯. সাধারণ লবণের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। কারণ-
ক) লবণের আন্তঃআণবিক শক্তি কম
খ) লবণের আন্তঃআণবিক শক্তি বেশি
গ) লবণ বেশি তাপমাত্রা শোষণ করে
ঘ) লবণ সাধারণ তাপমাত্রায় গলে না
সঠিক উত্তর: (খ)

১০. কোন ক্ষেত্রে ব্যাপনের হার সবচেয়ে বেশি হয়?
ক) কণিকার ভর এবং পারিপার্শ্বিক তাপমাত্রা কম হলে
খ) কণিকার ভর এবং পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলে
গ) কণিকার ভর কম কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলে
ঘ) কণিকার ভর বেশি কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা কম হলে
সঠিক উত্তর: (গ)

১১. গ্যাস সিলিন্ডার থেকে ছিদ্র পথে সজোরে গ্যাস বেরিয়ে গন্ধ ছড়ানোকে কী বলে?
ক) ব্যাপন
খ) মিশ্রেণ
গ) নিঃসরণ
ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (গ)

১২. বস্তুর ভর ও ঘনত্ব যত বেশি হয় ব্যাপন ও নিঃসরণের হার-
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) সামান্য
সঠিক উত্তর: (খ)

১৩. মোমের দহনের ফলে কোনটি উৎপন্ন হয়?
ক) CO2
খ) H2O
গ) CO2(g) ও H2O(g)
ঘ) CO2(g) ও H2O(I)
সঠিক উত্তর: (গ)

১৪. “চাপে আয়তন স্বল্পমাত্রায় সংকোচনশীল” কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
ক) হিলিয়াম গ্যাস
খ) মার্বেল
গ) দুধ
ঘ) কাঠ
সঠিক উত্তর: (ঘ)

১৫. নিচের কোন যৌগটির দৃঢ়তা আছে?
ক) ধাতু
খ) পানি
গ) পেট্রোল
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)

১৬. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?
ক) আকার সংকুচিত হবে
খ) চলাচল করতে থাকবে
গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
ঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
সঠিক উত্তর: (ঘ)

১৭. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
ক) He
খ) H2
গ) O2
ঘ) CO2
সঠিক উত্তর: (খ)

১৮. গতিশক্তির মান আন্তঃকণা আকর্ষণ বল এর চেয়ে বেশি হলে পদার্থ কোন অবস্থা লাভ করবে?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (গ)

১৯. কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে-
ক) গলন
খ) বাষ্পীভবন
গ) রাসায়নিক পরিবর্তন
ঘ) উর্ধ্বপাতন
সঠিক উত্তর: (ঘ)

২০. নিচের কোনটি তাপ প্রয়োগে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়?
ক) কঠিন CO2
খ) লবণ
গ) SiO2
ঘ) Na
সঠিক উত্তর: (ক)

২১. উর্ধ্ব পাতিত পদার্থ-
i. ন্যাপথালিন
ii. আয়োডিন
iii. কর্পূর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) লুব্রিকেটিং অয়েল
খ) সয়াবিন তেল
গ) দুধ
ঘ) খাবার লবণ
সঠিক উত্তর: (ঘ)

২৩. তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না?
ক) আকার
খ) আকৃতি
গ) অণুর গঠন
ঘ) ভৌত অবস্থা
সঠিক উত্তর: (গ)

২৪. নিচের কোনটির দৃঢ়তা আছে?
ক) লবণ
গ) পানি
ঘ) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: (ক)

২৫. নিম্নের কোনটির নিঃসরণ দ্রুত ঘটে?
ক) মিথেন
খ) নাই্ট্রোজেন
গ) নাইট্রোজেন ডাই অক্সাইড
ঘ) প্রোপেন
সঠিক উত্তর: (ক)

২৬. তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া পদার্থকে কোন প্রক্রিয়ায় পুনরায় কঠিন পদার্থে পরিণত করা যায়?
ক) বাষ্পীভবন
খ) তরলীকরণ
গ) শীতলীকরণ
ঘ) ঘনীভবন
সঠিক উত্তর: (গ)

২৭. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের গতিশক্তি সবচেয়ে বেশি?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) আয়নিক
সঠিক উত্তর: (গ)

২৮. তাপ ও চাঁপের উপর নির্ভর করে পদার্থ কয়টি ভৌত অবস্থায় থাকতে পারে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

২৯. কখন গ্যাসীয় পদার্থের কণসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?
ক) গলনাঙ্কে পৌঁছালে
খ) হিমাঙ্কে পৌঁছালে
গ) স্ফুটনাঙ্কে পৌঁছালে
ঘ) শিশিরাঙ্কে পৌঁছালে
সঠিক উত্তর: (গ)

৩০.আন্তঃআণবিক শক্তি কোন শক্তির বিপরীত?
ক) স্তিতিশক্তি
খ) গতিশক্তি
গ) বন্ধন শক্তি
ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (খ)

৩১. নিচের কোনটি তরল পদার্থ?
ক) CaCO2
খ) C6H12O6
গ) CO2
ঘ) Hg
সঠিক উত্তর: (ঘ)

৩২. ভৌত পরিবর্তনের ফলে-
i. নতুন পদার্থের সৃষ্টি হয়
ii. অণুর গঠনের পরিবর্তন হয় না
iii. মৌলের সংযুক্তির পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (গ)

৩৩. পানির স্ফুটনাঙ্ক কত?
ক) 00C
খ) 1000C
গ) -2590C
ঘ) -2530C
সঠিক উত্তর: (খ)

৩৪. পারদের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. আকৃতি
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
ক) চিনি
খ) পারদ
গ) পানি
ঘ) অক্সিজেন গ্যাস
সঠিক উত্তর: (ঘ)

৩৬. নিচের কোনটি মৌলিক পদার্থ?
ক) গ্লাসভর্তি দুধ
খ) বেলুন ভর্তি হিলিয়াম গ্যাস
গ) কাঠের টুকরা
ঘ) বোতল ভর্তি পানি
সঠিক উত্তর: (খ)

৩৭. তাপ, আলোক প্রভৃতি পদার্থ নয়, কারণ-
i. এগুলো স্থান দখল করে না
ii. এগুলোর ভর নাই
iii. স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. কোন অবস্থায় পদার্থের কণাসমূহের মধ্যে সর্বাধিক কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি রয়েছে?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) তরল স্ফটিক
সঠিক উত্তর: (গ)

৩৯. কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল থাকে। কোন তত্ত্বথেকে এ তথ্যটি জানা যায়?
ক) ব্যাপন ত্ত্ত্ব
খ) নিঃসরণ তত্ত্ব
গ) গতিতত্ত্ব
ঘ) গ্যাস স্বীকার্যতত্ত্ব
সঠিক উত্তর: (গ)

৪০. আমোনিয়া ও বায়ুর মিশ্রণ-
ক) ক্ষারধমী
খ) অম্লধর্মী
গ) নিরপেক্ষ
ঘ) উভধর্মী
সঠিক উত্তর: (ক)

৪১. কিসের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে?
ক) চাপের প্রভাবে
খ) আঘাতের প্রভাবে
গ) তাপমাত্রার প্রভাবে
ঘ) ঘনমাত্রার প্রভাবে
সঠিক উত্তর: (গ)

৪২. আন্তঃআণবিক শক্তি বা আকার্ষণ কম হলে দূরত্ব-
ক) কমে যায়
খ) বেড়ে যায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) সামান্য কমে যায়
সঠিক উত্তর: (খ)

৪৩. মিশ্র পদার্থ হলো-
i. মোম
ii. পানি
iii. বায়ু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (খ)

৪৪. পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করবে?
ক) বেগুনি
খ) নীল
গ) লাল
ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)

৪৫. পদার্থের কণাসমূহের গতিশক্তির ফলে কী ঘটে?
ক) কণাসমূহ একত্রিত হয়
খ) কণাসমূহ দূরে সরে যায়
গ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়
ঘ) কণাসমূহের মধ্যে সংযোগ ঘটে
সঠিক উত্তর: (খ)

৪৬. সাগরের পানি নানা প্রকার লবণের-
ক) সমসত্ত্ব মিশ্রণ
খ) অসমসত্ত্ব মিশ্রণ
গ) সম্পৃক্ত মিশ্রণ
ঘ) অসম্পৃক্ত মিশ্রণ
সঠিক উত্তর: (ক)

৪৭. স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভরশীল?
ক) তাপ
খ) ভর
গ) শক্তি
ঘ) আন্তঃআণবিক শক্তি
সঠিক উত্তর: (ঘ)

৪৮. মোম জ্বালানোর সময় কী ধরনের পরিবর্তন ঘটে?
ক) রাসায়নিক পরিবর্তন
খ) ভৌত পরিবর্তন
গ) ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন হয়
ঘ) রূপান্তরকরণ পরিবর্তণ
সঠিক উত্তর: (গ)

৪৯. পদার্থের কোন অবস্থায় কণাগুলো সবচেয়ে দূরে অবস্থান করে?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (গ)

৫০. পদার্থে অণুসমূহ সর্বদা কম্পনশক্তি বজায় রাখে। কখন অণুসমূহ এর কম্পনশক্তি বিভিন্ন দিকে চলাচল করার মতো শক্তি সঞ্চয় করে?
ক) স্ফুটনের আগে
খ) স্ফুটনের পরে
গ) গলনের আগে
ঘ) গলনের পরে
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 270 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here