নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও MCQ সাজেশন পিডিএফ ডাউনলোড

এস.এস. সি.রসায়ন বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা

১. এক মোল পানি=?
ক) 16g
খ) 18g
গ) 20g
ঘ) 22g
সঠিক উত্তর: (খ)

২. পানিতে NaOH দ্রবীভূত করা হলে দ্রবণটিকে কী বলে?
ক) জৈবিক দ্রবণ
খ) জলীয় দ্রবণ

গ) জটিল দ্রবণ
ঘ) অসমসত্ত্ব মিশ্রণ
সঠিক উত্তর: (খ)

৩. একটি গ্যাসের ঘনত্ব 1.43 g/Lএর আণবিক ভর কত?
ক) 16
খ) 71
গ) 45
ঘ) 32
সঠিক উত্তর: (ঘ)

৪. প্রমাণ অবস্থায় কোন পদার্থের মোলার আয়তন 22.4 লিটার হয়?
ক) গ্যাসীয় পদার্থের
খ) তরল পদার্থের
গ) কঠিন পদার্থের
ঘ) কঠিন, তরল, গ্যাসীয় সবগুলোর ক্ষেত্রেই
সঠিক উত্তর: (ক)

৫. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 78 হলে এর আণবিক সংকেত কী হবে?
ক) C6H6
খ) C2H2
গ) CH4
ঘ) C2H4
সঠিক উত্তর: (ক)

৬. বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ হিসাব করাকে কী বলে?
ক) Gravimetry
খ) Stoichiometry
গ) Iidometry
ঘ) Cromatography
সঠিক উত্তর: (খ)

৭. একটি যৌগের আণবিক ভর 180 এবং উহার স্থূল সংকেত CH2O। যৌগটির আণবিক সংকেত কোনটি?
ক) CH4O
খ) C6H12O6
গ) C6H6O
ঘ) H2CO3
সঠিক উত্তর: (খ)

৮. HCI এ H ও CI এর শতকরা সংযুক্তির সমষ্টি কত?
ক) 78
খ) 11.11
গ) 100
ঘ) 120
সঠিক উত্তর: (গ)

৯. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
ক) 1.27x 1024
খ) 2.5×1024
গ) 6.02×1023
ঘ) 6.36×1023
সঠিক উত্তর: (ক)

১০.  পটাসিয়ামের ল্যাটিন নাম কোনটি?
ক) Natrium
খ) Kalium
গ) Cuprum
ঘ) Plumbum
সঠিক উত্তর: (খ)

১১. মোল সম্বন্ধে নিচের তথ্যগুলো পড়-
i. রাসায়নিক পদার্থ পরিমাপের একক
ii. মোল দ্বারা লোম বিশিষ্ট ক্ষুদ্রপ্রাণ বুঝায়
iii. মোলের সাথে ভরের একক গ্রাম/মিলিগ্রাম এর সম্পর্ক আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii

ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. গ্লুকোজের আণবিক ভর কত?
ক) 280
খ) 90
গ) 140
ঘ) 180
সঠিক উত্তর: (ঘ)

১৩. পার্থ ও চিন্ময়ের আর কত মোল?
ক) 9.64
খ) 10.56
গ) 3.25
ঘ) 8.79
সঠিক উত্তর: (ক)

১৪. ফসফরাস একাধিক যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
ক) এটি স্বাভাবিক অবস্থায় ৩টি এবং উত্তেজিত অবস্থায় ৫টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
খ) এটি স্বাভাবিক অবস্থায় ৫টি উত্তেজিত অবস্থায় ৩টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
গ) এটি স্বাভাবিক অবস্থাতেই ৩ এর অধিক বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
ঘ) এটি উত্তেজিত অবস্থায় পুনর্বিন্যাসের মাধ্যমে ৪টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
সঠিক উত্তর: (ক)

১৫. একটি গ্যাস পাত্রে প্রমাণ অবস্থায় ১১.২ লিটার O2 আছে, এতে ১২ গ্রাম কার্বন যোগ করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে?
ক) ১২ গ্রাম
খ) ২৪ গ্রাম
গ) ২২ গ্রাম
ঘ) ২১ গ্রাম
সঠিক উত্তর: (গ)

১৬. 1 মোল অক্সিজেন পরমাণুর হচ্ছে-
ক) 16 গ্রাম
খ) 32 গ্রাম
গ) 8 গ্রাম
ঘ) 48 গ্রাম
সঠিক উত্তর: (ক)

১৭. মোলার দ্রবণ বলতে বুঝায়-
i. 2 লিটার 200 গ্রাম CaCO3
ii. 1 লিটারে 106 গ্রাম Na2CO3
iii. 2 লিটারে 40 গ্রাম NaOH
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮. N2 বলতে কী বুঝায়?
ক) 14 ভাগ ভরের নাইট্রোজেন
খ) 28 ভাগ ভরের নাইট্রোজেন
গ) 2 মোল নাইট্রোজেন
ঘ) 11-2 লিটার নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)

১৯. বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ হিসাব করা যায় কোনটি থেকে?
ক) প্রতিপাদ বিক্রিয়ক
খ) লিমিটিং বিক্রিয়ক থেকে
গ) বিজারক থেকে
ঘ) জারক থেকে
সঠিক উত্তর: (খ)

২০.সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
i. এর সর্ববহিস্থ শক্তিস্তর ২টি ইলেকট্রন থাকে
ii. এর সর্ববহিস্থ শক্তিস্তর ফাঁকা d অরবিটাল থাকে
iii. উত্তেজিত অবস্থায় এটি পুনর্বিন্যাসের মাধ্যমে অযুগল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

২১.নিচের তথ্যসমূহ পড়-
i. যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়
ii. কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে
iii. কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী ৩
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) iii
গ) i ও ii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২.পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
i. আয়রন
ii. সালফার
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. কোনো যৌগের স্থূল সংকেত HO থেকে বুঝা যায়-
i. যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান
ii. রাসায়নিক অণুতে উভয় পরমাণু সংখ্যা সমান
iii. যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৪. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদন ভরের কোন সূত্র মেনে চলে?
ক) সংরক্ষণ
খ) উৎপাদ
গ) মোলারিটি
ঘ) মোলার
সঠিক উত্তর: (ক)

২৫. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ কীরূপ?
ক) নীল
খ) সাদা
গ) লাল
ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ক)

২৬. অ্যানালারসমূহ বিশুদ্ধতা-
ক) প্রায় ৭০%
খ) প্রায় ৮৫%
গ) প্রায় ৯৩%
ঘ) প্রায় ৯৫.৫%
সঠিক উত্তর: (ঘ)

২৭. দ্রবণের আয়তন কোনটির উপর নির্ভরশীল?
ক) ঘনমাত্রায়
খ) তাপমাত্রায়
গ) চাপের
ঘ) সময়ের
সঠিক উত্তর: (খ)

২৮. 20 গ্রাম Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন করে?
ক) 11.2 গ্রাম
খ) 52 গ্রাম
গ) 33.3 গ্রাম
ঘ) 68 গ্রাম
সঠিক উত্তর: (গ)

২৯. নীল বর্ণের CuSO4 কে উত্তপ্ত করলে কোন বর্ণে পরিণত হয়?
ক) বর্ণহীন
খ) নীল
গ) লাল
ঘ) সাদা
সঠিক উত্তর: (ঘ)

৩০. এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে কী বলা হয়?
ক) মোল ভগ্নাংশ
খ) মোলার দ্রবণ
গ) মোলারিটি
ঘ) মোলার আয়তন
সঠিক উত্তর: (ঘ)

৩১. 1টি HCI অণুর ভর কত?
ক) 6.02×10-23
খ) 6.06×10-23
গ) 5.13×10-23
ঘ) 6.18×10-23
সঠিক উত্তর: (খ)

৩২. 1 গ্রাম CO2 গ্যাসে অণুর সংখ্যা কয়টি?
ক) 1.28×1022
খ) 6.02×1023
গ) 1.36×1022
ঘ) 3.01×1023
সঠিক উত্তর: (ক)

৩৩. 500 ml দ্রবণে Na2CO3 এর 5×1010 টি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের মোল সংখ্যা কত?
ক) 4.15 x 10-14 মোল
খ) 5.6 x 10-10 মোল
গ) 3.8 x 10-15 মোল
ঘ) 6.2 x 10-13 মোল
সঠিক উত্তর: (ক)

৩৪. কোন যৌগের বাষ্প ঘনত্ব 14 হলে যৌগটির আণবিক ভর কত হবে?
ক) 14
খ) 28
গ) 42
ঘ) 56
সঠিক উত্তর: (খ)

৩৫. ডেসি মোলার দ্রবণ মানে?
ক) 0.2 মোলার দ্রবণ
খ) ½ মোলার দ্রবণ
গ) 0.1 মোলার দ্রবণ
ঘ) 5 মোলার দ্রবণ
সঠিক উত্তর: (গ)

৩৬. দ্রাবকের যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে কী বলে?
ক) মোলার দ্রব
খ) দ্রবণ
গ) দ্রাবক
ঘ) দ্রব
সঠিক উত্তর: (ঘ)

৩৭. H2O কত মোল পানি নির্দেশ করে?
ক) এক মোল
খ) দুই মোল
গ) তিন মোল
ঘ) শূণ্য মোল
সঠিক উত্তর: (ক)

৩৮. রাসায়নিক বিক্রিয়ার কোন নীতি সংরক্ষিত হয়?
ক) ভৌত পরিবর্তন নীতি
খ) আয়তন অনুপাত নীতি
গ) ভর সংরক্ষণ নীতি
ঘ) উৎপাদ সৃষ্টির নীতি
সঠিক উত্তর: (গ)

৩৯. ১০ গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
ক) 0.094 মোল
খ) 0.123 মোল
গ) 0.94 মোল
ঘ) 0.0978 মোল
সঠিক উত্তর: (ক)

৪০. 53×1020 টি Na2CO3 অণুর ভর কত গ্রাম?
ক) 0.9
খ) 0.19
গ) 0.07
ঘ) 0.01
সঠিক উত্তর: (ক)

৪১. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের কী বলা হয়?
ক) নরমালিটি
খ) মোলারিটি
গ) মোলালিটি
ঘ) মোল ভগ্নাংশ
সঠিক উত্তর: (খ)

৪২. দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে-
i. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি
ii. সেমি মোলার দ্রবণ বলতে ০.৫ মোরার দ্রবণকে বুঝায়
iii. ডেসি মোলার দ্রবণ বলতে ০.১ মোলার দ্রবণকে বুঝায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোনটি মৌলের নামের সংক্ষিপ্ত রূপ?
ক) প্রতীক
খ) সংকেত
ঘ) যোজ্যতা
সঠিক উত্তর: (ক)

৪৪. 11.2 লিটার O2 গ্যাস প্রমাণ অবস্থায় কয়টি অণু বিদ্যমান?
ক) 6.02×1023
খ) 2.05×1023
গ) 1.15×1022
ঘ) 3.01×1023
সঠিক উত্তর: (ঘ)

৪৫. 1 মোল CO2 এর ভর কত?
ক) 42 গ্রাম
খ) 52 গ্রাম
গ) 44 গ্রাম
ঘ) 32 গ্রাম
সঠিক উত্তর: (গ)

৪৬. ২ গ্রাম মিথেনে কতগুলো মিথেন অণু উপস্থিত আছে?
ক) 24.088×1023টি
খ) 3.82×10-23টি
গ) 7.89×1023টি
ঘ) 7.52×1022টি
সঠিক উত্তর: (ঘ)

৪৭. অ্যাভোগ্রেড্রো সংখ্যা মান কত?
ক) 6.023×1023
খ) 0.623×1020
গ) 602.3×1023
ঘ) 6.02×1022
সঠিক উত্তর: (ক)

৪৮. বিক্রিয়ায় ব্যবহৃত সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে বলে?
ক) আকরিক
খ) অ্যানালার
গ) সিমিলার
ঘ) লিমিটিং বিক্রিয়ক
সঠিক উত্তর: (খ)

৪৯. অ্যামোনিয়া মূলক হচ্ছে-
i. একটি একযোজী মূলক
ii. একটি ধনাত্মক যৌগমূলক
iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. 72g পানিতে কতগুলো পানির অণু উপস্থিত আছে?
ক) 24.088×1023টি
খ) 2.40×10-22টি
গ) 2.50×1023টি
ঘ) 7.52×1020টি
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

? সাইজঃ- 283 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here