নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও MCQ সাজেশন পিডিএফ ডাউনলোড

এস.এস. সি.রসায়ন বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ১১ : খনিজ সম্পদ-জীবাশ্ম

অনুধাবনমূলক প্রশ্নোত্তর

১। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কিভাবে শনাক্ত করা যায় ব্যাখ্যা কর?
উত্তর : অ্যালকিন কমলা-লাল বর্ণের ব্রোমিন গ্যাস বা প্রোমিন পানির
সঙ্গে বিক্রিয়ায় 1, 2 ডাইসোমো অ্যালকেন উৎপন্ন করে, এতে ব্রেমিনের লাল বর্ণ নষ্ট হয় এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করা যায়।
H2C = CH2(g) + Br2(g)- CH2 Br – CH2 r ইথিন ১, ২ ডাই ব্রোমোইতেন

২। কোক কি? উত্তর :খনি থেকে আহারিত কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্ধায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হয়। গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কোক (পড়শব) বলে।

৩। মার্জারিন বলতে কি বুঝ?
উত্তর : প্রভাবকীয় হাইড্রোজেনেশন (catalytichydrogenetion) দ্বারা তরল উদ্ভিজ্জ্য তেল (যাতে একাধিক বন্ধন থাকে) বিক্রিয়ার মাধ্যমে আংশিক সম্পৃক্ত করে মার্জারিনে পরিণত করা হয়।
H2C = CH2 + H2 180-2000C Ni H3C – CH3
মার্জারিন মাখন তৈরি করতে ব্যবহৃত হয়।

৪। অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কর?
উত্তর : কোনো কোনো দেশে যেমন- ব্রাজিলে অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে এবং সকল দেশে পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তাই অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া তাৎপর্যপূর্ণ। অ্যালফিনে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়।

H2 = CH2 + H20 30000C,60atm H3 P04 CH3 – CH20H ইথাইল অ্যালকোহল।

৫। বায়োপলিমার বলতে কি বুঝ?
উত্তর : বিজ্ঞানীগণ কৃত্রিম পলিমার তৈরি করেছেন যা প্রথমে সূর্যের আলোতে বিয়োজিত হয় এবং পরবর্তীতে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিয়োজিত (Biodegradable) হয় এদেরকে বায়োপলিমার বলে। ইহা ভুট্টা ও ইক্ষু থেকে প্রস্তুত করা হয়। এই পলিমার জীবানু দ্বারা বিযোজিত হতে ২০ থেকে ৩০ বছর প্রয়োজন।

৬। রেকটিফায়েড স্পিরিট বলতে কি বুঝ?
উত্তর : ইথানলেন ৯৬% জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে। রেকটিফায়েড স্পিরিটকে হোমিও ঔষধে ব্যবহার করা হয় যে সকল উপাদান পানিতে দ্রবনীয় নয় তাদেরকে ইথানলে দ্রবীভূত করে ব্যবহার করা হয়। ঔষধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্য শিল্পে ব্যবহৃত রেকটিফায়েডস্পিরিট সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়।

১. ডেলরিনে মনোমার এর সংখ্যা কত হতে পারে?
ক) পাঁচ থেকে পঞ্চাশ
খ) দশ থেকে ষাট
গ) বিশ থেকে সত্তর
ঘ) ত্রিশ থেকে আশি
সঠিক উত্তর: (ক)

২. R-COOH একটি অ্যাসিড, কারন –
i. –COOH মূলক উপস্থিত আছে
ii. জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়
iii. অ্যালকোহল মূলক উপস্থিত আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩. পেট্রোলিয়ামের ভৌত অবস্থা কীরূপ?
ক) কঠিন
খ) ঘনতরল
গ) গ্যাস
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

৪. অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনসমূহ –
i. সমতলীয় চাক্রিক কাঠামো থাকে
ii. একান্তর বন্ধন বিদ্যমান
iii. কার্বন-কার্বন ত্রিবন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. ডিজেল তেলের হাইড্রোকার্বনে কার্বন থাকে –

ক) 16-20টি
খ) 15-20টি
গ) 18-20টি
ঘ) 17-20টি
সঠিক উত্তর: (ক)

৬. দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনকে ভাঙতে কত চাপ প্রয়োগ করা হয়?
ক) 70 atm
খ) 75 atm
গ) 750 atm
ঘ) 700 atm
সঠিক উত্তর: (ক)

৭. ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে নিচের কোন যৌগটি তেরি হয়?
ক) CH3CHO
খ) CH3COOH
গ) CH3CH2OOCCH3
ঘ) CH3CH3
সঠিক উত্তর: (খ)

৮. কোনটি সাইক্লোহেক্সেন এর এর সংকেত?
ক) C6H6
খ) C6H16
গ) C6H12
ঘ) C6H14
সঠিক উত্তর: (গ)

৯. নিচের কোনটি সকল জ্বালানির মূল উপাদান?
ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) অক্সিজেন
ঘ) কার্বন
সঠিক উত্তর: (ঘ)

১০. পেট্রোলিয়ামের 171-2700C তাপমাত্রায় –
i. পৃথকীকৃত অংশকে ডিজেল তেল বলে
ii. পৃথকীকৃত অংশে 20 ভাগ ডিজেল তেল থাকে
iii. পৃথকীকৃত অংশে 16-20 পর্যন্ত কার্বন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. পাঁচ থেকে এগার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত — হয়।
ক) তরল
খ) গ্যাসীয়
গ) কঠিন
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

১২. প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে –
i. ডিজেল জ্বালানিকে পেট্রোল জ্বালানিতে পরিণত করা যায়
ii. শাখাযুক্ত অ্যালকেন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন হয়
iii. অ্যালকিন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. পেট্রোলিয়ামের কোন অংশকে পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
ক) গ্যাসোলিন
খ) প্রাকৃতিক গ্যাস
গ) লুবিকেটিং তেল
ঘ) বিটুমিন
সঠিক উত্তর: (ক)

১৪. গ্লিাসরিন এক ধরনের কী?
ক) হাইড্রোজেন
খ) এস্টার
গ) অ্যালডিহাইড
ঘ) অ্যালকোহল
সঠিক উত্তর: (ঘ)

১৫. হাসপাতালে ব্যবহৃত পলিমারের নাম কী?
ক) পলি ইথান্যাল
খ) পলিইথানল
গ) পলিথিন
ঘ) পলিপ্রোপিলিন
সঠিক উত্তর: (খ)

১৬. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোন প্রভাবক ব্যবহৃত হয়?
ক) V2O5
খ) Ni
গ) LiAlH4
ঘ) MnO2
সঠিক উত্তর: (খ)

১৭. হাইড্রোকার্বন যৌগের শিকলে প্রতিটি কার্বন সর্বাধিক কতটি কার্বনের সাথে যুক্ত হয়ে সরল শিকল হাইড্রোকার্বন গঠন করে?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
সঠিক উত্তর: (ক)

১৮. প্লাস্টিক তৈরির কাঁচামাল কোনটি?
ক) H3CCOCl
খ) H2N-CO-NH2
গ) CH3CHO
ঘ) CH3COOH
সঠিক উত্তর: (খ)

১৯. নিচের কোনটিতে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়?
ক) CH4
খ) C2H6
গ) C2H2
ঘ) C3H6
সঠিক উত্তর: (গ)

২০. কৃত্রিম পলিমারের মধ্যে –
i. পলিথিন সহজে কাটা যায়
ii. PVC, বৈদ্যুতিক সামগ্রী, পানির পাইপ, কৃত্রিম বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়
iii. টেফলন অদাহ্য, এসিড ও ক্ষারে নিষ্ক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২১. সকল প্লাস্টিক দ্রব্য ও কৃত্রিম তন্তু নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়?
ক) হ্যালোজেনেশন
খ) পলিমারকরণ
গ) ওজোনীকরণ
ঘ) সংযোজন
সঠিক উত্তর: (খ)

২২. অধিক পরিমাণ শাখাযুক্ত কার্বন শিকল থাকলে পলিমার –
ক) ঘনত্ব কম হয়
খ) গলনাঙ্ক বেশি হয়
গ) শক্ত প্রকৃতির হয়
ঘ) ঘনত্ব বেশি হয়
সঠিক উত্তর: (ক)

২৩. অ্যালকাইনের ক্ষুদ্রতম ও সরল সদস্য নিচের কোনটি?
ক) মিথেন
খ) ইথিলিন
গ) অ্যাসিটিলিন
ঘ) প্রোপাইন
সঠিক উত্তর: (গ)

২৪. কোনটিকে সহজে গলানো যায়?
ক) থার্মোপ্লাস্টিক পলিমারকে
খ) থার্মোসেটিং পলিমারকে
গ) উভয়টিকেই
ঘ) কোনটিকেই নয়
সঠিক উত্তর: (ক)

২৫. ডোডেকেনকে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কী পাওয়া যায়?
ক) অ্যালকেন ও অ্যালকিন
খ) অ্যালকিন ও অ্যালকাইন
গ) অ্যালকেন ও অ্যালকাইন
ঘ) অ্যালকিন
সঠিক উত্তর: (ক)

২৬. কেরোসিন কোন হাইড্রোকার্বনের মিশ্রণ?
ক) n-পেন্টেন ও n-ডোডেকেন
খ) n-পেন্টেন ও n-ট্রাইডেকেন
গ) n-ডোডেকেন ও n-পেন্টাডেকেন
ঘ) n-উনডেকেন ও n-হেক্সাডেকেন
সঠিক উত্তর: (ঘ)

২৭. হাইড্রোকার্বনে কী কী থাকে?
ক) কার্বন ও নাইট্রোজেন
খ) কার্বন ও হাইড্রোজেন
গ) কার্বন ও সিলিকন
ঘ) কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন
সঠিক উত্তর: (খ)

২৮. নিচের কোনটি টেফলনের মনোমার?
ক) CH2=CH-CH3
খ) CH2=CHCL2
গ) CF2=CF2
ঘ) CH2=CH2
সঠিক উত্তর: (গ)

২৯. জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা নিচের কোনটিতে পরিণত হয়?
ক) কয়লা
খ) তেল
গ) স্বর্ণ
সঠিক উত্তর: (খ)

৩০. অ্যালকিনসমূহ –
i. দাহ্য পদার্থ
ii. গ্যাসীয়, তরল ও কঠিন অবস্থায় থাকে
iii. রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. অ্যালকিনের উৎস হচ্ছে –
i. পেট্রোলিয়ামের ভাঙন বা ক্র্যাকিং
ii. আমেরিকার প্রাকৃতিক গ্যাস
iii. ইউরোপে অশোধিত তেলের ন্যাপথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. ইথানলকে নিরুদিত করলে কী পাওয়া যায়?
ক) ইথিন
খ) প্রোপিন
গ) ইথেন
ঘ) ইথাইন
সঠিক উত্তর: (ক)

৩৩. ডেকেনের কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা কত?
ক) 10টি
খ) 11টি
গ) 12টি
ঘ) 14টি
সঠিক উত্তর: (ক)

৩৪. হেক্সাডেকেন কীরূপ হয়?
ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)

৩৫. কোনটি দহন?
ক) নাইট্রোজেন দ্বারা পুড়ানো
খ) কার্বন মনোঅক্সাইড দ্বারা পুড়ানো
গ) অক্সিজেন দ্বারা পুড়ানো
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

৩৬. অ্যালকিনকে দহন করলে কি পাওয়া যায়?
ক) কার্বন ডাইঅক্সাইড
খ) অ্যালকেন
গ) অ্যালকাইন
ঘ) কার্বন
সঠিক উত্তর: (ক)

৩৭. ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক) CH2Cl2
খ) CHCl3
গ) CH3Cl
ঘ) CCl4
সঠিক উত্তর: (ঘ)

৩৮. এক থেকে চার কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন — হয়।
ক) গ্যাসীয়
খ) তরল
গ) কঠিন
ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)

৩৯. পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন থাকে?
ক) 30%
খ) 40%
গ) 45%
ঘ) 50%
সঠিক উত্তর: (ঘ)

৪০. কোনটি সহজেই গ্রিজ ও ময়লাকে সহজেই দ্রবীভূত করতে পারে?
ক) CHCl3
খ) CH2Cl2
গ) CH3Cl
ঘ) CCl4
সঠিক উত্তর: (ঘ)

৪১. কোনটি অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন নয়?
ক) বেনজিন
খ) ফেনল
গ) সাইক্লোপেন্টেন
ঘ) ন্যাপথালিন
সঠিক উত্তর: (গ)

৪২. নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. গ্লুকোজ, সেলুলোজ, স্টার্চের মনোমার
ii. দেহের কোষ ও কলা গঠন করে প্রোটিন
iii. ইনসুলিনে ২২টি অ্যামাইনো এসিড থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. বাংলাদেশের কোন অঞ্চলে গ্যাস ক্ষেত্র মজুদ আছে?
ক) পূর্বাঞ্চলে
খ) পশ্চিমাঞ্চলে
গ) উত্তরাঞ্চলে
ঘ) দক্ষিণাঞ্চলে
সঠিক উত্তর: (খ)

৪৪. একই পদার্থের অসংখ্য অণুযুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে বলে –
ক) ওজোনীকরণ
খ) হ্যালোজেনেশন
গ) পলিমারকরণ
ঘ) যুত পলিমারকরণ
সঠিক উত্তর: (ঘ)

৪৫. অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে?
ক) এসিড
খ) ক্ষার
গ) জারক
ঘ) হ্যালোজেন
সঠিক উত্তর: (ঘ)

৪৬. অ্যালকেনের অপূর্ণ দহনে কী উৎপন্ন হয়?
ক) CO
খ) CO2
গ) C
Ο ঘ) ক ও গ
সঠিক উত্তর: (ঘ)

৪৭. কোনটি অধিক সক্রিয়?
ক) CH3-CH3
খ) CH2=CH2
গ) CH=CH
ঘ) CH3CH2-CH3
সঠিক উত্তর: (খ)

৪৮. অ্যালকোহল বাতাসে উন্মুক্ত রাখলে টক স্বাদ লাভ করে কোনটির কারণে?
ক) ব্যাকটেরিয়া
খ) জারণ
গ) ভাইরাস
ঘ) আর্দ্র বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ)

৪৯. নিম্ন ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপমাত্রা কত?
ক) 2000C
খ) 3000C
গ) 1000C
ঘ) 20000C
সঠিক উত্তর: (ক)

৫০. যুত পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি মনোমার হিসেবে কাজ করে?
ক) অ্যালকেন
খ) অ্যালকিন
গ) অ্যালকাইন
ঘ) অ্যালকোহল
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 326 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 8

Download From Google Drive

Download

  Direct Download 

Download

Download From Dropbox

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here