নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ১৩ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক | সাধারণ জ্ঞান প্রস্তুতি

এস. এস. সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ১৩ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক

এই নোট টির ডাউনলোড লিংক পোস্টের নিচে পাবেন

সরকারি অর্থ ব্যবস্থার ধারণা

সরকারি অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। সাধারণভাবে সরকারি অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বুঝায়। এ সম্পর্কে অধ্যাপক ডালটন বলেন, ” সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলি আলোচনা করে।” অর্থনীতির এ শাখায় রাষ্ট্রের সব ধরণের আয়-ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে।

 

সরকারি অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। সাধারণভাবে সরকারি অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বুঝায়। এ সম্পর্কে অধ্যাপক ডালটন বলেন, ” সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলি আলোচনা করে।” অর্থনীতির এ শাখায় রাষ্ট্রের সব ধরণের আয়-ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে।

ব্যাংকের ধারণা

ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতার বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। কোনো কোনো জমা থেকে জনসাধারণ সুদ হিসেবে আয়ও করে থাকে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণগ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরণের ঋণের উপর সুদ আদায় করে। সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম। সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা। মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে। এ কারণে ব্যাংককে ঋণের কারবারী বলা হয়।

ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতার বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। কোনো কোনো জমা থেকে জনসাধারণ সুদ হিসেবে আয়ও করে থাকে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণগ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরণের ঋণের উপর সুদ আদায় করে। সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম। সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা। মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে। এ কারণে ব্যাংককে ঋণের কারবারী বলা হয়।

বাংলাদেশ সরকারের আয়ের উৎস

বাংলাদেশ সরকার জণকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারে আয়ের উৎসগুলো দু’ভাগে ভাগ করা যায়। যথাঃ ক) কর রাজস্ব খ) কর বহির্ভূত রাজস্ব

বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ

বাংলাদেশ সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ-ব্যয় করে। এছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডেও ব্যয় করতে হয়। সরকারি ব্যয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করা ও অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা। সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব ও উন্নয়নমূলক এ দুরকম ব্যয়ের অর্থ বরাদ্দ করে থাকে।

কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যাবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংক

অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যের প্রাণই হলো বাণিজ্যিক ব্যাংক। এই শ্রেনীর ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনীতিতে উন্নয়নে সহায়তা করে।

বিশেষ আর্থিক প্রতিষ্ঠান

বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। যেমন, শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, গৃহনির্মাণ ঋণ মঞ্জুরির জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায়ী মনোভাব সম্পন্ন করার লক্ষ্যে সমবায় ব্যাংক, দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীন ব্যাংক প্রভৃতি। 

আমানত

বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকারের- চলতি,সঞ্চয়ী এবং স্থায়ী আমানত।

ভ্যাট

মূল্য সংযোজন কর বাংলাদেশে কর ব্যবস্থায় ভ্যাট ( VAT-Value Added Tax) নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থায়ীভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবাখাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।

স্বকর্মসংস্থান

স্বকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব-উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। বাংলাদেশে প্রতিবছর শ্রম্বাজারে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করছে। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ১৩ এর সকল বহুনির্বাচনী প্রশ্ন PDF ডাউনলোড

১. কোনটি ঋণ গ্রহীতার প্রদেয় সুদ ও সঞ্চয়কারীর প্রাপ্ত সুদের পার্থক্য নির্দেশ করে?
ক) সুদ
খ) মুনাফা
গ) ঋণ
ঘ) আমানত
সঠিক উত্তর: (খ)

২. কোনটি ব্যক্তিগত আয়ের ওপর ধার্যকৃত কর?
ক) বাণিজ্য শুল্ক
খ) আবগারি শুল্ক
গ) মূল্য সংযোজন কর
ঘ) আয়কর
সঠিক উত্তর: (ঘ)

৩. কোনটি নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) বাংলাদেশ ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) অর্থলগ্নিকারী ব্যাংক
সঠিক উত্তর: (ক)

৪. দলিলপত্র নিবন্ধন করার জন্য কোনটি দিতে হয়?
ক) উকিল ফি
খ) কোর্ট ফি
গ) রেজিষ্ট্রেশন ফি
ঘ) বিচারপতির ফি
সঠিক উত্তর: (গ)

৫. কোন ব্যাংক দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী?
ক) শিল্প ব্যাংক
খ) অগ্রণী ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) রূপালী ব্যাংক
সঠিক উত্তর: (গ)

৬. কোন ব্যাংককে ‘নিকাশ ঘর’ বলা হয়?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) শিল্প ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর: (খ)

৭. কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে কোনটির মাধ্যমে?
ক) ড্রাফট
খ) হুন্ডি
গ) চেক
ঘ) বন্ড
সঠিক উত্তর: (গ)

৮. কোনটি মূল্যবান অলঙ্কার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর: (ক)

৯. কোন আমানতের ওপর ব্যাংক কোনো সুদ দেয় না?
ক) অস্থায়ী আমানত
খ) চলতি আমানত
গ) সঞ্চয়ী আমানত
ঘ) স্থায়ী আমানত
সঠিক উত্তর: (খ)

১০. সরকার একটি বিমান ক্রয় করেছে এটা সরকারের কোন ধরনের ব্যয়?
ক) প্রতিরক্ষা ব্যয়
খ) বেসামরিক প্রশাসন ব্যয়
গ) বিবিধ ব্যয়
ঘ) উন্নয়ন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)

১১. ন্যাশনাল ব্যাংক কী ধরনের ব্যাংক?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বিশেষায়িত ব্যাংক
গ) বাণিজ্যিক ব্যাংক
ঘ) বিশেষ আর্থিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)

১২. বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?
ক) প্রতিরক্ষা
খ) শিক্ষা
গ) বেসরকারি প্রশাসন
ঘ) বৈদেশিক বিষয়াবলি
সঠিক উত্তর: (ক)

১৩. অর্থ তরল সম্পদ কেন?
ক) স্থানান্তরযোগ্য
খ) চাহিদার গ্রাহককে প্রদানের ক্ষমতা
গ) সহজে সঞ্চয় করা যায়
ঘ) মূল্যের পরিমাপক বলে
সঠিক উত্তর: (খ)

১৪. বাংলাদেশ শিল্প ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে?
ক) দীর্ঘমেয়াদি
খ) স্বল্পমেয়াদি
গ) মধ্যমেয়াদি
ঘ) স্বল্প ও মধ্যমেয়াদি
সঠিক উত্তর: (ক)

১৫. সপ্তাহে এক বা দুইবার অর্থ তোলা যায় কোন আমানত থেকে?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
সঠিক উত্তর: (খ)

১৬. কোন ব্যাংক দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে?
ক) গ্রামীণ ব্যাংক
খ) শিল্প ব্যাংক
গ) কৃষি ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক
সঠিক উত্তর: (ক)

১৭. সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করতে হবে কেন?
ক) সরকারের উন্নয়নের জন্য
খ) সামাজিক উন্নয়নের জন্য
গ) দেশের সামষ্টিক উন্নয়নের
ঘ) অর্থনৈতিক উন্নয়নের জন্য
সঠিক উত্তর: (গ)

১৮. কোনটি দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে?
ক) গভর্নর
খ) অর্থমন্ত্রী
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বিশেষ ব্যাংক
সঠিক উত্তর: (গ)

১৯. কোনটি কর বহির্ভূত আয়ের অন্তর্ভুক্ত?
ক) চিনি
খ) ভূমি
গ) টেলিফোন
ঘ) মাদক
সঠিক উত্তর: (গ)

২০. কোনটির ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে?
ক) সুদ
খ) মুনাফা
গ) ঋণ
ঘ) সঞ্চয়কারীর আমানত
সঠিক উত্তর: (খ)

২১. কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা ধরন হলো –
i. সম্পূর্ণ সরকারি
ii. আংশিক সরকারি
iii. সরকারি অথবা বেসরকারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. বাংলাদেশে অবস্থিত লয়েড ব্যাংক, চাটার্ড ব্যাংক, ব্যাংক অব চায়না প্রভৃতি কোন ধরনের ব্যাংক?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) বিনিময় ব্যাংক
গ) সঞ্চয়ী ব্যাংক
ঘ) আন্তর্জাতিক ব্যাংক
সঠিক উত্তর: (খ)

২৩. কেন্দ্রীয় ব্যাংক কার প্রতিনিধি হিসেবে কাজ করে?
ক) রাষ্ট্রের
খ) সরকারের
গ) অন্যান্য ব্যাংকের
ঘ) জামানতকারীর
সঠিক উত্তর: (খ)

২৪. ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে কোন ব্যাংক?
ক) আন্তর্জাতিক ব্যাংক
খ) শিল্প ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বিনিময় ব্যাংক
সঠিক উত্তর: (গ)

২৫. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক) বিশেষ ঋণদানকারী সংস্থা
খ) সরকারি ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বাণিজ্যিক ব্যাংক
সঠিক উত্তর: (ক)

২৬. কোনটি পূর্ত কাজ?
ক) মেডিকেল কলেজ স্থাপন
খ) রাস্তাঘাট নির্মাণ
গ) কর্মচারীকে বেতন প্রদান
ঘ) স্কুল কলেজ নির্মাণ
সঠিক উত্তর: (খ)

২৭. মোট অর্থের পরিমাণ বেড়ে গেলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?
ক) দুর্নীতি বাড়তে পারে
খ) মুদ্রাস্ফীতি
গ) পণ্যের দাম কমতে পারে
ঘ) পণ্যের দাম বাড়তে পারে
সঠিক উত্তর: (খ)

২৮. সরকার বিপুল অর্থ ব্যয় করে –
i. জনকল্যাণ সাধনে
ii. প্রশাসন পরিচালনায়
iii. আর্থসামাজিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯. বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কী?
ক) হুন্ডি বাট্টা করা
খ) সঞ্চয় বৃদ্ধি করা
গ) অর্থ স্থানান্তর করা
ঘ) ঋণদান করা
সঠিক উত্তর: (ঘ)

৩০. কোনটি বাংলাদেশের দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে?
ক) ইসলামী ব্যাংক
খ) সোনালী ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) উত্তরা ব্যাংক
সঠিক উত্তর: (গ)

৩১. বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে?
ক) মুদ্রা কম ছাপায়
খ) ঋণ নিয়ন্ত্রণ করে
গ) বাণিজ্যিক ব্যাংককে চাপে রাখে
ঘ) বার্ষিক বাজেটের সমালোচনা করে
সঠিক উত্তর: (গ)

৩২. বাংলাদেশ ব্যাংক নিজ দেশে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করে –
i. সরকারের প্রতিনিধি
ii. আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের প্রতিনিধি
iii. বিশ্বব্যাংকের প্রতিনিধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৩. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য –
ক) ঋণদান করা
খ) হুন্ডি বাট্টা করা
গ) বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
ঘ) অর্থ জমা রাখা
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কোনটি বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত?
ক) প্রতিরক্ষা
খ) শিক্ষা
গ) স্বাস্থ্য
ঘ) কৃষি
সঠিক উত্তর: (খ)

৩৫. কর বহির্ভূত রাজস্ব কোনটি?
ক) ভূমি রাজস্ব
খ) আয়কর
গ) বন
ঘ) যানবাহন কর
সঠিক উত্তর: (গ)

৩৬. আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে কী বলে?
ক) সম্পূরক শুল্ক
খ) আয়কর
গ) কর রাজস্ব
ঘ) বাণিজ্য শুল্ক
সঠিক উত্তর: (ক)

৩৭. বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে –
i. বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা
ii. মূল্যবান মুদ্রার প্রচলন
iii. বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৮. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি?
ক) ঋণদান করা
খ) বিনিময় হার ঠিক করা
গ) অর্থ স্থানান্তর করা
ঘ) মুদ্রা প্রচলন করা
সঠিক উত্তর: (ঘ)

৩৯. যানবাহন নিবন্ধনের জন্য কোন ধরনের কর দিতে হয়?
ক) আবগারি শুল্ক
খ) যানবাহন কর
গ) আয়কর
ঘ) মূল্য সংযোজন কর
সঠিক উত্তর: (খ)

৪০. বাণিজ্যিক ব্যাংক কোন ঋণ প্রদান করে থাকে?
ক) স্বল্পমেয়াদি
খ) দীর্ঘমেয়াদি
গ) অতি স্বল্পমেয়াদি
ঘ) অতি দীর্ঘমেয়াদি
সঠিক উত্তর: (ক)

৪১. সরকারি ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয় হলো –
i. উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
ii. অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
iii. অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪২. বাংলাদেশ সরকার কোন ধরনের সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ‘ফি’ আদায় করে?
ক) স্বাস্থ্য
খ) শিক্ষা
গ) আর্থিক
ঘ) প্রশাসনিক
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোন আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
সঠিক উত্তর: (খ)

৪৪. বাংলাদেশ ব্যাংকের কাজ হলো –
i. সরকারকে ঋণ প্রদান
ii. আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান
iii. ব্যবসা করার জন্য ঋণ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৫. বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে –
i. আর্থিক সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ দান করে
ii. বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় করে
iii. ক্রিয়ারিং হাউস হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. কোন আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায়?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
সঠিক উত্তর: (গ)

৪৭. কোন খাতে প্রায়ই ঘাটতি থাকে?
ক) রেলওয়ে
খ) ডাক
গ) ব্যাংকিং
ঘ) সমবায়
সঠিক উত্তর: (ক)

৪৮. কোন আমানতের ওপর অপেক্ষাকৃত বেশি হারে সুদ দেওয়া হয়?
ক) চলতি আমানত
খ) সঞ্চয়ী আমানত
গ) স্থায়ী আমানত
ঘ) সাধারণ আমানত
সঠিক উত্তর: (গ)

৪৯. কোন ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়?
ক) ইসলামী ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) কৃষি ব্যাংক
ঘ) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: (খ)

৫০. কোন ব্যাংক দেশের অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) শিল্প ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

? সাইজঃ-281 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here