Since,For ও From এর ব্যবহার মনে রাখার সহজ উপায় | Difference between Since and For | Since Vs For

Since ও For এর ব্যবহার আমরা অনেক পড়লেও সহজে মনে থাকেনা। বিসিএসসহ যেকোন চাকরির পরীক্ষায় যখন Since ও For সম্পর্কিত প্রশ্ন আসে তখন আমরা ভুল করি। আজ আমরা জানবো….

  • Since ও For এর মধ্যে পার্থক্য কি?
  • Since ও For এর বিস্তারিত ব্যবহার
  • Since ও For কোন টি কখন বসবে তা সহজে বোঝার টেকনিক।
  • Since ও From এর বিস্তারিত ব্যবহার
  • Since ও From এর মধ্যে পার্থক্য কি?

Since : আমরা যখন Since ব্যবহার করি তখব কোনো কিছু আগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি এমন জিনিস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন:

I have lived in this house since 1997.
=আমি ১৯৯৭ থেকে এ বাড়িতে বসবাস করছি।
(তার মানে এখনো বসবাস করছি, শেষ হয়নি)

We’ve been married since last June.
=আমরা জুন মাস থেকে বিবাহিত।
(তার মানে, এখনো বিবাহিত শেষ হয়নি)

I’ve known him since we were at school.
=আমি তাকে স্কুল জীবন থেকে চিনি।

Since এর সাথে Perfect বা Perfect continuous tense ব্যবহারকরি।

I have had this car since last April.
(আমরা এ গাড়িটি এপ্রিল মাস থেকে পেয়েছি)

Mary has been working here since 2003.
(আমরা ২০০৩ থেকে কাজ করছি)

বাক্যে নির্দিষ্ট সময় হইতে, হতে, থেকে থাকলে Since বসে।

অতীতের অর্থ প্রকাশের জন্য আমরা Since এর সাথে Past perfect tense ব্যবহার করতে পারি:

It was 1974, and he had been living in Bogura since 1964.
এটি ছলো ১৯৭৪, এবং আমরা ১৯৬৪ থেকে বগুড়ায় বসবাস করছিলাম।

Since vs For :

আমরা Since ব্যবহার করি যখন কোনোকিছুর শুরু আছে কিন্তু এবং For এর ক্ষেত্রে ব্যতিক্রম For নির্দিষ্ট করে সময় কে উল্লেখ করে যেমন:

বাক্যে ব্যাপক সময় ও যাবত, ধরে থাকলে For বসে।

For + a time period:

We have lived in this house for thirty years.
(আমরা এ ঘরে ৩০ বছর ধরে আছি)

I’ve been waiting here for three hours.
(আমি এখানে তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি)
vs

We have lived in this house since we got married.
(আমি আমার বিয়ে হওয়ার পর থেকে এ বাড়িতে আছি)

I’ve been waiting here since 9 o’clock.
(আমি ৯টা থেকে এখানে অপেক্ষা করছি)

Since vs From: Difference between Since and From

Since এবং From উভয়ই কোনোকিছু শুরু করা হওয়া থেকে বোঝায়, কিন্তু Since দ্বারা যেটি শুরু হয় সেটির শেষ কখনো বাক্যে উল্লখ থাকেনা। From একটু ভিন্ন অর্থ দেয়, From present এবং Future tense এর জন্য ব্যবহার হয়। যেমন:

I’ve been here since 8 o’clock this morning.
(আমি সকাল ৮টা থেকে এখানে আছি)
I’ve been here from 8 o’clock this morning. 

I’ve been so bad since my childhood. 
I’m so bad since my childhood.

আমি আগামীকাল এখানে ৮ থেকে থাকবো:
I will be here from 8 o’clock tomorrow.
I will be here since 8 o’clock tomorrow.

দোকান শনিবারে ৯ থেকে খোলা থাকে।
The shop is open from 9 a.m on Saturdays.
The shop is open since 9 a.m on Saturdays.

We say from . . . to or from . . . till /until:

He works from 8 to 5 o’clock.
(তিনি ৮ থেকে ৫ টা পর্যন্ত কাজ করেন)

From the 1920s until his death, Picasso lived in France.
(১৯৯৭ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত পিকাছো ফ্রাঞ্চ এ বাস করতো)

Since সম্পর্কে আরো কিছু তথ্য জেনে রাখা ভাল

  • Since বাক্যের প্রথমে বসলে ‘যহেতু/কেননা’ অর্থ দিয়ে থাকে:
  • Since body and mind go together, illness of one inevitably affects the other.
    (যদিও শরীর এবং মোন একই সাথে চলে, অসুস্থতা অআবশ্যকীয়ভাবে অন্যটাকে প্রভাবিত করে)
  • কিন্তু প্রথমে বসিয়ে Informal ভাবে ‘থেকে’ অর্থও দেয়া যায়:

Since the childhood, I’ve known at him.
(ছোট থেকেই আমি তাকে চিনি

Since the beginning, I have been doing good at it.
(শুরু থেকেই আমি আমি ভালো করছি)

কিন্তু Since then: তখন থেকে অর্থ দেয়:
Since then I’m doing it.
(তখন থেকে আমি এটা করছি)

Note: Since এর পর Present continues tense/ present perfect থাকা Important কেননা ফল এখনো শেষ হয়নি।

I’m good since my childhood. 
I’ve been good since my childhood. 
I know him since childhood .
I’ve known him since childhood. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here