প্রধানমন্ত্রীর কার্যালয়ে (NSI)১৩৯৪ পদে নিয়োগ পরীক্ষার আবেদন পদ্ধতি, সিলেবাস ও মানবন্টন |www.nsi.teletalk.com.bd

National Security Intelligence (NSI) Exam Syllabus and Marks Distribution

আরো পড়ুন: সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পিডিএফ ডাউনলোড 2013

আরো পড়ুন: সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পিডিএফ ডাউনলোড 2015

আরো পড়ুন: সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পিডিএফ ডাউনলোড 2017

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুসংবাদ। জনবল নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই কার্যালয়ের একটি অধিদফতরে ১৩৯৪ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন।

এনএসআই (NSI)পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত জিজ্ঞাসিত সকল প্রশ্ন ও উত্তর জানতে

এখানে ক্লিক করুন

১) পদের নাম: সহকারী পরিচালক

পদ সংখ্যা: ১৭৭টি

২) পদের নাম: ফিল্ড অফিসার

৩) পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৮টি

৪) পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২টি

৫) পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার

পদ সংখ্যা: ১২২টি

৬) পদের নাম: রেডিও টেকনিশিয়ান

পদ সংখ্যা: ২টি

৭) পদের নাম: অ্যাকাউন্টস-কাম-ক্যাশিয়ার

পদ সংখ্যা: ১টি

৮) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৫টি

৯) পদের নাম: ওয়্যারলেস অপারেটর

পদ সংখ্যা: ১০৩টি

১০) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

পদ সংখ্যা: ১টি

১১) পদের নাম: কম্পিউটার টেকনিশিয়ান

পদ সংখ্যা: ১টি

১২) পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: ১টি

১৩) পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৯৬টি

১৪) পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: ১টি

১৫) পদের নাম: ওয়াচ কনস্টেবল

পদ সংখ্যা: ৬৮৯টি

১৬) পদের নাম: ডার্করুম অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: ১টি

১৭) পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ৭৭টি

আরো পড়ুন:  (NSI) প্রিলি,রিটেন/ ভাইবা পরীক্ষার গুরুত্বপূর্ন সাজেশন

যেভাবে আবেদন

প্রার্থীকে টেলিকটের ওয়েবসাইট http://www.nsi.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।

Prime Minister’s Office (PMO) Exam Syllabus and Marks Distribution 2019

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে ২৭ জুলাই, ২০১৯ তারিখ দুপুর ১২টা থেকে ২৬ আগস্ট, ২০১৯ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি- মান বণ্টন, পরীক্ষা/ প্রশ্নের ধরণ।

❑❑❑❑Application Process:
➪➪➪কোন পোস্টে আবেদন করবেন ?

☞☞☞ Assistant Director হলো ফার্স্ট ক্লাস জব (Grade-09), অন্যদিকে Field Officer হলো সেকেন্ড ক্লাস জব (Grade-10)। এখন কোনটাতে আবেদন করলে ভাল হবে আপনার জন্য, সেটা চিন্তা করে এপ্লাই করে ফেলুন ।
.
➪➪➪যোগ্যতাঃ
AD এবং Field Officer এ যে কোন বিষয়ে ☞ অনার্স করেই আবেদন করা যাবে । নো মোর কনফিউশন !
.
➪➪➪কয় পোস্টে আবেদন করা যাবে ?
যেকোন এক ☞☞পোস্টে আবেদন করা উচিত। কারণ এডি এবং ফিল্ড অফিসারের পরীক্ষা গতবার একই সময়ে হয়েছিল । সো ,,,,
.
❑❑❑❑পরীক্ষা কয় মাস পরে হবে ?
গতবার বেশি সময় লাগে নি । এবারো বেশি সময় লাগবে না মনে হয় । ১/১.৫ মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি ।
.
➪➪➪NSI_Exam Preparation:
প্রিলির জন্য আলাদাভাবে কোন সিলেবাস নেই, PSC Non-cadre প্রিলির সিলেবাস ফলো করলেই হবে। সেক্ষেত্রে Job Solution ই সেরা বিকল্প।

NSI Mcq & Written Exam Syllabus and Marks Distribution 2019

প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের প্রিলি পরীক্ষার সিলেবাস 

মোট – ১০০ নম্বর
১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর

NSI Written Exam Syllabus and Marks Distribution 2019

প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের লিখিত পরীক্ষার সিলেবাস 
*২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।
*গনিতঃ বিসিএস টাইপ ম্যাথ থাকে।
*সংক্ষিপ্ত ও টিকাঃ গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
*NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।
*সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।
*প্রবলেম সলভ থাকে Analytical Type.
*English Short Question

প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর।
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর।
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস। আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর।

আরো পড়ুন: NSI পরিচিতি ও NSI এর সাতকাহন বিস্তারিত

আবেদন করার পদ্ধতি দেখে নিন ভিডিওতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here